সমবায় সমিতির ভোটে সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক দল তৃণমূল
সমবায় সমিতির ভোটের আগেই সমিতির সবকটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল শাসক দল তৃণমূল। নমিনেশন দাখিলের শেষ দিনের সময়সীমার মধ্যে বিরোধীরা নমিনেশন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবকটি আসনেই জয় হাসিল করলেন তৃণমূল শিবিরের প্রার্থীরা। মঙ্গলবার এমনটাই ঘটনা ঘটল মালদার বামনগোলা ব্লকের মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে। জানা গেছে, মদনাবতী সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোটের জন্য নমিনেশন দাখিলের শেষদিন ছিল মঙ্গলবার। নমিনেশন দাখিলের শেষ সময়সীমার মধ্যে তৃণমূল নয়টি আসনের নয়টিতেই প্রার্থী দেয়। কিন্তু বিরোধীদের পক্ষ থেকে একটি আসনেও নমিনেশন জমা পড়েনি। তাই বেলা ৩টার সময় সমবায় সমিতির আধিকারিকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল সমর্থিত নয়জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করেন। আর এতেই আনন্দ উল্লাসে মাতোয়ারা হন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তারা তৃণমূল সভাপ
সংকটমোচন বজরংবলীর বার্ষিক পুজো আরাধনা
মালদা শহরের রামনগর কাছারি এলাকায় শ্রীশ্রী সংকটমোচন বজরংবলীর বার্ষিক পুজো আরাধনা হয়ে গেল মঙ্গলবার। মালদা সিনিয়র সিটিজেনস কমিটির পক্ষ থেকে এদিন মহা ধুমধামে পুজোপাঠের আয়োজন করা হয়। পুজো উপলক্ষে বিশ্বশান্তি মহাযজ্ঞের আয়োজন চোখে পড়ে। যাকে কেন্দ্র করে সংকট মোচন বজরংবলী মন্দিরে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আনন্দ মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ।
বিয়ের দিন কয়েকের মধ্যেই আমবাগানের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার!
বিয়ের দিন কয়েকের মধ্যেই আমবাগানের মধ্যে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার! ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য মালদার হরিশ্চন্দ্রপুর থানার কোনার গ্রামে। জানা গেছে, মৃত যুবকের নাম অজয় মন্ডল। বয়স ২২ বছর। পেশায় ছিলেন দীন মজুর। পরিবার সূত্রে খবর, গত ১০ দিন আগেই প্রেম ভালোবাসা করে তিনি বিয়ে করেন। বিয়ের তিনদিন পর নববধূকে বাড়িতে রেখে তিনি কিষাণগঞ্জে কাজ করতে যান। তিনপর পর সেই কাজ থেকে পুনরায় বাড়ি ফিরে আসেন। কিন্তু বাড়ি ফেরার একদিন পরেই তিনি নিখোঁজ হয়ে যান। এরপর মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরেই এক আমবাগানের মধ্যে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় স্থানীয়রা আত্মহত্যার অনুমান করেন। যদিও আত্মহত্যার কারণ সম্পর্কে তারা কিছুই জানাতে পারেন নি। তাঁই হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে, মৃত্যুর কারণ জানতে তদন্ত শুরু করে বলে জানা গেছে।
আইপিএল-এর অনুকরণে মালদায় শুরু হল জিপিএল
আইপিএল-এর অনুকরণে মালদায় শুরু হল জিপিএল অর্থাৎ গৌড় প্রিমিয়ার লীগ। মঙ্গলবার দুদিন ব্যাপী গৌড় প্রিমিয়ার ক্রিকেট লীগ শুরু হল মালদার ইতিহাস প্রসিদ্ধ গৌড়ে। গৌড় প্রিমিয়ার লীগে গৌড় এলাকার মোট আটটি ক্রিকেট দল অংশগ্রহণ করে। তাদের নিয়েই মঙ্গলবার এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে জিপিএল শুরু হয়। উদ্বোধনী পর্বে হাজির ছিলেন পিয়াসবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ ঝোটন প্রসাদ, জিপিএল-এর অন্যতম উদ্যোক্তা বাপী ঘোষ সহ অন্যান্যরা।
লিচু বাগানে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!
লিচু বাগানে মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য!
দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিং হয়ে গেল মালদায়
মঙ্গলবার দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিং হয়ে গেল মালদায়। প্রথম মিটিং অনুষ্ঠিত হল মালদার ইংরেজবাজার দমকল দপ্তরে।দমকল দপ্তরের টেকনিক্যাল এক্সপার্ট কমিটির প্রথম মিটিং-এ হাজির ছিলেন দমকল দপ্তরের এডিজি নীলাদ্রি চক্রবর্তী, ডিভিশনাল ফায়ার অফিসার শিবানন্দ বর্মণ, মালদা মার্চেন্টের সম্পাদক উত্তম বসাক, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অফ কমার্সের সভাপতি সৌরভ টেকরিয়াল সহ অন্যান্যরা।
সাতদিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠের প্রাক্কালে ধর্মীয় শোভাযাত্রা
সাতদিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠের প্রাক্কালে মঙ্গলবার সাত সকালে এক ধর্মীয় শোভাযাত্রা হয়ে গেল মালদা শহরে। শোভাযাত্রার আয়োজন করলেন মালদা শহরের শ্রীহরি সৎসঙ্গ সমিতির ভক্তরা। এই উপলক্ষে এদিন সমস্ত ভক্ত মিলে বৃন্দাবন থেকে আগত রাজীব রঞ্জনজি মহারাজকে রথে বসিয়ে গোটা শহর পরিক্রমা করে। শহর পরিক্রমার পর মালদা শহরের দক্ষিণ বালুচর কল্যাণ সমিতির মাঠে সাতদিন ব্যাপী শ্রীমদ্ভাগবত পাঠ করা শুরু হয় বলে জানা গেছে।
শ্রীরামপুর দোলভিটা আশ্রম ক্লাব অ্যান্ড লাইব্রেরীর নজরকাড়া সরস্বতী পুজো
মালদার ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম অঞ্চলের শ্রীরামপুর দোলভিটা আশ্রম ক্লাব অ্যান্ড লাইব্রেরীর নজরকাড়া সরস্বতী পুজো। পুজোকে কেন্দ্র করে রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে মঙ্গলবার বিকালে।
সরস্বতী পুজোর থিম দুয়ারে সরকার
সরস্বতী পুজোর থিম দুয়ারে সরকার। আর এই অভিনব থিম ভাবনা তুলে ধরে এবছর নজর কাড়লেন মালদার কালিয়াচক-২নং ব্লকের উত্তর পঞ্চানন্দপুরের জিতনগর দিগবিজয়ী ক্লাবের সদস্যরা। তবে শুধু থিম ভাবনার পুজো নয়। পুজোকে কেন্দ্র করে রয়েছে চারদিন মেলার আয়োজন। যাকে কেন্দ্র করে এখন উৎসব আবহ রচিত হয়েছে গোটা জিতনগর এলাকায়।
বিদ্যুতের শ*ক লেগে এক ব্যক্তির মৃ*ত্যু*র ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা
বিদ্যুতের শ*ক লেগে এক ব্যক্তির মৃ*ত্যু*র ঘটনাকে কেন্দ্র করে সোমবার ব্যাপক উত্তেজনা ছড়াল মালদার বামনগোলা থানার দত্তপাড়া বাসস্ট্যান্ড এলাকায়। ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে রাস্তায় টায়ার জ্বালিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসী। সোমবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয় বামনগোলার দত্তপাড়া বাসস্ট্যান্ড সংলগ্ন মালদা-নালাগোলা রাজ্য সড়কে। জানা গেছে, বিদ্যুতের শ*ক লেগে মৃ*ত ব্যক্তির নাম মাসিদুর মন্ডল, বয়স ৪২ বছর। তিনি পেশায় ছিলেন সাইকেল মেকানিক। স্থানীয়দের অভিযোগ, দত্তপাড়া এলাকায় ১১ হাজার ভোল্টবাহী বিদ্যুৎ তার দীর্ঘদিন বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। তাই মাসিদুর মন্ডল ১১ হাজার ভোল্টবাহী বিদ্যুৎ পোল সংলগ্ন তার দোকানের ছাদে উঠে বটগাছের ডালপালা পরিষ্কার করতে ওঠেন। কিন্তু ওই সময় হঠাৎ করেই তিনি বিদ
বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মারার চেষ্টার ঘটনায় একটি গাড়িকে আটক
মালদার মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্রের গাড়িকে ধাক্কা মারার চেষ্টার ঘটনায় একটি গাড়িকে আটক করল মানিকচক থানার পুলিশ। ঘটনায় পুলিশ ওই গাড়ি মালিককে জিজ্ঞাসাবাদ করছে। তবে গাড়ি মালিকের দাবী, তার বাড়ি মালদার বৈষ্ণবনগর থানা এলাকায়। তিনি পেশায় ব্যবসায়ী। তিনি ডিস্ট্রিবিউটর ব্যবসার সঙ্গে যুক্ত। সেই ব্যবসার কাজে ঘটনার দিন তিনি মানিকচকে গিয়েছিলেন। এরপর রাতে তিনি গাড়ি চালিয়ে বাড়ি ফেরেন। এরপর তার গভীর রাতে পুলিশ তাকে ফোন করে ঘটনার কথা জানিয়ে থানায় দেখা করতে বলে। সেই মতো তিনি থানায় গিয়ে পুলিশের সব প্রশ্নের উত্তর দিয়েছেন। এমনকি তিনি বিধায়ক সাবিত্রী মিত্রের মুখোমুখি বসে সবকথা খুলে বলেছেন। সাফ জানিয়েছেন তিনি বিধায়কের গাড়িকে ধাক্কা মারার চেষ্টা করেন নি। রাস্তায় গাড়ি চালাতে গিয়ে হয়তো বিধায়কের গাড়িকে ওভারটেক করে থাকতে পারেন। তবে সঠিকভাবে তিনি বলতে পারছেন না।
অবৈধ অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি গোরু পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ।
মালদার ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের সময় চার বাংলাদেশি গোরু পাচারকারীকে পাকড়াও করল বিএসএফ। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের ইটাঘাটি এলাকায়। জানা গেছে, এদিন বেশ কয়েকজন বাংলাদেশি নাগরিক হবিবপুর থানার ইটাঘাটি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। যা সীমান্ত কর্তব্যরত বিএসএফ-এর ৮৮নং ব্যাটেলিয়নের জওয়ানদের নজরে পড়ে। তাই জওয়ানরা অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি গোরু পাচারকারীদের ধরতে তৎপর হয়ে ওঠে। ওই সময় কয়েকজন পালাতে সক্ষম হলেও, চার বাংলাদেশি গোরু পাচারকারী বিএসএফ-এর হাতে ধরা পড়ে যায়। এরপর ধৃত পাচারকারীদের বিএসএফ-এর পক্ষ থেকে তুলে দেওয়া হয় হবিবপুর থানার পুলিশের হাতে। মঙ্গলবার পুলিশ ধৃত বাংলাদেশিদের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে মেডিক্যাল করিয়ে পেশ করে মালদা জেলা আদালতে।