মেয়েদের প্রয়োজনে

মেয়েদের প্রয়োজনে ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক পেজ।
একজন মেয়ের জীবনধারণের জন্যে প্রয়োজনীয় TIPS ও TUTORIAL পাবেন এখানে।

সোনার ওজনের হিসেব শিখে রাখুন ... 👇 ✒ মেয়েদের প্রয়োজনে
13/01/2025

সোনার ওজনের হিসেব শিখে রাখুন ... 👇

✒ মেয়েদের প্রয়োজনে

টাং-টুইস্টার ... 👅★ হরলালের রেলগাড়ি ★ তেলে চুল তাজা জলে চুন তাজা ★ সূঁচে সুতো ছাতে ছুঁচো ★ লারা রোড রোলারে লর্ডসে যায় ★ ...
13/01/2025

টাং-টুইস্টার ... 👅

★ হরলালের রেলগাড়ি
★ তেলে চুল তাজা জলে চুন তাজা
★ সূঁচে সুতো ছাতে ছুঁচো
★ লারা রোড রোলারে লর্ডসে যায়
★ লালা রি লোলা রি লিলারি লালারি লু
★ কাঁচা পেঁপে পাকা পেঁপে
★ বাবলা গাছে বাঘ বসেছে
★ পাতে পটল পড়লেও পড়তে পারে।
★ পাখি পাকা পেঁপে খায়
★ বারো হাঁড়ি রাবড়ি বড়ো বাড়াবাড়ি।
★ কাঁচা গাব পাকা গাব
★ লীনা নিলো নীলা লীলা নিলো না
★ দুর্যোধন জর্দা খেয়ে দরজা দিয়ে পালিয়ে যায়
★ বাঘার বাড়ি বাবার গাড়ি
★ লরির ওপর রোলার
★ লীলা নিলি নালা নালী
★ লেনিন নিলেন লিনেন,লিনেন লেনিন নিলেন,নিলেন লেনিন লিনেন।
★ লালু লালা নিলী লিলি লীলা লীনা
★ করলার কলে বাড়ে কলেরার কলরব
★ পাখি কাঁপে ফাঁদে, পাপী কাঁদে ফাঁকে।
★ এক আনায় আনা যায় কত আনারস।
★ মালির মাথায় মালার ডালা, মালার হাতে মালির মালা।
★ রণে রানী লড়ে, লনে নারী নড়ে।
★ মাসি মারে মশা, মেসো মারে মাছি।
★ অস্ট্র উষ্ট্রের সাথে অষ্ট অশ্ব।
★ চাচী তুমি চাঁছা চটা চেঁছ না আচাঁছা চটা চেঁছ।
★ লাল ল্যানোলিন, নীল ল্যানোলিন।
★ নেরু রেনুর কান টানে,রেনু নেরুর নাক টানে।
★ টাকে কাক, তাকে কাপ।
★ মিতা আটা হাতে আতা কাটে।
★ গাছ কাটা কাটা খাঁজ, খাঁজ কাটা কাটা গাছ।n
★ মনাকে মনার মা মানা করেছে,মনা মায়ের মানা না শুনে চলে গেছে।
★ চল চপলার চকিত চরণে করিছে চরণ বিচরণ।
★ কত না জনতা জানালো যতনে যতনে।
★ কালুদের কুচকুচে কালো কুকুর কাল কচুরিতে কামড় দিয়েছিল।
★ টিপুর টুপি টুপুর টাকে, টুপুর টাকা টিপুর ট্যাঁকে।
★ উৎকটকটমহাশঙ্করকিটকিটাম্বররায়চৌধুরী
★ চারুচন্দ্র চক্রবর্তী চটি জুতো চরণে জড়ায়ে চট্টগ্রাম চলে গেছে।
★ পাঁক পুকুরের পশ্চিম পাড়ের পাঁচু পাইন পাঁচটি পুলিশ কে পটিয়ে পাঁচটি পাইপ পুঁতিল।
★ হেলিকপ্টারের প্রোপ্রাইটারের প্রপিতামহ প্রপেলারের চোটে পটলপ্রাপ্ত।
★ গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে যায়।
★ কাকেরা কা কা করিয়া কাকে কাকা কইছে?
★ রুলারে লড়াই।
★ রোমা রল্যা লেড় খায়।

( সংগৃহীত )

নিরস দরজার পাশ টা কে তো তুমিও রাঙিয়ে নিতে পারো নিজের মতো করে। ... 🥰আরও 🏠 ঘর সাজানোর আইডিয়া : অবাধ্য -তে। 👈
13/01/2025

নিরস দরজার পাশ টা কে তো তুমিও রাঙিয়ে নিতে পারো নিজের মতো করে। ... 🥰

আরও 🏠
ঘর সাজানোর আইডিয়া : অবাধ্য -তে। 👈

💅 আরওNAIL Art -এখানে। 👈
13/01/2025

💅 আরও
NAIL Art -এখানে। 👈

আরও 🍃 MEHNDI Design -এখানে। 👈
13/01/2025

আরও 🍃
MEHNDI Design -এখানে। 👈

ভাত রান্নার সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় হামেশাই ... 👇আরো 🍲👨‍🍳 রেসিপি ও রান্না-র টিপস রান্নাঘর : অবাধ্য -তে। 👈
12/01/2025

ভাত রান্নার সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় হামেশাই ... 👇

আরো 🍲👨‍🍳 রেসিপি ও রান্না-র টিপস
রান্নাঘর : অবাধ্য -তে। 👈

👣 আরও ALTA Design -এখানে। 👈
12/01/2025

👣 আরও
ALTA Design -এখানে। 👈

আরও 👩‍🦰 KOLKA Design  -এখানে। 👈
12/01/2025

আরও 👩‍🦰
KOLKA Design -এখানে। 👈

কিছুদিন আগে কৌতুহল বশত আমি "হেলিকপ্টারের দাম কত" লিখে গুগলে সার্চ করে ছিলাম। এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা, ইউটি...
11/01/2025

কিছুদিন আগে কৌতুহল বশত আমি "হেলিকপ্টারের দাম কত" লিখে গুগলে সার্চ করে ছিলাম।

এরপর থেকে আমার জীবন এলোমেলো হওয়ার দশা, ইউটিউব, ফেসবুক, ইন্সটাগ্রাম ... যেখানেই ঢুকি শুধু বড়লোকি বিজ্ঞাপন ... এই যেমন ...
> এই ছুটিতে ঘুরে আসুন বুর্জখলিফা।
> প্রিয় মানুষকে উপহার দিন ডায়মন্ডের নেকলেস।
> আপনার অপেক্ষায় মিশরের পিরামিড।
> অগ্রিম বুকিং দিন আইফোন ১৬।
> কানাডায় কিনুন স্বপ্নের বাড়ি।
> চাঁদে আপনার জন্য ১ বিঘা ভাল জমি আছে।

কত আর সহ্য করা যায়? 🤷‍♂️

বিপদ থেকে উদ্ধারের পথ বের করতে হল।

গতকাল রাতে সার্চ করেছি ... "ছেঁড়া জুতা সেলাই করার উপায় কি?"

সমস্যার সমাধান হয়ে গেছে,
বিজ্ঞাপনের লেভেল এখন আমার লেভেলে নেমে এসেছে। আজ সকাল থেকে ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম আমাকে দেখাচ্ছে মাত্র ৭০ টাকায় কিনুন ২ জোড়া স্যান্ডেল সাথে ১০ টাকা ক্যাশ ব্যাক!!

(সংগৃহীত)

আরও 😅
কমেডি : অবাধ্য -তে।

পুরনো কাঠের টেবিল ... যখন শুধুমাত্র রং-এর ছোঁয়াই মনমুগ্ধ রূপ পাই! ... 👌আরও 🏠ঘর সাজানোর আইডিয়া : অবাধ্য -তে।
10/01/2025

পুরনো কাঠের টেবিল ... যখন শুধুমাত্র রং-এর ছোঁয়াই মনমুগ্ধ রূপ পাই! ... 👌

আরও 🏠
ঘর সাজানোর আইডিয়া : অবাধ্য -তে।

👣 আরও আলতা ডিজাইন : ALTA Design -এখানে। 👈
10/01/2025

👣 আরও
আলতা ডিজাইন : ALTA Design -এখানে। 👈

আরও 👩‍🦰 কলকা ডিজাইন : KOLKA Design -এখানে। 👈
10/01/2025

আরও 👩‍🦰
কলকা ডিজাইন : KOLKA Design -এখানে। 👈

যে চাই তোমার দুঃখী মুখে হাসি ফোটাতে তার হাত কখনো ছেড়োনা! ... 💖 ✒ মেয়েদের প্রয়োজনে
09/01/2025

যে চাই তোমার দুঃখী মুখে হাসি ফোটাতে তার হাত কখনো ছেড়োনা! ... 💖

✒ মেয়েদের প্রয়োজনে

কি অসাধারণ দৃশ্য! ... 😲এই সেই নবজাগরণের প্রানকেন্দ্র ভেনিস (ইতালি)।  আরও ⛵ ভ্রমণ পরামর্শ ও বেড়ানোর ঠিকানা : অবাধ্য -তে।
09/01/2025

কি অসাধারণ দৃশ্য! ... 😲
এই সেই নবজাগরণের প্রানকেন্দ্র ভেনিস (ইতালি)।

আরও ⛵
ভ্রমণ পরামর্শ ও বেড়ানোর ঠিকানা : অবাধ্য -তে।

📍 ভূমিকা : 😅স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী। পুরুষমানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভা...
09/01/2025

📍 ভূমিকা : 😅
স্বামী একটি গৃহপালিত ও স্ত্রীভক্ত প্রাণী। পুরুষমানুষ বিয়ের মাধ্যমে স্বামীতে রূপান্তরিত হয়ে থাকে। এদের সঠিকভাবে পোষ মানালে ঘর ও বাইরের সমস্ত রকম কাজে ব্যবহার করা যায়।

📍 আকৃতি : 😅
এদের সাধারণত একটি ভুঁড়ি, শক্ত ঘাড়, দুর্বল মেরুদণ্ড এবং টুপি পরবার উপযোগী মাপসই একটি মাথা থাকে।

📍 প্রকৃতি : 😅
এরা সাধারণতঃ নিরীহ, শান্তিপ্রিয় ও ঝগড়াঝাঁটীতে অপটু হয়ে থাকে। বিয়ের আগে এদের স্বভাবে সিংহের বল থাকলেও বিয়ের পর সেই সিংহ দুর্গারূপিণী স্ত্রীর বাহনে পরিনত হয়। তাই এরা স্ত্রী-প্রভুর অবাধ্য হয়ে
চরম অশান্তি ভোগের আশঙ্কায় চিরকাল মিনমিনে স্বভাবের মিনসে হয়ে থাকে। এরা পুরনো কথার দিন-ক্ষণ, নাড়ি-নক্ষত্র সেভাবে মনে রাখতে পারেনা বলে ঝগড়া বা বিতর্কে প্রায়শই পরাজিত হয়।

📍 উপকারিতা : 😅
স্বামী উপকারী ও ভীষণভাবে নিত্যপ্রয়োজনীয় একটি প্রাণী। এরা ছুটির দিনে সংসারের নানাবিধ কাজ, যেমন প্যান পরিস্কার, ফ্যান পরিষ্কার প্রভৃতি করে
থাকে। এছাড়া এরা স্ত্রীর চোখে আইলাইনার, আইশ্যাডো প্রভৃতি লাগিয়ে দিয়ে, শাড়ির কুঁচি ধরে স্ত্রীকে রূপচর্চাতে
সাহায্য করে। এরা ভ্রমণের সময়ে কুলীরূপ ধারণ
করে ভারী ব্যাগ বহন করে, কখন বা এরা ড্রাইভার রূপ ধারণ করে স্ত্রীকে লং ড্রাইভে নিয়ে যায়। এদেরকে বিবাহ করে অনেক অতি সাধারণ নারী বিদেশভ্রমণ ও বসবাসের সুযোগ পায়। কর্মক্ষেত্রে অবসরের পর
এদেরকে নাতি-নাতনি প্রতিপালন, ঘর পাহারা, বারবার
দোকানে গিয়ে প্রয়োজনীয় টুকিটাকি জিনিস কিনে আনা – এই ধরনের গৃহস্থালির কাজে ব্যাবহার করা হয়ে থাকে।

📍 অপকারিতা : 😅
অনেক প্রকার স্বামী অফিসের কাজে অধিকাংশ দিন রাতকরে বাড়ী ফেরে। অনেকে আবার বাড়ীতে অফিসের কাজও নিয়ে আসে।তাই এরা স্ত্রীকে তাদের চাহিদামতো সময়দিতে পারে না। অধিকাংশ স্বামীই স্ত্রীকে শপিং- এ নিয়ে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে।
তাদের শাড়ী, গয়না কেনার যথাযথ সঙ্গী হতে
পারে না।

📍 উপসংহার : 😅
গৃহপালিত প্রাণীদের মধ্যে সংসারে স্বামীরচেয়ে শ্রেষ্ঠ প্রাণী বিরল । যে আবিষ্কারক--স্বামীদের পোষ মানানোর জন্য "স্ত্রী" নামক ‘যন্তর’- টি আবিষ্কার করেছিলেন, তাঁর কাছে
পৃথিবীবাসি চির-কৃতজ্ঞ থাকবে !

😂🤣

( সংগৃহীত)

Address

English Bazar
732203

Alerts

Be the first to know and let us send you an email when মেয়েদের প্রয়োজনে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

মেয়েদের প্রয়োজনে

ফ্যাশন ও লাইফস্টাইল বিষয়ক পেজ। একজন মেয়ের জীবনধারণের জন্যে প্রয়োজনীয় TIPS ও TUTORIAL ছাড়াও এখানে পাবেন ... ‘মেয়েদের প্রয়োজনে’র সমস্ত জিনিস।