মালদা :নামি গয়না প্রস্তুতকারী সংস্থা 'তানিক্স' মালদহে তাঁদের শোরুমের সম্প্রসারণ করল। একইসঙ্গে ক্রেতাদের জন্য শুরু হয়েছে কেনাকাটায় বিশেষ অফার। আগামী ৭ এপ্রিল পর্যন্ত প্রতিটি গয়নার কেনাকাটার ওপর থাকছে উপহার সোনার কয়েন। মালদহের সর্বমঙ্গলাপল্লী এলাকায় তানিক্সের শো-রুম আয়তন তিন হাজার বর্গফুটের বেশি বাড়ানো হয়েছে। বহুতল ভবনের নতুন আরও একটি তলা এই শোরুমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এরফলে ক্রেতারা একদিকে যেমন সোনা, হিরে এবং প্লাটিনাম গয়নার বিপুল কালেকশন দেখতে পাবেন। পাশাপাশি কেনাকাটার ক্ষেত্রেও সুবিধা হবে।
এদিন নবরুপে সজ্জিত এবং সম্প্রসারিত শোরুমের উদ্বোধন করেন তানিক্সের রিজিওনাল বিজনেস ম্যানেজার (ইস্ট) অলোক রঞ্জন।
সংস্থার তরফে জানানো হয়, এই নতুনভাবে সজ্জিত শোরুমে বিভিন্নভাবে পুরনো গয়না বদল, বিভিন্ন শ্রেণীর মানুষ নিজেদের ক্রয়ক্ষমত
মালদা : সন্দেশ খালিতে মহিলাদের সাথে হয়ে যাওয়া নির্যাতনের প্রতিবাদে ও মালদা সহ রাজ্যে মহিলাদের উপর অত্যাচার ও ধর্ষণ করে মেরে ফেলার প্রতিবাদে আজ মালদা ডি.এম অফিস ঘেরাও করে জেলা বিজেপি যুব মোর্চা ও বিজেপি নেতৃত্বরা ।পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে বিজেপি সমর্থকরা। পুলিশের সাথে ধস্তাধস্তি শুরু হয়।
মালদা শহরের নাবালিকা স্কুলছাত্রী হত্যাকান্ডে রবিবার নিহত ছাত্রীর পরিবারবর্গের সঙ্গে দেখা করলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্যদের প্রতিনিধি। তারা কথা বলেন পরিবারবর্গের সঙ্গে। এরপর' সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে গোটা ঘটনা প্রসঙ্গে কি বললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের অ্যাডিশনাল সেক্রেটারী দিব্যা গুপ্তা শুনুন তার মুখ থেকেই---
মালদা, ২৪ জানুয়ারি: পপি মন্ডল বিয়ে করলো প্রতিমা বিশ্বাসকে। দুজনেই সাবালিকা মহিলা । শুনতে অবাক লাগলো ঘটনাটি সত্যি। মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে দুই মহিলা ভালোবাসার টানে একে অপরকে মালা পরিয়ে সিঁদুর দান করিয়ে বিয়ে করেন। আর এই ঘটনার সাক্ষী হিসেবে ওই এলাকায় অসংখ্য মানুষ ভিড় জমান। সমকামীর বিয়ের ঘটনাকে ঘিরে মালদার ইংরেজবাজার শহরের মেডিকেল কলেজ সংলগ্ন হ্যানটা কালীবাড়ি মন্দিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পপি মন্ডল এবং প্রতিমা বিশ্বাস, প্রথম জনের বাড়ি বামনগোলা থানার নালাগোলা এলাকায়। অপরজনের বাড়ি কালিয়াচক থানা এলাকায়।
দুই সমকামী মহিলা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরেই মোবাইল ফোনের মাধ্যমে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
বুধবার গভীর রাতে মালদ
মালদা : আজ কানির মোড়ে কার্নিভাল নিয়ে প্রেসমিট করলেন দুলাল সরকার । উদ্বোধন হবে ২৪তারিখ।
BREAKING NEWS
মালদা :মালদহে ভরদুপুরে শুট আউট। ঘটনাটি ঘটেছে ইংরেজবাজারের সুস্থানী মোড় এলাকায়। জানা গেছে মোটরবাইকে একাই ছিলেন শফিকুল ইসলাম নামে ওই প্লাস্টিক ব্যবসায়ী। শহরের দিকে আসার সময় পেছন থেকে গুলি করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা।গুলিবিদ্ধ ব্যবসায়ী সুজাপুরের বাসিন্দা। এই ব্যবসায়ীর ডান কাঁধে গুলি লাগে, তাকে আনা হয়েছে মালদহের বেসরকারি হাসপাতালে।তদন্তে নেমেছে ইংরেজবাজার থানার পুলিশ।পরিবারের দাবি ব্যবসায়িক শত্রুতার কারনে তাকে গুলি করা হয়েছে।
মালদা : তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ তুলে শহর জুড়ে বিক্ষোভ মিছিল ও মালদা শহরের রথ করে মরে প্রতিবাদ সভার আয়োজন করলো ভারতীয় জনতা যুব মোর্চার রাজ্য কমিটি। এদিন পুরাটুলি ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়. শহর পরিক্রমা করার পর রথবাড়ি মোড়ে শেষ হয় এবং সেখানে বিক্ষোভ সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল, রাজ্য যুব মোর্চার সাধারণ সম্পাদক ইন্দ্রনীল খাঁ সহ জেলা নেতৃত্ব।
কেন্দ্রীয় বিজেপি শাসিত সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও গরিব জনসাধারণের ১০০ দিনের কাজের বকেয়াসহ আবাস যোজনার টাকা আদায়ের স্বার্থে চাঁচল ২নং ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির নেতৃত্বর তরফে ধিক্কার মিছিল হলো মালতিপুরে। উপস্থিত ছিলেন বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি, জেলা সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা।
চরম বিশৃঙ্খলা বৃন্দাবনী ময়দানে ফুটবল খেলাকে কেন্দ্র করে। পুলিশের লাঠিচার্জ
মালদা:- চরম বিশৃঙ্খলা বৃন্দাবনী ময়দানে। গুড মর্নিং ক্লাব এর উদ্যোগে নৈশকালীন নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বৃন্দাবনী ময়দানে।
রবিবার রাতে খেলার উদ্বোধন করতে আসেন বাংলা চলচ্চিত্র জগতের খ্যাতনামা অভিনেতা জিৎ । যখন জিৎ একটি হুড খোলা জিপে চেপে মাঠ পরিক্রমা করছিলেন তখনই প্রচুর মানুষের ভিড় জমে। তৈরি হয় বিশৃঙ্খলা পরিস্থিতি। পাবলিক কে সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে অভিযোগ।
এরপর কোনক্রমে মাঠ ছাড়েন অভিনেতা। এখানেই থেমে থাকেনি এরপর চূড়ান্ত ফুটবল প্রতিযোগিতার সময় আবার শুরু হয় গন্ডগোল।
সেখানেও সামাল দেয় বিশাল পুলিশ বাহিনী। যদিও এই বিষয়ে উদ্যোক্তারা মুখ খুলতে চাননি।
প্রশ্ন হচ্ছে আগাম ঘোষণা অনুযায়ী নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল মালদা শহরের বৃন্দাবনী ময়
পুরনো সোনার বদলে ১০০ শতাংশ নতুন সোনা কেনার সম্ভার নিয়ে হাজির হলো জাতীয় স্তরের সংস্থা তানিস্ক
মালদা, ৩০ নভেম্বর: পুরনো সোনার বদলে ১০০ শতাংশ নতুন সোনা কেনার সম্ভার নিয়ে হাজির হলো জাতীয় স্তরের একটি বাণিজ্যিক স্বর্ণ সংস্থা । তানিক্স নামে ওই সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে এই ঘোষণা করা হয়েছে। এদিন মালদার ইংরেজবাজার শহরের সর্বমঙ্গলাপল্লী সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে বাণিজ্যিক স্বর্ণ সংস্থার একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত হয়েছিলেন সংশ্লিষ্ট সংস্থার এরিয়া ম্যানেজার তুষার জৈন এবং স্টোর ম্যানেজার সুধাংশু দত্ত সহ অন্যান্যরা।
বাণিজ্যিক স্বর্ণ সংস্থা তানিক্সের মালদা শাখার স্টোর ম্যানেজার সুধাংশু দত্ত জানিয়েছেন, যে কোন ধরনের পুরনো সোনার নিয়ে এলে ১০০ শতাংশ বর্তমান সোনার দামের মূল্যের বিনিময়ে নতুন সোনা কেনাকাটা করতে পারবেন গ্রাহকেরা। এছাড়াও সাড়ে তিন লক্ষ টাকা সোনার কেনাকাটি করলে ২
বামোনগোলায় মামনি রায়ের মৃত্যুতে বিজেপির মিথ্যা রাজনীতির প্রতিবাদে তৃণমূলের পথসভা
মালদা:- বামোনগোলায় মামনি রায়ের মৃত্যুতে বিজেপি যে মিথ্যা রাজনীতি করছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের পথসভা। এদিন এই পথসভায় উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক আব্দুর রহিম বক্সি, মালদা জেলার চেয়ারম্যান তথা রতুয়ার বিধায়ক সমর মুখার্জি, কর্মাদক্ষ পূর্ণিমা বাড়ই সহ একাধিক নেতৃত্ব। এদিন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বক্সি বক্তব্য রাখতে গিয়ে উত্তর মালদা বিজেপি সাংসদ খগেন মুর্মু ও হবিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক জুয়েল মুমুর বিরুদ্ধে এক গ্রাস খোভ উগরে দেন।
মালডাঙ্গা গ্রামে এলেন মালতিপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি
মালদা : মালদার বামনগোলা ব্লকের গোবিন্দপুর মহেশপুর অঞ্চলের মালডাঙ্গা গ্রামে এলেন মালতিপুরের বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি রহিম বক্সি।খাটিয়া করে রোগীকে নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে ভাইরাল ভিডিও ছরিয়েছে। আজ ওই এলাকায় গিয়ে মৃত ওই যুবতী মামনি রায়ের পরিবারের সাথে দেখা করেন বিধায়ক রহিম বক্সি । তিনি মৃতার মেয়ের পড়াশুনার দায়িত্ব সহ বাড়ি তৈরি করে দেবার আশ্বাস দেন। সেই সাথে তিনি জানান রাজ্যসরকারের তরফে ৫কিলোমিটার রাস্তার অনুমোদন পেয়েছে যার জন্য বরাদ্দ করা হয়েছে ২কোটি ৪৫লক্ষ টাকা। খুব তাড়াতাড়ি রাস্তার কাজ শুরু হবে।
দূর্গা মন্ডপে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছারখার দুর্গামন্ডপ
BREAKING NEWS
মালদার রবীন্দ্র ভবন মোড়ের কাছে আমরা সবাই ক্লাবের দুর্গা মন্ডপে হঠাৎ আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য। ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছারখার দুর্গা মন্ডপ ও দুর্গা প্রতিমা। আজকেই উদ্বোধন হওয়ার কথা ছিল এই দুর্গা মন্ডপের। তার কয়েক ঘন্টার আগেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাস্থলে দমকলের দুইটি ইঞ্জিন। দুইটি ইঞ্জিনের তত্ত্বাবধানে আয়ত্তে আসে আগুন। ঘটনাস্থলে ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান আগারওয়াল সহ ইংলিশ বাজার থানার পুলিশ।
মালদা : গতকাল সন্ধ্যায় মালদা শহরের রবীন্দ্রভবন এলাকায় আমরা সবাই ক্লাবের অগ্নিকাণ্ডের ঘটনার পর পুনরায় নতুন করে পুজো যাতে করতে পারে ক্লাব সদস্যদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন মালদা জেলা তৃণমূলের নেতৃত্ব। সঙ্গে ছিলেন স্থানীয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডল ছিলেন মালদা জেলা তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস থেকে শুরু করে দেবপ্রিয় সাহা সহ অন্যান্যরা।
রবীন্দ্র ভবন এলাকায় আগুনে ভস্মীভূত দুর্গা মন্ডপ ও দুর্গা প্রতিমা