Sukdev Mandal

Sukdev Mandal SOCIAL MEDIA INCHARGE
RAMNAGAR ASSEMBLY (BJP)
(2)

আমার পরিবার বিজেপি পরিবারের পারিবারিক সদস্য, আমার বুথ খাদালগোবরা দক্ষিনাংশ বুথের বুথ সভাপতি দিপংকর সামন্ত আমাদের ছেড়ে দে...
17/11/2024

আমার পরিবার বিজেপি পরিবারের পারিবারিক সদস্য, আমার বুথ খাদালগোবরা দক্ষিনাংশ বুথের বুথ সভাপতি দিপংকর সামন্ত আমাদের ছেড়ে দেবলোকে গমন করেছে।
ওর বিদেহী আত্মার চির শান্তি কামনা করি।
যেখানে থাকিস, ভালো থাকিস।
🙏ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি🙏

07/11/2024

আজ ৭ই নভেম্বর বৃহস্পতিবার সকালে দীঘা থেকে সুর্যোদয়।

30/10/2024

শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা
🙏শুভ উদ্বোধনী অনুষ্ঠান🙏

দীঘায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা উপলক্ষে শুভ উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য রাখছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী Suvendu Adhikari মহাশয়।

30/10/2024

🙏শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা অর্চনা🙏
🙏🙏🙏🙏শুভ উদ্বোধন🙏🙏🙏🙏

আজ ৩০শে অক্টোবর বুধবার দীঘায় ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জি বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা মন্ডপের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী Suvendu Adhikari মহাশয়।

27/10/2024

মোদীজির পাঠানো টাকা পশ্চিমবঙ্গে দুর্নীতির বলি হয়ে যায়।
বললেন দেশের কেন্দ্রীয় গৃহ মন্ত্রী মাননীয় শ্রী অমিত শাহজী।

27/10/2024
21/10/2024

◾নবান্ন বৈঠকে যা শিখলাম◾
যার বিরুদ্ধে অভিযোগ, তাকে অভিযুক্ত বলা যাবে না।
বললেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি
😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆

✅উপযুক্ত জবাব দিলেন জুনিয়র ডাক্তার✅

09/10/2024

◾আরামবাগে পিটিয়ে খু-ন◾

ঝরছে র-ক্ত, ম-রছে মানুষ
এ কেমন উৎসব?
এবার পূজায় আমার বাংলা
দেখবে কত শ-ব?

বাংলায় তৃণমূলী অসুরের হাতে আবার একটি মর্মান্তিক মৃ-ত্যু!

সৌঃ- রিপাবলিক বাংলা

08/10/2024

আজ ৭০ তম জাতীয় চলচ্চিত্র অনুষ্ঠানে ভারতীয় সিনেমার কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত হলেন।

বাংলা তথা সমগ্র বাঙালি জাতির মুখ উজ্জ্বল করার জন্য মহাগুরু মিঠুন চক্রবর্তীকে অনেক অনেক অভিনন্দন ।

07/10/2024

"দরকার নেই পাপের নবান্ন"
"বাংলা চায় তিনশো ছাপান্ন"

👉পটাশপুরে ধ-র্ষি-ত হয়ে খু-ন হয়ে যাওয়া গৃহবধূর বাড়িতে পৌঁছে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন কাঁথি লোকসভার সাংসদ মাননীয় শ্রী সৌমেন্দু অধিকারী মহাশয়।

সৌঃ- রিপাবলিক বাংলা

06/10/2024

পটাশপুরে গৃহবধূকে ধ-র্ষ-ণ করে খু-ন।
◾◾বাংলায় এ কেমন উৎসব ❓❓
"দরকার নেই পাপের নবান্ন"
"বাংলা চায় তিনশো ছাপান্ন"

সৌঃ- রিপাবলিক বাংলা

05/10/2024

জয়নগরে ১০ বছরের স্কুল ছাত্রীর উপর বর্বরোচিত নারকিয় ঘটনার সাথে পুলিশি নিস্কৃয়তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি।

29/09/2024

◾রামনগরের গর্জন◾
দফা এক দাবি এক, মমতার পদত্যাগ

আর জি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকের উপর চরম নৃ-সং-শতা এবং রামনগর কলেজ ছাত্রীকে তৃণমূলী ধর্ষ-ক-দের দ্বারা নির্মম ধ-র্ষ-ণে-র প্রতিবাদে, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী Suvendu Adhikari মহাশয়ের নেতৃত্বে "" লালুপুল থেকে দেপাল হাট"" পর্যন্ত্য বিশাল ধিক্কার মিছিল।

।।-দফা এক দাবি এক, মমতার পদত্যাগ-।।কাঁথির ভূমিপুত্র শ্রী Suvendu Adhikari'র নেতৃত্বে প্রতিবাদী পদযাত্রা ও পথসভায় জণ সুনা...
19/09/2024

।।-দফা এক দাবি এক, মমতার পদত্যাগ-।।

কাঁথির ভূমিপুত্র শ্রী Suvendu Adhikari'র নেতৃত্বে প্রতিবাদী পদযাত্রা ও পথসভায় জণ সুনামী।

।।-দফা এক দাবি এক, মমতার পদত্যাগ-।।কাঁথির মহা মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী Suvendu Adhikari মহাশয়।
19/09/2024

।।-দফা এক দাবি এক, মমতার পদত্যাগ-।।

কাঁথির মহা মিছিলে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শ্রী Suvendu Adhikari মহাশয়।

18/09/2024

।।-কাঁথিতে জনসুনামী-।।
◾সম্পূর্ণ মহা মিছিল◾

আর জি কর হাসপাতালে ডাক্তার দিদির উপর চরম নৃসংশতার প্রতিবাদে, কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল মহা মিছিল।

06/09/2024

।।-রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম-।।

আর জি কর হাসপাতালে ডাক্তার দিদির উপর চরম নৃসংশতার প্রতিবাদে রাজ্য জুড়ে বিজেপির চাক্কা জ্যাম কার্যক্রমে আজ দীঘা কলকাতা জাতীয় সড়কের দীঘা গেটে রামনগর ২ মন্ডলের পক্ষ থেকে চাক্কা জ্যাম।

Address

Shivalaya Road
Digha
721428

Alerts

Be the first to know and let us send you an email when Sukdev Mandal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share