Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান

  • Home
  • India
  • Dhulian
  • Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান

Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান ধুলিয়ান

01/12/2023

যে সরকার সোস্যাল অডিট করতে ভয় পায় করলেও নামমাত্র সোস্যাল অডিট করে সেই সরকার কি করে দেশের, দশের, জনগণের উন্নয়ন করতে পারে?

মুর্শিদাবাদ জেলায় তৈরি হবে বেসরকারি মেডিক্যাল কলেজ,150 ক্যাপাসিটির  . রঘুনাথগঞ্জের প্রসাদপুরে হবে,গত ২৫শে নভেম্বর ২০২৩ ...
27/11/2023

মুর্শিদাবাদ জেলায় তৈরি হবে বেসরকারি মেডিক্যাল কলেজ,150 ক্যাপাসিটির . রঘুনাথগঞ্জের প্রসাদপুরে হবে,গত ২৫শে নভেম্বর ২০২৩ এ কলেজটি নির্দিষ্ট দপ্তরের অনুমতি পেয়েগেছে।

19/11/2023

২০০৩ এর বিশ্বকাপ ফাইনালের স্কোর-২৩৪/১০.
২০২৩ ফাইনালের স্কোর- ২৪০/১০.
বিশ্বের সেরা ব্যাটিং থেকেও কুড়ি বছরে উন্নত মাত্র ৬ রান !!??

19/11/2023

আমাদের পেজের পক্ষ থেকে সমস্ত সম্প্রদায়ের সকলের প্রতি আবেদন আজ দেশের ক্রিকেট টিমের সফলতা কামনা করে নিজ নিজ ধর্ম নিয়ম মেনে অন্তত মাত্র পাঁচ মিনিট দোয়া/প্রার্থনা করুন।

    :            #&
09/11/2023

: #&

07/10/2023

রাজ ভবনের সামনে করা হোক কনক্যারেন্ট স্যোস্যাল অডিট শুরুর দাবিতে ধর্নামঞ্চ।

শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত।
06/10/2023

শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত।

সময়ের নাম:
05/10/2023

সময়ের নাম:

যাদের ডাবল প্যান কার্ড আছে একটা প্যান কার্ড  Surrender করে আসুন। এখন ফ্রিতে হচ্ছে পরবর্তীতেই ১০,০০০/- টাকা ফাইন হবে।Surr...
04/10/2023

যাদের ডাবল প্যান কার্ড আছে একটা প্যান কার্ড Surrender করে আসুন। এখন ফ্রিতে হচ্ছে পরবর্তীতেই ১০,০০০/- টাকা ফাইন হবে।
Surrender করার জন্য ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট অফিসে যান ।
1. ডাবল প্যান কার্ডের জেরক্স।
2. আধার কার্ডের জেরক্স।
3. ভোটার কার্ডের জেরক্স।
4. এফিডেভিট।
5. একটা অ্যাপ্লিকেশন লাগবে।

04/10/2023

এই মুখ্যম সময়ে ভিআরপিদের রাজ্য সামাজিক নিরিক্ষা দপ্তরের সামনে কনক্যারেন্ট স্যোস্যাল অডিট শুরু করার দাবিতে ধর্নায় বসা সঠিক না ভূল ? নিজেদের মূল্যবান কমেন্ট করুন।

বাড়ানো হয়নি ২০২৩-২০২৪ সালের জন্য ভিবিডিসি/ভিআরপিদের পারিশ্রমিক।
03/10/2023

বাড়ানো হয়নি ২০২৩-২০২৪ সালের জন্য ভিবিডিসি/ভিআরপিদের পারিশ্রমিক।

 #মাননীয় প্রতাপ নায়ক   মহাশয় এর কাছে প্রশ্ন আপনি বলেছেন কেন্দ্র ভিবিডিসি নিয়ে বঞ্চনা করছে ভিআরপিদের সাথে সেটা কি করে...
02/10/2023

#মাননীয় প্রতাপ নায়ক মহাশয় এর কাছে প্রশ্ন আপনি বলেছেন কেন্দ্র ভিবিডিসি নিয়ে বঞ্চনা করছে ভিআরপিদের সাথে সেটা কি করে ? কারন দৈনিক পারিশ্রমিক- ৩৮২/- হারে কেন্দ্র থেকে দেওয়া হয় রাজ্যকে, যেখানে রাজ্য থেকে ভিআরপিদের দৈনিক পারিশ্রমিক ১৭৫/- হারে দেওয়া হয় ।
দ্বিতীয় প্রশ্ন: আপনি বলেছেন তিনবছর থেকে সামাজিক নিরিক্ষার পেমেন্ট দেওয়া হয়নি ভিআরপিদের, আপনার সাথে সহমত(যদিও সম্পূর্ণ বাকি নেই) কিন্তু আপনি বলুন ২০২০ থেকে কেন্দ্র স্যোস্যাল অডিট বা সামাজিক নিরিক্ষার ১৫০ দিনের কনক্যারেন্ট স্যোস্যাল অডিট এর যে অর্ডার করেছে তাহলে রাজ্য শুরু করছেনা কেন ?

৩য় প্রশ্ন : আপনি বলুন পৃথিবীতে কোন দেশের কোন একটা দপ্তরের সরকারী বা বেসরকারী কর্মীদের বছরে ৩৬৫ দিনে ৩৬৫ দিন কাজ করানো হয় কোন প্রকার ছুটি দেওয়া হয়না ? তাহলে ভিআরপিদের ভিবিডিসি এর কাজে কোন প্রকার ছুটি দেওয়া হয় না কেন????

02/10/2023

আমরা এর আগেও বলেছি আবারও বলছি সংগঠনের মুষ্টিমেয় কয়েকজন নিজেদের ব্যাক্তি স্বার্থে মিথ্যা বলে ভাওতা দিচ্ছে, ভিআরপিদের কোন কনভার্ট হবেনা বা করবেনা ।-২/২

02/10/2023

ভিআরপি সংগঠন ১লা অক্টোবরের আগে পর্যন্ত ফাইল রেডি করে পাঠানো হয়েছে, বলে যে বাজনা বাজাতো তা ১০০% মিথ্যা সেটা কালকের সভায় প্রমানিত ।- ১/২

02/10/2023

তৃনমূল ভিআরপি সংগঠনের ১লা অক্টোবরের আপডেট ।

স্বচ্ছ ভারত অভিযান সামশেরগঞ্জব্লক ।
01/10/2023

স্বচ্ছ ভারত অভিযান সামশেরগঞ্জব্লক ।

01/10/2023

স্বচ্ছতা শপথ
মহাত্মা গান্ধী যে ভারতের স্বপ্ন দেখেছিলেন সেখানে ভারতবর্ষের স্বাধীনতা শুধুমাত্র কাম্য ছিল না। তার সাথে স্বচ্ছ এবং বিকশিত ভারতবর্ষের কল্পনা তার মনের মধ্যে ছিল।
মহাত্মা গান্ধী আমাদের পরাধীনতার শৃংখলকে মুক্ত করে মা ভারতীকে স্বাধীন করেছিলেন।
এখন আমাদের কর্তব্য সমস্ত আবর্জনা মুক্ত করে ভারত মাতার সেবা করা।
আমি শপথ নিচ্ছি যে আমি স্বচ্ছতার প্রতি সজাগ থাকবো আর এর জন্য সময় দেব।
প্রতিবছর ১০০ ঘন্টা অর্থাৎ সপ্তাহে দু'ঘণ্টা শ্রম দান করে স্বচ্ছতার এই সংকল্পকে সম্পূর্ণ করব।
আমি নিজে কখনো আবর্জনা ছড়াবো না অন্য কাউকে ছড়াতে দেবো না।
আমি এই স্বচ্ছতার কাজ সবার আগে নিজেকে দিয়ে শুরু করে নিজের পরিবারে, আমার পাড়ায়, আমার গ্রামে এবং আমার কার্যালযে আরম্ভ করবো।
আমি বিশ্বাস করি যে, কোনো দেশ স্বচ্ছ হওয়ার মূলে ওই দেশের নাগরিক যাঁরা নিজেরা আবর্জনা ছড়ায় না বা কাউকে আবর্জনা ছড়াতে দেয় না।
আমি এই স্বচ্ছতার প্রচার গ্রামে গ্রামে এবং পাড়ায় পাড়া ছড়িয়ে দেব।
আমি আজ যে স্বচ্ছতার শপথ নিলাম তা অন্য ১০০ জন ব্যক্তি কে শপথ নিতে উদ্বুদ্ধ করবো এবং তারাও বছরে ১০০ ঘন্টা শ্রমদানের মাধ্যমে দেশের স্বচ্ছতার জন্য কাজ করবে ।
আমার দৃঢ় বিশ্বাস যে, আমার এই পদক্ষেপ পুরো ভারতবর্ষকে স্বচ্ছ বানানোর কাজে সাহায্য করবে।

01/10/2023

রাফা ইসলাম আসছেন ১২ই অক্টোবর অরঙ্গাবাদ গার্লস স্কুলে ।

ভিআরপিরা নিয়োগ হয়েছিলো স্যোস্যাল অডিটের জন্য যার দৈনিক পারিশ্রমিক ৫২৬/- টাকা, বর্তমানে তাদেরকে করানো হচ্ছে দৈনিক পারিশ...
30/09/2023

ভিআরপিরা নিয়োগ হয়েছিলো স্যোস্যাল অডিটের জন্য যার দৈনিক পারিশ্রমিক ৫২৬/- টাকা, বর্তমানে তাদেরকে করানো হচ্ছে দৈনিক পারিশ্রমিক ১৭৫/- টাকায় ডেঙ্গু সচেতনতা ও নিয়ন্ত্রণের কাজ। শিক্ষিত বেকার যুবকদের কাছে বেকারত্বের জ্বালা এতটাই যে কাজটা তাদের গলায় খাবার আটকে যাওয়ার মতো না পারছে গিলতে না পারছে ফেলতে।যে বা যারা এতোগুলো শিক্ষিত বেকারের মর্যাদা বুঝছেনা তাদের একদিন না একদিন ঐসব শিক্ষিত অসন্মানীত অসহায় বেকারের মায়ের চোখের জলের প্রতিশোধ প্রকৃতি তার নিয়মে সঠিক সময়ে একদিন না একদিন নিবেই নিবে ।

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"কর্মচারী বললো,"স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊😊ক্যাশে বসা...
29/09/2023

ডিমের আড়তে গিয়ে বললাম,"এক ডজন হাঁসের ডিম দেন।"
কর্মচারী বললো,"স্যার! ডিম তো হাঁসে পাড়ে না, হাঁসি পাড়ে!!" 😊😊

ক্যাশে বসা মহাজন কর্মচারীকে ডেকে নিয়ে একটা থা*প্পর মে*রে দিলো। সামান্য এই কথাটার কারণে কর্মচারীর গায়ে হাত তোলা বিষয়টা মেনে নিতে পারলাম নাহ। 🤔🤔

মহাজনকে বললাম,"কাজটা ঠিক করলেন নাহ। কর্মচারীর কথায় আমি কিছু মনে করিনি।" 🙄🙄

মহাজন কোন কথা না বলে চুপ থাকলো। 😌😔

আড়ত থেকে বের হতেই কর্মচারী ফিসফিস করে বললো, "স্যার, এই কারণে থা*প্পর মা*রে নি, মা*রছে অন্য কারণে...। 😂🤣

বললাম,"কি কারণ জানতে পারি...??" 😱😱

স্যার!! মহাজনের বউয়ের নাম "হাসিনা বেগম।"
উনি আদর করে "হাঁসি" ডাকে!! 😁😁

আমি যে বলছি,"হাঁসি ডিম পাড়ে,
এই জন্য আমারে থা*প্পর মা*রছে। 😀🤭😃

#সংগৃহিত

পৃথিবীর একমাত্র কর্মী বাংলার (দৈনিক ১৭৫/- টাকা পারিশ্রমিক) ভিআরপি যাদের কোন ঈদ,পূজা,দীপাবলি,মহরম,খ্রীসমাস, দেশের তিনটি জ...
28/09/2023

পৃথিবীর একমাত্র কর্মী বাংলার (দৈনিক ১৭৫/- টাকা পারিশ্রমিক) ভিআরপি যাদের কোন ঈদ,পূজা,দীপাবলি,মহরম,খ্রীসমাস, দেশের তিনটি জাতীয় ছুটি (২৬শে জানুঃ,১৫ই আগষ্ট,২রা অক্টবর) সহ অন্যান্য ছুটি প্রায় সব সরকারী কর্মীদের থাকলেও ভিআরপিদের কোন প্রকার ছুটি নেই। তবুও ভিআরপিদের কোন প্রতিবাদ নেই,এটা তাদের ভদ্রতা না দূর্বলতা তার উত্তরও তাদের কাছে নেই ??

সরকার কোটি কোটি টাকা গ্রাহকদের থেকে তুলে যে পুরানো মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার বসালো সেই মিটার পরিবর্তন করে এবার গ্...
27/09/2023

সরকার কোটি কোটি টাকা গ্রাহকদের থেকে তুলে যে পুরানো মিটার পরিবর্তন করে ডিজিটাল মিটার বসালো সেই মিটার পরিবর্তন করে এবার গ্রাহকদের প্রিপেড মিটার বসাবে, প্রিপেড মিটার হল সেই মিটার যেখানে আপনি কারেন্ট ব্যাবহারের আগে আপনাকে টাকা ভরতে হবে তবেই আপনার বাড়িতে কারেন্ট থাকবে নচেৎ নয়,যেমন সিমে টাকা ভরেন সেরকম আর কি,,,, এখন রাত বারোটার সময় যদি আপনার টাকা শেষ হয়ে যায় তবে অটোমেটিক আপনার কারেন্ট অফ হয়ে যাবে,কিন্ত আপনি হয়ত ভাববেন যে হয়তো কারেন্ট চলে গেছে কিন্ত তা নয় ,আপনি টাকা ভরলে তবেই পুনরায় আপনার বাড়িতে কারেন্ট আসবে নচেৎ নয়, এই মিটারের আর একটা ভয়ঙ্কর দিক হল যে আপনার মিটার হ্যাক হতে পারে ধরুন আপনি ঘুমাতে যাবার আগে দেখে গেলেন আপনার মিটারে চারশ টাকা আছে কিন্তু সকালে উঠে দেখলেন আপনার মিটারে দেড় হাজার টাকা মাইনাস হয়ে আছে,আপনার অজান্তে আপনার মিটার হ্যাক করে টাকা চুরি করে নেবে,ভারতবর্ষে চারটে রাজ্যে এই মিটার বসানো হয়ে গেছে রাজ্য গুলো হাল জম্মু কাশ্মীর,মধ্যপ্রদেশ,বিহার,অসম, এই রাজ্য গুলোতে এই মিটার বসানোর ফলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা গিয়েছে এর বিরুদ্ধে সাধারণ মানুষ আন্দোলন করছে,বাম শাসিত কেরল, ও কংগ্রেস শাসিত রাজ্যগুলো এই মিটার বসাতে রাজি নয়, তো একবার ভাবুন মিটারে যদি টাকা না থাকে বা টাকা ভরতে যদি একটু সময় লাগে তো আপনাকে অন্ধকারে,গরমে কষ্ট পেতে হবে তত দিন, ভাবুন কত ভয়ঙ্কর ব্যাপার,আপনাদের কাছে অনুরোধ এই মিটার না বসাতে জনমত আন্দোলন গড়ে তুলুন না হলে সামনে ভয়ঙ্কর দিন অপেক্ষা করে আছে, পোস্টটি শেয়ার অথবা কপি পেস্ট করে সবাইকে জানিয়ে দিন,
#ছবি ও #লিখা: #সংগৃহিত

27/09/2023

আজকে ২৭শে সেপ্টঃ G.O. এর খবর ???নাকি GO হয়েগেল ?? কমিটির পোঁদাধিকারীরা চেটে চেটে জিভ ক্ষয় করেছে তাই কথা বেরহচ্ছে না ।

অক্লান্ত পরিশ্রমের ফলে করোনার সাথে লড়াই করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলো সামশেরগঞ্জ ব্লক ভিআরপি,বর্তমানে ডেঙ্গুর ভয়...
27/09/2023

অক্লান্ত পরিশ্রমের ফলে করোনার সাথে লড়াই করে সফলতা অর্জন করতে সক্ষম হয়েছিলো সামশেরগঞ্জ ব্লক ভিআরপি,বর্তমানে ডেঙ্গুর ভয়াবহতার সাথে লড়াই করছেন,তারা আশাবাদি এই লড়াইয়েও সফল হবেন।

.    :• মনুষ্যত্ব •:   .যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা| আগ্ৰহ দেখে মনে হয় অনেকদিন পেট ভরে খেতে পায়নি| অথচ ...
27/09/2023

. :• মনুষ্যত্ব •: .

যত্ন করে মাছের ঝোল দিয়ে ভাত মাখছিল ছেলেটা| আগ্ৰহ দেখে মনে হয় অনেকদিন পেট ভরে খেতে পায়নি| অথচ পরনের পোশাকআশাক বেশ ধোপদুরস্ত| এখানে যদিও এটা খুব স্বাভাবিক ব্যপার| যে ছেলেগুলো মফস্বল থেকে চাকরি খুঁজতে আসে তাদের পোশাকআশাকে চেকনাই থাকলেও পকেটে টাকা থাকে না| ইন্টারভিউ শেষে ফুটপাতে থাকা ভাতের হোটেলগুলোই তাদের গন্তব্য হয় পেট ভরানোর জন্য|

ক্যাশবাক্স আগলে বসে থাকা প্রৌঢ় মালিকের চোখ কেন জানি বারবার চলে যাচ্ছে ছেলেটার দিকে| একটু খুঁটিয়ে দেখলেই চোখ তারায় লেগে থাকা আলগা হতাশা নজরে আসে| নিশ্চয়ই ইন্টারভিউ তেমন একটা ভাল হয় নি| যত্ন করে এক মনে খাচ্ছে ছেলেটা| বেয়ারা পল্টুকে চোখের ইশারা করলেন মালিক| পরিবেশনকারী ছেলেটাকে তরকারির গামলা হাতে সামনে দাঁড়াতে দেখে খানিক অবাক হল ছেলেটা| ধরা গলায় বলল, আমার আর লাগবে না|

অত কথা শোনার সময় পল্টুর নেই| এখন ব্যস্ততার সময়, বেঞ্চ দখল করে অনেক খরিদ্দার| কেজো গলায় বলল, মালিক আপনাকে দুহাতা তরকারি দিতে বলল| বলার সঙ্গে সঙ্গে হাতা দিয়ে ছেলেটার পাতে তরকারি ঢেলে দিল, সঙ্গে ছোট্ট একটুকরো মাছ| গলা নামিয়ে বলল, এখুনি খানিকটা ভাত দিয়ে যাচ্ছি|

ছেলেটা যে বেশ অবাক হয়েছে দূর থেকে দেখেও তা হোটেল মালিক বুঝতে পারলেন| ভেতরে ভেতরে খানিক খুশি হলেন| নিজের লাভ থেকে এদের অল্পস্বল্প খাওয়াতে পারলে মনটা ভালো হয়| কি বা খাওয়াতে পারেন তিনি? কতই বা তার ক্ষমতা? ছেলেটার খাওয়া প্রায় শেষ হয়ে এসেছে| যত্ন করে পাতের শেষ কটা ভাত কাচিয়ে খেয়ে হাত ধোওয়ার জন্য জগটা বাঁ-হাতে তুলে নিল ছেলেটা|

এবার পয়সা মেটানোর পালা| মালিক আগেই ঠিক করে রেখেছেন এক্সট্রা ভাত, তরকারির টাকা তিনি নেবেন না| ছেলেটা এসে মালিকের সামনে দাঁড়াল| দেওয়ালে ঝোলানো রেট চার্টটা দেখছে মন দিয়ে| ভালোভাবেই তিনি বুঝতে পারছেন এত মন দিয়ে ছেলেটা কি দেখার চেষ্টা করছে| সীমিত পয়সা পকেটে থাকার জ্বালা কেউ বুঝুক না বুঝুক তিনি খুব ভালো করেই বোঝেন|

সস্নেহ হাসি হেসে ছেলেটার দিকে তাকালেন মধ্যবয়সী মোটাসোটা মালিক| এই এক্সট্রা ভাত, তরকারির দাম তোমায় দিতে হবে না| মনে কর তোমার চেনাশোনা এক কাকু দুহাতা ভাত-তরকারি খাইয়েছে|

মায়াবী চোখ তুলে হোটেল মালিকের দিকে তাকাল ছেলেটা| অদ্ভুত এক হাসি হেসে বলল, এতদিন ধরে যে আপনাকেই খুঁজছিলাম|

আমাকে খুঁজছিলে? মানে? মালিকের চোখের তারায় বিস্ময়ের ছাপ|

ছেলেটা হাসল| বড় সুন্দর সে হাসি| না, ঠিক আপনাকে নয়, আপনার মত কোনো একজনকে| এমন একজন মানুষকে খুঁজে পাওয়ার জন্যেই বিভিন্ন পাইস হোটেলে আমি খেয়ে বেড়াই|

বিস্মিত হোটেল মালিক কিছু বলার জন্য মুখ খোলার আগেই দেখলেন দামী স্যুট টাই পরা একজন ভদ্রলোক গাড়ি থেকে নেমে দ্রুতপায়ে তার হোটেলের দিকে এগিয়ে এলেন| ছেলেটার দিকে তাকিয়ে বিস্মিত কন্ঠে বললেন, স্যার আপনি এখানে কি করছেন? মিঃ মানসুখানি অনেকক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করছেন| কোম্পানির সিইও ছাড়া কি মিটিং হয়? বেয়ারা রাজুর থেকে জায়গা জেনে আমিই আপনাকে খুঁজতে চলে এলাম|

এক মিনিট অপেক্ষা কর সোম| আমি ওঁর টাকাটা মিটিয়ে নিই| বিলের অ্যামাউন্টটা মালিকের দিকে এগিয়ে দেয় ছেলেটা|

হোটেল মালিক বিনীত কন্ঠে বলেন, কিছু মনে না করলে একটা কথা বলব?

বুঝতে পেরেছি আপনি কি বলবেন| এত অর্থের মালিক হওয়া সত্ত্বেও কেন আমি পাইস হোটেলে খেয়ে বেরাই... তাই তো? মালিক সম্মতি সূচক ঘাড় নাড়লেন| উজ্জ্বল মুখে ছেলেটা বলল, একদিন এই শহরে আমার বাবা কপর্দকহীন অবস্থায় ইন্টারভিউ দিতে এসেছিলেন| এমনই একজন হোটেল মালিক সেদিন বাবার শুকনো মুখ দেখে বিনা পয়সায় ভাত-ডাল-তরকারি-মাছ খাইয়েছিল| মানসিকভাবে হতাশ হওয়া পড়া বাবা নতুন উদ্যম ফিরে পেয়েছিলেন| দৃঢ়তার সঙ্গে পরবর্তী ইন্টারভিউ দিয়েছিলেন আর সিলেক্টও হয়েছিলেন| আজ বাবা নিজেই কয়েকটা কোম্পানির মালিক| ছোটবেলা থেকে বাবার মুখে এই কাহিনী আমি বহুবার শুনেছি| আজও বাবা বলেন ওই মানুষটি ছিলেন একজন প্রকৃত ভালমানুষ, যিনি মুখ দেখে খিদের যন্ত্রণা বুঝতে পেরেছিলেন| বড় হওয়ার পর থেকে আমিও বিভিন্ন পাইস হোটেলে খাই আর সেই প্রকৃত ভালমানুষ খুঁজে বেড়াই| আজ আমার খোঁজ সার্থক হল| মালিকের দুহাত ধরল ছেলেটা আপনাকে একটা অনুরোধ করব?

মালিক ঘাবড়ে গেছিলেন| বিড়বিড় করে বললেন, আপনি আমার কাছে অনুরোধ করবেন?

যদি রাখেন, নরম গলায় বলল ছেলেটা| সপ্তাহের একটা দিন আপনার ভাতের হোটেলে আসা সমস্ত মানুষকে আপনি ফ্রিতে খাওয়াবেন| টাকা আমি দেব, কিন্তু আপনি সেটা কাউকে জানাবেন না|

প্রৌঢ় হোটেল মালিকের চোখে জল| নিজের সাধারণত্ব ভুলে ছেলেটার মাথায় ময়লা হাত রেখে বললেন, এভাবেই থেকো চিরকাল| মনুষ্যত্বই যে মানুষের আসল পরিচয়|
( সমাপ্ত )

©️ Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান
লেখা : সংগৃহীত।

27/09/2023

In the same frame as Ganesha devotee

ভাবী আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার তিন মাসের মাথায় মা মারা যান। তখন আমার বয়স আট কী নয়। ক্লাস থ্রিতে পড়ি আমি।ঘরে বোন...
26/09/2023

ভাবী আমাদের বাড়িতে বিয়ে হয়ে আসার তিন মাসের মাথায় মা মারা যান।
তখন আমার বয়স আট কী নয়।
ক্লাস থ্রিতে পড়ি আমি।ঘরে বোন নাই।বাবা তো সেই কবে থেকেই সহ‍্যাশায়ী রোগী।সংসারটা কেমন যেন এলোমেলো হয়ে উঠতে চাইলো হঠাৎ।সবাই বললো, এবার ওদের সংসার ভাঙবেই ভাঙবে।সবাই যখন আমাদের সংসার ভাঙার লীলা দেখার প্রস্তুতি নিলো তখন ভাবী দেখিয়ে দিলেন উল্টো লীলা।মার মৃত্যুর পর যেন নতুন মা হয়ে ফিরে এলেন তিনি।

গায়ের সাজসজ্জা,বাহারি নেলপলিশ,চুড়ি,টিপ সবকিছু ছুঁড়ে ফেলে নিজের হাতে তুলে নিলেন তিনি আলমাড়ির চাবির গোছা, রান্না ঘরের হাড়ি পাতিল, আব্বার সেবা যত্ন,অষুধ খাওয়ানো, আমার পড়া তৈরি করে দেয়া, গোসল করানো,খাইয়ে দেয়া,ঘুম পাড়ানো,সব, সবকিছু।মার শোক কী জিনিস তা আমি আদৌ বুঝতে পারলাম না। অবশ্য প্রথম প্রথম একটু খারাপ লাগতো।মার গায়ের গন্ধ নিয়ে যে পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আসতে পারে না তাই! কিন্তু ভালোবাসা নিয়ে অনেকেই আসতে পারে।আমরা বলি না যে ইনি আমায় ঠিক ছেলের মতোই দেখেন!

ভাবী ছিলেন এরও বেশি। কতদিন আমি দুষ্টুমি করে ঘরের এটা ওটা ভেঙে দিয়েছি।এর জন্য ভাইয়া রাগ করলেও ভাবী কিন্তু মোটেও রাগ করতেন না। ভাইয়াকে বরং বুঝিয়ে বলতেন, 'ছোট সময় এমন কত কীই তো তুমি আমি করে এসেছি।নয়নও তো তেমনই। ছোট মানুষ। ওর কী এখনও বোঝ এসেছে বলো?
ভাইয়া বলতেন,'লায় দিয়ে দিয়ে তো মাথায় তুলছো বাদরটাকে।'
ভাবী হাসতেন।বলতেন,'দেখো,বাদরটা একদিন অনেক বড় হবে।'
বাবা একটু পর পর ভাবীকে ডাকতেন। একবার অষুধের জন্য, একবার মাথা গরম হয়ে গেছে বলে একটু জল ঢেলে দিতে,একটু শরবতের জন্য আরো কত কী!ভাবী হাসিমুখে সব করে দিতেন।

কোনদিন তাকে আমি বিরক্ত হতে দেখিনি। কিন্তু ভাবীর মনে একটা দুঃখ ছিল। অবশ্য এই দুঃখ তিনি কখনো প্রকাশ করতেন না। মানুষ বলতো,'খেয়া, তোমার যে সন্তান সন্ততি নাই তোমার মন খারাপ হয় না এতে?'
ভাবী অবাক হয়ে বলতেন,'কে বলেছে আমার সন্তান নাই?নয়ন কী আমার সন্তান না?'
প্রতিবেশীরা বলতো,'এইসব শুধু মুখের কথাই হয় বাস্তবে হয় না।পরের সন্তান কী আর নিজের সন্তান হয় কোনদিন?'
ভাবী তখন চুপ হয়ে যেতেন। তারপর ঘরে এসে সেদিন আমায় পড়াতে বসে মাথায় বিলি কাটতে কাটতে বলতেন,'নয়ন, তুই আমার কী হস বলতো?'
আমি অনেক্ষণ ভেবে বলতাম,'ভাই।'

ভাবী তখন মুখটা কালো করে ফেলতেন। বলতেন,'আর কখনো ভাই বলবি না।বলবি সন্তান। তুই আমার সন্তান।'
আমি ডান দিকে মাথা নুইয়ে হ‍্যা বলতাম।
'
দীর্ঘদিন রোগে ভোগে বাবা মারা গেলেন। আমি তখন ক্লাস সেভেনে পড়ি।ভাবীও এ বাড়িতে অনেকটা পুরনো হয়ে গেছেন। এতদিনে তার শরীরে সত‍্যিকারের মা মা একটা গন্ধ এসেছে। চেহারা থেকে বৌ বৌ রুফটা একেবারেই মিলিয়ে গেছে।এই বৌ বৌ রুফ মিলিয়ে যাওয়ায় বোধহয় ভাবীর জন্য কাল হলো। ওদিকে বাবাও নাই। আমি ছোট। এই সুযোগে ভাইয়া যেন কেমন হয়ে উঠলেন। ভাবীকে আজকাল তিনি একদম সহ্য করতে পারেন না।বন্ধ‍্যা বলে দূরে সরিয়ে রাখেন।এক খাটে শুতে পর্যন্ত যান না।ভাবী কাছে আসলে বলেন,'তুই আমার কাছে আসবি না।তোরে দেখলে আমার মাথায় আগুন ধরে।'
ভাবী অসহায়ের মতো বলতেন,'কই যাবো বলো আমি। তুমি ছাড়া আমার আর কে আছে?'
'ভণিতা ছাড়।দূরে যাইয়া ভাব দেখা। আমার কাছে তোর জায়গা নাই।'
ভাবী বলতেন,'মাইয়া মাইনষের বিয়ের পর ঠিকানা একটাই।তার স্বামীর বাড়ি। এই বাড়ি ছাইড়া আমি কোথাও যাবো না।'
ভাইয়া রাগে গজগজ করতে করতে বলতেন,'যাইবি যাইবি।একশো একবার যাইবি। যাওয়ার জিনিস আনতেছি।'
ভাবী ভেবেছিলেন ভাইয়া বুঝি ওইদিন এমনিতেই এই কথা বলেছিলেন।

কিন্তু কদিন পরেই দেখা গেলো এমনি এমনি নয়। ভাইয়া সত‍্যিকারেই একটা মেয়েকে বিয়ে করে ফেলেছেন।সেই বউ বাড়িতেই তুলে এনেছেন। এবার শুরু হলো বাড়িতে অন‍্য লীলা।যারা আমাদের বাড়ির সংসার ভাঙার লীলা দেখতে চেয়ে আশাহত হয়েছিল আগে এখন যেন তারা নতুন দৃশ্য দেখার জন্য একটু আড়মোড়া ভেঙেই বসলো।
'
নতুন ভাবী সাধারণ মেয়েদের মতো অত হাসিখুশির মানুষ নন। তিনি সব সময় চুপচাপ থাকেন। বাড়িতে তার যা কথা হয় ভাইয়ার সাথেই।খেয়া ভাবী হয়ে গেলেন এ বাড়ির আসবাবপত্রের মতো।তার সাথে কেউ কখনো কথাও বলে না, তার কোন প্রয়োজনের কথাও কেউ কখনো ভাবে না। ভাইয়ার সাথে কথা বলতে গেলে তার অপমানিত হতে হয়।মার খেতেও হয়েছে কতবার।

কোন কারণ ছাড়াই ভাইয়া হাত উঠাতে পারেন ভাবীর উপর। স্বামীর অধিকার। স্বামীর অধিকারটা ছিল শুধু তার মারের বেলায়।অন‍্য বেলায় নয়।ভাবী ইচ্ছে করলে বাড়িতে সালিশ ডাকতে পারতেন। প্রতিবেশীরা বলতো,'সালিশ ডাকো বউ।তোমারে না জানাইয়া বিয়া করছে এর জন্য ওর কঠিন শাস্তি হওন দরকার।'
কিন্তু ভাবী মানলেন না। তিনি বললেন,'জোর খাটাইয়া আর যায় হোক ভালোবাসা আদায় হয়না।যে মানুষ আমারে দূরে সড়াইয়া দিবো তারে জোর করে কাছে রাখা যাইবো না।রাখলেও থাকবো না। একদিন দূরেই যাইবো।'
'
হঠাৎ একদিন বাড়িতে আনন্দের সংবাদ এলো। নতুন ভাবীর সন্তান হবে। ভাইয়া এতে কী যে খুশি!খেয়া ভাবীও খুশি।ঘরে সন্তান আসবে।তাকে না হোক ভাইয়াকে তো বাবা বাবা বলে ডাকার কেউ আসবে পৃথিবীতে।খেয়া ভাবী আনন্দে বাড়িতে হুজুর দাওয়াত করলেন। নানান পদের ভালো ভালো খাবার রান্না করে নিজের হাতে তাদের খাওয়ালেন। কিন্তু আনন্দে এইসব খাওয়ানো আরও কাল হলো তার জন্য। নতুন ভাবী ভাইয়ার কানে বললেন,খেয়া ভাবী নাকি তাদের অমঙ্গলের জন্য দোয়া করিয়েছেন। শুনে সাত পাঁচ না ভেবেই ভাইয়া ভাবীর উপর হাত তুললেন। ভাবীকে সে রাতে সাফ সাফ জানিয়ে দিলেন,'আমি তোরে তালাক দিবো।'
ভাবী কেঁদে কেটে ভাইয়ার পা ধরলেন। বললেন,'বিশ্বাস করো,আমি মঙ্গলের জন্য দোয়া করাইছি।'

ভাইয়া বিশ্বাস করলেন না।সে রাতেই,এক তালাক, দুই তালাক,তিন তালাক বলে ভাবীর সাথে তার সমস্ত সম্পর্কের অবসান ঘটালেন ।
'
সে রাতে আমি ছিলাম প্রচন্ড ঘুমে।সেই ঘুম ভাঙিয়ে ভাবী আমার কপালে চুমু খেলেন, তারপর কান্না ভেজা গলায় বললেন,'নয়ন, আমার সব শেষ হয়ে গেল রে! আমি কোনদিন ভাবিনি তোদের ছেড়ে চলে যেতে হবে এভাবে!এই বাড়ি থেকে যে মৃত্যুর আগে বেরিয়ে যাবো তা আমার কল্পনাতেও আসেনি।'
কথাগুলো শেষ করতে পারলেন না ভাবী।কান্নায় ভেঙে পড়লেন। অনেক্ষণ পর কান্না থামিয়ে ভাবী বললেন,'তোর ভাইয়ার সাথে তো আর এখন আমার কোন সম্পর্ক নাই।সব ভেঙে গেছে। তুই কী এখন একবার আমায় মা বলে ডাকতে পারবি না নয়ন?'
আমার চোখ কেমন ছলছল করে উঠছে হঠাৎ। মুখ ভেঙে কেমন কান্না এসে যাচ্ছে। অনেক অনেক দিন পর আমার মনে হলো মায়ের কথা। স্পষ্ট মনে হলো, আমার আপন মা আমায় মা ডাক শেখাচ্ছেন। বলছেন,'খোকা, বলো তো,মা।'
আমি উচ্চারণ করতাম,'ম ম মা ম্মা।'
সেই দিনের মতো আমি ফের উচ্চারণ করলাম ভাঙা ভাঙা শব্দে‌ ,'ম ম মা ম্মা।'
'
ভাবী চলে গেলেন আমাদের ছেড়ে। ভাইয়া আর নতুন ভাবী তাদের মতো করে জীবন যাপন করতে লাগলেন। শুধু উল্টে গেল আমার জীবন।মা বাবার মৃত্যুর এই এতদিন পর আমার মনে হলো অনেক অনেক দিন পর আমি এতিম হয়েছি। মনে হলো এই বাড়িতে এখন আর আমার আপন কেউ নাই। আমি অপেক্ষা করতে থাকি শুধু বড় হওয়ার জন্য। আমার প্রবল বিশ্বাস,আমি একদিন বড় হবো। সেদিন ভাবীকে খুঁজে কোথাও না কোথাও পাবো। তাকে ফিরিয়ে আনবো আমার ঘরে। সেদিন অবশ্য তার আর আমার পরিচয় দেবর-ভাবীর থাকবে না।পরিচয়টা থাকবে মা -ছেলের। সেদিন আর ভাঙা শব্দে নয়, তাকে স্পষ্ট করে ডাকবো 'মা মা মা 'বলে।

#সংগৃহিত
এমন সব গল্প পড়তে আইডিতে ফলো দিয়ে রাখুন।
আর অবশ্যই কমেন্ট করে বলে যাবেন কেমন হয়েছে গল্প।
#সবার_আগে_নতুন_গল্প_পেতে_আইডিতে_ফলো_করুন
👇👇👇👇👇👇
ুক_ধুলিয়ান

ডেঙ্গু অতিমারি করোনার থেকে কয়েক হাজার গুণ ভয়ানক তাই বাংলার ভিআরপিদের পক্ষ থেকে জনগণের প্রতি আবেদন বাড়ীর আশেপাশে কোথাও...
25/09/2023

ডেঙ্গু অতিমারি করোনার থেকে কয়েক হাজার গুণ ভয়ানক তাই বাংলার ভিআরপিদের পক্ষ থেকে জনগণের প্রতি আবেদন বাড়ীর আশেপাশে কোথাও জল জমতে দিবেন না, সচেতন হন,মশারী টাঙান তা না হলে মশারা আপনাকে দেওয়ালে টাঙিয়ে দিবে ।

মুর্শিদাবাদে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে।
24/09/2023

মুর্শিদাবাদে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে।

তাহলে কি   এর মতো এবার   এর টাকা বদ্ধ করে দিবে কেন্দ্র? দুঃশ্চিন্তায় বাংলার প্রায় ২৫হাজার    !                        ...
23/09/2023

তাহলে কি এর মতো এবার এর টাকা বদ্ধ করে দিবে কেন্দ্র? দুঃশ্চিন্তায় বাংলার প্রায় ২৫হাজার !

সরকারী প্রকল্প তখনি সফল হবে জনগণ যখন সচেতন হবে,সারা রাজ্য বর্তমানে ডেঙ্গু ও ম্যালেরিয়া ভয়াবহ আকার ধারণ করেছে তবুও মানু...
23/09/2023

সরকারী প্রকল্প তখনি সফল হবে জনগণ যখন সচেতন হবে,সারা রাজ্য বর্তমানে ডেঙ্গু ও ম্যালেরিয়া ভয়াবহ আকার ধারণ করেছে তবুও মানুষ নিজের বাড়ীর আশেপাশের জমা জল ও আবর্জনা পরিস্কার করার কোন উদ্যোগ নিচ্ছেন না।

22/09/2023

মাথা নষ্টকরা জামালের নাচ।

21/09/2023

স্ক্রিনশর্ট নিয়ে রাখুন। ভিআরপিদের কনভার্ট হবেনা, পূজোর পর প্রায় সব জেলায় ৬টি প্রকল্পের অডিট শুরু,অডিট সফল হলে আরো নতুন দশটি প্রকল্পের অডিট আসবে।

সামাজিক নিরিক্ষার এক দিনে সাড়ে ৮ঘন্ঠা ভিআরপিদের প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দিলো বীরভূম জেলা সামাজিক নিরিক্ষা বিভাগ।         ...
20/09/2023

সামাজিক নিরিক্ষার এক দিনে সাড়ে ৮ঘন্ঠা ভিআরপিদের প্রশিক্ষণের বিজ্ঞপ্তি দিলো বীরভূম জেলা সামাজিক নিরিক্ষা বিভাগ।

মাত্র একদিনের    স্যোস্যাল অডিট এর নির্দেশিকা জারি করলো হুগলি জেলা শাষক এর তরপে।
20/09/2023

মাত্র একদিনের স্যোস্যাল অডিট এর নির্দেশিকা জারি করলো হুগলি জেলা শাষক এর তরপে।

19/09/2023

ভিবিডিসি কর্মীদের ভিবিডিসি ছাড়া  ব্লক বা পঞ্চায়েতে অন্যকাজের সঙ্গে তাদের যুক্ত রাখা যাবেনা, নতুন নির্দেশিকা রাজ্যর স্ব...
19/09/2023

ভিবিডিসি কর্মীদের ভিবিডিসি ছাড়া ব্লক বা পঞ্চায়েতে অন্যকাজের সঙ্গে তাদের যুক্ত রাখা যাবেনা, নতুন নির্দেশিকা রাজ্যর স্বাস্থ্য এবং পঞ্চায়েত ও গ্রামউন্নয়ন দপ্তরের।
সারাদিন হাড়ভাঙা খাটুনির পরে পারিশ্রমিক মিলে ১৭৫/- টাকা,গত প্রায় তিন-চার বছর কোন পারিশ্রমিক বৃদ্ধি হয়নি, প্রশ্ন উঠেছে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে দৈনিক ১৭৫/- টাকায় কর্মীদের সংসার চলছে কি করে ???

17/09/2023

Address

Dhulian
742202

Telephone

+918918661341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Outlook Dhuliyan আউটলুক ধুলিয়ান:

Videos

Share

Nearby media companies