Faridul Islam

Faridul Islam this page is used for religion lecture also politician lecture

13/09/2024

An eleven years old Muslim girl has been shoot at her private parts by the Assam police during the eviction drive .
Three people died several injured and hospitalised.

30/08/2024

What is this? Dhaka, Bangladesh Viral Clips Virat Kohli

28/08/2024

22/08/2024

21/08/2024

কমিল্লা, ফেনি বানপানী Bangladeshi Vlogger Mom Flood Update in Bangladesh - বাংলাদেশের বন্যার আপডেট

03/08/2024

বাংলাদেশ কোডা আন্দোলন |

24/05/2023

Alhamdulillah for everything ❤️❤️

16/03/2023

❌ আপনার বিয়ের গোসল অন্যদের দিয়ে করাতে হবে কেন ?
আপনি কী মরেছেন ?

❌ গোসলের পর মেয়েকে কোলে করে আনতে হবে কেন ?
তার কি পা নেই ?

❌ বর মুখে রুমাল দিবে কেন ?
কি! লজ্জা বেশি নাকি ?
পুরুষ হয়ে এতই লজ্জা!
আপনাকে বিয়ে করতে কে বলেছে?

❌ বরকে হাত ধোয়াতে হবে কেন ?
সে নিজে হাত ধোয়ে কখনো খায়নি ?
নাকি তার হাতে প্যারালাইজড!!

❌ বিয়ে-সাদীতে ছেলেকে এই দিতে হবে, সেই দিতে হবে কেন ?
আরে আপনার ছেলে বউ পালতে পারবে না তো বিয়ে করাচ্ছেন কেন ?
নাকি ছেলে বিক্রি করছেন ?
বিক্রি করা ছেলেতো বউয়ের কথাই শুনবে আর এটাই তো যৌক্তিক।

❌ মেয়েকে বিয়ের দিন এতো মেকাপ করাতে হবে কেন ?
মেয়ের মুখের উপর কী ঠাডা পরছে নাকি ?

❌ নতুন বউকে পর-পুরুষ কোলে নিবে কেন ?
তাঁর পায়ে কী গেঁজ আছে যে খোঁড়ায় হাটে!

❌ দুলাভাইকে শালীদের সাথে ডলাডলি করতে হবে কেন ?
নিজের বউ থাকতে শালীর সাথে দুষ্টামী কেন ?
নাকি চরিত্রের দোষ আছে!!!!

❌ দুলাভাইকে গেইট থেকে যুবতি মেয়েরা রিসিভ করবে কেন ?
বাড়ির ছেলেরা কী হিজড়া হয়ে গেছে ?

অনাচার গুলো আর কারো নয়, আমাদেরই তৈরী করা!

আমরা এর নাম দিয়েছি সামাজিক রীতি। তাই আসুন আমরা সবাই মিলে এসব শরিয়তবিরোধী ও ফালতু সামাজিক রীতি-নীতি সমাজ থেকে দূর করার প্রতিজ্ঞা করি।

02/02/2023

তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো?
সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়।

ﺇِﻧَّﻤَﺎ ﺃَﺷْﻜُﻮ ﺑَﺜِّﻲ ﻭَﺣُﺰْﻧِﻲ ﺇِﻟَﻰ ﺍﻟﻠَّﻪِ

"আমি তো আমার দুঃখ ও অস্থিরতা আল্লাহর সমীপেই নিবেদন করছি!"
~(সূরা ইউসুফ, আয়াত ৮৬)।

বিপদে-মুসিবতে যখন কেউ মানুষের সাথে কিছু শেয়ার না করে শুধু আল্লাহর কাছেই চোখের পানি ফেলে, তখন আল্লাহ্ ভীষণ খুশি হন!!

সবচেয়ে বড় স্বস্তি এটাই যে, "আল্লাহ যার ভালো চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন!"
~(বুখারি, হাদিস নং: ৫৬৪৫)

অভিশাপ এক ভয়ানক ক্ষেপণাস্ত্র। বাকবিতণ্ডায়, মনোমালিন্যে কিংবা সম্পর্কের টানাপোড়েনে একে অন্যের উপর যা হরহামেশাই প্রয়োগ করা...
31/08/2022

অভিশাপ এক ভয়ানক ক্ষেপণাস্ত্র। বাকবিতণ্ডায়, মনোমালিন্যে কিংবা সম্পর্কের টানাপোড়েনে একে অন্যের উপর যা হরহামেশাই প্রয়োগ করা হয়। কিন্তু এটা যে কতোটা ভয়াবহ; আমরা অনেকেই তা উপলব্ধি করিনা। রাগের বশে অন্যকে দেওয়া অভিশাপ যে নিজের দিকেই বুমেরাং হয়ে ফিরবে না, তার কি কোন গ্যারান্টি আছে? রাসূল (ﷺ) ইরশাদ করেন— মুমিন কখনো অভিসম্পাতকারী হতে পারে না। [সুনান আত তিরমিজী : ১৯৭৭]

তাই আসুন, সামান্য কোন বিষয়ের রেশ ধরে একে অন্যের প্রতি অভিশাপ দেওয়া থেকে বিরত থাকি।

জেনে রাখা ভালো⚕️1) সকালের খাবার না খেলে পেট ভয় পায়।  ⚕️(২) 24 ঘন্টায় ১০ গ্লাস পানি  না খেলে কিডনি ভয় পায়।  ⚕️[৩] গল...
23/07/2022

জেনে রাখা ভালো
⚕️1) সকালের খাবার না খেলে পেট ভয় পায়।
⚕️(২) 24 ঘন্টায় ১০ গ্লাস পানি না খেলে কিডনি ভয় পায়।
⚕️[৩] গলব্লাডার ভয় পায় যখন আপনি রাত ১১টা পর্যন্ত ঘুমান না এবং সূর্যোদয়ের সময় জেগে উঠবেন না।
⚕️[৪] তৈলাক্ত, মেয়াদোত্তীর্ণ খাবার খেলে ক্ষুদ্রান্ত্র ভয় পায়।
⚕️[৫] ভাজা ও মশলাদার খাবার বেশি খেলে অন্ত্র ভয় পায়।
⚕️[৬] সিগারেট ও বিড়ির দূষিত ধোঁয়া, ময়লা পরিবেশে নিঃশ্বাস নিলে ফুসফুস ভয় পায়।
⚕️[৭] ভাজা ভাজা খাবার, জাঙ্ক এবং ফাস্ট ফুড খেলে লিভার ভয় পায়। ইয়েডো [ বেশি লবণ এবং কোলেস্টেরলযুক্ত খাবার খেলে হৃদয় ভয় পায়।
⚕️[9] দ্রুত এবং অবাধে পাওয়া যায় বলে বেশি চিনি খেলে অগ্ন্যাশয় ভয় পায়।
⚕️[ 10 ] আপনি যখন মোবাইলের স্ক্রিনের আলোতে এবং অন্ধকারে কম্পিউটারে কাজ করেন তখন চোখ ভয় পায় এবং
⚕️[ 11 ] নেতিবাচক চিন্তাভাবনা শুরু করলে মস্তিষ্ক ভয় পায়।
⚕️ (12) যতটা পারবেন ভোরে ঘুম থেকে উঠে শরীর চর্চা ব্যায়াম করুন এবং ক্যাপসুল থেকে দূরে থাকুন তাহলে আমাদের শরীরের সব রোগ ভয় পাবে।

প্রশ্ন আপনার শরীরের বিভিন্ন অংশের যত্ন নিন এবং তাদের ভয় পাবেন না। এই সমস্ত অঙ্গ বাজারে পাওয়া যায় না. উপলব্ধগুলি খুব ব্যয়বহুল এবং সম্ভবত আপনার শরীরে ফিট করতে পারে না৷ তাই আপনার অঙ্গগুলিকে সুস্থ রাখুন।

সালাতে রুকু একটা, তাহলে সিজদা দুইটা কেন?যদি কারো মনে এই প্রশ্ন ঘুরপাক খায় তাহলে নিম্নোক্ত আয়াতটি লক্ষ্য করুন।منها خلقن...
15/07/2022

সালাতে রুকু একটা, তাহলে সিজদা দুইটা কেন?

যদি কারো মনে এই প্রশ্ন ঘুরপাক খায় তাহলে নিম্নোক্ত আয়াতটি লক্ষ্য করুন।
منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارةً أخرى
"আমি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি। তাতেই তোমাদের ফেরত দিব এবং তা থেকেই তোমাদেরকে পুনরায় বের করে আনব।"

হযরত আলী রাঃ কে প্রতি রাকাতে দুই সিজদার রহস্য সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি উপরোক্ত আয়াতটি তেলাওয়াত করে বলেন,
أول ما تسجد وترفع رأسك يعني (منها خلقناكم)،
"আমরা প্রথম সিজদা দিয়ে মাথা উত্তোলন দ্বারা সাক্ষ্য দেই যে আমরা মাটি থেকেই সৃষ্টি হয়েছি।"

وعندما تسجد ثانية تتذكر أنك ستموت وتعود إلى التراب (وفيها نعيدكم)
"দ্বিতীয় সিজদা দ্বারা আমরা সাক্ষ্য দেই যে, এই মাটিতে আবার আমরা ফিরে যাব।"
وترفع رأسك فتتذكر أنك ستبعث من التراب مرة أخرى. (ومنها نخرجكم تاره اخرى)
"দ্বিতীয় সিজদা থেকে আবার মাথা উঠানোর দ্বারা সাক্ষ্য দেই, এই মাটি থেকে আমাদেরকে পুনরুত্থান করা হবে।"

এভাবে আমরা সালাতের প্রত্যেক রাকাতে দুই সিজদা দ্বারা এই আয়াতের সাক্ষ্য দিয়ে থাকি: "আমরা মাটি থেকে সৃষ্ট, এই মাটিতেই আমাদের ফিরে যেতে হবে। তারপর এই মাটি থেকে আমরা পুনরুত্থিত হব।"

15/07/2022

এক বুজুর্গ বললেন, 'আল্লাহর দরজায় অস্থির হয়ে টোকা দিতে থাকো, দরজা খুলবেই।'

এক বুড়ি শুনে অবাক হয়ে বললেন, 'এই দরজা কি কখনো বন্ধ হয় যে- খোলা লাগবে?'

সত্যিই তো! এই দরজা কি কখনো বন্ধ হয়? এই দরজা তো কখনো বন্ধ থাকে না। সে যদি অনেক বড় পাপীও হয়- তার জন্যেও নয়।

আলহামদুলিল্লাহ তিনিই যে আমাদের রব।

12/07/2022

একজনে চায়ের দোকানে বলল দাঁড়িয়ে পানি খাওয়া হারাম,
তারপর সে পকেট থেকে বিড়ি বের করল/
😁

এই কাজটি সর্বদা করুন....
17/05/2022

এই কাজটি সর্বদা করুন....

09/02/2022

প্রিয় বোন যুগের "সুমাইয়া", "মুসকানের" ঈমানী জজবা থেকে সঞ্চারিত শক্তির প্রতিফলনে কয়েকটি লাইন.......

বদরের শক্তি, "আল্লাহু আকবার"।
ওহুদেও সাথে ছিল, "আল্লাহু আকবার"।
খাইবার, খন্দকে একটাই স্লোগান ,
আল্লাহু আকবার ,আল্লাহু আকবার।
আজমিরে রব উঠেছে "আল্লাহু আকবার",
চিশতীর মুখে মুখে "আল্লাহু আকবার"।
কর্নাটকে শুনি "আল্লাহু আকবার",
হিজাবীর কন্ঠে "আল্লাহু আকবার"।
গ্রেনেট,বোমা'র কবু হয়নিতো দরকার,
মাহাদির মুখে রবে "আল্লাহু আকবার"।
ঈমানের শক্তি "আল্লাহু আকবার"।
হাশরের সাক্ষী "আল্লাহু আকবার"।
এসো এসো ডাকে দেখ তোমাদের বারবার,
শান্তির ইসলামে মদিনার ছরকার ।
চলো তবে জান্নাতে, বল শুধু একবার,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
✍️Muhammad Joynul Abedin Qadri।

ইসলামে তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত তিনমাস নির্ধারণে এবং বিধবা নারীর ৪ মাস ১০ দিন ইদ্দত নির্ধারণে যে নিগূঢ় তথ্য উপাত্ত রয়ে...
19/01/2022

ইসলামে তালাকপ্রাপ্তা নারীর ইদ্দত তিনমাস নির্ধারণে এবং বিধবা নারীর ৪ মাস ১০ দিন ইদ্দত নির্ধারণে যে নিগূঢ় তথ্য উপাত্ত রয়েছে শুনলে আপনি অবাক হয়ে যাবেন!!

ইসলামে একজন মহিলার জন্য এক‌ই সময়ে একাধিক বিয়ে বা একাধিক স্বামী রাখার অনুমতি দেয়া হয়নি কেন--? অবশেষে বিজ্ঞান আল কুরআনে বর্ণিত বিধানের নির্ভুল ব্যাখ্যা করতে সক্ষম হলো ;

একজন ইহুদি ভ্রূণ বিশেষজ্ঞ (যিনি একজন ধর্মীয় পণ্ডিতও ছিলেন) খোলাখুলি বলেছিলেন যে, পৃথিবীতে মুসলিম নারীর চেয়ে পবিত্র ও বিশুদ্ধ নারী অন্য কোন ধর্মে নেই।
পুরো ঘটনাটি ঘটেছিল যখন আলবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের (Albert Einstein Institution) সাথে যুক্ত একজন ভ্রূণ বিশেষজ্ঞ, ইহুদি পেশাদার রবার্ট, তার ইসলাম গ্রহণের ঘোষণা দেন। যার একমাত্র কারণ ছিল, কুরআনে উল্লেখিত তালাক প্রাপ্ত নারীর ইদ্দতের আদেশ সম্পর্কিত আয়াত এবং ইদ্দতের জন্য তিন মাসের সীমা নির্ধারণের পেছনের রহস্য ও হিকমত সম্পর্কে অবগতি।

আল্লাহ তায়ালা কোনো তালাকপ্রাপ্তা নারীকে দ্বিতীয় বিয়ের পূর্বে তিন মাসের একটি গ্যাপ রাখতে বলেছেন। তিনি পবিত্র কুরআনে এরশাদ করেন,

وَٱلْمُطَلَّقَٰتُ يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ ثَلَٰثَةَ قُرُوٓءٍۚ

অর্থাৎ 'তালাকপ্রাপ্তা নারীরা তিন মাসিক পর্যন্ত অপেক্ষা করবে' (সূরা আল-বাকারাহ ২২৮:২)
এই আয়াতটি একটি আধুনিক জ্ঞান ডিএনএ এর উদ্ভাবনের রাস্তা সুগম করেছে এবং দেখা গেছে যে একজন পুরুষের বীর্যে থাকা প্রোটিন অন্য পুরুষের থেকে ৬২% পৃথক ও ভিন্ন থাকে।
আর একজন নারীর শরীর একটি কম্পিউটারের মত। যখন একজন পুরুষ তার সাথে ইন্টারকোর্স করে তখন সেই নারীর শরীর সব ব্যাকটেরিয়াকে শোষণ করে এবং তার শরীরে তা ধারণ করে।
অতএব, বিবাহ বিচ্ছেদের পরপরই, যদি একজন মহিলা অন্য পুরুষকে বিয়ে করেন বা একই সাথে বেশ কয়েকজনের সাথে শারীরিক সম্পর্ক করে, তাহলে তার শরীরে বিভিন্ন ধরণের ডিএনএ জমা হয় যা বিপজ্জনক ভাইরাসের রূপ নেয় এবং মারাত্মক রোগ সৃষ্টির কারণ হয়।

সাইন্স গবেষণা করে দেখে যে, প্রথম মাসিক আসার পর একজন মহিলার শরীর থেকে ৩২% থেকে ৩৫% পর্যন্ত প্রোটিন শেষ হয়ে যায়, এবং দ্বিতীয় মাসিক আসার পর তার শরীর থেকে ৬৭ থেকে ৭২% ডিএনএ ধ্বংস হয়ে যায়। এবং তৃতীয় মাসিকের পর ৯৯.৯% পর্যন্ত প্রোটিন নির্মূল হয়ে যায়। এরপর জরায়ু আগের ডিএনএ থেকে সম্পূর্নরূপে পরিষ্কার হয়ে যায় এবং কোন প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই নতুন ডিএনএ গ্রহণ করার জন্য প্রস্তুত থাকে।

একজন গণিকা অনেক মানুষের সাথে সঙ্গম করে, যার ফলে বিভিন্ন পুরুষের ব্যাকটেরিয়া তার জরায়ুতে প্রবেশ করে এবং বিভিন্ন ধরণের ডিএনএ তার মধ্যে জমা হয় এবং সে মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ে।

বিধবা মহিলার ক্ষেত্রে শরীয়তের বিধান হলো, তার ইদ্দত তালাকপ্রাপ্ত মহিলার চেয়ে বেশি অর্থাৎ ৪ মাস ১০ দিন।
এর কারণ হলো দুঃখ ও দুশ্চিন্তার কারণে তার শরীর থেকে প্রাক্তন ডিএনএ দ্রুত শেষ হয় না, এটি শেষ হতে আগের চেয়ে বেশি সময় লাগে, আর এ জন্য মহিলাদের ইদ্দত চার মাস দশ দিন নির্ধারণ করা হয়েছে। পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন,

وَٱلَّذِينَ يُتَوَفَّوْنَ مِنكُمْ وَيَذَرُونَ أَزْوَٰجًا يَتَرَبَّصْنَ بِأَنفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًاۖ

অর্থাৎ 'তোমাদের মধ্য হতে যারা স্ত্রীদেরকে রেখে মারা যাবে সে অবস্থায় স্ত্রীরা নিজেদেরকে চার মাস দশ দিন বিরত রাখবে।' (আল-বাকারাহ, ২৩৪)

এই সত্যের মুখোমুখি হয়ে, একজন বিশেষজ্ঞ ডাক্তার যুক্তরাষ্ট্রের দুটি ভিন্ন স্থানে গবেষণা পরিচালনা করেন।
এক. আফ্রিকান বংশোদ্ভূত মুসলমানরা যে মহল্লায় থাকেন, সেই সব নারীর ভ্রূণের মধ্যে মাত্র একজন স্বামীর ডিএনএ পাওয়া গেছে।
দুই. অন্য মহল্লা যেখানে আসল আমেরিকান মহিলারা থাকেন, তাদের ভ্রূণের মধ্যে একাধিক অর্থাৎ দুই বা তিন জনের বেশি পুরুষের ডিএনএ পাওয়া গেছে।
অতঃপর যখন বিশেষজ্ঞ ডাক্তার তার নিজ স্ত্রীর ভ্রূণ ​​পরীক্ষা করলেন, তখন তিনি একটি মর্মান্তিক সত্য দেখতে পান যে, তার স্ত্রীর মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন ডিএনএ আছে। যার অর্থ হলো তার স্ত্রী তার সাথে প্রতারণা করছিল এবং তার তিন সন্তানের মধ্যে কেবল মাত্র একজন ছিল তার নিজ সন্তান, বাকিরা ছিল অন্য পুরুষ থেকে।

ডাক্তার তখন নিশ্চিত হন যে ইসলামই একমাত্র ধর্ম যা নারীদের নিরাপত্তা এবং সমাজের সম্প্রীতির নিশ্চয়তা দেয়। এবং এই বিষয়েও নিশ্চিত হন যে, একমাত্র মুসলিম নারীরাই পৃথিবীর মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন, বিশুদ্ধ ও সহীহ্ জীবন যাপন করে থাকে।

Address

Bilasipara
Dhubri
783348

Telephone

+919085207284

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faridul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Dhubri

Show All