30/04/2023
🌿স্বামী আর স্ত্রী একদিন একটি লোকাল বাসে করে কোথাও যাচ্ছিলো। বাসের ভেতর অনেক মানুষ হওয়ায় প্রচন্ড ভিড় হলো।
অনেক মানুষ দাঁড়িয়ে আছে।
তাই তাঁরা স্বামী স্ত্রী দুজনেই দাঁড়িয়ে রইলো।
- স্ত্রী দেখলো, স্বামী তার পাশে না দাঁড়িয়ে অন্য একটি সুন্দরী মহিলার সাথে ঘেঁষে দাঁড়িয়ে আছে। এতে স্বাভাবিক ভাবেই স্ত্রীর হিংসা
হওয়ার কথা এবং স্ত্রীর হিংসাও হলো,
কিন্তু মুখে কিছু বলল না।
--স্বামী বেচারা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে সুন্দরী মহিলা কষে একটা চড় বসিয়ে দিল স্বামীর গালে, এবং বললো, লজ্জা লাগেনা মহিলাদের গায়ে চিমটি কাটতে??
--এরপর স্বামী বেচারা লজ্জায় আর
স্ত্রীর দিকে মুখ তুলে তাকাতে পারলো না!
-গাড়ি থেকে নেমে স্বামী স্ত্রীকে অনেক অনুনয় বিনয় করে বুঝাতে লাগলো যে,
দেখো, সত্যি বলছি আমি কিছুই করিনি,
মহিলা শুধু শুধু আমার সাথে দুর্ব্যবহার করেছে।
--স্বামীর কথা শুনে স্ত্রী মুচকি হেসে বললো, আর কোন দিন আমাকে ছেড়ে অন্য মহিলার সাথে ঘেঁষে দাঁড়াবা? মহিলাকে তো আমিই চিমটি
কেটেছিলাম।
এবার শিক্ষা হলো তো??
স্বামী বেচারা অসহায় দৃষ্টিতে
স্ত্রীর দিকে তাকিয়ে রইলো।🙄