Hobors24 India

Hobors24 India Hi friends'Hobors24India social media flat form page and You can see about any News

21/04/2023

Performance by Mangali Chakma and Antor Chakma' of 49th State Level Bizu mela 2023

25/08/2022

Tripura Forest Department organized a one-day awareness program for sustainable forest management & livelihood generation with JFMC & SHG today at Kanchanpur town hall"Dasda VAC Chairman 'Shri Jirendra Reang' was present as the president, Kanchanpur Mahakumar Forest Officer Shri:-Suman Malla and Kanchanpur Range officer Shri-:.Visvyajit Dutta were present 'Dasda' Kanchanpur MDC' Shri-: Sailendra Nath 'Pencharthat Machmara MDC' Smt:- Swapna Rani Das was present Communication officer from Agartala Shri-: Chandan Pandey and various officials

25/08/2022

The road side sale counter was inaugurated by TTADC in Hadu Kalam area of ​​Ambasa in a ceremony organized by Dalai Zonal Chairman Plenra. Dhalaizonal Vice Chairman Bishanjoy Reang, embassy sub zonal chairman Kosar Roy Reang, dhalai zonal ZDO Nishikant Debbarma were present.

24/08/2022

কাঞ্চনপুর প্রতিনিধি:- কাঞ্চনপুর মহকুমায় মিজোরাম থেকে আগত ব্রু পরিবাররা উদ্বাস্তু হয়ে 1997 সালে আসে । উওর এপুরা কাঞনপুর ও পানিসাগর মহকুমায় । আজ কাঞনপুর মহকুমার এই চারটি শিবির থেকে 160 পরিবার রিসেটলমেন্ট করা হয় । ধলাই জেলার উলতাছড়া ( গন্ডা তৈসা) জানা যায় নব জয়পাড়া হইতে 65 পরিবার, নাই সিংপাড়া হইতে 76 পরিবার, হাজাছড়া হইতে 11 পরিবার ও আসা পাড়া হইতে 8 পরিবার । মহকুমার শাসক শুভাশিস আচারিয়া এবং এস,ডি,পি,ও অভিনাশ পরশ রায় ফ্ল্যাগ মার্চ করে বিদায় দেন । সাতটি বাস গাড়ি দিয়ে উদ্বাস্তুরা উল্টা ছড়া উদ্দেশ্যে রওনা হন । মহকুমা শাসক হইতে জানা যায় কাঞ্চনপুর মহকুমায় সর্বমোট পরিবার ছিল 5478 পরিবার এরমধ্যে 2156 পরিবার রেসেটলমেন্ট হয়ে যায় । কাঞ্চনপুর মহাকুমার হইতে উলতাছড়া, হাদু কলপাড়া, বঙ্গফা পাড়া পানিসাগর, ওয়েস্ট কালা জারি এই জায়গা গুলিতে 1589 রেসেটলমেন্ট হয় । কাঞ্চনপুর মহাকুমার ভান্ডারী মা এলাকায় 567 পরিবার রেসেটলমেন্ট দেওয়া হয় বলে জানায় । রয়েছে আর 3322 পরিবার এরমধ্যে 1583 পরিবার রেসেটলমেন্ট হওয়ার লিস্ট তৈরি হয়েছে বলে জানান । বাকি রয়েছে 1739 পরিবার এরমধ্যে গছিরাম পাড়ায় 1000 পরিবার রিস্টেলমেন্ট দেওয়া হবে বলে জানান । বাকি 739 পরিবারগুলো south-,গোমতি, west কালাযারী, ধলাই তে রিসেটলমেন্ট করা হবে বলে জানা যায় ।
মহকুমা শাসক আরো জানান 1739 পরিবারের সদস্য যারা নাম নথিভুক্ত করেন নি 31 আগস্ট এর ভিতরে নাম নথিভূক্ত করার জন্য । বিশ্বস্ত সূত্রে জানা যায় 31 আগস্ট এর ভেতরে যারা নাম নথিভূক্ত করবেন না তাদের সেটেলমেন্ট প্যাকেজ হইতে বঞ্চিত হতে পারে । ব্রো উদ্বাস্তুরা ত্রিপুরা মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি কে ধন্যবাদ জানাই ।

24/08/2022
24/08/2022

গত ২২শে আগষ্ট প্রদেশ সভানেত্রী শ্রীমতি পাতাল কন্না' আনন্দবাজার মাওয়ার পথে কিছু সংখ্যক বিরোধী পার্টির লোকজন পথ অবরোধ এবং বিগত ২৩শে আগষ্ট মুঙ্গিয়া কামিতে রাজ্য জনজাতি মর্চার সহসভাপতি শ্রী-: বিকাশ দেববর্মার উপর আক্রমনের দীক্ষার প্রতিবাদ মিছিল আজ কাঞ্চনপুরে।

24/08/2022
আজ ২৪/০৮/২২ কাঞ্চনপুর বাজার থেকে একজন জনজাতী মায়ের ৫বছরের সন্তান হেরে যায় বাজার কমিটি থেকে খবর পেয়ে অনেক খুজ খবর নিয়...
24/08/2022

আজ ২৪/০৮/২২ কাঞ্চনপুর বাজার থেকে একজন জনজাতী মায়ের ৫বছরের সন্তান হেরে যায় বাজার কমিটি থেকে খবর পেয়ে অনেক খুজ খবর নিয়েও পাওয়া যাচ্ছিলো না বাজার কমিটির সভাপতি মোহন লাল নাথ আমায় ফোন করে যানান তার পর আমি #জয়হিন্দক্লাব এ এই বিষয়টি জানাই এবং অনেক খুজার পর শেষ পর্যন্ত বাজার কমিটি ও জয় হিন্দ ক্লাবের সদস্যদের সহ যোগিতায় তার পরিবারের সদস্য ও তার মায়ের হাতে হারিয়ে যাওয়া সন্তান তুলে দেওয়া হয়।

24/08/2022

News #
কাঞ্চনপুর #এ, ডি, সি দিবস উপলক্ষে । ত্রিপুরা মতা কাঞ্চনপুর ব্লক কমিটির উদ্যোগে মহকুমা শাসকের কাছে গেটার ত্রিপুরা ল্যান্ড দাবি নিয়ে । রেলি কাঞ্চনপুর বাজার পরিক্রমা করে । এক দফা দাবির ভিত্তিতে মেমোরেন্ডাম প্রদান করেন । মহকুমা শাসক উপস্থিত না থাকায় ডি,সি,এম বিদ্যাসাগর ত্রিপুরা কাছে মেমোরেন্ডাম প্রদান করেন । উপস্থিত ছিলেন ই, এম, ভব রঞ্জন রিয়াং ব্লক সভাপতি উমাশঙ্কর রিয়াং ও সম্পাদক রাজেশ্বর রিয়াং, রাজ্য কমিটির সদস্য ফিলিপ রিয়াং।

21/08/2022

কাঞ্চনপুর প্রতিনিধি:-21/08/2022 আজ দুপুর নাগাদ গোপন খবরের ভিত্তিতে কাঞ্চনপুর বনদপ্তর এর কর্মীরা লালজুরি ব্লকের অন্তর্গত বুশিং পাড়ায় ছুটে যান। 25 জনের মত চুরি করে মেশিন দিয়ে বনের জাতী সেগুন গাছ কাটতে ছিল । ফরেস্টার সুজিত দাস ফরেস্ট গাড কে নিয়ে মোট সাতজন একটি সুমো গোল্ড গাড়ি TR-02 A -2483- ও একটি বাইক TR-05-7278 নিয়ে বুশিং পাড়ার জঙ্গলের ভেতরে ডুকেন । চোরা কাঠ কারবারীদের ধরার জন্য সবাই মিলে বের দিলে । চোরা কারবারিরা জঙ্গলে গা ঢাকা দিয়ে । বুশিংপাড়া ঢোকার রাস্তার মাঝখানে জঈল পথে ঘুরে এসে গাছ কেটে ফেলে রাস্তা বন্ধ করে দে । বন দফতরের কর্মীরা ফেরার পথে দেখেন রাস্তাতে গাছ কেটে রাস্তা বন্ধ করে দে । বন দপ্তরের কমীরা গাড়ি থেকে নামলে চোরা কাঠ কারবারিরা গুলাই ,দা ,লাঠি দিয়ে বন দপ্তরের 8 জন কর্মীকে মারধর করেন গাড়ি ও বাইক ভাঙচুর করেন । ফরেষ্ট কমী আহতদেরকে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন । এদের নাম (1) মিন্টু ভূমিক 40 (2) সুজিত দাস ফরেস্টার 38 (3) ওজি হাম রিয়াং 53 (4) শিবন শিল 45 (5) সুশান্ত চাকমা 28 (6) নন্দী চরণ ত্রিপুরা 32 (7) সবহা সাহী সেন 40 (8) অলক পাল 55 হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাঞ্চনপুর এস ,ডি, এফ ,ও সুমন মাল্য উনি এসে দেখে যান। ওই ঘটনাস্থলে পেটলি়ং রেঞ্জার মধুরাম রিয়াং ও ফরেস্টার বান্টি বড়ুয়া লালজুরি আউট এ, এস,আই নিরঞ্জন বাবুসহ পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালায় সংবাদ লেখা পর্যন্ত কাউ কে বর্তমানে এরেস্ট করতে পারেননি ।

21/08/2022

আজ ২১/০৮/২২ইং তারিখে
ত্রিপুরা আর্ট সোসাইটির কাঞ্চনপুর শাখার জয়শ্রী আর্ট স্কুলের উদ্যোগে এক বিশাল আর্ট প্রতিযোগিতা আয়োজন করা হয় জয়শ্রী নাথ মন্দিরে। উপস্থিত ছিলেন ত্রিপুরা আর্ট সোসাইটির সি সি কমিটির সদস্য কাঞ্চনপুর শাখার সাধারণ সম্পাদক ভরত কুমার নাথ মহাশয়। সমাজ সেবী বিজয় কৃষ্ণ দাস ও অন্যান্য শিক্ষক শিক্ষিকাগন এবং অভিভাবক বৃন্দ বড় মাতরায় ছাত্র/ছাত্রীরা।

20/08/2022

তেলিয়ামুড়া প্রতিনিধি
""দেশের সংবিধান রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনজীবনের সমস্যা সমাধানে আপনিও সামিল হন''' এই শ্লোগানকে সামনে রেখে সিপিআইএম তেলিয়ামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে তেলিয়ামুড়া অম্পি চৌমনী তে এক প্রকাশ্য জনসভার আয়োজন করে দল। এই প্রকাশ্য জনসভায় উপস্থিত ছিলেন প্রধান বক্তা হিসেবে সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য রতন ভৌমিক সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা সিপিআইএম তেলিয়ামুড়া মহুকুমা কমিটির সম্পাদক হেমন্তকুমার জমাতিয়া রাজ্য কমিটির সদস্য মনীন্দ্র চন্দ্র দাস।
খোয়াই জেলা কমিটির সদস্য গায়ত্রী দত্ত সহ অন্যান্য নেতৃত্বরা। প্রথমেই তেলিয়ামুড়া পার্টির বিভাগীয় কার্যালয়ের সামনে থেকে লাল ঝাণ্ডার দীপ্ত মিছিল শহরের রাজপথ কাঁপিয়ে জনসভাস্থলে পৌছয়। জনসভায় প্রথম বক্তব্য রাখেন পার্টি রাজ্য কমিটির সদস্য তথা তেলিয়ামুড়া মহকুমা কমিটির সম্পাদক হেমন্তকুমার জমাতিয়া। পরবর্তী সময়ে বক্তব্য রাখেন প্রধান বক্তা রতন ভৌমিক। বক্তব্য রাখতে গিয়ে রতন ভৌমিক বলেন দেশের সংবিধান এখন এই রাজ্যে চলে না গণতন্ত্রের চিহ্নমাত্র নেই এই রাজ্যে এক অরাজকতা চলছে ত্রিপুরা রাজ্যের চতুর্দিকে।। রাজ্যের মানুষ ভোট দিয়ে বিজিপি আইপিএফটি সরকার গঠন করেছিল অনেক আশা নিয়ে। কারণ নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভরপুর। আজ পর্যন্ত নির্বাচনের প্রতিশ্রুতি একটাও পালন করিনি বিজিপি আইপিএফটি সরকার এই প্রতিশ্রুতি গুলি পালনের কথা বলছে সিপিআইএম রাজ্য কমিটি। শুধু তাই নয় দেশের সরকারের সাড়ে চার বছরে আচ্ছে দিনের লেশমাত্র নেই। বছরে 2 কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি থাকলেও প্রতিদিনই চাকরি হারাচ্ছে অনেকে। শুধু তাই নয় টাকা বাতিল ছিল দেশের অর্থনীতিতে বিপদজনক অবস্থা ডেকে আনা বিজিবি সরকার তাই করেছেন। রাজ্যে বিজেপির বিরুদ্ধে কথা বলা যায়না পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করা যায় না এরকম সংবাদ হোলি সাংবাদিকদের বিপদজনক অবস্থা হতে হয়। এমনটাই বললেন রাজ্যের কমিউনিস্ট নেতৃত্ব রতন ভৌমিক। পরবর্তী সময়ে আলোচনা করেন সিপিআইএম খোয়াই জেলা কমিটির সম্পাদক ডক্টর রঞ্জিত দেববর্মা। তিনি ত্রিপুরা রাজ্যের বর্তমান অবস্থা মানুষের সমস্যাবলী সবার সামনে তুলে ধরেন।

20/08/2022

জঙ্গিদের গুলিতে শহিদ বিএসএফ জওয়ান

কাঞ্চনপুর পতিনিধি:- মহকুমার আনন্দবাজার থানাধীন সিমানা টু এলাকায় সূএ খবর এনএলএফটি(বিএম) গোষ্ঠীর জঙ্গিরা টহলরত বি,এস,এফ জওয়ানদের উপর গুলি চালায় বাংলাদেশ সীমান্ত থেকে বৈরীরা।
এতে বিএসএফ'র ১৪৯ ব্যাটালিয়নের হেড কনস্টেবল গ্রিজেশ কুমার গুলিবিদ্ধ হন। তাকে হেলিকপ্টারে আগরতলায় নিয়ে যাওয়া হয়। আগরতলায় জি, বি, হাসপাতালে এখান থেকে আই, এল, এস, হাসপাতালে তিনি প্রয়াত হন।...

18/08/2022

The main purpose of today's press meet is "Recently, the Election Commission of India" has brought amendments on some of the election issues and ordered to work from the "Election Commission.

18/08/2022

Press Meet 'Chakma National Council of India and Tripura Chakma Student Association jointly.

Today 17th August Chakma Community Black day.

18/08/2022

Press Meet 'Chakma National Council of India and Tripura Chakma Student Association jointly.

17/08/2022

Today 17th August Chakma's Black Day

কাঞ্চনপুর প্রতিনিধি-কাঞ্চনপুরের সাংবাদিক অমৃত পালের বাবা মনোরঞ্জন পাল উনি সোমবার সন্ধ্যা 7.40 মিনিটে ধর্মনগর মহকুমা হাসপ...
16/08/2022

কাঞ্চনপুর প্রতিনিধি-কাঞ্চনপুরের সাংবাদিক অমৃত পালের বাবা মনোরঞ্জন পাল উনি সোমবার সন্ধ্যা 7.40 মিনিটে ধর্মনগর মহকুমা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে রেখে গিয়েছেন ।উনার স্ত্রী সহ তিন ছেলে এক বোন ও তিন জন পুত্রবধু , দুই নাতি ও নাতনি তিনজন মৃত্যুকালে ওনার বয়স হয়েছে । 86 বছর বাড়ি কাঞ্চনপুর উড়িছড়া সুভাষ নগর ২ নং ওয়ার্ড এলাকায়

16/08/2022

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে কাঞ্চনপুর শ্রীরামপুরে Bolpeyee club উদ্বোধন এবং এই উপলক্ষে আমাদের মা-বোনদের কে লুডু প্রতিযোগিতা এবং ভাইদের জন্য কেরাম প্রতিযোগিতা আয়োজন করা হয় এই প্রতিযোগিতায় লুডু এবং কেরামে প্রথম ও দ্বিতীয় হয়েছেন তাদেরকে প্রাইজ বিতরণ। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন' বল পেয়ে ক্লাবের সভাপতি শ্রী পিত্তিময় চাকমা সহ-সভাপতি প্রণব চাকমা' শ্রী নিরঞ্জন চাকমা এবং শুভরঞ্জন চাকমা আরও ক্লাবের নানান জন।

15/08/2022

Subdivision level observerce of 76th Independence Day 2022.

15/08/2022

৭৬তম স্বাধীনতা দিবস উপলক্ষে মহাকুমা ভিত্তিক কুচাকাওয়াজ প্রদর্শনর আয়োজন করা হয় কাঞ্চনপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ড।

15/08/2022

আজ ৭৬তম আজাদি কা অমৃত মহাৎসব ' মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কাঞ্চনপুর সাব ডিভিশন স্কুল কর্তৃপক্ষ এবং ছাত্র-ছাত্রীর মিলে শুভযাত্রা' এই শুভ যাত্রায় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ভারত বচন চাকমা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকাগন।

Heartiest greetings to all on the occasion of 76th Independence Day 🙏🙏🙏
15/08/2022

Heartiest greetings to all on the occasion of 76th Independence Day 🙏🙏🙏

15/08/2022

office in kanchanpur #
On the occasion of Azadi ka Amrit Mahotsav, the 76th Independence Day was celebrated today at Kanchanpur SDPO office' Kanchanpur SDPO Shri-: Avinash Ray hoisted the Indian National Flag.

14/08/2022

কাঞ্চনপুর প্রতিনিধি :-14/08/2022 হর ঘর তিরঙ্গা 75 তম স্বাধীনতা দিবস কে সামনে রেখে আজ কাঞ্চনপুর আরক্ষা দফতরের উদ্যোগে । মহাকুমা হাসপাতালে রোগীদের কে ফল ও মিষ্টি বিতরণ । এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এলাকার এম ডি সি শৈলেন্দ্রনাথ ও মহকুমা শাসক শুভাশিস আচারিয়া , মহাকুমার পুলিশ অফিসার অভিনাশ পরশ রায়, কাঞ্চনপুর থানার ও,সি কৃষ্ণধন সরকার, মহাকুমা হাসপাতালে পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডঃ সন্তোষ চাকমা ।

14/08/2022

আজ ১৪ আগষ্ট ২০২২ রবিবার বেলা ১১ ঘটিকায় প্রজাপিতা বিশ্ববিদ্যালয় থেকে আগত' কাঞ্চনপুর দেশনা মঞ্চে রাখি বন্ধন উৎসব উপলক্ষে আধ্যাত্মিক আলোচনার আয়োজন করা হয়"আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে, এই আলোচনায় উপস্থিত ছিলেন মাননীয় MDC শ্রী-: শৈলেন্দ্র নাট মহাশয়' উপস্থিত ছিলেন প্রজাপিতা বিশ্ববিদ্যালয় থেকে আগত দিদিরা।

Address

Dharmanagar
799270

Alerts

Be the first to know and let us send you an email when Hobors24 India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hobors24 India:

Videos

Share


Other Broadcasting & media production in Dharmanagar

Show All