The Indian Association of Physiotherapist ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সৌম্য ভট্টাচার্য্য (পিটি) গতকাল ১১ আগষ্ট ২০২৩ আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেককে স্পষ্ট করে দেন যে Central IAP এর আইন অনুযায়ী কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট কর্তৃক রেজিস্ট্রশনপ্রাপ্ত তারা প্রত্যেকে নামের আগে ডাঃ/Dr. এবং নামের পেছনে (পিটি)/PT ব্যবহার করবেন। ঐদিন ডাঃ ভট্টাচার্য্য আরো বলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে ফিজিওথেরাপিস্টদের "फिजियोथेरेपी के डॉक्टर" বলে সম্বোধন করেছেন সে ক্ষেত্রে কিছু দেশদ্রোহী লোক ফিজিওথেরাপিস্টদের নাম খারাপ করার জন্য উত্তর ত্রিপুরা জেলা সহ সমগ্র ত্রিপুরা রাজ্যে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করে যাচ্ছে। উনি আরো বলেন যে ফিজিওথেরাপি প্রফেশনাল বা ফিজিওথেরাপিস্টরা কখনো রিহ্যাব কাউন্সিল অফ ইন্ডিয
বাগবাসার জনতার মহান হৃদয়,
যাদব লাল নাথের হবে জয়।
পদ্মফুলের চিহ্নে হবে এবার বিজয়,
পাড়া মহল্লায় সবাই মিলে এইতো কয়।
বিজেপির সাথে গেরুয়ার জয়,
ভারত মাতা বলে সবাই উচ্ছসিত হয়।
#VoteForBJP
#vote4jadablalnath
বাজলো ভোটের দামামা, নির্বাচন ঘোষণা পরক্ষণেই রাজপথ কাঁপিয়ে জানান দিলো বিজেপি ।
দেখুন কদমতলা কুর্তি মন্ডলে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস
রণক্ষেত্র কদমতলা ফুটবল মাঠ। উত্তেজিত জনতাকে থামাতে পুলিশের লাঠি চার্জ। উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঁঠালতলি ম্যাচের দ্বিতীয়ার্ধে গন্ডগোল বাঁধায় মাঠ ছেড়ে চলে যায় কাঁঠালতলি একাদশ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল উত্তর ফুলবাড়ি এফসি। পরবর্তীতে উত্তর ফুলবাড়িকে জয়ী বলে ঘোষণা করেন রেফারি।
রণক্ষেত্র কদমতলা ফুটবল মাঠ। উত্তেজিত জনতাকে থামাতে পুলিশের লাঠি চার্জ। উত্তর ফুলবাড়ি এফসি বনাম কাঁঠালতলি ম্যাচের দ্বিতীয়ার্ধে গন্ডগোল বাঁধায় মাঠ ছেড়ে চলে যায় কাঁঠালতলি একাদশ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল উত্তর ফুলবাড়ি এফসি। পরবর্তীতে উত্তর ফুলবাড়িকে জয়ী বলে ঘোষণা করেন রেফারি।
#আর্ত_জনের_পাশে_দাঁড়িয়ে_অনুগামীদে_দিদি_আছে_চিন্তা_নেই_স্লোগানের_বাস্তব_রূপ_দিলেন #কেন্দ্রীয়_প্রতিমন্ত্রী_প্রতিমা_ভৌমিক
কর্মের মাধ্যমে ক্রমশ রাজ্যের জাতি-জনজাতি সকল অংশের জনতার ভরসার কেন্দ্র স্থল হয়ে উঠেছেন এ রাজ্যের দিদি তথা অগ্নি কন্যা প্রতিমা ভৌমিক। আজ ভিডিও কলের মাধ্যমে এমন একটি দৃশ্য আমাদের সকলের সামনে এসেছে, যা নিয়ে রিতি মতো হইচই শুরু হয়ে গেছে সামাজিক মাধ্যম জুড়ে।
ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অন্তর্গত উত্তর গকূলনগর ADC ভিলেজের তুইমধু পাড়ার। সেখানকার গরিব জনজাতি সুকুমতি দেব্বর্মার সাথে ওনার পারিবারিক বিষয়ে জেনে নেওয়ার পর পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তিনি। ভিডিও কলে নিয়েছেন খোঁজ খবর এবং সাথে নগদ অর্থ সহ চাল ডাল সবকিছু দিয়ে সাহায্য করে রাজ্য রাজনীতি তে ইতি মধ্যে সাড়া ফেলে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
রাজ্যের ইতিহাসে কোন কেন্দ্রী
Vote for BJP. Vote for Development.
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী শ্রীমতী মলিনা দেবনাথ।
ক্যামেরায়: DJ
#ইচ্ছেসবারবিজেপিবারবার
#bjptripura
Dr Bidhayak Bhattacharjee PT
Co Convener, BJP Dr Cell North Tripura.