Tripura Live

Tripura Live পক্ষপাতিত্ব নয় শুধু সত্যের মুখোমুখি।

07/12/2023

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর দ্বারা প্রতি বৃহস্পতিবার ফিজিওথেরাপি চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। তাই যারা হাড় নার্ভ ও মাংসপেশি জনিত ব্যাথা। ভুগছেন তারা বুকিং এর জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। # 6001974115 অথবা # 7896370710

05/10/2023

প্রতিক্ষার আর মাত্র কয়েকটা দিন।



Send a message to learn more

চিকিৎসা সংক্রান্ত সুসংবাদ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে কদমতলা কালীবাড়ি রোডে অবস্থিত Nigamananda Healthcare Phys...
21/09/2023

চিকিৎসা সংক্রান্ত সুসংবাদ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে কদমতলা কালীবাড়ি রোডে অবস্থিত Nigamananda Healthcare Physiotherapy Clinic হল সমগ্র কদমতলা আর. ডি. ব্লক এলাকার একমাত্র বৈধ ও উঃ ত্রিপুরা জেলা কাউন্সিল ফর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আ্যক্টের রেজিস্ট্রেশন প্রাপ্ত একমাত্র ফিজিওথেরাপি ক্লিনিক। যেখানে প্রতিদিন সন্ধে ছটা থেকে নিয়মিত রোগী দেখেন উঃ ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য (পিটি)।
এই ক্লিনিকে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে হাড়, নার্ভ এবং মাংসপেশী জনিত সকল প্রকার ব্যথার স্থায়ি কিংবা দীর্ঘমেয়াদি উপশম হয়।
তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 7980928215 অথবা 7630909802 নম্বরে।

ভারত গণরাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, অখিল ভারতের রাষ্ট্রপ্রধান, শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহোদয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য G20 সা...
06/09/2023

ভারত গণরাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, অখিল ভারতের রাষ্ট্রপ্রধান, শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহোদয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য G20 সামিট উপলক্ষ্যে দেশের সুদক্ষ মন্ত্রীমণ্ডল, সকল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীগণ তথা অভ্যাগত প্রতিনিধিদের সাথে একটি নৈশভোজে সম্মিলিত হবেন। ত্রিপুরা রাজ্যের গৌরব তথা কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলের সদস্যা, মাননীয়া রাজ্যমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া এই অনুষ্ঠানে রাজ্যবাসীর প্রতিনিধিত্ব করবেন। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর পৌরহিত্যে সমগ্র ভারত তথা উত্তর পূর্বাঞ্চলের উত্তরোত্তর মানবৃদ্ধি হয়ে চলেছে। রাজ্যের জন্য এ এক গর্বের মুহূর্ত।
ভারত মাতা কি জয় 🇮🇳
Pratima Bhoumik
Narendra Modi

12/08/2023

The Indian Association of Physiotherapist ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সৌম্য ভট্টাচার্য্য (পিটি) গতকাল ১১ আগষ্ট ২০২৩ আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেককে স্পষ্ট করে দেন যে Central IAP এর আইন অনুযায়ী কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট কর্তৃক রেজিস্ট্রশনপ্রাপ্ত তারা প্রত্যেকে নামের আগে ডাঃ/Dr. এবং নামের পেছনে (পিটি)/PT ব্যবহার করবেন। ঐদিন ডাঃ ভট্টাচার্য্য আরো বলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে ফিজিওথেরাপিস্টদের "फिजियोथेरेपी के डॉक्टर" বলে সম্বোধন করেছেন সে ক্ষেত্রে কিছু দেশদ্রোহী লোক ফিজিওথেরাপিস্টদের নাম খারাপ করার জন্য উত্তর ত্রিপুরা জেলা সহ সমগ্র ত্রিপুরা রাজ্যে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করে যাচ্ছে। উনি আরো বলেন যে ফিজিওথেরাপি প্রফেশনাল বা ফিজিওথেরাপিস্টরা কখনো রিহ্যাব কাউন্সিল অফ ইন্ডিয়া আওতাধীন নয় এটা রিহ্যাব কাউন্সিল অফ ইন্ডিয়ার গেজেট নোটিফিকেশনে পরিস্কার ভাবে বলা আছে। তাছাড়া গত 2021 সালে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এনসিএএইচপি অ্য লাগু করে যেখানে ফিজিওথেরাপিস্টদের ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশনাল হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

26/06/2023

দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর দেশের প্রধান সেবক রূপে ৯ বছরের গৌরবময় পূর্তিতে এবং ৮ ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে সামনে রেখে গতকাল ২৫ শে জুন রবিবার উত্তর ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য এবং THE EARTH KEY FOUNDATION এর যৌথ উদ্যোগে উত্তর জেলার ধর্মনগরে পুরো পরিষদ কার্যালয় সংলগ্ন দীনদয়াল ভবন কমিউনিটি হলে এক বিশাল স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ডঃ বিধায়ক ভট্টাচার্য সহ রাজ্যের অন্যান্য স্বনামধন্য ফিজিওথেরাপি চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। মোট ৪৬ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির চিকিৎসা প্রদান করা হয়। উক্ত শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী দেবাশীষ সাহা মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিবাহিকা শ্রীমতি মলিনা দেবনাথ মহাশয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরোপরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীমতি মঞ্জুনাথ সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা।

      আপনারা জানেন ফিজিওথেরাপি চিকিৎসা হল চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধের ব...
11/06/2023




আপনারা জানেন ফিজিওথেরাপি চিকিৎসা হল চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধের ব্যবহার ছাড়াই কিংবা শল্য চিকিৎসা (অপারেশন) ছাড়া শুধুমাত্র Electrotherapy Exercise Therapy, Chiropractic ইত্যাদি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তির অস্থি, পেশী কিংবা স্নায়ু জনিত সমস্যার স্থায়ী সমাধান করা। আর বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য (পিটি) হলেন উঃ ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজিওথেরাপি চিকিৎসক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কদমতলা কালীবাড়ি রোড-স্থিত ফিজিওথেরাপি ও ব্যথা নিরাময় ক্লিনিক নিগমানন্দ হেলথ কেয়ারে।
মোবাইল নং - 7980928215 / 7630909802

16/05/2023

President Chinmaya Mission Tripura ll General Secretary BJP Tripura Pradesh ll

আজ ধর্মনগর সার্কিট হাউসে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহাশয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে ম...
25/04/2023

আজ ধর্মনগর সার্কিট হাউসে ভারতীয় জনতা পার্টির প্রদেশ সাধারণ সম্পাদক শ্রী অমিত রক্ষিত মহাশয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মিলিত হন উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের কো ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য। উক্ত আলাপচারিতায় সাংগঠনিক বিষয় সহ আরো অনেক বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।।
BJP North Tripura District

Dr S Roy. যাকে ধর্মনগর ও তার পার্শ্ববর্তী এলাকায় মানুষ ধর্মনগর হাসপাতালের প্রথম মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পান। চাকরি জীবন...
20/04/2023

Dr S Roy. যাকে ধর্মনগর ও তার পার্শ্ববর্তী এলাকায় মানুষ ধর্মনগর হাসপাতালের প্রথম মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পান। চাকরি জীবনে এবং অবসর গ্রহণ করার পর সুদীর্ঘ ৩৫ বছর ধর্মনগরবাসীর সেবা করে গেছেন একজন সুদক্ষ চিকিৎসক হিসেবে। শুধু তাই নয় পার্শ্ববর্তী এলাকায় বিনামূল্যে বহু স্বাস্থ্য শিবিরও করে গেছেন। আগামীকাল তিনি চলে যাবেন উনার পৈতৃক বাড়ি শিলচরে। আজ উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের পক্ষ থেকে উনাকে জানানো হয় অশ্রু সিক্ত বিদায় সম্বর্ধনা। উপস্থিত ছিলেন ছিলেন উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের কো ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য, সেলের জেলা সদস্য ডাঃ সায়ন্তন দেবনাথ এবং ডাঃ অনির্বাণ সরকার।

সত্যভাষণ প্রতিনিধির রিপোর্ট।ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের উদ্য...
16/04/2023

সত্যভাষণ প্রতিনিধির রিপোর্ট।
ভারতীয় জনতা পার্টির ৪৪ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের উদ্যোগে আয়োজিত মেগা স্বাস্থ্য শিবির।
BJP North Tripura District

ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের উদ্যোগে  ৫৪ কদমতলা কুর্তি বিধানসভ...
13/04/2023

ভারতীয় জনতা পার্টির ৪৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উঃ ত্রিপুরা জেলা বিজেপি চিকিৎসক সেলের উদ্যোগে ৫৪ কদমতলা কুর্তি বিধানসভার সরসপুর শক্তি কেন্দ্রের ব্যাবস্থাপনায় ঐতিহ্যবাহী ঠেকনী শিতলী বাড়িতে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন উঃ জেলা বিজেপি চিকিৎসক সেলের কো-ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য, উঃ ত্রিপুরা জেলা বিজেপি সহ সভাপতি শ্রী জহর চক্রবর্তী, শক্তি প্রমুখ দিলিপ গোস্বামী বিজিত প্রার্থী দিলিপ তাঁতী , মণ্ডল সভাপতি রাজা ধর সহ জেলা চিকিৎসক সেলের সুদক্ষ চিকিৎসকরা । উক্ত শিবিরে প্রায় 50 জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। ডক্টর সেলের কো ইনচার্জ ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য জানান যে বিগত ৫ বছর ধরে উঃ ত্রিপুরা জেলায় বিভিন্ন প্রত্যন্ত এলাকায় চিকিৎসক সেলের সুদক্ষ চিকিৎসকরা অনেক স্বাস্থ্য শিবির করেছেন। একমাত্র ভারতীয় জনতা পার্টি সমগ্র ভারতবর্ষের সর্বপ্রথম চিকিৎসক সেলের লের মাধ্যমে সমাজের প্রত্যন্ত অঞ্চলেও স্বাস্থ্য শিবির করে চলেছে।

"কদমতলা আর্ট স্কুল এখন নতুন নামে আসছে"এই খবরটি সম্পূর্ণ মিথ্যা। কদমতলা আর্ট স্কুল শ্রীমতী শ্রাবণী নাথ এর তৈরি বর্তমানেও ...
22/03/2023

"কদমতলা আর্ট স্কুল এখন নতুন নামে আসছে"এই খবরটি সম্পূর্ণ মিথ্যা।
কদমতলা আর্ট স্কুল শ্রীমতী শ্রাবণী নাথ এর তৈরি বর্তমানেও এই স্কুল একজায়গায়ই আছে। ধর্মনগরের অন্য আরো একজন চিত্র শিক্ষক এই স্কুলের তত্ত্বাবধায়ক হিসেবে বিগত বহু বহু বছর ধরে কাজ করে আসছেন। কদমতলা সার্বজনীন কালীবাড়ির উল্টোদিকে ত্রিপুরা আর্ট সোসাইটি অনুমোদিত কদমতলা আর্ট স্কুলের সঙ্গে নিম্নে বর্ণিত Kadamtala Art N Craftschool এর কোনো প্রকার যুগসূত্র নেই। কতিপয় স্বার্থান্বেষী মানুষ এ ধরনের অপপ্রচার করে যাচ্ছে। কদমতলা বাসী ও পার্শ্ববর্তী জনসাধারণের কাছে আবেদন এইরূপ মিথ্যাচারের বিরুদ্ধে সরব হোন।

05/03/2023
26/02/2023

কাক কাকের মাংস খায় না এটা সম্পূর্ণ ভুল। স্বদলীয় সংঘর্ষে রক্তাক্ত ৫ কমরেড।
বিস্তারিত কমেন্ট বক্সে।

14/02/2023
10/02/2023
 #রাজ্যে_এসে_প্রচারে_ঝড়_তুলনেন_গৃহমন্ত্রী_অমিত_শাহ_জীআজ বনমালীপুরে বিজেপি মনোনীত প্রার্থী তথা মাননীয় প্রদেশ বিজেপি সভাপ...
06/02/2023

#রাজ্যে_এসে_প্রচারে_ঝড়_তুলনেন_গৃহমন্ত্রী_অমিত_শাহ_জী

আজ বনমালীপুরে বিজেপি মনোনীত প্রার্থী তথা মাননীয় প্রদেশ বিজেপি সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য্যের সমর্থনে জনজোয়ার।

 #আগামি কালকের অভিযান প্রত্যেকরায় ময়দান।আগামিকাল 07-02-2023 রোজ সোমবার দুপুর 11 ঘটিকায়  প্রত্যেকরায় মেলার মাঠে অনুষ্ঠিত ...
06/02/2023

#আগামি কালকের অভিযান প্রত্যেকরায় ময়দান।
আগামিকাল 07-02-2023 রোজ সোমবার দুপুর 11 ঘটিকায় প্রত্যেকরায় মেলার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে #শ্রী যাদব লাল নাথ মোহদয় এর সমর্থনে এক সুবিশাল জনসভা উক্ত জনসভা তে উপস্থিত থাকবেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী #শ্রী যুগী আদিত্য নাথ মোহদয়।এই সুবিশাল জনসভা তে দলে দলে যুগ দিন।
#ভারত মাতা কি জয় ।


কান্তি গোপাল দেবনাথ বিজেপির ছিলেন, বিজেপির আছেন এবং বিজেপির থাকবেন। এবং ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবেন।।আজ ৫৭ যুবরা...
02/02/2023

কান্তি গোপাল দেবনাথ বিজেপির ছিলেন, বিজেপির আছেন এবং বিজেপির থাকবেন। এবং ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করবেন।।
আজ ৫৭ যুবরাজনগর কেন্দ্রে Indipendent প্রার্থী হিসেবে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন শ্রী কান্তি গোপাল দেবনাথ।

 #নির্বাচনী_উঠানসভা_ও_মহা_জনসম্পর্কবাম মুক্ত বাগবাসা গড়তে সংকল্প নিয়েছেন জনতা, বাগবাসা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থ...
02/02/2023

#নির্বাচনী_উঠানসভা_ও_মহা_জনসম্পর্ক

বাম মুক্ত বাগবাসা গড়তে সংকল্প নিয়েছেন জনতা, বাগবাসা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী যাদবলাল নাথ মহোদয় আজ ৪৪ নং ও ৪৫ নং বুথের সমর্থক দের নিয়ে সারলেন‌ জনসম্পর্ক , উঠান ভর্তি গনদেবতাদের ১৬ ফ্রেব্রুয়ারী পদ্মচিহ্নে ভোট দেওয়ার আবেদন‌ জানালেন উঠান সভায়।



আগামী ১৬ ই ফেব্রুয়ারি আসছে দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন। ৫৭ যুবরাজনগর বিধানসভার নির্বাচিত প্রার্থী শ্রীমতি  #মলিনা_দেবনাথ...
02/02/2023

আগামী ১৬ ই ফেব্রুয়ারি আসছে দিন পদ্মফুল চিহ্নে ভোট দিন। ৫৭ যুবরাজনগর বিধানসভার নির্বাচিত প্রার্থী শ্রীমতি #মলিনা_দেবনাথ মহোদয়া কে আপনার এলাকার উন্নয়নের স্বার্থে #পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।
আপনার একটি মূল্যবান ভোট উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

 #বাগবাসাতে_যাদবলাল_নাথের_সমর্থনে_ঝড়ো নির্বাচনী_প্রচারআজ বাগবাসা মন্ডলের ৪৮এবং ৪৯ নং বুথের যৌথ উদ্যোগে বাগবাসা কমিউনিটি...
02/02/2023

#বাগবাসাতে_যাদবলাল_নাথের_সমর্থনে_ঝড়ো নির্বাচনী_প্রচার

আজ বাগবাসা মন্ডলের ৪৮এবং ৪৯ নং বুথের যৌথ উদ্যোগে বাগবাসা কমিউনিটি হলে আয়োজিত সাংগঠনিক সভা।
#ভারত মাতা কি জয়।
#বিজেপি জিন্দাবাদ।

01/02/2023

বাগবাসার জনতার মহান হৃদয়,
যাদব লাল নাথের হবে জয়।
পদ্মফুলের চিহ্ন‌ে হবে এবার বিজয়,
পাড়া মহল্লায় সবাই মিলে এইতো কয়।
বিজেপির সাথে গেরুয়ার জয়,
ভারত মাতা বলে সবাই উচ্ছসিত হয়।


 বিজেপিতে যোগ দিলেন কৈলাসহরের  বাম বিধায়ক মবস্বর আলী এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুবল ভৌমিক।
27/01/2023


বিজেপিতে যোগ দিলেন কৈলাসহরের বাম বিধায়ক মবস্বর আলী এবং রাজ্য তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুবল ভৌমিক।

24/01/2023

#দক্ষিন_কদমতলা_স্থিত_আগর_হাট_পরিদর্শন_করেন_উত্তর_ত্রিপুরা_জেলা_পরিষদের_সহকারী_সভাধিপতি_বিশ্বজিৎ_ঘোষ

বিজেপি আমলে বিকাশ হয়েছে শিল্পের, বিকাশ হয়েছে কদমতলার সম্পদ "আগর"।
রাজ্যের বিজেপি সরকার বৈধতা দিয়েছে "আগর" ব্যাবসার। এতে উপকৃত হয়েছেন কদমতলা ব্লক এলাকার হিন্দু মুসলিম নির্বিশেষে আগর চাষী থেকে ব্যাবসায়ীরা।
কিছু দিন পূর্বে উদ্ভোধন হয়েছে দক্ষিণ কদমতলাতে অস্থায়ী "আগর হাটের"।
আজ সেই আগর হাট পরিদর্শন করে ব্যাবসায়ী দের সাথে মত বিনিময় করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ মহোদয়।

Nation Live  বাংলার মুখোমুখি জেলা সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ
22/01/2023

Nation Live
বাংলার মুখোমুখি জেলা সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ

খবর দিনভর

18/01/2023

জয় গুরুদেব।
আগরতলা - দেওঘর বিমান পরিষেবা চালুর প্রস্তাবের প্রেক্ষিতে অগ্রাধিকারের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য অসামরিক বিমান পরিবহন মন্ত্রী শ্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া জি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা l
এই বিমান পরিষেবার দ্বারা দেওঘরস্থিত ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের পুন্যধাম আরাধ্য ভূমি দর্শনের উদ্দেশ্যে যাত্রা করা শ্রদ্ধালুদের পাশাপাশি অন্যান্য যাত্রীদেরও সহায়তা হবে l

18/01/2023

বাজলো ভোটের দামামা, নির্বাচন ঘোষণা পরক্ষণেই রাজপথ কাঁপিয়ে জানান দিলো বিজেপি ।

দেখুন কদমতলা কুর্তি মন্ডলে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস

Tripura assembly election to be held on February 16, Results on March 2
18/01/2023

Tripura assembly election to be held on February 16, Results on March 2

03/04/2020


দিল্লির নিজামউদ্দিনে মসজিদে অনুষ্ঠিত হওয়া ধর্মসভায় যোগ দেওয়া রাজ্যের দুই ব্যাক্তির দেহে মিলল করোনা ভাইরাস । দুই জন দিল্লি থেকে রাজস্থান গিয়েছিল।
এখন তারা রাজস্থানের হাসপাতালে ভর্তি রয়েছেন। সাংবাদিক সম্মেলন করে জানালেন রাজ্যের স্বাস্থ্য সচিব দেবাশীষ বসু। দুজনের বাড়ি সোনামুড়া ও বস্কনগরে।

31/03/2020

#দিল্লী_নিজামুদ্দীনে_অনুষ্ঠিত_তবলীগী_জামাতে যারা অংশগ্রহণ করেছিল তারা দেশে বিরাট বিপদ ডেকে এনেছে।

তাদের মধ্যে #করোনা_সংক্রমিত ৩০০, মৃত ১০। ৬ জন তেলেঙ্গানায় ফিরে গিয়ে, ২ জন তামিলনাড়ুতে, ১ জন কর্ণাটকে, ১ জন কাশ্মীরে।

আরো ১৪০০ জন এখনো নিজামুদ্দীনে ওই ধর্মীয় সংস্থায় ঢুকে আছে। এই ধর্মীয় অনুষ্ঠানে ২৫০ জন #বিদেশি_নাগরিক সহ মোট ১৮০০ জন অংশগ্রহণ করেছিল।

এদের মধ্যে অনেকে নিজ রাজ্যে ফিরে গিয়েছে। তারাই এখন সেইসব রাজ্যগুলিতে বিরাট বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে।

দিল্লীর পুরো #নিজামুদ্দীন এলাকাকে কর্ডন করে রাখা হয়েছে।

Coronavirus: 10 deaths, 300 hospitalisations linked to Tablighi Jamaat meet in Nizamuddin -

Address

Dharmanagar

Telephone

+919233121450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other News & Media Websites in Dharmanagar

Show All