Tripura Live

Tripura Live পক্ষপাতিত্ব নয় শুধু সত্যের মুখোমুখি।

02/10/2024

ধর্মনগরের সুপরিচিত পুরনো North Point School যেটা বর্তমানে Little Harts play School এর সঙ্গেই ধর্মনগরের এক সুসন্তান বিশু ...
13/07/2024

ধর্মনগরের সুপরিচিত পুরনো North Point School যেটা বর্তমানে Little Harts play School এর সঙ্গেই ধর্মনগরের এক সুসন্তান বিশু (বিপ্লব দেব) কত রথ যাত্রার দিন একটি খাবার হোটেল খুলেছেন। এখানে খুব কম খরচে সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত খাবার পাওয়া যায়। সকলকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি।

মডেল ভিলেজ ব্রজেন্দ্রনগরের মডেল প্রধানের আচরনে অতিষ্ঠ সাধারণ গ্রামবাসী।
09/07/2024

মডেল ভিলেজ ব্রজেন্দ্রনগরের মডেল প্রধানের আচরনে অতিষ্ঠ সাধারণ গ্রামবাসী।

06/03/2024

অনলাইন প্রোডাক্ট ডেলিভারী দেওয়ার জন্য কদমতলা ব্লক এলাকার কিছু ডেলিভারী বয় প্রয়োজন, বাইক ও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
অফিসের ঠিকানাঃ পূর্ব কদমতলা শিববাড়ি, বন্ধনঅফিসের কাছে।
যোগাযোগ: 9366217517
বেতন আলোচনা সাপেক্ষে

পঞ্চ ভূতে বিলীন সবার হৃদয়ের সুনুদা তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত।
28/12/2023

পঞ্চ ভূতে বিলীন সবার হৃদয়ের সুনুদা তথা ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত।

07/12/2023

বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এর দ্বারা প্রতি বৃহস্পতিবার ফিজিওথেরাপি চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। তাই যারা হাড় নার্ভ ও মাংসপেশি জনিত ব্যাথা। ভুগছেন তারা বুকিং এর জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করুন। # 6001974115 অথবা # 7896370710

05/10/2023

প্রতিক্ষার আর মাত্র কয়েকটা দিন।



Send a message to learn more

চিকিৎসা সংক্রান্ত সুসংবাদ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে কদমতলা কালীবাড়ি রোডে অবস্থিত Nigamananda Healthcare Phys...
21/09/2023

চিকিৎসা সংক্রান্ত সুসংবাদ। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে কদমতলা কালীবাড়ি রোডে অবস্থিত Nigamananda Healthcare Physiotherapy Clinic হল সমগ্র কদমতলা আর. ডি. ব্লক এলাকার একমাত্র বৈধ ও উঃ ত্রিপুরা জেলা কাউন্সিল ফর ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আ্যক্টের রেজিস্ট্রেশন প্রাপ্ত একমাত্র ফিজিওথেরাপি ক্লিনিক। যেখানে প্রতিদিন সন্ধে ছটা থেকে নিয়মিত রোগী দেখেন উঃ ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজিওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য (পিটি)।
এই ক্লিনিকে আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে হাড়, নার্ভ এবং মাংসপেশী জনিত সকল প্রকার ব্যথার স্থায়ি কিংবা দীর্ঘমেয়াদি উপশম হয়।
তাই দেরি না করে আজই যোগাযোগ করুন 7980928215 অথবা 7630909802 নম্বরে।

ভারত গণরাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, অখিল ভারতের রাষ্ট্রপ্রধান, শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহোদয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য G20 সা...
06/09/2023

ভারত গণরাজ্যের সর্বোচ্চ পদাধিকারী, অখিল ভারতের রাষ্ট্রপ্রধান, শ্রীমতি দ্রৌপদী মুর্মু মহোদয়া দিল্লিতে অনুষ্ঠিতব্য G20 সামিট উপলক্ষ্যে দেশের সুদক্ষ মন্ত্রীমণ্ডল, সকল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীগণ তথা অভ্যাগত প্রতিনিধিদের সাথে একটি নৈশভোজে সম্মিলিত হবেন। ত্রিপুরা রাজ্যের গৌরব তথা কেন্দ্রীয় মন্ত্রিমণ্ডলের সদস্যা, মাননীয়া রাজ্যমন্ত্রী সুশ্রী প্রতিমা ভৌমিক মহোদয়া এই অনুষ্ঠানে রাজ্যবাসীর প্রতিনিধিত্ব করবেন। যশস্বী প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজীর পৌরহিত্যে সমগ্র ভারত তথা উত্তর পূর্বাঞ্চলের উত্তরোত্তর মানবৃদ্ধি হয়ে চলেছে। রাজ্যের জন্য এ এক গর্বের মুহূর্ত।
ভারত মাতা কি জয় 🇮🇳
Pratima Bhoumik
Narendra Modi

12/08/2023

The Indian Association of Physiotherapist ত্রিপুরা শাখার সাধারণ সম্পাদক ডাঃ সৌম্য ভট্টাচার্য্য (পিটি) গতকাল ১১ আগষ্ট ২০২৩ আগরতলা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রত্যেককে স্পষ্ট করে দেন যে Central IAP এর আইন অনুযায়ী কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট যারা দা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্ট কর্তৃক রেজিস্ট্রশনপ্রাপ্ত তারা প্রত্যেকে নামের আগে ডাঃ/Dr. এবং নামের পেছনে (পিটি)/PT ব্যবহার করবেন। ঐদিন ডাঃ ভট্টাচার্য্য আরো বলেন যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে ফিজিওথেরাপিস্টদের "फिजियोथेरेपी के डॉक्टर" বলে সম্বোধন করেছেন সে ক্ষেত্রে কিছু দেশদ্রোহী লোক ফিজিওথেরাপিস্টদের নাম খারাপ করার জন্য উত্তর ত্রিপুরা জেলা সহ সমগ্র ত্রিপুরা রাজ্যে মিথ্যা অপপ্রচার করার চেষ্টা করে যাচ্ছে। উনি আরো বলেন যে ফিজিওথেরাপি প্রফেশনাল বা ফিজিওথেরাপিস্টরা কখনো রিহ্যাব কাউন্সিল অফ ইন্ডিয়া আওতাধীন নয় এটা রিহ্যাব কাউন্সিল অফ ইন্ডিয়ার গেজেট নোটিফিকেশনে পরিস্কার ভাবে বলা আছে। তাছাড়া গত 2021 সালে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এনসিএএইচপি অ্য লাগু করে যেখানে ফিজিওথেরাপিস্টদের ইন্ডিপেন্ডেন্ট হেলথ কেয়ার প্রফেশনাল হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

26/06/2023

দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিজীর দেশের প্রধান সেবক রূপে ৯ বছরের গৌরবময় পূর্তিতে এবং ৮ ই সেপ্টেম্বর বিশ্ব ফিজিওথেরাপি দিবসকে সামনে রেখে গতকাল ২৫ শে জুন রবিবার উত্তর ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য এবং THE EARTH KEY FOUNDATION এর যৌথ উদ্যোগে উত্তর জেলার ধর্মনগরে পুরো পরিষদ কার্যালয় সংলগ্ন দীনদয়াল ভবন কমিউনিটি হলে এক বিশাল স্বাস্থ্য শিবিরের অনুষ্ঠিত হয়। উক্ত শিবিরে ডঃ বিধায়ক ভট্টাচার্য সহ রাজ্যের অন্যান্য স্বনামধন্য ফিজিওথেরাপি চিকিৎসকগণ রোগীদের চিকিৎসা পরিষেবা প্রদান করেন। মোট ৪৬ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপির চিকিৎসা প্রদান করা হয়। উক্ত শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মনগর মহকুমার মহকুমা পুলিশ আধিকারিক শ্রী দেবাশীষ সাহা মহাশয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিবাহিকা শ্রীমতি মলিনা দেবনাথ মহাশয়া, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মনগর পুরোপরিষদের ভাইস চেয়ারম্যান শ্রীমতি মঞ্জুনাথ সহ অন্যান্য বিশিষ্ট গুণীজনেরা।

      আপনারা জানেন ফিজিওথেরাপি চিকিৎসা হল চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধের ব...
11/06/2023




আপনারা জানেন ফিজিওথেরাপি চিকিৎসা হল চিকিৎসা বিজ্ঞানের এমন একটি শাখা যেখানে কোন পার্শ্ব প্রতিক্রিয়া যুক্ত ওষুধের ব্যবহার ছাড়াই কিংবা শল্য চিকিৎসা (অপারেশন) ছাড়া শুধুমাত্র Electrotherapy Exercise Therapy, Chiropractic ইত্যাদি চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কোন ব্যক্তির অস্থি, পেশী কিংবা স্নায়ু জনিত সমস্যার স্থায়ী সমাধান করা। আর বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডাঃ বিধায়ক ভট্টাচার্য্য (পিটি) হলেন উঃ ত্রিপুরা জেলার স্বনামধন্য ফিজিওথেরাপি চিকিৎসক। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কদমতলা কালীবাড়ি রোড-স্থিত ফিজিওথেরাপি ও ব্যথা নিরাময় ক্লিনিক নিগমানন্দ হেলথ কেয়ারে।
মোবাইল নং - 7980928215 / 7630909802

16/05/2023

General Secretary BJP Tripura Pradesh ll

Address

Dharmanagar

Telephone

+919233121450

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tripura Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share