MD Razu Ahmed

MD Razu Ahmed Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from MD Razu Ahmed, Digital creator, Dhaka.

05/11/2024

🥲😂😢
কিচ্ছু চাইনি তোমাকে চেয়েছি, নিজেকেই শুধু দিও!
দুঃখ দিলে দোষ দিলে
আজব তুমি প্রিয়

এমন সময়ে আসলো,অধিকাংশ ক্রেতাই পলাতক 😅
22/10/2024

এমন সময়ে আসলো,
অধিকাংশ ক্রেতাই পলাতক 😅

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, জগতি স্টেশন, কুষ্টিয়া।এখন একটি লোকাল ট্রেন ছাড়া আর কোনো ট্রেন এখানে থামে না।
09/10/2024

বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন, জগতি স্টেশন, কুষ্টিয়া।

এখন একটি লোকাল ট্রেন ছাড়া আর কোনো ট্রেন এখানে থামে না।

03/10/2024

এমন একটা মানুষ থাকুক,
যে কখনোই আমার প্রতি বিরক্ত হবে না!❤️🫶

25/09/2024
24/09/2024

গল্প তো সবারই থাকে।
কারোটা হয় উপন্যাস কারোটা দীর্ঘশ্বাস।

বন্ধুরা সবাই কেমন আছেন
06/09/2024

বন্ধুরা সবাই কেমন আছেন

27/05/2024

বাস্তবতা আমায় যে পথের দিকে ঠেলে দিচ্ছে..সেই পথটা আমি কখনও কল্পনা করিনি..!💔🌻সুবান আল্লাহ আলহামদুললাহ

নব্বই দশকের নায়ক নাইম। এক সময়ের সুদর্শন নায়ক যেন বর্তমানে আরো বেশী সুদর্শন।আরও দেখুনঃ https://rb.gy/y2odp4
23/05/2024

নব্বই দশকের নায়ক নাইম। এক সময়ের সুদর্শন নায়ক যেন বর্তমানে আরো বেশী সুদর্শন।
আরও দেখুনঃ https://rb.gy/y2odp4

বাইক টা দিছে শ্বশুরমশাই     আব্বা দিছে তেলতাই তো আমার গতির সাথে   জেট বিমান ও ফেল।দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয়গেলে ...
08/02/2024

বাইক টা দিছে শ্বশুরমশাই
আব্বা দিছে তেল
তাই তো আমার গতির সাথে
জেট বিমান ও ফেল।

দুর্ঘটনা ঘটলে ঘটুক
আমার কিসের ভয়
গেলে যাবে বাপ-শ্বশুরের
আমার কিছু নয়।

চলরে আমার মোটরগাড়ি
জোরসে মারো টান
কে কি বলে শুনব না আজ
ধরছি চেপে কান।

আহা হা হা কি মনোরম
গাঁয়ের বাঁকা রাস্তা
ছয় শ কিলো ঘুরে এসে
করব রে আজ নাস্তা।

এমন গতি তুলবরে আজ
আমার গতি দেখে।
থমকে যাবে পথের পথিক
পন্থ চলা রেখে।

গতির চোটে কাঁপছে মানুষ
উড়ছে পথের ধুলো
লাফিয়ে উঠছে পথের ধারের
বান্ধা ছাগল গুলো।

গতি আর ও বাড়িয়ে দিলাম
পথটা পেয়ে সরু
হঠাৎ দেখি সামনে আমার
বিশাল বড় গরু।

ধাক্কা লেগে হুন্ডা আমার
পড়ল গিয়ে খাদে
আমার তখন হুঁশ ছিল না
ফিরছে দুদিন বাদে।

দু দিন বাদে জ্ঞান ফিরলে
চেয়ে দেখি ভাই
আমার যে দুই পা ছিল তার
একটা সাথে নাই।

সকল কিছু শোনার পরে
চমকে গেল গা
বাইকটা না কি ঠিকই আছে
আমার গেছে পা।

আমার শখের বাইকে এখন
অন্য মানুষ চড়ে
পা হারিয়ে কান্দি আমি
বন্ধি হয়ে ঘরে।

ঘরে বসে ভাবি যদি
পা টা পেতাম ফিরে
তিড়িং বিড়িং ছেড়ে আমি
বাইক চালাতাম ধীরে।

মনরে বলি মন যদি তুই
বুঝতে দু দিন আগে
তবে কি তোর পা হারিয়ে
পঙ্গু হওয়া লাগে!

#গতির_ক্ষতি
ছবি সংগৃহীত

29/05/2023

কক্সবাজার সমুদ্রে সৈকত

27/05/2023

সিগারেট খোর যখন জানতে পারে

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Razu Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share