MD ZAHIR UDDIN

MD ZAHIR UDDIN “সাফল্য তাদের জন্য,
যাদের লক্ষ্য আছে
এবং সেই লক্ষ্যের
পেছনে চুপচাপ
অক্লান্ত পরিশ্রম
করার গুণ আছে''

05/01/2024
“সাফল্য তাদের জন্য,যাদের লক্ষ্য আছেএবং সেই লক্ষ্যেরপেছনে চুপচাপঅক্লান্ত পরিশ্রমকরার গুণ আছে"
05/11/2023

“সাফল্য তাদের জন্য,
যাদের লক্ষ্য আছে
এবং সেই লক্ষ্যের
পেছনে চুপচাপ
অক্লান্ত পরিশ্রম
করার গুণ আছে"

05/11/2022

*🌿ঈমানের সুস্বাদ🌿*

🍂আনাস (রাযি.) হতে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিনটি গুণ যার মধ্যে আছে, সে ঈমানের স্বাদ আস্বাদন করতে পারেঃ
১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় হওয়া;

২। কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালবাসা;

৩। কুফরীতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মত অপছন্দ করা।

♻️সহীহ বুখারী : ১৬

10/10/2022

ؤعن ابى هريرة قال قال رسول اللہ ﷺ للمؤمن على ست خصال يعوده إذا مرض ويشهده اذا مات ويجيبه إذا دعاه ويسـلـم عـلـيـه إذا لقيـه ويـشـمـتـه إذا عطس وينصح له اذا غاب أو شهد لم أجده في الـصـحـيـحـيـن ولا فـي كـتـاب الـحـمـيـدي ولكـن ذكـره صاحب الجامع برواية النسائي

(৪৪২৩) অনুবাদ ঃ হযরত আবূ হুরায়রা

(রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন ~) একজন মু'মিনের অপর মু'মিনের ওপর ছয়টি অধিকার রয়েছে
১. কোন মুসলমান অসুস্থ হলে অপর মুসলমান তার সেবা-যত্ন করবে, তার খোঁজ-খবর নেবে, ওষুধ-পথ্যের প্রয়োজন হলে তা সংগ্রহ করে দেবে।
২. কোন মুসলমানের মৃত্যুর সংবাদ পেলে তার দাফন-কাফন ও জানাযায় শরিক হবে
৩. খাবার জন্যদাওয়াত করলে কিংবা কোন কাজের জন্য আহ্বান করলে সাড়া দেবে। অর্থাৎ হীন ও তুচ্ছ মনে করে তা গ্রহণ করা বা ডাকে সাড়া দেয়া হতে বিরত থাকবে না।
৪. যখনই সাক্ষাৎ হবে, পরস্পর সালাম দেবে।
৫. যখন কোন মুসলমান হাঁচি দিয়ে 'আল-হামদু লিল্লাহ' বলে, তখন তার জবাবে 'ইয়ারহামুকাল্লাহ' বলবে
৬. মুসলমান ভাইয়ের দোয়া ও মঙ্গল কামনা করবে, সে উপস্থিত থাকুক বা অনুপস্থিত থাকুক।

Address

743423, Barasat-II Sub-District
Deganga
743423

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD ZAHIR UDDIN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share