wakil Islamic Media

wakil Islamic Media Islamic and social

31/10/2024

যাদবপুর মাদ্রাসা, ডালখোলা উত্তর দিনাজপুর

15/08/2024
04/08/2024

মানুষের প্রেমে পড়লে জীবন নষ্ট😂
আল্লাহর প্রেমে পড়লে জীবন শ্রেষ্ঠ❤️
♡︎°আলহামদুলিল্লাহ°♡︎

26/07/2024

Assalamu alaikum..

আপনার মসজিদে আজ জুমআ'র খুতবার টপিক কী ছিলো?

আসসালামু আলাইকুম  আপনারা কেমন আছেন।
25/07/2024

আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন।

17/07/2024

মহরমের নামে #ঢোল #ঢাক #লাঠি #তলোয়ার #তাজিয়া
#ইসলামে #তা #বৈধ #নয়।

17/07/2024

মহরমের (আজ কে) নামে ঢোল ঢাক লাঠি তলোয়ার তাজিয়া নিয়ে যে মাতম হয়,
ইসলামে তা বৈধ নয়।

17/07/2024

আসসালামু আলাইকুম ●❥𝄞⋆⃝❤️
⎯͢ খুব ছোট্ট কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা দু'য়াঃ

ﺍﻟﻠَّﻬُﻢَّ ﺇِﻧِّﻰ ﺃَﺳْﺄَﻟُﻚَ ﺍﻟْﻌَﺎﻓِﻴَﺔَ
─༊🦋"আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল 'আফিয়্যাহ"
🌻🌺আল-আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহু), রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর চাচা, রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে আসলেন আর জিজ্ঞাসা করলেন —
🌺☘️"ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা দু'আ শিখিয়ে দিন"
রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন —
"হে আমার চাচাজান, বলুন:

●❥𝄞⋆⃝❤️⎯͢ আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা আল-'আফ্যিয়া"
(ওহ! আল্লাহ, আমি তোমার কাছে 'আফ্যিয়া চাচ্ছি")

─༅༎༅💙🌼🩷༅༎༅─
🤔আফ্যিয়া কি?
যখন আমরা মহান আল্লাহ্'র কাছে আফ্যিয়া চাই তখন তা বুঝায় —
✨যেকোন দু:খ-দর্দশা থেকে মুক্তির জন্য দু'আ
💥সুস্বাস্থ্য অর্জনের জন্য দু'আ
✨বেচে থাকার তাগিদে আর্থিক স্বচ্ছলতার জন্য দু'আ
💥সন্তানের সুরক্ষার জন্য দু'আ
✨শাস্তির পরিবর্তে ক্ষমা পাবার জন্য দু'আ

💕.'আফ্যিয়া অর্থ "ইয়া আল্লাহ, আমাকে সকল দু:খ, গ্লানি ও ভোগান্তি থেকে রক্ষা কর"

দুনিয়া এবং আখিরাতে উভয় যায়গায়ই।
________________________

🌺☘️আল-আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহু) খানিক চিন্তা করলেন এবং দিন কয়েক পরে ফিরে আসলেন এবং বললেন —
🌻🌺"ইয়া রাসূলুল্লাহ, এতো খুবই ছোট্ট দু'আ, আমাকে বড় কিছু শিক্ষা দিন"
তখন রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন —
"ও আমার প্রাণপ্রিয় চাচা, আল্লাহ্'র কাছে আফ্যিয়া কামনা করুন, আল্লাহ'র কসম এর চাইতে উত্তম কোন জিনিস আপনাকে দেওয়া হবে না"

✨এটা খুবই ছোট্ট দু'আ, যার মাধ্যমে আমরা যা বুঝাই —

💥ওহ! আল্লাহ, আমি পরিত্রাণ চাই মর্মপীড়া, বিষাদ, কষ্ট, ক্ষতি থেকে; আমাকে পরীক্ষা করো না"
রাব্বে ক্বারীমের কাছে এরকম সকল কিছুই আমরা চেয়ে থাকি এই বলে:
─༊🦋 "আল্লাহুম্মা ইন্নি আস'আলুকা আল-আফ্যিয়া"

[রিয়াদ্বুস স্বলেহীন, সুনান আত-তিরমিযী]

আত-তিরমিযী, খন্ড: ০৬, অধ্যায়:৪৫,
দু'আ অধ্যায়, হাদিস নং: ৩৫১৪।
তাহক্বীক: সহিহ
━━━━━━━༎༎●❥𝄞⋆⃝❤🥀🏵️🦋༆᭄̲̲̲̞̎̎͢༊═╣+╠══༆̲̲̲̞̎̎͢

14/07/2024

১. যারা অলসতা করে সঠিক সময়ে নামাজ আদায় করে না, তাদের নামাজ কবুল হবে না। তাদের জন্য পরকালে শাস্তি রয়েছে।
পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘অতঃপর দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য, যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন।’ (সুরা : মাউন, আয়াত : ৪-৫)
এ আয়াতের ব্যাখ্যায় তাফসিরবিদরা লিখেছেন, এরা হলো সেইসব লোক, ‘যারা নামাজ থেকে উদাসীন ও খেল-তামাশায় ব্যস্ত।’ উদাসীন লোকদের মধ্যে একদল এমন আছে, যারা রুকু-সিজদা, ওঠা-বসা যথাযথভাবে করে না। কেরাত, দোয়া ও তাসবিহ যথাযথভাবে পাঠ করে না।

কোনো কিছুর অর্থ বোঝে না বা বুঝবার চেষ্টাও করে না। আজান শোনার পরেও যারা অলসতাবশে এবং নামাজে দাঁড়িয়ে অমনোযোগী থাকে।
২. যারা দায়সারাভাবে নামাজ পড়ে এবং নামাজের বিধি-বিধানগুলো যথাযথভাবে পালন করে না। আবু হুরায়রা (রা.) বলেন, ‘রাসুল (সা.) মসজিদে প্রবেশ করেন। তখন জনৈক ব্যক্তি মসজিদে প্রবেশ করে নামাজ আদায় শেষে রাসুলুল্লাহ (সা.)-কে সালাম দিল।

তিনি সালামের জবাব দিয়ে বলেন, তুমি যাও, পুনরায় নামাজ আদায় করো। কেননা তুমি নামাজ আদায় করোনি। এভাবে লোকটি তিনবার নামাজ আদায় করল। রাসুল (সা.) তাকে তিনবারই ফিরিয়ে দিলেন। তখন লোকটি বলল, হে আল্লাহর রাসুল! যিনি আপনাকে সত্য সহকারে প্রেরণ করেছেন, তাঁর কসম করে বলছি, এর চাইতে সুন্দরভাবে আমি নামাজ আদায় করতে জানি না। অতএব আমাকে নামাজ শিখিয়ে দিন!
অতঃপর রাসুলুল্লাহ (সা.) বলেন, যখন তুমি নামাজে দাঁড়াবে তখন তাকবির দেবে। তারপর কোরআন থেকে যা পাঠ করা তোমার কাছে সহজ মনে হয়, তা পাঠ করবে। তারপর ধীরস্থিরভাবে রুকু করবে। অতঃপর সোজা হয়ে দাঁড়াবে। তারপর ধীরস্থিরভাবে সিজদা করবে। অতঃপর মাথা উঠিয়ে সোজা হয়ে বসবে। আর প্রত্যক নামাজ এভাবে আদায় করবে।’ (বুখারি, হাদিস : ৭৫৭)

অন্য হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, ‘মানুষের মধ্যে সর্বাপেক্ষা বড় চোর ওই ব্যক্তি যে তার নামাজ চুরি করে। সাহাবিরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসুল! সে কিভাবে নামাজ চুরি করে? তিনি বলেন, সে নামাজে রুকু ও সিজদা পূর্ণ করে না।’ (মুসনাদে আহামাদ, হাদিস : ২২৬৯৫)

রাসুলুল্লাহ (সা.)-এর ভাষায় বড় চোর হচ্ছে যারা নামাজের মধ্যে চুরি করে। পার্থিব জীবনে মানুষ মানুষের ধন-সম্পদ, টাকা-পয়সা চুরি করে, এটাকে সামান্য চুরি বলা যেতে পারে। কিন্তু যে ব্যক্তি নিজের মহামূল্যবান সম্পদ, জান্নাতে যাওয়ার পুঁজি, শ্রেষ্ঠতম ইবাদত চুরি করে সে-ই প্রকৃতপক্ষে বড় চোর।

তৃতীয়ত, যারা লোক দেখানো নামাজ আদায় করে। মহান আল্লাহ বলেন, ‘যারা লোক দেখানোর জন্য তা করে।’ (সুরা মাউন, আয়াত : ৬)

মুনাফিকরা মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। যেমন—মহান আল্লাহ অন্য আয়াতে বলেছেন, ‘নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দেয়, আর তিনিও তাদের ধোঁকায় ফেলেন। যখন ওরা নামাজে দাঁড়ায়, তখন অলসভাবে দাঁড়ায়—লোক দেখানোর উদ্দেশ্যে। আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে।’ (সুরা নিসা, আয়াত : ১৪২)

মহান আল্লাহ লোক-দেখানো ইবাদতকারীকে তার আমলসহ প্রত্যাখ্যান করেন। হাদিসে কুদসিতে এসেছে, মহান আল্লাহ বলেন, ‘আমি অংশীবাদিতা (শিরক) থেকে সব অংশীদারের তুলনায় বেশি মুখাপেক্ষীহীন। যে ব্যক্তি কোনো আমল করে এবং তাতে অন্যকে আমার সঙ্গে শরিক করে, আমি তাকে ও তার আমলকে বর্জন করি।’ (মুসলিম, হাদিস নম্বর : ২৯৮৫)

মহান আল্লাহ আমাদের যথাযথভাবে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।

14/07/2024

🗣️ নিয়ত করে নিন যে মরে গেলেও কোনোদিন বেনামাজি'কে বিয়ে করবেন না।🚫
দরকার নেই এমন সম্পর্কের যে সম্পর্ক মহান রব থেকে'ই আপনাকে বিচ্ছিন্ন করে। যার সংস্পর্শে থাকলে আপনার দ্বীনের ক্ষতি,হেদায়েত থেকে ছিটকে যাবার ভয় রয়েই যায়।
সারাজীবন একাকী কাটিয়ে দিন এই আশায় হয়তো জান্নাতে তার দেখা পাবো রব দেবেন এইভেবে তবুও আমাদের রব আমাদের এমন কোনো সঙ্গী না দেন যার ফলে আমরা মহান রব'কে ভুলে যায়, কিংবা রব এর সাথে দূরত্ব অনেকটাই বেড়ে যায়,
প্রয়োজন নেই দুনিয়ার মানুষের মিথ্যা ভালোবাসা যার ফলে মূলত আখেরাতে ধ্বংস।

মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতা জামিয়া দারুল ইলম মাদ্রাসার সাতজন ছাত্র নিখোঁজ। গতকাল রাত থেকে কোনো খোঁ...
06/07/2024

মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা থানার অন্তর্গত ভাবতা জামিয়া দারুল ইলম মাদ্রাসার সাতজন ছাত্র নিখোঁজ। গতকাল রাত থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। বেশি বেশি শেয়ার করুন।
খোঁজ পেলে জানান - 9614227653/ 9775047902

05/07/2024

নবী (সঃ) বলেছেন "যে নারী তার অভিভাবকের সম্মতি ছাড়াই নিজে নিজে বিবাহ করে,তার বিবাহ বাতিল, বাতিল,বাতিল। "
(আহমাদ,আবু দাউদ,তিরমিযী,মিশকাত ৩১৩১)

Address

Dalkhola, Po, Dalkhola , Dist , Uttar Dinajpur
Dalkhola
733201

Alerts

Be the first to know and let us send you an email when wakil Islamic Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to wakil Islamic Media:

Videos

Share

Nearby media companies


Other Social Media Agencies in Dalkhola

Show All