আজকের এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে উত্তর দিনাজপুরের ৭নং জেলা পরিষদের সমস্ত অঞ্চলের সাধারণ নাগরিকগনের স্বতঃস্ফূর্ত এবং শান্তিপূর্ণ ভাবে অবাধ ভোটদানের জন্য সকলকে আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মজহরুল হক (মজহার), তৃণমূল কংগ্রেস প্রার্থী।
আজ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন।
উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭নং আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মজহরুল হক (মজহার) সাথে পাঞ্জিপাড়া অঞ্চলের বুথে বুথে ঘুরে ভোটারদের সাথে সৌজন্যমুলক সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময় করলাম।
গতকাল ছিলো ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের শেষ দিন।
এই শেষ দিনে উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭নং আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মজহরুল হক (মজহার) কে রেকর্ড ভোটে জেতাতে ময়দানে উনার স্ত্রী উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও বিদায়ী মেন্টর আলেমা নুরী।
রেকর্ড ভোটে জিততে
উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭নং আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মজহরুল হক (মজহার)পাঞ্জিপাড়া অঞ্চলের অধিকারী বস্তি তে দুয়ারে দুয়ারে প্রচার করছেন।
দলে দলে বলে যাই, জোড়া ফুলে ভোট চাই।
মা-বোনেদের বলে যাই ,জোড়া ফুলে ভোট চাই।।
স্বামী কে রেকর্ড ভোটে জেতাতে
উত্তর দিনাজপুর জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি ও বিদায়ী মেন্টর আলেমা নুরী ঝড় বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগ কে পাথেয় করে আজ উত্তর দিনাজপুর জেলা পরিষদের ৭নং আসনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী মজহরুল হক (মজহার)এর সমর্থনে পাঞ্জিপাড়া অঞ্চলের অধিকারী বস্তি তে দুয়ারে দুয়ারে প্রচার করছেন।
দলে দলে বলে যাই, জোড়া ফুলে ভোট চাই।
মা-বোনেদের বলে যাই ,জোড়া ফুলে ভোট চাই।।
AAMARA MAMATA BANERJEE'R SAINIK (social media)
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প দুয়ারে রেশন আজ ডালখোলা পৌরসভার ৪ নং ওয়ার্ডে চালু হলো।
AAMARA MAMATA BANERJEE'R SAINIK(social media)
O LOVELY
MADAN DA