শারদ শুভেচ্ছা কোচবিহারের তৃণমূল কংগ্রেস নেতা আব্দুল জলিল আহমেদ
শারদ শুভেচ্ছা কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ
শারদ শুভেচ্ছা বিজেপি জেলা সভাপতি ও বিধায়ক সুকুমার রায়
LIVE : বড়দেবীর ময়নাকাঠের পূজো
কোচবিহারঃ কোচবিহার জেলার মধুপুর গ্রামে এক অভাবী খেলোয়ার মায়াকে আর্থিক ভাবে সাহায্য করলেন কোচবিহার ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সজল সরকার৷ আর্থিক অভাবে কাজাখিস্তানে আন্তর্জাতিক স্তরে খেলতে গিয়ে সমস্যায় পড়েছিল মায়া। তার আজ তার বাড়িতে গিয়ে পাশে দাঁড়িয়েছেন সজল বাবু।
কোচবিহারঃ মন্দিরের সামনের মাঠ থেকে গ্যারেজের মজুত করা যানবাহন সড়ানো ঘিরে বিবাদ। কোচবিহার শহরের চার নম্বর ওয়ার্ড এলাকার ঘটনা৷ জানা গেছে দীর্ঘদিন থেকে গ্যারেজ মালিক তার ব্যবসার জন্য যানবাহন মজুত করে রাখছে। এতেই ক্ষুদ্ধ এলাকার বাসিন্দাদের একাংশ৷ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন মন্দিরের সামনে এভাবে যানবাহন মজুত করে রাখায় ভক্তদের পূজো দিতে এসে সমস্যায় পড়তে হচ্ছে৷ অবিলম্বে এই যানবাহন সড়ানোর দাবি জানিয়েছেন তারা। যদিও গ্যারেজ মালিক এব্যাপারে জানান, স্থানীয়দের একাংশের সঙ্গে কথা বলেই তিনি মন্দিরের সামনে যানবাহন রেখেছিলেন। তিনি প্রয়োজনে তা সড়িয়ে দিতেও রাজি আছেন৷
কোচবিহারঃ অনাথ অসহায় শিশুদের নিয়ে রাখি বন্ধন উতসবের আয়োজন করল হোটেল সেন্ট্রাল রেসিডেন্সি অ্যান্ড ব্যাঙ্কুয়েট৷ আজ এন বি এস টি সি বাসস্ট্যান্ডের কাছে হলঘরে রাখী বন্ধন উতসবের আয়োজন করা হয়। উদ্যোক্তা বিনয় কুমার সাহা জানান, যাতে এই শিশুরা এই আনন্দ উতসবে সকলের সঙ্গে মিলে মিশে মেতে উঠতে পারে তাই এই উদ্যোগ।
কোচবিহারঃ শহরে মশার উপদ্রব থেকে রেহাই দিতে নর্দমায় গাপ্পি মাছ ছাড়তে গিয়ে নর্দমা গুলির বেহাল অবস্থা দেখে ব্যাপক ক্ষুদ্ধ কোচবিহার পুরসভার পুরপতি রবীন্দ্রনাথ ঘোষ৷ সাফাইকর্মীদের বেতন বন্ধের হুশিয়ারি।
কোচবিহারঃ অত্যাধিক গরম উপেক্ষা করে ডিউটিতে অবিচল এন বি এস টি সি র কর্মীদের হাতে গ্লুকোজ জল তুলে দিলেন চেয়ারম্যান পার্থপ্রতিম রায়।