Joni Sen

Joni Sen About বাবা লোকনাথ ব্রহ্মচারী �

Today,s Best Photo   ❤❤❤❤❤❤               Photo credit to respected owner 🙏
28/04/2024

Today,s Best Photo

❤❤❤❤❤❤














Photo credit to respected owner 🙏

শুভ দোল পূর্ণিমা উপলক্ষে পেজের সকল ভক্তবৃন্দের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন 🙏Today,s Best Photo   ❤❤❤❤❤❤...
25/03/2024

শুভ দোল পূর্ণিমা উপলক্ষে পেজের সকল ভক্তবৃন্দের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং অভিনন্দন 🙏
Today,s Best Photo

❤❤❤❤❤❤














Photo credit to respected owner 🙏

🌿ব্রহ্মচারী বাবার লীলা- প্রকৃত সত্য প্রতিষ্ঠা🌿একবার এক বড় রকমের ফৌজদারী মামলা শুরু হয়। তখন বাবার কয়েকজন ভক্ত প্রকৃত স...
02/01/2024

🌿ব্রহ্মচারী বাবার লীলা- প্রকৃত সত্য প্রতিষ্ঠা🌿

একবার এক বড় রকমের ফৌজদারী মামলা শুরু হয়। তখন বাবার কয়েকজন ভক্ত প্রকৃত সত্য প্রমাণ করবার জন্য বাবাকে সাক্ষী দেবার জন্য অনুনয় বিনয় করতে থাকে বারবার ।

বাবা প্রথমে রাজী হলেন না। তিনি বললেন, আমি চালচুলোহীন মানুষ, কখন কোথায় থাকি তার ঠিক নেই। আমাকে আবার মামলা; মোকদ্দমায়, জড়াচ্ছিস কেন ? আমার দ্বারা ওসব হবে না।

ভক্তরা তবু ছাড়ল না। অবশেষে ভক্তগণের একান্ত অনুরোধে এবং প্রকৃত সত্য প্রমাণের জন্য বাবা রাজী হলেন সাক্ষী দিতে।

মামলাটি হচ্ছিল নারায়ণগঞ্জে জয়েন্ট ম্যাজিস্টেটের আদালতে । সেখানে সাক্ষী হিসাবে বাবাকে উপস্থিত করা হলো। যে ঘরে মামলা হচ্ছিল, সে ঘর লোকে লোকারণ্য। লোকনাথ বাবা সাক্ষী দিতে এসেছেন শুনে বহু লোক এসে ভিড় করেছে তাঁকে দেখার জন্য। দর্শকদের মধ্যে অনেকে তাঁর পরিচিত ছিল, আবার অনেকে তাঁর নাম শুনে দেখতে এসেছে ।

বাবা আদালতে উপস্থিত হয়ে সাক্ষীর কাঠগড়াতে গিয়ে দাঁড়াতেই সব লোকজন মুহূর্তে স্তব্ধ হয়ে গেল। উপস্থিত সকলের মধ্যেই শ্রদ্ধার, ভাব জাগল। সকলেই কৌতূহলী হয়ে উঠল তাঁর কথা শোনার জন্য ।

ম্যাজিস্টেট লোকনাথ বাবার জটাজুটমন্ডিত দীর্ঘ দেহ'টির দিকে একবার তাকিয়েই প্রশ্ন করলেন, আপনার বয়স কত?

লোকনাথ বাবা সহজ ভাবে উত্তর দিলেন, দেড়শো বছরের বেশী ।

কথাটা শুনে আশ্চর্য হয়ে গেলেন ম্যাজিস্টেট । ভাবলেন, কোন মানুষ কখনো দেড়শো বছর জীবিত থাকতে পারে না। পরে আবার ভাবলেন, যোগী সাধু পুরুষদের পক্ষে হয়ত বা সম্ভব হলেও হতে পারে।

কিন্তু বিপক্ষের আইনজীবীরা একথা বিশ্বাস করতে পারলেন না। তাঁরা বললেন, সাক্ষী দিতে এসে ন্যায়ালয়ে দাঁড়িয়ে অবান্তর কথা বলা, যুক্তিসঙ্গত নয় এবং তা অপরাধ বলে গণ্য হয় ।

বাবা তখন সহজ সরলভাবে বললেন, বেশ, আমার কথা তোমাদের বিশ্বাস না হয়, তোমাদের খুশিমত বয়সটা লিখে নাও।

বিপক্ষের উকীল বলল, সাক্ষী বয়সে অতি বৃদ্ধ এবং তাঁর দৃষ্টি ক্ষীণ ।সুতরাং যে ঘটনার সাক্ষ্য দিতে এসেছেন, তা দেখা তাঁর পক্ষে সন্তব নয়।

এইটাই প্রমাণ করার জন্য তিনি নানাভাবে জেরা করতে লাগলেন লোকনাথ বাবাকে । কিন্তু বাবা অবিচলিতভাবে সব জেরার ঠিক ঠিক উত্তর, দিলেন । কোন মতেই তাকে হতবুদ্ধি করা গেল না।

শেষে বিপক্ষের উকীল বাবাকে বলল, আপনি যে বয়সের কথা বললেন তাতে বোঝা যায় , এই বয়সে দূরের কোন জিনিস বা ঘটনাকে ঠিকমত, প্রত্যক্ষ করা সম্ভব নয়। অতএব আপনি যে তা প্রত্যক্ষ করেছেন দূর থেকে, সেকথা কি ভাবে মেনে নেওয়া যায় ?

বাবা একথা শুনে উকীলবাবুকে কাছে ডাকলেন ।

সাক্ষী হয়ত তাকে কোন গোপন কথা বলবে ভেবে উকীল সঙ্গে সঙ্গে বাবার কাছে গেলেন ।

আদালত ঘরের দরজা দিয়ে দূরে একটা আমগাছ দেখা যাচ্ছিল। বাবা; উকীলবাবুকে সেই গাছকে দেখিয়ে জিজ্ঞাসা করলেন, এ গাছটাতে কি- কোন প্রাণীকে উঠতে দেখতে পাচ্ছ?

উকীলবাবু মনে মনে ভাবলেন এ প্রশ্ন অবান্তর । তাই তিনি তাচ্ছিল্যের হাসি হেসে বললেন, না, কিছুই ত দেখতে পাচ্ছি না।

আদালতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে যারা বাবাকে চিনত, তারা বুঝতে পারল, এটা বাবার এক লীলা । বুঝল, বাবা তাঁর স্বভাবসুলভ সর্বজ্ঞতার দ্বারা দুরের সব জিনসকেই প্রত্যক্ষ করতে পারেন । সুতরাং এটা মোটেই অসম্ভব নয় তাঁর পক্ষে । আর যারা তাঁকে চিনত না, তারা কৌতূহলী হয়ে দুরের গাছটাকে ভাল করে খুটিয়ে দেখতে লাগল । কিন্তু কিছুই দেখতে পেল না। তারা সবাই একবাক্যে উকীলের কথার প্রতিধ্বনি করে বলল, না, কিছুই দেখছি না।

বাবা একটু হেসে বললেন, আশ্চর্যের কথা! তোমরা বয়সে যুবক তোমাদের দৃষ্টিশক্তি বেশ প্রখর । অথচ এত কাছের জিনিসকেও দেখতে পাচ্ছ না! এটা খুবই দুঃখের কথা ।

উকীলবাবু তখন বললেন, বেশ, আপনিই বলুন, দূরে ঐ আমগাছে কোন প্রাণী উঠছে।

বাবা সহজভাবে বললেন, একটু ভাল করে দেখলেই দেখতে পাবে, একদল লাল পিঁপড়ে সারি বেধে গাছটার উপরে উঠছে।

বাবার কথা শুনে আদালতের সব লোক বিস্মিত হলো। কথাটা সত্য কি মিথ্যা তার প্রমাণের জন্য তারা গাছের কাছে ছুটে গেল, গিয়ে দেখল, সত্যিই একদল লাল পিঁপড়ে সারি দিয়ে গাছে উঠছে।

তারা ফিরে এসে একথা জানাতেই ম্যাজিস্ট্রেট হতভম্ব হয়ে গেলেন। তিনি এবার বুঝতে পারলেন, লোকনাথ ব্রহ্মচারী একজন সাধারণ সন্ন্যাসী নন। তিনি যোগসিদ্ধ পুরুষ ৷ তাই যোগবলে তিনি দূরের অদৃশ্য জিনিসকেও প্রত্যক্ষ করতে পারেন ।

এই কথা বুঝতে পেরে তিনি লোকনাথ বাবার কথা সত্য বলে মেনে নিয়ে সেইমত রায় দিলেন।

জয় বাবা লোকনাথ।

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম।তত্পদং  দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহে...
28/12/2023

অখন্ড মন্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম।
তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ।।
গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণুঃ গুরুর্দেবো মহেশ্বরঃ।
গুরুরের পরং ব্রহ্ম তস্মৈ শ্রীগুরবে নমঃ।।

 #এিকালদর্শী_মহাযোগী_পরমপুরুষ #জয়_বাবা_লোকনাথ_ব্রহ্মচারী 🙏
20/12/2023

#এিকালদর্শী_মহাযোগী_পরমপুরুষ
#জয়_বাবা_লোকনাথ_ব্রহ্মচারী 🙏

বাবা লোকনাথ ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ ১৬০ বছরের পুরাতন মানবদেহ পরিত্যাগ করার ঠিক আগে সকলকেবলে যান,আমি নেই এই কথা কখনো মনে কর...
19/12/2023

বাবা লোকনাথ ১২৯৭ সালের ১৯ জ্যৈষ্ঠ ১৬০ বছরের পুরাতন মানবদেহ পরিত্যাগ করার ঠিক আগে সকলকে
বলে যান,আমি নেই এই কথা কখনো মনে করবি না।আমি ছিলাম,আমি আছি,আমি থাকবো।

বাবার নামে নেই কোনো মন্ত্র'নেই কোনো দীক্ষা। বাবার নাম‌ স্মরণ-ই মহামন্ত্র। এই মহানাম যত বেশি উচ্চারিত হবে।মানবের তত বেশি কল্যাণ হবে।।
🌿🌺জয় ব্রহ্মচারী বাবা লোকনাথের জয় 🌺🌿

 #বোনের_বিয়েতে_কিছুটা_মূহুর্ত_______
18/12/2023

#বোনের_বিয়েতে_কিছুটা_মূহুর্ত_______

আমার পেজের সকল দাদা,দিদি,ভাই,বোন ও বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ! 🙏আপনারা আইডি ফলো করুন 🙏🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺  🙏জয় বাবা লোকনাথ  🙏🙏 জ...
11/12/2023

আমার পেজের সকল দাদা,দিদি,ভাই,বোন ও বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ! 🙏আপনারা আইডি ফলো করুন 🙏
🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
🙏জয় বাবা লোকনাথ 🙏
🙏 জয় মা লোকনাথ 🙏
🙏 জয়গুরু লোকনাথ 🙏
🙏 জয় শিব লোকনাথ 🙏
🙏 জয় ব্রহ্ম লোকনাথ 🙏

ওঁ নমস্তে আর্তত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িনে।নমস্তে লোকনাথায় ব্রহ্মাত্মনে নমো নমঃ জয় বাবা লোকনাথ,,জয় মা লোকনাথ,,জয় শিব ...
08/12/2023

ওঁ নমস্তে আর্তত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িনে।
নমস্তে লোকনাথায় ব্রহ্মাত্মনে নমো নমঃ

জয় বাবা লোকনাথ,,জয় মা লোকনাথ,,
জয় শিব লোকনাথ,,জয় ব্রহ্ম লোকনাথ,,
জয় গুরু লোকনাথ,,
ওঁ শান্তি, ওঁ শান্তি, ওঁ শান্তি ওঁ🙏🌺🌺🙏

মৃত্যু শরীরের ধর্ম, এই পরিবর্তনশীল জগতে যার জন্ম আছে তার মৃত্যু সুনিশ্চিত, আমরা বিশ্বাস করি আত্মা অবিনশ্বর। তার জন্ম নেই...
07/12/2023

মৃত্যু শরীরের ধর্ম, এই পরিবর্তনশীল জগতে যার জন্ম আছে তার মৃত্যু সুনিশ্চিত, আমরা বিশ্বাস করি আত্মা অবিনশ্বর। তার জন্ম নেই, মৃত্যু নেই, লোকনাথ বাবা ব্রহ্মানন্দ ভারতীকে বলেছেন; “আমি মৃত্যুর সময় অতিক্রম করিয়া বাঁচিয়া রহিয়াছি। এই অবস্থায় নিদ্রা আসিলে আমার মৃত্যু ঘটিবে”।
মহাপ্রয়াণের কয়েকদিন আগে ভক্তদের কাছে প্রশ্ন করে বসেন; “বল দেখি, দেহ পতন হলে কিরূপ সৎকার হওয়া ভাল?”। পরিশেষে বাবা লোকনাথ ভক্তদের অগ্নি দ্বারা দগ্ধ করার নির্দেশ দান করেন। বাবা লোকনাথ ১৯–শে জ্যৈষ্ঠে দেহ ত্যাগ করবেন বলে ইচ্ছা প্রকাশ করেন ( সকলেই জানেন ) । সেবার ১৯–শে জ্যৈষ্ঠ ছিল রবিবার; সকাল হতে হাজার ভক্তের সমাগম হয় বারদীর আশ্রমে। দুঃখভারাক্রান্ত মনে গোয়ালিনী মা বাল্যভোগ তৈরি করে; নিজ হাতে খাইয়ে দেন লোকনাথ বাবাকে।
ভক্তদের কান্না শুনে ঘর থেকে বেরিয়ে বাবা বলেন; “ওরে তোরা এত চিন্তায় কাতর হচ্ছিস কেন? আমি কি মরে যাব। কেবল এই জীর্ণ পুরাতন শরীরটা পাত হবে; কিন্তু আমি আছি; যেমন তোমাদের মাঝে ছিলাম; ঠিক তেমনই তোদের কাছেই থাকবো। আমার মৃত্যু নেই। তোরা ভক্তি বিশ্বাস নিয়ে আমাকে একটু আদর করে ডাকলে দেখবি; আমি তোদের কত কাছটিতে আছি; এখনও শুনছি, তখনও শুনব। এ কথা মিথ্যা হবে না”।
"একবার মহামারী কলেরা রোগের সৃষ্টি হয়, বাবা লোকনাথ বুঝতে পারেন যে মা শীতলা বারদী গ্রামের দিকেই অগ্রসর হয়েছেন" তখন বাবা লোকনাথ পথিমধ্যে মা শীতলাকে আটকে দেন, এবং বারদী গ্রামে প্রবেশ করতে নিষেধ করেন । মা শীতলা অনেক চেষ্টা করেও বাবা লোকনাথকে ফাঁকি দিয়ে বারদী গ্রামে প্রবেশ করতে না পেরে ফিরে যান " ।
বর্তমান প্রেক্ষাগৃহে মহামারী করোনা ভাইরাস থেকেও বাবা লোকনাথ পূর্বের মত তার সকল ভক্তদের রক্ষা করুক এই কামনা করি!
আদর করে ডাকার মত ডাকলেই তিনি সাড়া দেবেন, জয় বাবা লোকনাথ ! আগামী কাল থেকে শুরু হচ্ছে রাখের উপবাস। বাবার আশীর্বাদ সকল প্রাণীর উপরে বর্ষিত হউক।

 #গুরু_ব্রহ্মা_গুরু_বিষ্ণু_গুরুদেব_মহেশ্বর__ #গুরু_সাক্ষাৎ_পরব্রহ্ম_তদ্মৈশ্রী_গুরুবে_নমঃ____
01/12/2023

#গুরু_ব্রহ্মা_গুরু_বিষ্ণু_গুরুদেব_মহেশ্বর__
#গুরু_সাক্ষাৎ_পরব্রহ্ম_তদ্মৈশ্রী_গুরুবে_নমঃ____

 #শুভ_রাস_পূর্ণিমা উপলক্ষে গ্রুপের সকল শুভাকাঙ্খীভক্তবৃন্দের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবংঅভিনন্দন!! জয় লোকনাথ ব্...
27/11/2023

#শুভ_রাস_পূর্ণিমা উপলক্ষে গ্রুপের সকল শুভাকাঙ্খী
ভক্তবৃন্দের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং
অভিনন্দন!! জয় লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় 🙏

Hi,,friendsToday,s Best photo ❤❤❤❤❤❤
23/11/2023

Hi,,friends
Today,s Best photo
❤❤❤❤❤❤
























 #বাবা_লোকনাথের_অভয়_বাণী_______অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই ...
16/11/2023

#বাবা_লোকনাথের_অভয়_বাণী_______
অর্থ উপার্জন করা, তা রক্ষা করা আর তা ব্যয় করার সময় দুঃখ ভোগ করতে হয়। অর্থ সকল অবস্থাতেই মানুষকে কষ্ট দেয়। তাই অর্থ ব্যয় হলে বা চুরি হলে তার জন্য চিন্তা করে কোনও লাভ নেই।

 #শুভ_দীপাবলীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। করুণাময়ী মায়ের কৃপায় এবং আশীর্বাদে সকলের সুস্থ থাকুন ভালো থাক...
12/11/2023

#শুভ_দীপাবলীর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। করুণাময়ী মায়ের কৃপায় এবং আশীর্বাদে সকলের সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।
জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার জয় 🌿🌺🙏

 #জয়_বাবা_লোকনাথ_______     ওঁ নমঃ শ্রীভগবতে সর্বদেবদেবী  স্বরূপিন্যাং      পূর্ণব্রহ্মরূপায় লোকনাথায় নমো নমঃ।।    🌿🌺...
09/11/2023

#জয়_বাবা_লোকনাথ_______
ওঁ নমঃ শ্রীভগবতে সর্বদেবদেবী স্বরূপিন্যাং
পূর্ণব্রহ্মরূপায় লোকনাথায় নমো নমঃ।।
🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺🌿🌺
ওঁ আত্মত্রাণায় সর্বসিদ্ধি প্রদায়িনে।
নমহস্তে লোকনাথায় ব্রহ্মাত্মনে নমো নমঃ।।
জয় ব্রহ্ম লোকনাথ, জয় শিব লোকনাথ,
জয় মা লোকনাথ, জয় গুরু লোকনাথ,
জয় বাবা লোকনাথ ।

জয় বাবা মহাযোগী শিবকল্প অন্তর্যামী বাবা
।।লোকনাথ ব্রহ্মচারীর জয়।।

লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল--নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম । ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে ...
07/11/2023

লোকনাথ ব্রহ্মচারীর প্রণাম মন্ত্রটি হল--
নমামি বারদীচন্দ্রং নন্দন কাননেস্মরং হরিম । ওঁ নমঃ শিবায় শান্তায় কারনত্রয়হেতবে । জয় বাবা লোকনাথ, জয় মা লোকনাথ, জয় শিব লোকনাথ, জয় ব্রহ্ম লোকনাথ, জয় গুরু লোকনাথ।

Address

Cooch Behar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joni Sen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Joni Sen:

Share


Other Digital creator in Cooch Behar

Show All

You may also like