Uttorer Barta 24×7

Uttorer Barta 24×7 উত্তরবঙ্গ সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সংবাদ পেতে চোখ রাখুন উত্তরের বার্তা ২৪×৭ নিউজ পোর্টালে... uutorbanger bivinno sangbad pete nojor rakhun ekhane.....

01/01/2025

তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলিপুরদুয়ার ১ নং ব্লকের অন্তর্গত বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের বস্ত্র দান সহ একাধিক কর্মসূচি। এদিন জংশন লিচুতল এলাকায় বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে প্রায় 200 জন দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া পতাকা উত্তোলন এর মাধ্যমে যথাযথ মর্যাদা সহকারে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শুনুন এই বিষয়ে বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত দে, কি বলছেন...

#আলিপুরদুয়ার

31/12/2024


30/12/2024

আগামী ৫ জানুয়ারি ডুয়ার্স উৎসবের মূল মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করতে আসছেন বিশিষ্ট সংগীত শিল্পী অমিত গাঙ্গুলী। তার আগে দেখুন শিল্পীর ভিডিও বার্তা,...
#ডুয়ার্সউৎসব #আলিপুরদুয়ার

30/12/2024

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ডুয়ার্স উৎসবের প্রাঙ্গণের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু শিশু কিশোর মঞ্চ। সেই শিশু কিশোর মঞ্চে ডুয়ার্স উৎসবের শেষ দিন ১২ জানুয়ারি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শিশুদের জন্য ম্যাজিক শো, ও শিশুদের দ্বারা পরিবেশিত নাটক। জানা যায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থাকতে চলেছেন বিভিন্ন বিষয়ের স্বনামধন্য ডাক্তাররা, যারা সেদিন সেখানে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এর মধ্যে উপস্থিত থাকতে চলেছেন ডক্টর যুধিষ্ঠির দাস, ডক্টর জীবের সরকার, ডক্টর অনিন্দ্য সাহা, ডক্টর সুতপা সেন, ডক্টর প্রতিম সেনগুপ্ত, ডক্টর অনির্বাণ রায়, ডক্টর পবিত্র রায়, ডক্টর দীপাঞ্জল দে, ডঃ নবনীতা নাথ দে, ডঃ অরুন্ধতী সান্যাল,ডঃ রণদীপ রায়, ডক্টর সুখময় গাঙ্গুলি সহ অন্যান্যরা। শুনুন এই বিষয়ে ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চের যুগ্ম আহ্বায়ক উৎসেন্দু তালুকদার কি বলছেন...
#ডুয়ার্সউৎসব #আলিপুরদুয়ার

29/12/2024

উত্তরের চিত্র শিল্পীদের নিয়ে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী ধূপগুড়িতে।থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপ সংস্থার তরফে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচদিন ব্যাপী চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।সংস্থার তরফ থেকে জানা গিয়েছে উত্তরবঙ্গ বিভিন্ন এলাকার চিত্রশিল্পদের চিত্রশিল্প ও ভাস্কর্য এই প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে।এছাড়াও এখানে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মৃত চিত্রশিল্পদের স্মৃতির স্মরণে তাদের শ্রদ্ধা জানানো হয়।সংস্থার সদস্য উদয় ভৌমিক বলেন আমরা থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের তরফে উত্তরের চিত্র শিল্পীদের নিয়ে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।এবছর নিয়ে আমরা তিনবছর ধরে এই চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করে চলেছি।প্রদর্শনী দেখতে প্রচুর মানুষ প্রতিনিয়ত ভিড় জমাচ্ছে।পাঁচদিন ব্যাপী এই প্রদর্শনীর চলবে।এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার চিত্রশিল্পের আঁকা ছবি প্রদর্শনী করা হচ্ছে।এছাড়াও বসে আঁকা প্রতিযোগিতার করা হয়েছিল।তাদের স্বারক দিয়ে সম্মান জানানো হয়েছে।তাছাড়া যেসব চিত্রশিল্পরা আমাদের ছেড়ে চলে গিয়েছে তাদের শ্রদ্ধা জানানো হয়েছে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর মধ্য দিয়ে।

29/12/2024

আলিপুরদুয়ার জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি ও পৌরসভার যৌথ উদ্যোগে চালু হলো লিগাল এইড ক্লিনিক পুরসভায়। বিনামূল্যে গরিব দুস্থ মানুষদের আইনি পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই আইনি পরিষেবা কেন্দ্রের সূচনা করা হলো আলিপুরদুয়ার পৌরসভায়। জেলার বিভিন্ন ব্লকে এই পরিষেবা চালু থাকলেও এই প্রথম পৌরসভা এলাকায় এই ধরনের আইনি সহায়তা পরিষেবা চালু হওয়ার ফলে অনেকটাই সুবিধা পাবেন সাধারণ মানুষেরা মনে করা হচ্ছে।
#আলিপুরদুয়ার

29/12/2024

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ডুয়ার্স উৎসবের শেষ মুহূর্তে প্রস্তুতি...
#ডুয়ার্সউৎসব #আলিপুরদুয়ার

28/12/2024

ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চের থিম সং প্রকাশিত...
#ডুয়ার্সউৎসব

28/12/2024

সিপিআইএমের আলিপুরদুয়ার জংশন এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত শহর সংলগ্ন ভোলার দেবর এলাকার একটি বেসরকারি ভবনে...
#আলিপুরদুয়ার

27/12/2024
24/12/2024

বাঁকুড়া : পুষ্পা ২'এ বাঁকুড়ার অবদান ! কি অবাক হচ্ছেন ? তাহলে শুনুন ! বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় গ্রামের কন্যা গেয়েছেন পুষ্পা ২'এর গান । গানের নাম ' পিলিংস " ! পুষ্পার ঝড়ে তোলপাড় সিনেমা প্রেমীরা , আর এই সিনেমাতেই বাঁকুড়ার কিংবদন্তি " লাল পাহাড়ির দ্যাশে যা " এর স্রষ্টা ঝুমুরিয়া সুভাষ চক্রবর্তীর কন্যা অর্পিতা চক্রবর্তী একদম মুখ্য গায়িকা হিসেবে পুষ্পা ২ এর বাংলা ডাবিং এর " পিলিংস " গানটি গাইলেন । শ্রীজাতর লেখা এবং বাঁকুড়ার কন্যা অর্পিতা চক্রবর্তী এবং তিমির বিশ্বাসের গাওয়া । সুর করেছেন দক্ষিণের সুপার হিট দেবী শ্রী প্রসাদ ।

ছোট থেকে অর্পিতা চক্রবর্তী বড় হয়েছেন তাঁর বাবার আদর্শে । বাঁকুড়া জেলার বেলিয়াতোড়ে একদম বাঁকুড়ার গান শুনে এবং চর্চা করে বড় হয়েছেন তিনি । বাঁকুড়ার ভাদু , টুসু , বাউল , লোকগীতি এবং ভোর বেলার সংকীর্তন গেয়ে এবং শুনে করেছেন রেওয়াজ !

ছোট্ট অর্পিতা যখন বাবাকে সুর করে গান লিখে মঞ্চস্থ করতে দেখতেন তখন একটি সুপ্ত অনুপ্রেরণা পেতেন বলে জানিয়েছেন তিনি । ছোট থেকে নিজের ভালোবাসা থেকেই সঙ্গীত চর্চা করতেন তিনি । কলকাতার রবীন্দ্রভারতী থেকে লোকগান নিয়ে মাস্টার্স করেন অর্পিতা চক্রবর্তী । এরপর ঝুমুর গান নিয়ে পিএইচডি করেন তিনি ।

পুষ্পা ২ এ বাঁকুড়ার মেয়ের কন্ঠ তাক লাগিয়ে দিয়েছে সকলকে । গায়িকা অর্পিতা চক্রবর্তী ঝুমুর গান নিয়ে পিএইচডি করার সময় ব্রাত্য ঝুমুর গানের সভ্য সমাজে জায়গা করে নেওয়ার অভিযানকে স্টাডি করেছিলেন । অর্থাৎ সংগীতের বিভিন্ন ধারা এবং লোকগীতি সম্পর্কে গভীর পড়াশোনা অর্পিতার । এরপর কলকাতার মতো ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করা ! শুধু এখানেই থেমে থাকা নয় ! দক্ষিণের ব্লকবাস্টার , কোটি কোটি টাকার পুস্পা ২ গোটা বাঁকুড়ার হয়ে একটি দাগ কেটে দিলেন তিনি ।

বাইট : অর্পিতা চক্রবর্তী ( পুষ্পা ২ সিনেমার বাংলা ভার্সনের গায়িকা )
বাইট : নেহা চক্রবর্তী ( অর্পিতা চক্রবর্তীর বোন , জেঠুর মেয়ে )
বাইট : কমলিনী ঘোষাল ( প্রতিবেশী )

১২ই জানুয়ারী ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসবের মূল মঞ্চে সঙ্গীত শিল্পী নন্দী সিস্টার।  Uttorer Barta 24×7
24/12/2024

১২ই জানুয়ারী ১৯তম বিশ্ব ডুয়ার্স উৎসবের মূল মঞ্চে সঙ্গীত শিল্পী নন্দী সিস্টার।



Uttorer Barta 24×7

19 তম বিশ্ব ডুয়ার্স উৎসবের সংশোধিত শিল্পীদের তালিকা প্রকাশ...
24/12/2024

19 তম বিশ্ব ডুয়ার্স উৎসবের সংশোধিত শিল্পীদের তালিকা প্রকাশ...

20/12/2024

20/12/2024

ডুয়ার্স উৎসব উপলক্ষে আমন্ত্রিত বহিরাগত শিল্পীদের তালিকা প্রকাশিত হলো শুক্রবার... সাংবাদিক বৈঠকে উৎসব কমিটি...
#আলিপুরদুয়ার #ডুয়ার্সউৎসব

20/12/2024

61 তম উত্থাপন দিবস উদযাপনে ভাষণ দিতে গিয়ে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "সশস্ত্র সীমাবল নেপাল এবং ভুটানের মতো বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে আমাদের সীমানা সুরক্ষিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে৷ তাদের সতর্কতা এবং উপস্থিতি শিলিগুড়ি করিডোর ও পূর্বাঞ্চল এলাকার নিরাপত্তার অনুভূতি নিশ্চিত করেছে৷
Uttorer Barta 24×7

১৯তম ডুয়ার্স উৎসবের মূল মঞ্চে আসা শিল্পীদের তালিকা...
20/12/2024

১৯তম ডুয়ার্স উৎসবের মূল মঞ্চে আসা শিল্পীদের তালিকা...

19/12/2024

আলিপুরদুয়ার শহরে শুরু হতে চলেছে বড়দিন উৎসব আগামী ২৪ডিসেম্বর সন্ধ্যে থেকে।যা চলবে ২৫ডিসেম্বর পর্যন্ত।যার জন্য শহরের পার্ক রোড সংলগ্ন এলাকা পরিদর্শনে বৃহস্পতিবার এলেন জেলাশাসক আর বিমলা, জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংসী,পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ কর, মানবিক মুখের সম্পাদক রাতুল বিশ্বাস সহ অন্যান্যরা।
Uttorer Barta 24×7

Address

Cooch Behar

Alerts

Be the first to know and let us send you an email when Uttorer Barta 24×7 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Uttorer Barta 24×7:

Videos

Share