তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আলিপুরদুয়ার ১ নং ব্লকের অন্তর্গত বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুস্থ ব্যক্তিদের বস্ত্র দান সহ একাধিক কর্মসূচি। এদিন জংশন লিচুতল এলাকায় বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের সামনে থেকে প্রায় 200 জন দুস্থ ব্যক্তিদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এছাড়া পতাকা উত্তোলন এর মাধ্যমে যথাযথ মর্যাদা সহকারে দলের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। শুনুন এই বিষয়ে বিবেকানন্দ ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকান্ত দে, কি বলছেন...
#highlightseveryonefollowers
#আলিপুরদুয়ার
আগামী ৫ জানুয়ারি ডুয়ার্স উৎসবের মূল মঞ্চে অনুষ্ঠান পরিবেশন করতে আসছেন বিশিষ্ট সংগীত শিল্পী অমিত গাঙ্গুলী। তার আগে দেখুন শিল্পীর ভিডিও বার্তা,...
#highlightseveryonefollowers2024 #ডুয়ার্সউৎসব #আলিপুরদুয়ার #Alipurduar
আগামী 5 জানুয়ারি ডুয়ার্স উৎসবের মূলমঞ্চে শিল্পী সাহেব চট্টোপাধ্যায় এর পরিবর্তে অনুষ্ঠান পরিবেশন করতে আসছেন বিশিষ্ট শিল্পী ও অভিনেতা খরাজ মুখার্জি। তার আগে দেখুন শিল্পীর ভিডিও বার্তা..
#highlightseveryonefollowers2024 #আলিপুরদুয়ার #ডুয়ার্সউৎসব Uttorer Barta 24×7
আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ডুয়ার্স উৎসবের প্রাঙ্গণের অন্যতম আকর্ষনের কেন্দ্রবিন্দু শিশু কিশোর মঞ্চ। সেই শিশু কিশোর মঞ্চে ডুয়ার্স উৎসবের শেষ দিন ১২ জানুয়ারি বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, শিশুদের জন্য ম্যাজিক শো, ও শিশুদের দ্বারা পরিবেশিত নাটক। জানা যায় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত থাকতে চলেছেন বিভিন্ন বিষয়ের স্বনামধন্য ডাক্তাররা, যারা সেদিন সেখানে বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য পরিষেবা প্রদান করবেন। এর মধ্যে উপস্থিত থাকতে চলেছেন ডক্টর যুধিষ্ঠির দাস, ডক্টর জীবের সরকার, ডক্টর অনিন্দ্য সাহা, ডক্টর সুতপা সেন, ডক্টর প্রতিম সেনগুপ্ত, ডক্টর অনির্বাণ রায়, ডক্টর পবিত্র রায়, ডক্টর দীপাঞ্জল দে, ডঃ নবনীতা নাথ দে, ডঃ অরুন্ধতী
উত্তরের চিত্র শিল্পীদের নিয়ে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনী ধূপগুড়িতে।থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপ সংস্থার তরফে ধূপগুড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে পাঁচদিন ব্যাপী চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।সংস্থার তরফ থেকে জানা গিয়েছে উত্তরবঙ্গ বিভিন্ন এলাকার চিত্রশিল্পদের চিত্রশিল্প ও ভাস্কর্য এই প্রদর্শনীর মধ্য দিয়ে তুলে ধরা হচ্ছে।এছাড়াও এখানে বসে আঁকা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার মৃত চিত্রশিল্পদের স্মৃতির স্মরণে তাদের শ্রদ্ধা জানানো হয়।সংস্থার সদস্য উদয় ভৌমিক বলেন আমরা থার্ড আই ক্রিয়েটিভ গ্রুপের তরফে উত্তরের চিত্র শিল্পীদের নিয়ে চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।এবছর নিয়ে আমরা তিনবছর ধরে এই চিত্রশিল্প ও ভাস্কর্য প্রদর্শনীর আয়োজন করে চলেছি।প্রদর্শনী দেখতে প
আলিপুরদুয়ার জেলা লিগ্যাল সার্ভিস অথরিটি ও পৌরসভার যৌথ উদ্যোগে চালু হলো লিগাল এইড ক্লিনিক পুরসভায়। বিনামূল্যে গরিব দুস্থ মানুষদের আইনি পরিষেবা দেওয়ার উদ্দেশ্যেই এই আইনি পরিষেবা কেন্দ্রের সূচনা করা হলো আলিপুরদুয়ার পৌরসভায়। জেলার বিভিন্ন ব্লকে এই পরিষেবা চালু থাকলেও এই প্রথম পৌরসভা এলাকায় এই ধরনের আইনি সহায়তা পরিষেবা চালু হওয়ার ফলে অনেকটাই সুবিধা পাবেন সাধারণ মানুষেরা মনে করা হচ্ছে।
#highlightseveryonefollowers2024 #আলিপুরদুয়ার
আগামী ২ জানুয়ারি থেকে শুরু হতে চলা ডুয়ার্স উৎসবের শেষ মুহূর্তে প্রস্তুতি...
#highlightseveryonefollowers2024 #ডুয়ার্সউৎসব #আলিপুরদুয়ার
ডুয়ার্স উৎসবের শিশু কিশোর মঞ্চের থিম সং প্রকাশিত...
#everyone #ডুয়ার্সউৎসব
সিপিআইএমের আলিপুরদুয়ার জংশন এরিয়া কমিটির তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত শহর সংলগ্ন ভোলার দেবর এলাকার একটি বেসরকারি ভবনে...
#highlightseveryonefollowers2024 #আলিপুরদুয়ার
আগামী চার জানুয়ারি ডুয়ার্স উৎসবের মূলমঞ্চে অনুষ্ঠান পরিবেশন করতে চলেছেন সংগীত শিল্পী পৌষালী ব্যানার্জি, তার আগে তার ভিডিও বার্তা #everyone Uttorer Barta 24×7
আগামী ৭ জানুয়ারি ডুয়ার্স উৎসবে অনুষ্ঠান পরিবেশন করতে চলেছেন অরুনিতা কাঞ্জিলাল ও পবন দ্বীপ।.. তার আগে শিল্পীর ভিডিও বার্তা #everyonefollowers #আলিপুরদুয়ার #ডুয়ার্সউৎসব Uttorer Barta 24×7