M.Barman

. Jay Hind everyone
12/08/2024

. Jay Hind everyone


































কলকাতা থেকে আসার সময় কোন এক স্টেশনে এক প্রেমিক আর প্রেমিকা আমার সিটের পাশে সিটে  এসে বসলেন । তখন আমি কানে হেডফোন লাগিয়...
04/08/2024

কলকাতা থেকে আসার সময় কোন এক স্টেশনে এক প্রেমিক আর প্রেমিকা আমার সিটের পাশে সিটে এসে বসলেন ।
তখন আমি কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম,ওরা দুজনে আমাকে দেখছে আর কি জানি বলছে, তাই গানটাকে বন্ধ করে দিয়ে চোখ বন্ধ করে বসে আছি।
ট্রেনে সাধারণত ঘুমোই না। তবে আজ ঘুমানোর ভান করে পড়ে না থাকলে আমি এত কথা শোনার সৌভাগ্যও হতো না। ওরা গল্প করছিল ভবিষ্যৎ জীবন নিয়ে। ওরা বলতে প্রেমিক প্রেমিকা।

প্রেমিক বলছিল, তুমি আমার রাণী। সারা জীবন আমার সাথে থাকতে পারবে তো?

প্রেমিকা আস্তে করে বলল, পাশের লোকটা কিন্তু শুনতে পাচ্ছে। বলেই আমার মুখের দিকে তাকালো মেয়েটি। আমি তখন মনে মনে ভাবছি, এদের কথা শুনতে হলে চোখ বন্ধ করে পড়ে থাকতে হবে। সত্যিই তো মনের প্রাণের কথা বলবে একটু, সেটা অন্য কারো কানে গেলে একটু অস্বস্তিই হয় বটে। আমি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ঘুমিয়ে থাকার ভান করলাম।

ছেলেটি বলল, ও কিছু শুনতে পাবে না, ও তো গান শুনতে শুনতে ঘুমোচ্ছে।

তারপর মেয়েটি জিজ্ঞেস করল, তুমি কিসে চাকরি করবে তাহলে?

-কিসে আবার? পুলিশে। মাঠে দৌড়লেই হবে। আমাদের গ্রামে দুটো দাদা মাঠে দৌড়তে দৌড়তে পুলিশে চাকরি পেয়ে গেল। আমিও পেয়ে যাব।

মেয়েটি বলল, আমি তাহলে তো পুলিশের বৌ। বন্দুক দিয়ে কি করে গুলি চালায় ওটা আমাকে শিখিয়ে দিতে হবে কিন্তু। তবে আমার কিন্তু পুলিশকে ভয় লাগে।

-কিসের ভয়! আমি পুলিশ মানে তুমিও পুলিশ। তুমি পুলিশের বৌ।

মেয়েটি ততক্ষণে পুলিশের বৌ হয়ে গেছে। পুলিশের বৌ তখন পুলিশকে জিজ্ঞেস করল,

বিয়ের পরে আমরা কোথায় হানিমুনে যাব?
পুলিশ গলার ভলিউমটা একটু জোর দিয়ে উচ্ছ্বাসের সঙ্গে বলল, এক সঙ্গে তিনটে জাগায় হানিমুনে যাব।

-উফফ। আস্তে। পাশের লোকটা শুনতে পাচ্ছে কিন্তু।

-আরে চুপ করো তো। কেউ কিছু শুনছে না।
পুলিশের বৌ হানিমুনের প্রসঙ্গ ছেড়ে অন্য প্রসঙ্গে বলল,

-আমি কিন্তু একটাই বেবি নেব।
পুলিশ বলল, সিজার করে তো হবে। তাই একটা।

আমি আর চোখ না খুলে থাকতে পারলুম না। ব্যাগ থেকে চশমাটা বের করে চশমার কাচটা মুছে নিয়ে পুলিশ আর পুলিশের বৌয়ের দিকে এক ঝলক তাকিয়ে তখন ভাবছি, হানিমুন, বাচ্চা নেওয়া, সিজার! বাপরে বাপ। এত প্ল্যান?তাও এই বয়সে?

খুব বেশি হলে পুলিশ আর পুলিশের বৌয়ের বয়স এগার কি বারো। পরের স্টেশন আসতেই ওরা নেমে গেল তাই, আর দু একটা স্টেশন গেলেই নাতি নাতনীর অন্নপ্রাশনের মেনুতে কি কি থাকবে, সেটাও শুনতে পেতাম।😀😀😀😀

____________________________________________

এই গল্পটা পড়লে সত্যিই চোখে জল আসবে।😭 বিয়ের কথা সব ফাইনাল। এমন সময় ছেলে লাজুক হেসে বললো," আমার একটা কথা বলার আছে আপনাদের ...
02/08/2024

এই গল্পটা পড়লে সত্যিই চোখে জল আসবে।😭 বিয়ের কথা সব ফাইনাল। এমন সময় ছেলে লাজুক হেসে বললো,

" আমার একটা কথা বলার আছে আপনাদের কাছে"

খুব আগ্রহ নিয়ে মেয়ের বাবা বললো,

" বলো, কি বলতে চাও। সব কথা পরিষ্কার হয়ে যাওয়াই ভালো।"

" আমার সাথে ২০০ জন বরযাত্রী যাবে। "

মেয়ের মার তো চোখ কপালে উঠবার যোগার হলো। "২০০ জন? আমাদের নিজেদের ই তো ৩০০ লোক আবার বরযাত্রী ২০০, মানে ৫০০ লোকের অ্যারেঞ্জমেন্ট। একটু বেশী চাপ হয়ে গেল। ওটা ১০০ করো।"

ছেলের মা বললো,

দেখুন আমাদের বড়ো পরিবার। আমরা সবাই একসাথে থাকি। বিপদে আপদে পরে আপনার মেয়ে কে ওরাই দেখবে। আমার ছেলে সবার বড়ো। সবাই কতো আশা করে আছে ওর বিয়ে খাবে। ওটা কিছু করা যাবে না।"

১০০ জনের খাওয়া দাওয়া র খরচা নিয়ে আরো লাখ দেড়েক টাকা বেশী দরকার হলো। বাবা, মা এর অ্যানিভার্সারি তে, বাবা মা কে অঞ্জলি থেকে একটা নেকলেস আর পাশা দিয়েছিল। সেটা অসময়ে কাজে এলো।

বর বাবাজি তার অতি আপনজনদের নিয়ে হৈ হৈ করেএলেন। চব্যচষ্য করলেন। বিয়ে মিটলো।
বিয়ের পরই মেয়েটি অনুভব করলো তার কোন পাত্রের সাথে বিয়ে হয়নি ঐ ২০০ জন বরযাত্রী র কিছু দুরের আত্মীয় বাদ দিয়ে প্রায় ১০০ জন আপনজনদের সাথে তার বিয়ে হয়েছে।

একদিন ও শান্তি নেই। সবসময় চিটে গুড়ের মতো তার পেছনে তারা লেগেই থাকে। সকাল থেকে রাতে ঘুমনোর আগে পর্যন্ত তাকে তাদের সাথে সময় কাটাতেই হবে। এছাড়া কোন উপায় নেই। ঐ বাড়ির ঐ নিয়ম।

বছর দুয়েক পর মেয়েটির কোলে একটি ফুটফুটে মেয়ে হলো। স্বামী স্ত্রী দুজনেই খুব খুশি। খুব ধুমধাম করে মেয়েটির অন্নপ্রাশন হলো। তখন ও ঐ বরযাত্রী রা বাদ পড়লো না। হঠাৎ তাদের জীবনে একটা অন্ধকার নেমে এলো। বাচ্ছাটির ক্যান্সার ধরা পড়লো। জীবনের সব আলো যেন নিভে গেল ঐ দম্পতির। মেয়েটিকে নিয়ে তারা শহরের বাইরে চলে গেল চিকিৎসা করাতে। কিন্তু অনেক টাকার প্রয়োজন। চাকরি র জায়গা থেকে যা টাকা পাওয়া যাবে তাতে কিছুই হবে না।

ছেলেটি, বাবা, মা কে বললো বাড়িটা বন্ধক দেওয়ার জন্য। কিন্তু ভবিষ্যতে র কথা চিন্তা করে তারা রাজী হলেন না। এই সময় আশ্চর্য ভাবে ঐ ২০০ জনের কেউ ই আর খোঁজ খবর টুকু পর্যন্ত নিতে আসেনা। শেষে বৌ এর বাবা তার পুঁজি থেকে পুরোটাই নাতনীর জন্য দিয়ে দিলেন মেয়ের হাতে। মেয়ে টি ও তার বিয়ের গয়না বিক্রি করলো। মৃত্যুর সাথে লড়াই করে, বাবা মা কে নিঃস্ব করে বাচ্ছাটি জীবন যুদ্ধে হেরে গেল। দীর্ঘ সাত মাস পর স্বামী স্ত্রী ফিরে এল শুণ্য হাতে।

তবে তারা একটি ছোট বাড়ি ভাড়া নিল। সেখানে নতুন করে তাদের জীবন শুরু করলো। বাবা বললো, " এত বড়ো বাড়ি থাকতে তুই ভাড়া থাকবি খোকা? " " না, বাবা, এত বড়ো বাড়ি আসলে কোনদিন ই আমার ছিল না। আমি বুঝতে পারিনি। আমার যদি হতো আমি এর পরিবর্তে আমার মেয়ের আরো ভালো চিকিৎসা করাতে পারতাম। তাই যা আমার নয়, তা আগলে বসে থেকে লাভ কি!!! "

gechallenge

যদি সব কিছু পাওয়া হয়ে যায় জীবনে 🌹তবে কিসের আশায় বাঁচবে 🌹পূর্ণতা শুধু আনন্দ দেয় না 🌹সব পেয়ে যাবার নিদারুণ নিরাশাও দেয়🌹🌹
02/08/2024

যদি সব কিছু পাওয়া হয়ে যায় জীবনে 🌹তবে কিসের আশায় বাঁচবে 🌹পূর্ণতা শুধু আনন্দ দেয় না 🌹সব পেয়ে যাবার নিদারুণ নিরাশাও দেয়🌹🌹

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।চারিদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটো ও রেখে যাও। ভালো দামে রেখে...
01/08/2024

চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি।

চারিদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটো ও রেখে যাও। ভালো দামে রেখে এলাম। এখন আমি আর ভালো মন্দ কিচ্ছু শুনি না।

তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে জিজ্ঞেস করলাম, এই খারাপ লাগার কারণ কী?

বললেন, বোকা মানুষ সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই...

এরপর থেকে এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেচতে চাই। নেবেন ভাই?

বললেন, মাথা খারাপ? মাত্র নিজেরটাই বেচে দিয়ে আসলাম।
🌟*******শুভ সন্ধ্যা*******🌟

#গল্পকথা #ছোটগল্প

জীবনের সবকটা দিন সহজ হবে না। কিছু কিছু দিন আসবে যেদিনগুলোয় বেঁচে থাকা খুব কঠিন মনে হবে। গলার কাছে এসে জমে বসবে একটা দমবন...
29/07/2024

জীবনের সবকটা দিন সহজ হবে না। কিছু কিছু দিন আসবে যেদিনগুলোয় বেঁচে থাকা খুব কঠিন মনে হবে। গলার কাছে এসে জমে বসবে একটা দমবন্ধকর কষ্ট। অন্ধকার গিলে খেতে আসবে। আর লড়াই করার শক্তি থাকবে না। ক্লান্ত লাগবে খুব। বিষাদের ভারে নুয়ে যাবে কাঁধ, ভিজে যাবে চোখ। ভিতরে চিৎকার জমা হবে তবু গলা থেকে একটা টু শব্দ বের হবে না। বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে তুমুল ভাঙচুর। সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষ থাকবে না। জড়িয়ে ধরে মিলিয়ে যাওয়ার মতো একটা বুক থাকবে না। পাশে বসে মাথা রাখার মতো একটা কাঁধ থাকবে না। বিছানায় শুয়ে চোখ বুজলেই ঘুমিয়ে পড়ার মতো শান্তি থাকবে না।

বোঝার ব্যাপার হলো, জীবনের এইসব দিনগুলোতেও বেঁচে থাকতে হবে। চোখ মুছতে হবে। হাসি হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে। কাজে যেতে হবে। দু'দিকে তাকিয়ে রাস্তা পার করতে হবে। বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে। ঘুমানোর চেষ্টা করতে হবে। এবং নিজেকে নিজেই মনে করাতে হবে যে এই অন্ধকার চিরস্থায়ী নয়। ভোর হবে। আলো ফুটবে। সব ঠিক না হয়ে গেলেও, কষ্ট কমে যাবে ঠিক....

পরমাত্মা তিনি, যিনি সমুদ্রের মাঝেও ৫০ টন ওজনের তিমি মাছটাকে প্রতিদিন পেট ভরার বন্দোবস্ত করে দিয়েছেন। তাহলে আমরা শুধু শুধ...
25/07/2024

পরমাত্মা তিনি, যিনি সমুদ্রের মাঝেও ৫০ টন ওজনের তিমি মাছটাকে প্রতিদিন পেট ভরার বন্দোবস্ত করে দিয়েছেন। তাহলে আমরা শুধু শুধু দুবেলা দুমুঠো ভাতের জন্য এত চিন্তিত কেন?

যেটা ভাগ্যে আছে সেটা ঠিক চলে আসবে, আর যেটা নেই সেটা এসেও চলে যাবে। জীবনটাকে অত সিরিয়াসলি নেওয়ার কোন প্রয়োজনই নেই, এখান থেকে জীবিত না কেউ ফিরতে পেরেছে, আর না কেউ ফিরতে পারবে।

একটা তিক্ত সত্য এটা যে, জীবন যদি সত্যিই সুন্দর হতো তাহলে আমরা কেউ কাঁদতে কাঁদতে এই পৃথিবীতে আসতাম না। কিন্তু একটা মিষ্টি সত্য এটাও যে, জীবনটা যদি অতই খারাপ হত, আমরা যেতে যেতে এত মানুষকে কাঁদিয়েও যেতাম না।

🌿🥀🌲"প্রাতকালের শুভেচ্ছা"🥀🌿🌾

#গল্পকথা #ছোটগল্প

আজকাল মুখের হাসিটা ও লোক দেখানো হয়ে গেছে। সত্যিকারের জীবনটা হাতেগড়া হয়ে যাচ্ছে। সম্পর্ক গুলোর মধ্যেও মরচে ধরতে শুরু করেছ...
24/07/2024

আজকাল মুখের হাসিটা ও লোক দেখানো হয়ে গেছে। সত্যিকারের জীবনটা হাতেগড়া হয়ে যাচ্ছে। সম্পর্ক গুলোর মধ্যেও মরচে ধরতে শুরু করেছে। কাছের মানুষ গুলোই দূর দূর হয়ে যাচ্ছে। আগে এমনটা ছিলাম না যেমন আজকাল আছি। আমার কাহিনী গুলোও কেমন যেন গল্পের মত হয়ে যাচ্ছে।

দূরত্ব বেড়েই চলেছে লক্ষ্য থেকে আমার। চলতে চলতেও যেন ক্লান্তি ভাব হয়ে যাচ্ছে। কথার ভাষাতেও শব্দ কম পড়ে যাচ্ছে। নীরবতার মাঝেও সব গোলমাল হয়ে যাচ্ছে। আর পরামর্শ নেওয়ার অভ্যাস নেই কারো কাছ থেকে। এখন চাহিদাগুলোও যেন অভিযোগে হয়ে যাচ্ছে।

#গল্পকথা #ছোটগল্প

জীবনে এমন একজন থাকা দরকার যে চোখ দেখে বুঝে যাবে রাতে ঘুম হয়নি আমার, যে মাঝরাতে হঠাৎ ফোন দিয়ে বলবে বড্ড দেখতে ইচ্ছে করছে ...
22/07/2024

জীবনে এমন একজন থাকা দরকার যে চোখ দেখে বুঝে যাবে রাতে ঘুম হয়নি আমার, যে মাঝরাতে হঠাৎ ফোন দিয়ে বলবে বড্ড দেখতে ইচ্ছে করছে তোমায়;

এমন একজন থাকা দরকার যার কাছে নিজেকে সবচেয়ে আপন মনে হবে বিলিয়ে দিতে ইচ্ছে করবে যখন খুশি, ইচ্ছে হলেই বলা যাবে নিজের সব গোপন;

জীবনে এমন একজন থাকা দরকার যাকে একান্তই নিজের ব্যক্তিগত ভাবা যায়, যে ছেলেমানুষী বায়না দেখে পাগলী বলে ডাকবে;

এমন একজন বোধহয় থাকা দরকার যে না বলতেই বুঝে যাবে আমার সব মন খারাপ, যার কাছে নিজেকে সবচাইতে নিরাপদ মনে হবে;

এমন একজন বোধহয় থাকা দরকার যে বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে জেনেও বলবে যাও একটু নাহয় ভিজো, জীবনে এমন একজন থাকা দরকার যার সাথে অভিমান করে বেশীক্ষণ থাকা যাবেনা;

এমন একজন বোধহয় থাকা দরকার যাকে ইচ্ছে হলেই বলা যাবে ভালোবাসি ভীষণ, যার চোখের মায়ায়, মিষ্টি কথায় আটকে যাবে আমার সবকিছু;জীবনে এমন একজন থাকা দরকার যাকে কখনো বিশ্বাস করে ঠকতে হবেনা, যে কখনো মাঝপথে ছেড়ে চলে যাবেনা যে হাত ধরে বলবে তোমার সাথেই কাটাতে চাই জীবনের বাকি বসন্তগুলো, বৃদ্ধ হতে চাই একসাথে; এমন একজন বোধহয় থাকা দরকার।

❤️❤️❤️❤️Good Morning❤️❤️❤️❤️

#গল্পকথা #ছোটগল্প

মূর্খ গাধা আর চতুর সিংহ,,একটি গাধা রাস্তার ধারে কচি কচি সবুজ ঘাস খাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে যাওয়া বাঘটি দেখে বলল কিরে গাধ...
20/07/2024

মূর্খ গাধা আর চতুর সিংহ,,

একটি গাধা রাস্তার ধারে কচি কচি সবুজ ঘাস খাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে যাওয়া বাঘটি দেখে বলল কিরে গাধা কচি সবুজ ঘাস খাওয়ার মজাই আলাদা,,,,,,

কথাটি শুনে গাধা,,,,,,,,,, বাঘ কে বলল কে বলেছে তোমাকে ঘাসের কালার সবুজ এটা তো নীল তুমি এটাও জানো না। বাঘ সঙ্গে সঙ্গে চটে যায় আর বলে উঠলো কোথায় নীল এতো সবুজ, এ নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া হয় তারপর তারা সমাধানের জন্য ছুটে গেল সিংহের কাছে,,, "

সিংহকে গিয়ে গাধা বলল আচ্ছা মশাই তুমি বলতো ঘাসের রং তো নীল ঠিক বলেছি না,,,,,,,,,, সিংহ বলল হ্যাঁ ঘাসের রং নীল। আমি কখন থেকে বাঘ কে বলেই যাচ্ছি ঘাসের রং নীল কিন্তু বাঘ আমার সাথে শুধু তর্ক করে চলছে এবার বুঝেছ তো বুদ্ধিমান লোক যারা তারা চেনে ঘাসের রং কি রকম হয়,,,,,, তুমি শুধুই আমার সাথে ঝগড়া করছিল।

এই বলে গাধা চলে যায়। এদিকে বাঘ রেগে আগুন হয়ে ওঠে,,,,,, তারপর সিংহ কে বলল সিংহ ভাই ঘাসের রং নীল কবে থেকে আমি তো জানতাম ঘাসের রং সবুজ। তখন সিংহ মশাই বাঘকে বলল হ্যাঁ ঘাসের রং সবুজ কিন্তু তুমি যদি ওকে বলো ও কিছুতেই মানবে না কারণ ও মূর্খ ও গাধা।

মূর্খকে যখন তুমি কোন কিছু বোঝাতে যাবে সে কোনদিনও বুঝতে চাইবে না। সে চাইবে ওর টা ঠিক তোমারটা ভুল। তোমাকে টেনে নিচে নিয়ে আসবে।ওর ভুলটাকেই সঠিক প্রমাণ করার চেষ্টা করাবে,,,,, তোমাকেও ওর সাথে সাথে মূর্খ বানাবে।

তাই কখনো মূর্খ কে বোঝাতে যাবে না ও যেটা জানে সেটাই ঠিক। কারণ তুমি যখন ওকে কিছু বুঝাবে তোমার কথার মূল্য সে দিতে পারবে না।

গল্প হলেও এটা কিন্তু সত্য,,,,,,, জীবনে চলার পথে এরকম কিছু মানুষ পাওয়া যায়। এদেরকে কখনোই বোঝানো যায় না কোনটা ঠিক কোনটা ভুল বরং নিজের সময়টা নষ্ট হয়। মূর্খরা বরাবরের তর্ক চালিয়ে যায় এবং নিজের কথাটাকেই সঠিক বিচার করে।

🌹🌹💞 সোনালী রাতের শুভেচ্ছা 💞🌹🌹

এই রাত সময় টা বড়ই অদ্ভুত। বৈচিত্র্যময় অনূভুতির ডালি নিয়ে সাজিয়ে বসে সময় টা। কেমন যেন এক বিন্দুতে এসে মিলে যায় সবকিছু। অব...
19/07/2024

এই রাত সময় টা বড়ই অদ্ভুত। বৈচিত্র্যময় অনূভুতির ডালি নিয়ে সাজিয়ে বসে সময় টা। কেমন যেন এক বিন্দুতে এসে মিলে যায় সবকিছু। অবিরত প্রিয়হারা এক কান্নার সুর বেজে চলে দূরে কোথাও। ডাহুকের অবিশ্রান্ত ডাকটা কেমন যেন রহস্যময় করে তোলে সময় টাকে। দূর থেকে কোথাও একটা গানের সুর ভেসে এসে কোথায় যেন হারিয়ে যায় বারবার।

সময় টা এক এক বয়সে আবার এক এক রকম অনুভূতির জন্ম দেয়। ছোট বেলার রাত মানে বাবা মায়ের কোলে গুটিসুটি মেরে বিভোর হয়ে ঘুমানো। ঘুমের রাজ্যে রাজ্য জয়ের স্বপ্ন দেখে হঠাত হেসে ওঠা অথবা ভূতের স্বপ্ন দেখে নিজের অজান্তেই কেঁদে উঠে মা কে জড়িয়ে ধরা।

কৈশরের রাত মানে কানে হেডফোন গুজে একটু গোপনে রোমান্টিক গান শোনা আর গোপন প্রেমিক কে নিয়ে রঙ্গিন স্বপ্নের জাল বোনা। রাতের আকাশ টাও তখন থাকে রঙ্গিন। মুক্ত বিহঙ্গে ডানা মেলে উড়ে হাজারো স্বপ্নঘুড়ি।

যৌবনের রাত মানে উদাস মনে জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটানো আর আকাশের তারা গোনা। কেউ বা জীবনের কষাঘাতে জর্জরিত হয়ে দিকভ্রান্তের মত ভবিষ্যতের ভাবনায় ব্যাকুল।

বার্ধক্যের রাত মানে জীবনের সোনালী দিন গুলোর দিকে ফিরে চাওয়া আর একটা দিন বাঁচার জন্য আকুলতা নিয়ে ঘুমুতে যাওয়া।

রাত বাড়তে থাকে। চারদিকের অন্ধকার গুলো আরও গাঢ় হয়। ডাহুক পাখির ডাক টা আরও রহস্যময় হয়ে যায়। ল্যাম্পপোষ্টের আলো তীব্রতর হয়। মানুষের ভাবনা গুলোও বৈচিত্র্য খুজে পায়।

🌟🌟🌟 শুভ রাত্রি 🌟🌟🌟

ভালোবাসা হলো কোনো একজন কেই শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে যাওয়া, যদি হাজার ঝগড়া মান অভিমান হয় তাও ওই মানুষ টার প্রতি ই একই র...
19/07/2024

ভালোবাসা হলো কোনো একজন কেই শেষ নিঃশ্বাস অবধি ভালোবেসে যাওয়া, যদি হাজার ঝগড়া মান অভিমান হয় তাও ওই মানুষ টার প্রতি ই একই রকম ভালবাসা ফিলিং থাকবেই। সত্যি কেউ কাউকে ভালবাসলে তার প্রতি আবেগ শ্রদ্ধা এইগুলো থাকবে, কারণ মন নিজেকেই বলবে ও কি চায় না কি চায়না। ও কিসে কষ্ট পাবে মন ভাবাবেই। ভালোবাসার মানুষ কে জড়িয়ে ধরার মতো শান্তি আমার মনে হয় আর কিছুই নেই।। ভাগ্যে যদি নাও লেখা থাকে ভালোবাসার মানুষ এর সঙ্গে জীবন কাটানোর, তাও ভগবান দিতে বাধ্য কিন্তু কখন জানো? যখন দুজন দুজনের প্রতি ভালবাসা তো সৎ এবং পবিত্র হয়। ভালোবাসা সুপ্ত সুখও, কারণ আমরা যখন কাউকে মন থেকে ভালোবাসি তখন ওর মুখ ভেসে ওঠে সবসময়, মনে পড়ে ওর বলা কথা গুলো, ওর হাসি, ওর মায়াবী চাওনি, তখন আমরা লুকিয়ে হাসতে থাকি আর ফিল করতে থাকি আর বলি একটা পাগল ও, আর ওটাই সুপ্ত সুখ। তাই একটা কথাই বলার কাউকে ভালবাসলে ওকে শেষ নিঃশ্বাস অবধি ভালবাসুন, ভালোবাসা মানুষ এর ভালো রাখার মেডিসিন। ভুল কিছু বললে ক্ষমা করবেন । (মানবেন্দ্র )

স্বেচ্ছায় ঘর ছেড়েছিলাম, রুজির টানে, পেটের টানে। কিন্তু জানি, স্বেচ্ছায় ঘরে পৌঁছাতে পারবো না। আজ আঠারোটা বছর হয়ে গেল। দেশ...
18/07/2024

স্বেচ্ছায় ঘর ছেড়েছিলাম, রুজির টানে, পেটের টানে। কিন্তু জানি, স্বেচ্ছায় ঘরে পৌঁছাতে পারবো না। আজ আঠারোটা বছর হয়ে গেল। দেশের কোনায় কোনায় যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছি।
এ এক নিদারুণ বনবাস!..

মাঝে মাঝে ভাবি, শ্রীরামচন্দ্র-ও তো চোদ্দ বছরই বনবাস কেটে ছিলেন, কিন্তু আমার এ কোন বনবাস? যার কোন অন্ত নেই।

কতই বা বয়স তখন, উনিশ অথবা কুড়ি! মুখে ঠিকমত গোঁফ-ও গজয়নি তখন। বেকারত্বের নিদারুণ চড়-থাপ্পড়ে কৈশোর, যৌবন সবটাই মাটি। আর এই মধ্য বয়সে এসে, আমার সেই ফেলে আসা শৈশব, কৈশোর বড্ড বেশি যাতনা দেয় যে!

একঘেয়েমি জীবন আর ভালো লাগেনা। এবার মুক্তি পেতে চাই, পেতে চাই বন্ধনহীনতার স্বাদ। কিন্তু কিভাবে? কেউ জানে না! আমি নিজেও জানিনা! এখন ভবিষ্যতের ভাবনাটাই বড় বেশি ভাবাই। কাল কি হবে? কাল কিভাবে চলবো?
এই চিন্তাগুলো থেকেকিছুতেই মুক্ত হতে পারছি না।

জানি যেটা হবার সেটা তো হবেই। কথায় আছে না,
মানুষের মন, মানতে চায় না কিছুতেই।
তবুও আশায় আছি, ঠিক কাটিয়ে উঠবো।

আমি আবারো ফিরে যাব আমার সেই চেনা জগতে।অপেক্ষা শুধু সময়ের।
🌹🌹🌹বৃষ্টি ভেজা শুভ সকাল 🌹🌹🌹

এই রাগ, অভিমান, ইগো, সেল্ফ রেসপেক্ট সব যেমন কে তেমনই থেকে যাবে। যখন মানুষটাই থাকবে না তখন এইসব জিনিসগুলোর আর কি মহত্ত্ব ...
18/07/2024

এই রাগ, অভিমান, ইগো, সেল্ফ রেসপেক্ট সব যেমন কে তেমনই থেকে যাবে। যখন মানুষটাই থাকবে না তখন এইসব জিনিসগুলোর আর কি মহত্ত্ব থাকবে। মানুষকে কোন একদিন খালি ওষুধের শিশির মত কোন বন্ধ ঘরের এক কোণে রাখা ডাস্টবিনের মধ্যে একেবারের জন্য ফেলে দেওয়া হবে। কোন নিভে যাওয়া সিগারেটের মত মুখটা খোলা রেখে চোখ বন্ধ করে নেবে মানুষ। তার ঠাণ্ডা শরীরের উপর কাঠের বোঝা চাপিয়ে দেওয়া হবে আর সে পুড়ে ছাই হয়ে বিলীন হয়ে যাবে। সবশেষে কয়েক মুঠো ছাই নদীর চলমান ধারাতে ভাসিয়ে দেওয়া হবে। তার সেই রাগ, অভিমান, দম্ভ, অহংকার, ইগো, মাত্র কয়েক দিনের স্মৃতি হয়েই থেকে যাবে।

যদি পারো, যদি সম্ভব হয় এইসবের মোহ মায়া থেকে নিজেকে বের করে আনো। কে জানে হয়তো মৃত্যুর পরও এই জিনিসগুলোই তোমাকে এক মুহূর্তের জন্যও স্বস্তি দেবে না।

🌟🌟🌹🌹"সুপ্রভাত"🌹🌹🌟🌟

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে ন...
17/07/2024

পুরুষ মানুষ অনেকটা খেজুর গাছের মতো।

আদর পায় না, যত্ন পায় না, কেউ জল দেয় না, সার দেয় না, গোঁড়ায় কেউ মাটি দেয় না, আরো বলে নিজের পায়ের তলার মাটি নিজে শক্ত করো! অযত্নে অবহেলায় বেড়ে উঠে! বেড়ে উঠার পর কিন্তু তার কাছে প্রত্যাশা অনেক! তার ফল খুব মিষ্টি, তার রসের জন্য হাহাকার, তার রসের গুড় চিনির চেয়ে কয়েকগুন বেশি উপকারী। তাকে বছরের পর বছর ক্ষতবিক্ষত করা হয়! যতদিন বেঁচে থাকে তাকে কাটা হয়, তার রস এক ফোঁটা এক ফোঁটা করে নিগড়ে নেওয়া হয়! রস নেওয়া শেষ হয়ে গেলে আর তার কোন কদর থাকে না, পথে ধারে একাকী অযত্নে অবহেলায় পড়ে থাকে!

আবার জীবন শেষ করে জ্বালানির কাঠ হিসেবে অধিক বিশ্বস্ত। মাছ ধরার ফাদ পাতার জন্য তার জুড়ি নেই।

তারপরও খেজুর গাছ কোন অভিযোগ করে না, কিছু প্রত্যাশা করে না, ভালোবাসা চায় না। শুধু ফল দিয়ে যায়, রস দিয়ে যায় আর মাথা উঁচু করে বেঁচে থাকে নিঃস্বার্থভাবে আপনার পরিবারের পুরুষ মানুষটির মতো।

🙏🙏🙏🙏🙏🙏

দায়িত্ব সত্যিই বড় অদ্ভুত একটা জিনিস। সবসময় হাসি খুশি চেহারাটাও একদিন হঠাৎ করেই দায়িত্ববান হয়ে যায়, আর নিরব ও। হঠাৎ করেই...
17/07/2024

দায়িত্ব সত্যিই বড় অদ্ভুত একটা জিনিস। সবসময় হাসি খুশি চেহারাটাও একদিন হঠাৎ করেই দায়িত্ববান হয়ে যায়, আর নিরব ও। হঠাৎ করেই সকালে দেরি করে ঘুম থেকে ওঠা বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই সব হিসাব নিকাশ, সব দুনিয়াদারি কাঁধে এসে ভর করে। তখন কান্নাগুলোও বেরিয়ে আসতে পারে না, হাসি মুখে লুকিয়ে নিতে হয়। মিথ্যে কথা বলতে শিখতে হয়.... হ্যাঁ, ভালো আছি, সব ঠিকঠাক চলছে। রাতগুলো ছোট হয়ে যায় আর স্বপ্নগুলো আকাশ সমান। হাজার সমস্যায় ঘিরে থাকা সত্ত্বেও দায়িত্বের দড়িটাকে শক্ত হাতে ধরে রাখতে হয়। এ দুনিয়া, এ সমাজ, ভয় দেখায়। বিপাকে ফেলতে চায়। কিন্তু সে হার মানে না, নিজের সঙ্গে লড়তে থাকে। শুধু মাত্র এইটুকু আশা নিয়ে যে, একদিন ঠিক এই বন্ধ ঘরটা থেকে বেরিয়ে আসবে আর ঐ আকাশটাকে ছুঁয়ে

নেবে।



#গল্পকথা #ছোটগল্প



পাকা ফল চেনার তিনটি উপায় আছে। প্রথমত ফলটা নরম হয়ে যাবে দ্বিতীয়ত তার ভেতর মিষ্টতা চলে আসবে আর তৃতীয়ত, তার রং পরিবর্তন হয়...
16/07/2024

পাকা ফল চেনার তিনটি উপায় আছে। প্রথমত ফলটা নরম হয়ে যাবে দ্বিতীয়ত তার ভেতর মিষ্টতা চলে আসবে আর তৃতীয়ত, তার রং পরিবর্তন হয়ে যাবে। একইভাবে একজন পরিপক্ক মানুষ চেনারও তিনটি লক্ষণ আছে।

এক, তার ভেতর নম্রতা বিদ্যমান থাকবে। দুই, তার মুখের বাণীতে মিষ্টতা থাকবে, আর তিন, তার চেহারায় আত্মবিশ্বাসের রং মজুদ থাকবে।

এবার, নিজের সঙ্গে উপরে লেখা কথাগুলো মিলিয়ে দেখুন। মিলছে কি?

🙏" উষ্ণ গরমের শুভেচ্ছা সবাইকে"🙏

#গল্পকথা #ছোটগল্প

দুধ ব্যবহারযোগ্য, কিন্তু সেটা মাত্র এক দিনের জন্য। একদিন পর সেটা নষ্ট হয়ে যায়।দুধের মধ্যে এক চামচ দই মিশিয়ে দিলে সেটা দই...
15/07/2024

দুধ ব্যবহারযোগ্য, কিন্তু সেটা মাত্র এক দিনের জন্য। একদিন পর সেটা নষ্ট হয়ে যায়।

দুধের মধ্যে এক চামচ দই মিশিয়ে দিলে সেটা দইয়ে পরিণত হয়। সেটা আরো দুদিন ব্যবহার করা যায়।

দইকে মন্থন করার ফলে মাখনে পরিণত হয়। যেটা আরো তিন চার দিন ব্যবহার করা যায়।

মাখনকে জ্বালিয়ে নিলে সেটা ঘি তে পরিণত হয়। আর ঘি অনেকদিন ধরে ব্যবহার করা যায়।

একদিনেই নষ্ট হয়ে যাওয়া দুধের মধ্যে অনেকদিন খারাপ না হওয়া ঘি লুকিয়ে থাকে।

এইভাবে আপনার মনও অগাধ শক্তিতে ভরে আছে। এটাতে কিছু উত্তম বিচার যোগ করুন। নিজেকে মন্থন করুন। নিজের জীবনটাকে আরও তাপতে দিন, আর তখন আপনি দেখতে পারবেন আপনি একজন হার না মানা সদাবাহার মানুষে পরিণত হয়েছেন।

"সোনালী সকালের শুভেচ্ছা"

#গল্পকথা #ছোটগল্প

ভালোবাসা' আর 'ভালোলাগা' এর মধ্যে তফাৎ কোথায়?এর জবাব স্বয়ং ভগবান খুব সুন্দর ভাবে দিয়েছেন!.........যদি কোন ফুল তোমার ভালো ...
15/07/2024

ভালোবাসা' আর 'ভালোলাগা' এর মধ্যে তফাৎ কোথায়?

এর জবাব স্বয়ং ভগবান খুব সুন্দর ভাবে দিয়েছেন!.........

যদি কোন ফুল তোমার ভালো লাগে তাহলে তুমি তাকে ছিঁড়ে, নিজের করে নিয়ে, নিজের কাছেই রাখতে চাইবে।

কিন্তু সেই ফুলটাকে তুমি যদি সত্যিই ভালোবাসো, তাকে ছিড়ে নিজের করে নেওয়ার বদলে তুমি প্রতিদিন সেই ফুল গাছটাতে জল দিতে থাকবে। যাতে ফুলটা শুকিয়ে না যায়।

যে মানুষই এই রহস্যটা বুঝে গেছে, ধরে নিও সে পুরো জীবনটাকেই বুঝে গেছে।

🌟"বর্ষণমুখর সকালের শুভেচ্ছা"🌟

# Tripura state rifles #গল্পকথা #ছোটগল্প

নাম আর বদনাম এর মধ্যে তফাৎটা কোথায়?নাম নিজে পরিশ্রম করে অর্জন করতে হয় আর বদনাম নিজে থেকেই কখন আপনার মাথায় চেপে বসবে আপনি...
14/07/2024

নাম আর বদনাম এর মধ্যে তফাৎটা কোথায়?

নাম নিজে পরিশ্রম করে অর্জন করতে হয় আর বদনাম নিজে থেকেই কখন আপনার মাথায় চেপে বসবে আপনি বুঝতেও পারবেন না। নামটা আবার অনেকের দরকারই পড়ে না। মনুষ্যত্ব বিকিয়ে দিয়ে বদনামের কালিমা মাথায় নিতেই সাচ্ছন্দ্যবোধ করে তারা।

জরুরি নয় যার শ্বাস বন্ধ হয়ে গেছে তাকেই মৃত বলা হবে। যার মধ্যে মনুষ্যত্বই নেই সেও তো মৃতেরই সমান।

সময়ের সাথে সাথে সবকিছুই বদলাচ্ছে। আজকাল বৃদ্ধ মা-বাবাকে দু পা হাঁটতে সাহায্য করতে লজ্জাবোধ করে মানুষ অথচ কুকুরের গলায় বেল্ট বেঁধে ভ্রমণ করাতে গর্ব বোধ হয়।

"শুভ রাত্রি বন্ধুরা"

#গল্পকথা #ছোটগল্প

যেদিন ঘরে টিভি এলো সেদিন থেকে বই পড়া ভুলে গেলাম।যেদিন গাড়ি, দরজার সামনে এলো, পায়ে হাঁটা ভুলে গেলাম।হাতে মোবাইল যেদিন চলে...
14/07/2024

যেদিন ঘরে টিভি এলো সেদিন থেকে বই পড়া ভুলে গেলাম।

যেদিন গাড়ি, দরজার সামনে এলো, পায়ে হাঁটা ভুলে গেলাম।

হাতে মোবাইল যেদিন চলে এলো, চিঠি লেখা ভুলে গেলাম।

ঘরে কম্পিউটার এলো যেদিন, আশ্চর্যজনকভাবে

বানানগুলো ভুলে গেলাম।

যবে থেকে ঘরে এসি লাগানো হয়েছে, ঠান্ডা হাওয়া খেতে গাছের তলায় বসা ভুলে গেলাম।

যেদিন থেকে শহরে বাস করতে শুরু করেছি সোঁদা মাটির গন্ধ ভুলে গেলাম।

যেদিন থেকে ফোনপে, গুগলপে, ইউপিআই দিয়ে লেনদেন শুরু হয়েছে টাকার মূল্য ভুলে গেলাম।

পারফিউম এর উগ্র গন্ধে মাতোয়ারা হয়ে তাজা ফুলের সুবাস নিতে ভুলে গেলাম।

ফাস্টফুড আসার পরে ঘরোয়া রান্না, মায়ের হাতের পারম্পরিক স্বাদ ভুলে গেলাম।

দিনরাত দৌড়াদৌড়ি করতে করতে কিভাবে থামতে হয় ভুলে গেলাম।

আর সবশেষে যখন সোশ্যাল মিডিয়া হাতে এল, কথা বলাই ভুলে গেলাম।

state rifle #গল্পকথা #ছোটগল্প

একবার এক কাঁকড়া সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। মাঝে মাঝে দাঁড়িয়ে পিছন ফিরে তাকাচ্ছিল আর বালির ওপর তৈরি হওয়া তার পায়ের ...
14/07/2024

একবার এক কাঁকড়া সমুদ্রের পাড় দিয়ে হেঁটে যাচ্ছিল। মাঝে মাঝে দাঁড়িয়ে পিছন ফিরে তাকাচ্ছিল আর বালির ওপর তৈরি হওয়া তার পায়ের চিহ্ন দেখে খুব আনন্দ পাচ্ছিল। খানিকটা এগিয়ে যায়, দাঁড়িয়ে পড়ে, আবার পিছন দিকে তাকিয়ে হাসতে থাকে। এমন সময় একটা ঢেউ আসলো আর তার সব পায়ের চিহ্নগুলো ধুয়ে গেল। এটা দেখে কাঁকড়া খুব রেগেগেল।

রেগে গিয়ে ঢেউকে বলল.. আরে ঢেউ, আমি তো তোকে আমার বন্ধু মনে করতাম। কিন্তু তুই এটা কি করলি? আমার পায়ের বানানো সুন্দর চিহ্নগুলোই ধুয়ে দিলি, কেমন বন্ধু রে তুই?

তখন ঢেউ বলল.... পিছনে ভালো করে তাকিয়ে দেখো বন্ধু। জেলেরা আসছে, তারা পায়ের ছাপ দেখেই কাঁকড়া গুলোকে ধরছে। তোমাকে যাতে ধরতে না পারে তার জন্যই পায়ের চিহ্ন গুলো ধুয়ে দিলাম। আর তুমি আমাকেই ভুল বুঝলে?

সত্য এটাই, কখনো কখনো আমরা না জেনে বুঝেই সামনের মানুষটাকে ভুল বুঝে বসি। আমাদের চিন্তাশক্তি দিয়ে বিচার করতে গিয়ে ঠিক টাকেও ভুল বলে ধরে নিই। কেননা প্রত্যেকটা জিনিসেরই দুটো দিক থাকে।

সেহেতু, ভালো এটাই হবে যদি আমরা কারো প্রতি বিপরীত ভাবনা উৎপন্ন হওয়ার আগেই ভেবে চিন্তে তার পরিণাম বের করে নিই।

"""""""""""""""""""""

state rifle #গল্পকথা #ছোটগল্প

আজকাল সব জায়গায় লেখা থাকে...... " আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন।" এটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ একটু সাবধান হয়ে যায়। আর...
14/07/2024

আজকাল সব জায়গায় লেখা থাকে...... " আপনি সিসিটিভি ক্যামেরার নজরে আছেন।" এটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ একটু সাবধান হয়ে যায়। আর উল্টোপাল্টা কাজ করা থেকে বিরত থাকে। আদতে কিন্তু এটা মানুষেরই দ্বারা বানানো একটা উপকরণ মাত্র। আসলে আমরা ভুলেই যাই যে, আমরা সব সময় উপরওয়ালার তীক্ষ্ণ নজরে আছি। আর, তার নজর কখনো বিকল হয় না। কখনো বন্ধ হয় না, আর কারো দ্বারা নিয়ন্ত্রণও হয় না। মানে বাঁচার কোন রাস্তাই নেই। তাই এটা মাথায় রাখবেন,.... 'আপনি সব সময় উপরওয়ালার তীক্ষ্ণ নজরে আছেন।'

"""'""""""""""""""""

state rifle #গল্পকথা #ছোটগল্প

তখন আর এখন"আজ থেকে তিরিশ বছর আগে সন্তানরা তাদের বাবা মায়ের সঙ্গে সম্মান করে কথা বলত। আর এখন বাবা মাকে তাদের সন্তানদের সম...
11/07/2024

তখন আর এখন"

আজ থেকে তিরিশ বছর আগে সন্তানরা তাদের বাবা মায়ের সঙ্গে সম্মান করে কথা বলত। আর এখন বাবা মাকে তাদের সন্তানদের সম্মান করে কথা বলতে হয়।

তখন ছেলেমেয়েরা তাদের বাবা-মাকে ভয় করত, এখন বাবা মায়েরা তাদের ছেলেমেয়েকে ভয় করে চলে।

তখন বিয়ে করা সহজ ছিল, ডিভোর্স নামের কোন জিনিসই ছিল না। এখন বিয়ে করাটা বড্ড কঠিন, কিন্তু ডিভোর্স নেওয়া একেবারেই জল ভাত।

তখন পাড়া পড়শিদের মধ্যে অনেক ভাব ছিল। আর এখন, 'প্রতিবেশী' কেউ কাউকে চেনে না।

তখন পরিশ্রম করার জন্য প্রচুর খাওয়া দাওয়া করতে হতো, আর এখন কোলেস্টেরলের ভয়ে মানুষ খাওয়াই ছেড়ে দিয়েছে।

তখন গ্রামের মানুষরা কাজের খোঁজে শহরে যেত, এখন শহরের মানুষগুলো মানসিক শান্তির খোঁজে গ্রামের দিকে পালায়।

তখন স্বাস্থ্যবান মানুষগুলোকে 'সুপুরুষ' বলা হতো। এখন লিকলিকে মানুষগুলোকে 'হ্যান্ডসাম' বলা হয়।

তখন বড় লোকেরা নিজেদেরকে গরিব হিসেবেই দেখাতো। এখন গরিবেরা নিজেদেরকে বড়লোক হিসেবে দেখাতেই ব্যস্ত।

তখন পুরো পরিবারের ভরণপোষণের জন্য একজনই চাকরি-বাকরি করত। আর এখন একটা বাচ্চা মানুষ করার জন্য পরিবারের সবাই চাকরি করে।

state rifle

#গল্পকথা #ছোটগল্প

ভাবছো নিজেকে চালাক খুব, প্রেমের অভিনয়ে তুমিই সেরা! আমিও জানো বোকা ভীষণ, সব জেনেও তোমার ডাকে দিই সাড়া🌹🌹🌹🌹
11/07/2024

ভাবছো নিজেকে চালাক খুব, প্রেমের অভিনয়ে তুমিই সেরা! আমিও জানো বোকা ভীষণ, সব জেনেও তোমার ডাকে দিই সাড়া🌹🌹🌹🌹

কোথাও না কোথাও আমাদের কর্মের ভয় সবসময় আমাদেরকে তাড়া করে বেড়ায়। তা না হলে গঙ্গার ঘাটে, গঙ্গাস্নানের জন্য এত ভিড় হয় কেন? ত...
11/07/2024

কোথাও না কোথাও আমাদের কর্মের ভয় সবসময় আমাদেরকে তাড়া করে বেড়ায়। তা না হলে গঙ্গার ঘাটে, গঙ্গাস্নানের জন্য এত ভিড় হয় কেন? তবে কি জেনে শুনেই মানুষ নিজের পাপটাকে ধুতে গঙ্গার ঘাটে যায়? তবে কি মানুষ বুঝতে পারে এবার তার পাপগুলোকে ধোওয়ার সময় হয়েছে?

হায়রে মানুষ!

তোর আদব কায়দা বোঝা বড় দায়। যেই জলে নিজের পাপ টাকে ধুলি, সেই পাপ ধোওয়া জলটাই আবার ভরে আনলি ঠাকুরকে পুজো করার জন্য। এ কেমন আচার বিধি?

যে কর্ম কে বুঝতে পারে তার ধর্মকে বোঝার কোন প্রয়োজনই নেই।

আমাদের শরীর কখনো পাপ করে না, পাপ করে আমাদের কর্ম, আমাদের বিচারধারা, আমাদের চিন্তা ধারা।

আর গঙ্গা? সে শুধু আমাদের শরীরটাকেই ধুতে পারে, আমাদের বিচারধারা ধোওয়ার মতো ক্ষমতা তার নেই।
❤️""শুভ সন্ধ্যা বন্ধুরা""❤️



state rifle status #গল্পকথা

জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারো জন্য নয়তো প্রিয় কোন মুহূর্তের জন্য।🌹🌹🌹...
09/07/2024

জীবন হয়তো কারো জন্য থেমে থাকে না, কিন্তু মাঝে মাঝে মনটা থেমে যায়, হয়তো প্রিয় কারো জন্য নয়তো প্রিয় কোন মুহূর্তের জন্য।🌹🌹🌹🌹

বন্ধুরা সবাই কেমন আছেন? সময়ের অভাবে ভাব আদান-প্রদান করা যাচ্ছে না। যেখানেই থাকেন না কেন, পরিবার পরিজন নিয়ে ভাল থাকবেন। অ...
07/07/2024

বন্ধুরা সবাই কেমন আছেন? সময়ের অভাবে ভাব আদান-প্রদান করা যাচ্ছে না। যেখানেই থাকেন না কেন, পরিবার পরিজন নিয়ে ভাল থাকবেন। অতিরিক্ত টেনশান নেবেন না- যা হবার তা হবেই, কেউ রোধ করতে পারবেন না। বেশী জ্ঞানী হবার চেষ্টা করবেন না-সম্মুখে পথ খুঁজে পাবেন না, অল্পজ্ঞানীর অন্তরে শ্রদ্ধা এবং ভক্তিভাব বেশী। এখন শতে নিরানব্বইজন জ্ঞানী-কার কথা শুনবেন? এবং কোন পথে চলবেন? বিভ্রান্ত হয়ে পথ হারিয়ে ফেলবেন। আপনি যদি কারও ক্ষতি না করেন, সদা সত্য কথা বলেন এবং সৎপথে চলেন, জগতের সকল প্রাণীর জন্য ভালকিছু চিন্তা করেন, ক্ষণিকের জন্য কষ্ট হলেও এপার-ওপার দু'পারেই ভাল থাকবেন। ঈশ্বর সবার মঙ্গল করুক।

বাবা মার থেকে অনেক পিছিয়ে কিন্তু কেন ,আমরা কি জানি 🙏১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন...
07/07/2024

বাবা মার থেকে অনেক পিছিয়ে কিন্তু কেন ,আমরা কি জানি 🙏

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২. মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে 'মা' বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।

সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি * সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। ধন্যবাদ

Address

Cooch Behar
736169

Alerts

Be the first to know and let us send you an email when M.Barman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Cooch Behar

Show All