20/07/2024
মূর্খ গাধা আর চতুর সিংহ,,
একটি গাধা রাস্তার ধারে কচি কচি সবুজ ঘাস খাচ্ছিল। রাস্তার পাশ দিয়ে যাওয়া বাঘটি দেখে বলল কিরে গাধা কচি সবুজ ঘাস খাওয়ার মজাই আলাদা,,,,,,
কথাটি শুনে গাধা,,,,,,,,,, বাঘ কে বলল কে বলেছে তোমাকে ঘাসের কালার সবুজ এটা তো নীল তুমি এটাও জানো না। বাঘ সঙ্গে সঙ্গে চটে যায় আর বলে উঠলো কোথায় নীল এতো সবুজ, এ নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে ঝগড়া হয় তারপর তারা সমাধানের জন্য ছুটে গেল সিংহের কাছে,,, "
সিংহকে গিয়ে গাধা বলল আচ্ছা মশাই তুমি বলতো ঘাসের রং তো নীল ঠিক বলেছি না,,,,,,,,,, সিংহ বলল হ্যাঁ ঘাসের রং নীল। আমি কখন থেকে বাঘ কে বলেই যাচ্ছি ঘাসের রং নীল কিন্তু বাঘ আমার সাথে শুধু তর্ক করে চলছে এবার বুঝেছ তো বুদ্ধিমান লোক যারা তারা চেনে ঘাসের রং কি রকম হয়,,,,,, তুমি শুধুই আমার সাথে ঝগড়া করছিল।
এই বলে গাধা চলে যায়। এদিকে বাঘ রেগে আগুন হয়ে ওঠে,,,,,, তারপর সিংহ কে বলল সিংহ ভাই ঘাসের রং নীল কবে থেকে আমি তো জানতাম ঘাসের রং সবুজ। তখন সিংহ মশাই বাঘকে বলল হ্যাঁ ঘাসের রং সবুজ কিন্তু তুমি যদি ওকে বলো ও কিছুতেই মানবে না কারণ ও মূর্খ ও গাধা।
মূর্খকে যখন তুমি কোন কিছু বোঝাতে যাবে সে কোনদিনও বুঝতে চাইবে না। সে চাইবে ওর টা ঠিক তোমারটা ভুল। তোমাকে টেনে নিচে নিয়ে আসবে।ওর ভুলটাকেই সঠিক প্রমাণ করার চেষ্টা করাবে,,,,, তোমাকেও ওর সাথে সাথে মূর্খ বানাবে।
তাই কখনো মূর্খ কে বোঝাতে যাবে না ও যেটা জানে সেটাই ঠিক। কারণ তুমি যখন ওকে কিছু বুঝাবে তোমার কথার মূল্য সে দিতে পারবে না।
গল্প হলেও এটা কিন্তু সত্য,,,,,,, জীবনে চলার পথে এরকম কিছু মানুষ পাওয়া যায়। এদেরকে কখনোই বোঝানো যায় না কোনটা ঠিক কোনটা ভুল বরং নিজের সময়টা নষ্ট হয়। মূর্খরা বরাবরের তর্ক চালিয়ে যায় এবং নিজের কথাটাকেই সঠিক বিচার করে।
🌹🌹💞 সোনালী রাতের শুভেচ্ছা 💞🌹🌹