Dream sampa

Dream sampa Hello friend please fallow me ����

31/07/2024

ফেসবুক ডিলেট 😞😞

31/07/2024

কাউকে ঠকানো টা পাপ অন্যয়😞
কিন্তু ঠকে যাওয়া টা পাপ ও না অন্যয় ও না 🙏
না সে বোকা
সে হলো বিশ্বাসী
😔

30/07/2024

যদি পূর্বজন্ম বলে কিছু হয় । তাহলে আমি বলবো । আমি আর মেয়ে রূপে জন্ম নিতে চাই না🙏প্রজাপতি,সাপ,ব্যাং হয়ে জন্ম নিবো তবুও মেয়ে রূপে না🙏🙏🙏🙏😞😞

30/07/2024

দুই নৌকায় পা 👣👣
তুলে দেওয়া 🤕
মানুষ গুলো খুব 🚶‍♂️🚶‍♀️
ভয়ংকর হয়😞

24/07/2024

এক বৃদ্ধর চার ছেলে এক মেয়ে । বৃদ্ধ খুবই অহংকারি ছিল । প্রথম ছেলে নিজের পছন্দ মতো বিয়ে করেছিল বলে বাড়ি থেকে বের করে দেয় । বড়ো ছেলে ও বউ অন্যকোথাও চলে যায় । সেই বাড়িতে বড়ো ছেলের আর জায়গা হয়ে উঠে নাই আর একই বাড়িতে তিন ছেলে আর তিন বউ বৃদ্ধ বসবাস করে । শোনা যেত ছোটো ছেলে বউ দেখতে তেমন সুন্দর না হওয়ার কারণে বৃদ্ধ অনেক অত্যাচার করতো । বৃদ্ধর অত্যাচারে ছোটো বউ মাঝে মাঝে গলায় দড়ি দিতে যেতো ।
বলতে গেলে অনেক অত্যাচার করেছে ধারণার বাইরে 😥
আর মেজো ছেলের বউ আর সেজো ছেলের বউকে মাথায় করে রাখতো তারা ছিল সুন্দর ।
যদি বৃদ্ধার ঘরে ভালো রান্না হত তাহলে মেজো বউ আর সেজো বউকে দিত ও তাদের ছেলে মেকে দিত । বৃদ্ধর টাকা পয়সার অভাব ছিল না একাই খেতো ভাতা পেত জমির টাকা পেত যত জমি ছিল আবাদ করতো । ধান তামাক পাঠ ইত্যাদি আবাদ করার পর মেজো আর সেজোর মধ্যে ভাগ করে দিত । যদি বৃদ্ধা জমি আবাদ না করে তো মেজো ছেলে আর সেজো ছেলেকে দিত সেই জমিতে তারাই আবাদ করতো । আর ওই জমিতে বড়ো ছেলে আর ছোটো ছেলে আবাদ করার সাহস পেত না । ওদের বলে তোদের দিলে আমি কি ভিক্ষা করে খাবো আমার ছেলে বউ রাস্তায় ভিক্ষা করে খাবে 😥

ভগবানের কৃপায় দেখো বৃদ্ধা আজ বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে তিন মাস ধরে নিজের হাতে খাবার পযন্ত খেতে পারে না । বিছানার মধ্যে হিসু ও পায়খানা করে পরিষ্কার করে দেওয়ার মতো মানুষ নাই । বৃদ্ধা যখন দিতে পেরেছিল মেজো ছেলের বউ আর সেজো ছেলের বউকে তখন বৃদ্ধা ছিল ভালো নয়নের মুনি তখন বলতো হামার শাশুড়ি মা । হামা না আছি শাশুড়ি মার কিসের চিন্তা ।

বৃদ্ধার পাশে আজ কেউ নেই । খিদে পেলেও কেউ এক মুঠো ভাত দেয় না। দুইচোখ দিয়ে অশ্রু ঝড়ে । নিজে যে উঠে বসবে তারাও শক্তি নেই । তাই বৃদ্ধা বিছানার মধ্যে হিসু ও পায়খানা করে ।
কারণ বৃদ্ধা দিতে পারে না বৃদ্ধা কাজ করতে পারে না বৃদ্ধা পিছনে বেকার টাকা নষ্ট করে লাভ কি সেই তো মরে যাবে। নিজের সংসার নিজের স্বামী সন্তান এদের জ্বালা মরে যাই আর বুড়ি ।

মরুক 😕😕😕😕

এখন বৃদ্ধা বলে দেওয়ার থোয়ার পাছুং তখন ভালো এখন গায়ের কাছেই চাপে না । নাক চেপে ধরে বাড়ি থেকে বলে মরা সনির জন্য ঠিক মতো চারটা খাওয়াও যায় না হিসু পায়খানার গন্ধতে । একে বাড়িতে । এবাড়ি ও বাড়ি মিছাং করিও আসে না😥

ছোটো ছেলের পরিবার আর এখন বড়ো ছেলের পড়িবার ভালো ।
😕😕😕

বৃদ্ধার মেয়ে অযুহাত ছেলে অসুস্থ স্বামী অসুস্থ । একটা মানুষ করং কয়দিকে বা জাং 😒

কথায় বলে না যখন দেওয়ার থোয়ার পাইবেন তখন সবাই ভালো । কারো অভাব হয় না । তখন অনেক সাহায্য করার মতো মানুষ আসে ।

শরীরের শক্তি যতদিন আছে টাকা পয়সা ইনকাম করতে পারবে বন্ধ বান্ধব আত্মীয় স্বজন ছেলে মেয়ে উভয় তখন তোমার আপন 🙏

07/06/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।

জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমনভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছ খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে গেছে জীবন বৃক্ষের সবকয়টি সবুজ পাতা।

শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে- এত সামান্য, বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।

কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের ক্ষতগুলো কাউকে দেখাতে যেও না।

মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।

জানোই তো মানুষ বড় নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ক'টা ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়😔

03/06/2024

এই কারণে বলি মেয়েদের বিয়ের বয়স 30করা উচিৎ । করা এখনকার মেয়ে গুলোকে 18বছরে বিয়ে দেয় এরা তিরিশের গোড়ায় গিয়ে স্বামী সন্তান রেখে পরক্রিয়ার শুধু করে

02/06/2024

মেয়ে মানুষ কখনোই কারো আপন হতে পারে না । না পরিবারের কাছে
না শ্বশুরবাড়িতে

31/05/2024

ছেলে মেয়ে জন্ম দিয়ে কি লাভ যদি শেষ কালে দু_মুটো ভাত দিতে না পারে 😞অন্যর দরজায় ভিক্ষা করতে হয় তাহলে নিজের জীবন বাজি রেখে পৃথিবীর আলো দেখিয়ে লাভ কী?

24/05/2024

ফেসবুকে মানুষ যত ভালো জ্ঞানী কথাবার্তা ও ধর্মতা দেখায় সত্যি এসব যদি বাস্তব সমাজে থাকতো । তাহলে সমাজে আজ এতো হিংসা অহংকার থাকতো না। সবাই মিলেমিশে থাকতো

23/05/2024

কাউকে ঠগানোর চাইতে নিজে ঠগে যাওয়াই অনেক ভালো 😞

22/05/2024

আমি একটা মেয়ে হয়ে বলতেছি । যখন থেকে যৌতুক নামক জিনিস টা শুধু হয়েছে । তখন থেকে প্রতিটি বাড়িতে বিয়ে হওয়ার এক বছর পর হাড়ি আলাদা হয়েছে 😞 কারণ এখানে হাড়ি আলাদার পিছনে বাবা মা রাই দাই । কারণ ছেলের যখন বিয়ে দেয় ছেলের বাবা মা এমন ভাবে পণ দাবি করে । এতে মেয়ে বাবা মা অন্যর কাছে ভিক্ষা ভোজন করে দেয় । তখন মেয়ে গুলোর একটাই জেট রাগ ক্ষোপ মনের মধ্যে সৃষ্টি হয় । আমার বাবা এতো টাকা যৌতুক দিল টাকা দিল আর আমি এই বাড়িতে কাজের লোক হিসাবে এসেছি নাকি ।আমার বাবা মা এতো টাকা খরচ করে তোমার বাবা মায়ের আদর সেবা যত্ন করার জন্য পাটিয়েছে নাকি ।


এই যৌতুক নামের জিনিস টা যদি কমতো তাহলে প্রতিটি বাড়িতে সোনার সংসার হতো । কোনো বাড়িতে বাবা মায়ের চোখের জল ফেলতে হতো না । মানুষের রক্ত জোর যতদিন থাকে । ততদিন অহংকার দেখায় । এটা ভুলে যায় এই রক্ত গরম বেশি দিনের জন্য না 😥

আজ এক বরমা তার শাশুড়িকে বাড়ি থেকে মেরে বের করে দিয়েছে । সারাদিন এই গরমের মধ্যে রোদে রাস্তায় পড়েছিল । বললাম না যতদিন রক্তের গরম তত দিন মানুষের অহংকার । রক্তের গরম শেষ অহংকার ও শেষ । এটা আগেই থাকতে বুঝতে লাগবে । আমরা মানুষ আমাদের এই শরীর চিরস্থায়ী না । এই রকম গায়ে শক্তি চিরদিন থাকবে না । ঠাকুমাটার নামে অনেক কথা শুনেছি ছেলের বিয়েতে যৌতুক পায়নি বলে কি অত্যাচার করেছিল ছেলের বউয়ের সঙ্গে ।

আমি ছাগল খুঁজতে গিয়ে রাস্তায় দেখি পড়ে আছে এই রোদের মধ্যে । প্যালালাইছেস রোগী ঠিক মতো কথা বলতে পারে না হাঁটাচলা করতে পারে না । বসে বসে একটা লাঠি দিয়ে কোনোরকম । ডাকতেছিল ইসারা দিয়ে । পাশে গিয়ে দেখি এই রকম অনেক কান্না করতেছিল । যতই খারাপ ব্যাবহার করুক না কেন মা তো মাইয় হয় । কুকুর কামর দিবে বলে কি তুমি ও কুকুরকে কামর দিবে তাহলে কুকুর আর তোমার মধ্যে পার্থক্য কি রইলো। ।

আমার কাছে ভাত খেতে চাইছিল । আমি আর একটা লোক রাস্তা দিয়ে যাইতে ছিল কাকুটাকে টোটো থেকে দারকরিয়ে । কোনোরকম ছায়ার মধ্যে বসালাম । তার পর বাড়িতে এসে দেখি বাড়ি ভাত নাই 😞 কাকুটাকে এসে বললাম কাকু আমাদের বাড়ি এখানো রান্না হয় নাই । কাকুটার মামা শ্বশুরের বাড়ি আমাদের এখানে ছিল । ওনাদের বাড়ি থেকে ভাত মাছ শাখ থালার মধ্যে এনে দিল। বরমাটার নাতি এই সব প্রথম থেকে নজর করতেছিল বাড়িতে গিয়ে সব কথা বরমাটাকে বলতেছে । যেই ভাত গুলো এনেদিল কাকুটা । মাএ ঠাকুমা তিন চার গাস ভাত খেয়েছিল । সেই এসে মুখ থেকে ভাত ছুড়ে ফেলে দিল😭
এখানে উল্টো আমাকে যা তা মুখের ভাষা করে গালি দিল 😞😥
প্রতিটি লোক আমার সাপোট হয়ে কথা বলতেছিল । বয়স্ক লোক গুলো বলতেছিল এই বাচ্চা মেয়ে টা তো ঠিকই করছে ওই টোটোর কাকুটাও বললো । আপনি এমন করে বলতেছেন কেন বাচ্চা মেয়ে টিকে । যখন চারিদিকে সবাই ছিঃ ছিঃ করতেছিস । বরমাটাকে । তখন বরমাটা ঠাকুমার গলা ধাককাইতে ধাককাইতে বাড়িতে নিয়ে গেল । বাড়িতে নিয়ে গিয়ে ভাত ঠিসাইছে নাকি যেটা শুনলাম । বললো মরা বুড়ি তোর জন্য মানুষের আগে মান সম্মান সব শেষ । খা মানুষের আগে খাবার খুজিস ।।😞😞

17/05/2024

Ami akta WhatsApp group banabo keu ki add hobe to bolo🤗

14/05/2024

মেয়েদের জীবন টা বড়োই অদ্ভুত 😥
যে মেয়ে নিজের পরিবারের সাপোর্ট পায় না ভালোবাসা পায় না সব সময় অবহেলার পাএ হয়ে পরিবারে থাকে । তার আর জীবনে চাওয়া পাওয়ার কি আছে 😞😞

02/04/2024

এই পৃথিবীতে আমার চাওয়া পাওয়ার কিছুই নেই । ভগবানের কাছে একটাই পার্থনা করি আমি যেমন নিষপাপ হয়ে এসেছি এই পৃথিবী থেকে যেনো নিষপাপ হয়ে যেতে পারি 🙏🙏

হরে কৃষ্ণ ❤❤

26/02/2024

কিছু কিছু মানুষ আছে messenger হুদাও হুদাও sms সেন করে 🤥😳 বলছি যে কচি পোলাপান আগে আইডি টা ভালো করে দেখো তার পর sms সেন করো 😁 কারন আমি বুড়ি মানুষ আমার বয়স 45😥 চোখে দেখি না । আর প্রোফাইলে ছবিটা আমার নাতনির🙃

26/02/2024

বিদ্যার মতো ধন নাই🤗
আর মায়ের মতো জন নাই❤❤
মা তো মায়ে হয়
❤❤❤❤❤

26/02/2024

ভাবতেই অবাগ লাগে আমরাও একদিন বুড়ি হমু🤭🤭🤭😃

Address

West Sital Kushi
Cooch Behar
736158

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream sampa posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Cooch Behar

Show All