Paveli Ki Haveli

Paveli Ki Haveli হাসি-মজা,দুঃখ-কষ্ট,রাগ-অভিমান,প্রেম-বিরহ এসবের কমপ্যাক্ট প্যাকেজ পেতে হলে; চলে আসুন পাভেলির হাভেলিতে।

01/01/2025

Happy new year to you and your family...Stay healthy and blessed always...May this new year bring lot of happiness and prosperity to your life...❤️

কারোর জীবনেই সফলতা কখনও এমনি এমনি আসে না, সফলতা আসলে আসে ব্যর্থতার পিঠে চড়ে। যে ব্যক্তি জীবনে যত সফল, খোঁজ নিলে জানা যা...
12/10/2024

কারোর জীবনেই সফলতা কখনও এমনি এমনি আসে না, সফলতা আসলে আসে ব্যর্থতার পিঠে চড়ে। যে ব্যক্তি জীবনে যত সফল, খোঁজ নিলে জানা যাবে যে তার চেয়ে বড় ব্যর্থ হয়ত জীবনে আর কেউ নেই। আসলে সবাই শুধুই তার সফলতার কাহিনী শুনেছে, তখনই সবাই তার পাশে থেকে বাহবা দিয়েছে, কিন্তু তার অন্তরালে থাকা সেই ব্যর্থতার খোঁজ কেউ কোনোদিন নিতে চায়নি, তাই সেই ভেঙে পড়া জীবনের কঠিন লড়াইয়ের গল্পগুলো আজীবন তার মনের খাতার পাতাতেই সীমাবদ্ধ থেকে গেছে। এদের মধ্য থেকে কেউ হয়ত আছে যারা নিয়ম করে তাদের মনের ভিতরকার ব্যর্থতার কাহিনীগুলো মাঝেমধ্যে নাড়াচাড়া করে তাদের জীবন্ত রেখেছে, আর কেউ হয়ত আছে যারা দীর্ঘদিন সেগুলোকে নাড়াচাড়া না করে এমনভাবে নিজের একান্তে সীমাবদ্ধ করে রেখেছে যে একসময় সেই ব্যর্থতার গল্পগুলো তার নিজের কাছেই ঝাপসা হতে শুরু করেছে। কারণ,পুরানো স্মৃতিগুলোর বহুদিন স্মৃতিচারণ না করলে তাতে ধুলো জমে গিয়ে স্মৃতিগুলো এক সময় ফ্যাকাশে হয়ে যায়, আর এভাবে আস্তে আস্তে একদিন সবার ব্যর্থতার গল্পগুলোই হয়ত হারিয়ে যায় তাদের সফলতার রঙিন মোড়া খামে। আর তাতেই আশেপাশের মানুষেরাও মত্ত হয়ে ভুলতে বসে যে ব্যর্থতা না থাকলে সফলতারও কোনো মূল্য নেই। তাই আমাদের উচিত জীবনের শুধু সফলতার মুহূর্তগুলোকে নয়, ব্যর্থতার মুহূর্তগুলোকেও উপভোগ করা, ব্যর্থতার দিনগুলোকেও একইভাবে উদযাপন করে স্মরণীয় করে রাখা, কারণ সফলতা যদি আমাদের জীবনে ভালোভাবে বাঁচার খোরাক জোগান দেয় তবে ব্যর্থতা আমাদের জীবনে অনেক বড় শিক্ষা দিয়ে যায় যা আমাদেরকে পরবর্তী সফলতার দ্বারপ্রান্তে এগিয়ে নিয়ে যেতে মুখ্য ভূমিকা পালন করে।

✍️~ পাভেলি পারভিন
📷~সংগৃহীত
fans Paveli Ki Haveli

"ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না",এই ট্যাগলাইন কী আদৌও কোনোদিন খুঁচবে!!! এই সমাজ কী সেটা কোনোদিনও হতে দিবে!!!
19/08/2024

"ছেলেরা যা পারে মেয়েরা তা পারে না",এই ট্যাগলাইন কী আদৌও কোনোদিন খুঁচবে!!! এই সমাজ কী সেটা কোনোদিনও হতে দিবে!!!

12/06/2024

জামাই ঠিক কত প্রকার???এর মধ্যে কোনজনের সাথে আপনার পরিচিতি আছে???😆😆😆

Feels like 46°...!!!🔥🔥🔥North Bengal এ আছেন নাকি South Bengal এ আছেন, ধরতে পারবেন না...🥵🥵🥵
26/05/2024

Feels like 46°...!!!🔥🔥🔥
North Bengal এ আছেন নাকি South Bengal এ আছেন, ধরতে পারবেন না...🥵🥵🥵

'মা'এমন একজন যে পাশে থাকলে যে কেউ বিশ্বজয় করার ক্ষমতা রাখে...'মা' এমন একজন যাকে ছাড়া গোটা পৃথিবীও শূন্য লাগে...ভাল থাক...
12/05/2024

'মা'এমন একজন যে পাশে থাকলে যে কেউ বিশ্বজয় করার ক্ষমতা রাখে...'মা' এমন একজন যাকে ছাড়া গোটা পৃথিবীও শূন্য লাগে...ভাল থাকুক সকলের মায়েরা...🙏🏻❤️

সকাল সকাল উইশ করাতেই মা বলে তোর ওই ভিডিও টা কই,ছাড়বি না? তাই মায়ের আবদারে ভিডিওটি আবারও ছাড়লাম...যারা দেখেনি তারা দেখুন, আশা করি এটা শুধু আমার মায়ের গল্প না, সকলের মায়ের গল্প আর ভাল লাগলে অবশ্যই নিজের মাকে একবার শোনান আর এটা শোনার সময় আপনার মায়ের মুখের হাসিটাই হবে আজকের mothers' day ar special gift...আসলে আমরা সবাই অনেক কিছুই হয়ত মাকে বলতে চাই কিন্তু বলা হয়ে ওঠে না, আজ একবার অন্তত বলুন,,, "মা, এভাবেই আমার সাথে থেকে যেও শুধু...ব্যাস আর কিছুই চাই না"...🙏🏻😍

না, মা কথাটি শুধুমাত্র কোনো একটা শব্দ নয়, এটি একটি অনুভূতিও বটে....🥰🥀পৃথিবীর সকল মায়েদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্...

ভালোবাসা এমনই একটা অনুভূতি যা কখন হল,কেন হল,কীভাবে হল,তার ব্যাখ্যা দিতে পারে না...🥀ক্লিক করে শুনুন প্রকৃত ভালোবাসা আসলে ...
16/04/2024

ভালোবাসা এমনই একটা অনুভূতি যা কখন হল,কেন হল,কীভাবে হল,তার ব্যাখ্যা দিতে পারে না...🥀ক্লিক করে শুনুন প্রকৃত ভালোবাসা আসলে ঠিক কী!!!💞

কলমে ও কন্ঠে- পাভেলি পারভিন Paveli Ki Haveli

ভালোবাসা এমনই একটা অনুভূতি যা কখন হল,কেন হল,কীভাবে হল,তার ব্যাখ্যা দিতে পারে না...🥀কলমে ও কন্ঠে- পাভেলি পারভিন ...

10/04/2024

দুটো ২ টাকা বেশি নাকি একটা ৫ টাকা বেশি???😜😆😉... জানতে হলে ভিডিও শেষ অবধি দেখুন আর অবশ্যই আপনাদের ছোটোবেলার ঈদের মজার ঘটনা কমেন্ট করে জানান...সকলকে ঈদ মোবারক...🌙🌟🌝

ঈদ মোবারক🌙🌟🌝...সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর এর একরাশ শুভেচ্ছা...
10/04/2024

ঈদ মোবারক🌙🌟🌝...সকলকে পবিত্র ঈদ-উল-ফিতর এর একরাশ শুভেচ্ছা...

ক্ষমা পরম ধর্ম...তাই এই অধম রে ক্ষমা কইরা দেন...😒🙏🏻
21/03/2024

ক্ষমা পরম ধর্ম...তাই এই অধম রে ক্ষমা কইরা দেন...😒🙏🏻

05/03/2024

ভাগ্যিস আজকে 1st এপ্রিল না, নইলে জুকু দাদা বলত, আমি তোমাদের সবাইকে একসাথে কেমন বোকা বানালাম,বলো!!!

05/03/2024

আমি মনে হয় একমাত্র মানুষ যে খেয়ালই করিনি, কখন জুকু দাদা টুক করে ফেসবুকটা কিছুক্ষণের জন্য বন্ধ করেছিল...ভাগ্যিস আবার খুলে দিল,তাই অন্যের করা মেসেজ আর স্ট্যাটাস দেখে জানলাম...😒

কোচবিহার টাকাগাছের কাড়িশাল একরামিয়া মাজার শরীফের মেলার কিছু মুহূর্ত...উপর আল্লাহ আমাদের সবাইকে ভাল থাকার তৌফিক দান করু...
26/02/2024

কোচবিহার টাকাগাছের কাড়িশাল একরামিয়া মাজার শরীফের মেলার কিছু মুহূর্ত...উপর আল্লাহ আমাদের সবাইকে ভাল থাকার তৌফিক দান করুক...ইনশাআল্লাহ, একদিন সুখ আর শান্তির মেলবন্ধন হোক সব ঘরে ঘরে, যা কিছু আমাদের মধ্যে ভেদাভেদ আর কুসংস্কারের ভ্রান্ত ধ্যান-ধারনা আছে; তার সবটা মুছে যাক সকলের মন থেকে চিরতরে...🤲🤲🤲

আন্তর্জাতিক ভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের কিছু মুহূর্ত ...রফিক,  বরকত,সালাম,জব্বর,শফ...
22/02/2024

আন্তর্জাতিক ভাষা দিবসে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জ্ঞাপনের কিছু মুহূর্ত ...রফিক, বরকত,সালাম,জব্বর,শফিউর এনাদের মত আরও সহস্র বীর শহীদের রক্তের রাঙা আমাদের এই "অমর একুশ", যাদের বলিদানের ফসলস্বরুপ বাংলা ভাষাকে আন্তর্জাতিক ভাবে মান্যতা প্রদান করা হয় ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারী...কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দুঃখের বিষয় একটাই যে একদিকে কিছু বাঙালি এই বাংলা ভাষার জন্য প্রাণ দিয়ে দিলেন আর অন্যদিকে কিছু বাঙালি এই বাংলা ভাষার মর্মটাই উপলব্ধি করতে পারলেন না...তাই তো বাংলা বলতে না পারাটাকে তারা লজ্জার না ভেবে, আধুনিকতা ভাবেন...তবে আমি আশাবাদী যে একদিন সত্যিই সব বাঙালি সেটা উপলব্ধি করতে পারবে...সেদিন হয়ত আমাদের সাথে সাথে তারাও সবাই একসাথে মন থেকে গেয়ে উঠবে,, "মোদের গরব, মোদের আশা, আ-মরি বাংলা ভাষা" কিংবা "আমার ভাইয়ের রক্তে রাঙা, একুশে ফেব্রুয়ারী, আমি কী ভুলিতে পারি!!!..."

20/02/2024

অন্যদের ব্যস্ততার শহরে অযাচিত হয়ে থাকার চেয়ে; নিজেদের নিশ্চুপতার শহরে নিখোঁজ হয়ে থাকাও শ্রেয়।

Address

Cooch Behar
736101

Alerts

Be the first to know and let us send you an email when Paveli Ki Haveli posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Paveli Ki Haveli:

Videos

Share

Category