sukdeb978

sukdeb978 sort video,fanny video

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে দিতে না পারবে, তাহলে ছে...
30/03/2024

রাগ করেই ঘর থেকে বেড়িয়ে পড়লাম। এতটাই রেগে ছিলাম যে বাবার জুতোটা পড়েই বেরিয়ে এসেছি। বাইক যদি কিনে দিতে না পারবে, তাহলে ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবার সখ কেন? হঠাৎ মনে হল পায়ে খুব লাগছে। জুতোটা খুলে দেখি একটা পিন উঠে আছে। পা দিয়ে একটু রক্তও বেরিয়েছে। তাও চলতে থাকলাম। এবার পা একটু ভিজে ভিজে লাগল। দেখি পুরো রাস্তাটায় জল। পা তুলে দেখি জুতোর নিচটা পুরো নষ্ট হয়ে গেছে। বাসস্ট্যান্ডে এসে শুনলাম একঘন্টা পর বাস। অগত্যা বসে রইলাম। হঠাৎ বাবার মানি ব্যাগটার কথা মনে পড়ল, যেটা বেরোবার সময় সঙ্গে নিয়ে এসেছিলাম। বাবা মানি ব্যাগে কাউকে হাত দিতে দেয় না। মাকেও না। খুলতেই তিনটে কাগজের টুকরো। প্রথমটায় লেখা "ছেলের ল্যাপটপের জন্য চল্লিশ হাজার লোন"। দ্বিতীয়টায় একটা ডা: প্রেসক্রিপশন লেখা "ডা: বাবাকে নতুন জুতো ব্যাবহার করবেন বলে আদেশ দিয়েছেন"। মা যখনই বাবাকে জুতো কেনার কথা বলত বাবার উত্তর ছিল "আরে এটা এখনও ছ'মাস চলবে"। তাড়াতাড়ি শেষ কাগজটা খুললাম। দেখি লেখা রয়েছে,"খোকা আমার পুরোনো বাইক পছন্দ করেনা তাই লোন করে হলেও নতুন বাইক কিনে খোকার মুখের হাসি দেখতে চাই"।বুঝতে পেরেই বাড়ির দিকে এক দৌড় লাগালাম। বাড়ি গিয়ে দেখলাম বাবা নেই। জানি কোথায়। একদৌড়ে সেই শোরুমটায়। দেখলাম স্কুটার নিয়ে বাবা দাঁড়িয়ে। আমি ছুটে গিয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। কাঁদতে কাঁদতে বাবার কাঁধটা ভিজিয়ে ফেললাম। বললাম "বাবা আমার বাইক চাইনা। তুমি তোমার নতুন জুতো আগে কেন বাবা। "মা" এমন একটা ব্যাঙ্ক, যেখানে আমরা আমাদের সব রাগ, অভিমান, কষ্ট জমা রাখতে পারি। আর "বাবা" হল এমন একটা ক্রেডিট কার্ড, যেটা দিয়ে আমরা পৃথিবীর সমস্ত সুখ কিনতেSuk Deb

সংগৃহীত।
Suk Deb

24/03/2024

যদিওএখন কালি পূজা না ।🙄😁😂

15/03/2024

Viral BBM

 #হোবাপৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় অক্ষত উল্কা পিন্ডটির নাম হোবা (HOBA)। হোবার ওজন প্রায় ৬৬ টন যা বিশ্বের তৃতীয় বৃহত্তম...
03/02/2024

#হোবা
পৃথিবীতে পাওয়া সবচেয়ে বড় অক্ষত উল্কা পিন্ডটির নাম হোবা (HOBA)। হোবার ওজন প্রায় ৬৬ টন যা বিশ্বের তৃতীয় বৃহত্তম উল্কাপিণ্ড অহনিগিটোর (Ahnighito) প্রায় দ্বিগুণ।

১৯২০ সালে উত্তর নামিবিয়ার গ্রুটফন্টেইন থেকে ১৯ কি:মি: (১২ মাইল) পশ্চিমে অবস্থিত হোবা ওয়েস্ট নামক একটি খামারে এটি আবিষ্কৃত হয়েছিল, যার কারনে এর নাম দেওয়া হয়েছিলো "হোবা" । উল্কাটি আবিষ্কার করেছিলেন কৃষক জ্যাকবাস হারমানাস ব্রিটস।


ব্রিটিশরা এটার একটি টুকরো পরীক্ষা করার জন্য সাথে করে নিয়ে যায় এবং পরীক্ষার পরে এটি একটি উল্কাপিণ্ড হিসেবে চিহ্নিত হয়।

পাথরের চারপাশে খনন করে দেখা গেছে যে এটির একটি ছোট অংশ মাটির উপরে ছিল। আরো মাটি অপসারণ করা হলে, পাথরের বিশাল আকার বের হয়ে আসে।

১৯২৯ সাল পর্যন্ত এর অস্তিত্ব সম্বন্ধে তেমনভাবে ছড়িয়ে পড়েনি পরবর্তীতে যখন ডাচ আমেরিকান জ্যোতির্বিজ্ঞানী উইলেম লুয়েটেন দক্ষিণ আফ্রিকার একটি সংবাদপত্রের জন্য এই সম্পর্কে একটি নিবন্ধ লিখেছিলেন। এরপরে এর খবর চারিদিকে ছড়িয়ে পরে।

হোবা উল্কা আকৃতিতে মোটামুটি আয়তাকার এবং সমতল শীর্ষ। এটি প্রায় প্রায় নয় ফুট (২.৭ মিটার) লম্বা, নয় ফুট চওড়া এবং প্রায় তিন ফুট পুরু। সম্ভবত হোবা উল্কাটি পৃথিবীর বায়ুমণ্ডলে অগভীর কোণে প্রবেশ করেছে এবং সেকেন্ডে কয়েকশ মিটারেরও কম গতিতে মাটিতে আঘাত করেছে।

প্রভাবটি সম্ভবত শুধুমাত্র একটি ছোট গর্ত তৈরি করেছিল, যা প্রায় ২০ মিটার (৬৬ ফুট) ব্যাস এবং প্রায় ৫ মিটার (১৬ ফুট) গভীর। হোবা উল্কাকে পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক লোহা বলে মনে করা হয়।

এর প্রায় ৮২.৩ শতাংশ লোহা, ১৬.৪ শতাংশ নিকেল এবং ০.৮শতাংশ কোবাল্ট, আর রয়েছে কার্বন, সিলভার, জিঙ্ক এবং কপার।

এক সময় উল্কাপিণ্ডটির ওজন ছিল ৬৬ টন। উল্কাপিণ্ডের চারপাশের মাটিতে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থেকে বোঝা যায় যে এটি পতিত হওয়ার সময় এটি ৬৬ টনের চেয়ে অনেক বড় ছিল, এবং জারন (oxidation) প্রক্রিয়ার কারনে এটি বেশ ক্ষতির সম্মুখীন হয়েছে।
এছাড়া ও বিজ্ঞানী এবং স্যুভেনির শিকারীরা বছরের পর বছর ধরে এর কিছু অংশ কেটে ফেলেছে।

হোবা উল্কা ৮০,০০০ বছর আগে আকাশ থেকে পড়েছিল এবং হোবাকে কখনও তার স্থান থেকে সরানো হয়নি।

১৯৫৫ সালে হোবা উল্কাকে একটি জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করা হয়। নামিবিয়া তখন দক্ষিণ পশ্চিম আফ্রিকা নামে পরিচিত ছিল এবং দক্ষিণ আফ্রিকা শাসন করত।

১৯৮৭ সালে খামারের মালিক উল্কাপাতের জায়গাটি সরকারকে দান করে দেন। উল্কাপিণ্ডের চারপাশে একটি পাথরের অ্যাম্ফিথিয়েটার তৈরি করা হয়েছে এবং কাছাকাছি একটি দর্শনার্থী কেন্দ্র তৈরি করা হয়েছে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই স্থান পরিদর্শন করতে আসে।
(কালেক্টেড)

02/02/2024

🔺বগুড়া মহাস্থানগড়ে ১৩’শ বছর আগের কূপ পাওয়া গেছে ………………………………………………………………………….বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁ...
02/02/2024

🔺বগুড়া মহাস্থানগড়ে ১৩’শ বছর আগের কূপ পাওয়া গেছে
………………………………………………………………………….
বগুড়ার মহাস্থানগড়ে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়িতে পাওয়া গেছে ১৩ শ বছর পুরোনো কূপ সহ আড়াই হাজার বছরের প্রাচীন নিদর্শন। বাংলাদেশ ও ফ্রান্স সরকার যৌথভাবে এই খোঁড়ার কাজ পরিচালনা করে। মহাস্থানগড়ের বৈরাগীর ভিটার ৫টি জায়গায় খোঁড়ার সময় মোট ৮টি কূপের সন্ধান পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এই এলাকাটি কোন বাণিজ্যিক কেন্দ্র অথবা খাদ্য গুদামঘর ছিল। সেখানে বেশ কিছু মৃৎপাত্র, মৃৎপাত্রের ভগ্নাংশ, মাটির বিশালাকার একটি মটকা পাওয়া গেছে। মৃৎপাত্রগুলো উজ্জ্বল চকচকে কালো মসৃণ, যা মৌর্য আমলের বলে মনে করা হয়। কূপগুলোর মধ্যে একটি কূপ একেবারেই ব্যতিক্রম। কূপটি প্রায় ৬ফুট গভীর এবং ৪৬ সারি ইটের গাঁথুনি বিশিষ্ট কূপ। এছাড়া অন্যগুলো পাতকূপ। প্রত্নবিদদের মতে, ইটের গাঁথুনি বিশিষ্ট কূপটি সপ্তম থেকে অষ্টম শতাব্দীর অর্থাৎ পাল আমলের হতে পারে এবং এই কূপ থেকে মানুষেরা খাবার পানি সংগ্রহ করত। এগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি, আমাদেরও প্রাচীন নগর সভ্যতার ইতিহাস রয়েছে।

01/02/2024

22/07/2023

11/07/2023

Old is gold 🪙

10/07/2023

relatablehaiboss sukdeb978

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
05/07/2023

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
21/06/2023

I've just reached 200 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

05/05/2023

sukdeb978 Cutting Satisfying video

19/07/2021

দুরত্ব গজিয়েছে জানি তবু জোর করে কাছে আসি 🥀
পাশে থাকা ক্ষণিকের হলেও অভাবটা বারোমাসি 🍂
🍁সু ক দে ব🍁

01/07/2021

😁😁🥴😂😂

30/06/2021

গল্পঃ তোমার ব্যার্থতায় ভরা..💔🥀
তবুও রাত শেষে 🌸🍂 তোমার গল্পে তুমিই সেরা 🖤🍃

30/06/2021

সম্পর্ক রক্তের বাঁধনে নয়,
অনুভুতির বাঁধনে তৈরি হয়।
যেখানে অনুভুতির বাঁধন থাকে ,
সেখানে পর ও আপন হয়।
আর অনুভুতির বাঁধন থাকেনা,
সেখানে আপন ও পর হয়।
❤ রবীন্দ্রনাথ ঠাকুর

Address

Contai

Telephone

+919832706447

Website

Alerts

Be the first to know and let us send you an email when sukdeb978 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to sukdeb978:

Videos

Share