15/05/2024
● বর্ষার দার্জিলিং ●
◆ চার দিন /পাঁচ রাত্রির প্যাকেজ মাত্র ৬,৫০০ টাকায়
■ ট্রেন টিকিট, হোটেলের খাওয়া-থাকা, সাইটসিন সবকিছু নিয়ে ■
দার্জিলিং বরাবরই বাঙালির প্রিয়। ম্যাল, কাঞ্চনজঙ্ঘা, কেভেন্টার্স, গ্লেনারিজ সব মিলিয়ে সে এক জমজমাট ব্যাপার। সারাদিন জুড়ে আকাশে মেঘেদের খেলা, রাস্তার বাঁকে বাঁকে ঘন কুয়াশা, ম্যালে রঙবেরঙের ছাতার ভিড় আর একটা মিষ্টি শীতের আভাস। বর্ষার পাহাড়, বিশেষ করে দার্জিলিং অদ্ভুত মায়াবী।
আর ঠিক এই সময়ের জন্যেই আমরা নিয়ে এসেছি মনসুন স্পেশাল প্যাকেজ। মাত্র ৬,৫০০ টাকায় দার্জিলিং! কি লোভ হচ্ছে তো? আসুন একবার ঝট করে চোখ বুলিয়ে নি প্যাকেজের ডিটেইলসে।
■ প্যাকেজে যা যা রয়েছে:
● ট্রেন: স্লিপার ক্লাস।
● গাড়ি: শিলিগুড়ি/নিউ জলপাইগুড়ি পিকআপ এন্ড ড্রপ। দার্জিলিংয়ের সাইটসিন।
● থাকা: স্ট্যান্ডার্ড হোটেল।
● খাওয়া: প্রথমদিনের মধ্যাহ্নভোজ থেকে শুরু করে তৃতীয় বা চতুর্থদিনের প্রাতরাশ অবধি রোজ তিনবেলা খাওয়াদাওয়া।
● সাইটসিন:
◆ প্রথম দিন: কার্শিয়াং ভিউপয়েন্ট, রোহিনী ফলস হয়ে দার্জিলিং।
◆ দ্বিতীয় দিন: তাকদা, তিনচুলে, লামাহাট্টা।
◆ তৃতীয় দিন: টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, তেনজিং রক, গম্বু রক, রঙ্গীত ভ্যালি টি এস্টেট, হিমালয়ান মাউন্টেনেয়ারিং ইনস্টিটিউট, জ্যু।
◆ চতুর্থ দিন: গোপালধারা টি এস্টেট, মিরিক, টিংলিং ভিউপয়েন্ট, নেপাল সীমানা, লেপচাজগত পাইন ফরেস্ট, ঘুম রেলওয়ে স্টেশন হয়ে নিউ জলপাইগুড়ি ড্রপ |
● সমস্ত পার্কিং, পারমিট সংক্রান্ত খরচ।
■ যা যা প্যাকেজের মধ্যে নেই:
● ট্রেনের খাওয়াদাওয়া।
● রাস্তাঘাটে খাওয়াদাওয়া।
● কোনো প্রবেশমূল্য।
● কোনো নিজস্ব খরচাপাতি
■ যোগাযোগ:
📲 9874333349 / 8942036168
/ 9564823342