Honest Talks

Honest Talks The constitution has given me the right to speak with my head held high. "Truth Unveiled, Conversations Unfiltered: Honest Talks."

17/12/2024

বাংলার মেয়ে দীপিকা এবার বিশ্বকাপে।




26/08/2024

HOW BANGLADESHI SPARED FAKE NEWS USING SOCIAL MEDIA | HONEST TALKS

13/08/2024

দিকে দিকে একটাই আওয়াজ উঠুক রেপিস্ট এর ফাঁসি চাই।

বাংলাদেশ এর হিন্দুরা নাকি ভারত দরদী, সেই জন্য বেছে বেছে হিন্দু মন্দির ও বাড়িতে হামলা হচ্ছে, কয়েক হাজার হিন্দু অলরেডি ম...
06/08/2024

বাংলাদেশ এর হিন্দুরা নাকি ভারত দরদী, সেই জন্য বেছে বেছে হিন্দু মন্দির ও বাড়িতে হামলা হচ্ছে, কয়েক হাজার হিন্দু অলরেডি মারা গেছে, কিন্তু বাংলাদেশের মিডিয়া একদম চুপ। এবার আমাদের ভারতীয় হিন্দুদের কিছু করতে হবে, বাংলাদেশের সমস্ত মেডিকেল ভিসা বন্ধ করার উপযুক্ত সময় এটা, ওরা একটু বুঝুক।আপনারা সবাই হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করে প্রতিবাদ জানান।


Shout out to my newest followers! Excited to have you onboard! Askar Ali, Murari Nancharaiah, Vishnu Kant Roy, Sachin Ma...
10/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Askar Ali, Murari Nancharaiah, Vishnu Kant Roy, Sachin Mantri, Karthikeyan Muthukrishan, Modem Anji Reddy, Naveen Revankar, Arun Kumar, Siva Dhanavath, Deva Balan, Revathi Kumaran, Srinu Komandla, Kolanu Srisailam, Sunil Kohale, Mohan Raj, Deepak Lalka, Rohan Zahid, Chinnakondu Somasekhar Reddy, Dhamu Dhamodharan, Usmleto Mdfellow, Guru Chethan, Huzefa Abdullah, Arunima, Drx Rabindra Nath Kar, Srinivasan Seetharaman, Ashiq, Santhu Katu, Chetna Patel, Dhanunjaya Dhanunjaya, Javed Khan, Kushi, Deivasigamani Mani, Saravannan Saravannan, Kaja Haji Basha Khb, Anuj Yadav Yadav, Natesan, Vicky Arora Jaswinder Singh, Thiyagarajan Madubalan, Bragadesh Rajaraman, Hari Ramakrishnan, Bijeesh Chinchumon

Champions in childhood 🥰
06/07/2024

Champions in childhood 🥰

Champion..... 🥰
05/07/2024

Champion..... 🥰

☝️
05/07/2024

☝️

24/05/2024

ISI LAPDOG PINAKI BHATTACHARJEE EXPOSED | HOW BANGLADESI PEOPLE FOOLED BY PINAKI! | HONEST TALKS

20/10/2023

স্কুল ফ্রেন্ড:

প্রত্যেকটা মানুষের জীবনের যত স্মৃতি আছে, তারমধ্যে সবচেয়ে তরতাজা স্মৃতি হল স্কুলজীবনের স্মৃতি, স্কুলের বন্ধু/বান্ধবী যাদের সাথে জীবনের শুরুর দিন গুলো কাটে, যাদের সাথে সামান্য বই, খাতা, পেনসিল, পেন নিয়ে ঝগড়া হতো, মারামারি হতো আবার দিনশেষে স্কুল শেষ হলে তাদের ই খুঁজতাম একসাথে বাড়ি ফেরার জন্য, যাদের বাড়ির সামনে গিয়ে রোজ হাক দিতাম স্কুল যাওয়ার জন্য, স্কুল না গেলে যাদের জন্য মন খারাপ হতো, তারাও আজ অনেক দূরে চলে গেছে, দোষ আমাদের ই আমরাই নিজেদের জীবনে টাকা পয়সা, বা সোশ্যাল মিডিয়াতে নিজেদের পরিচিতি বানাতে এতটাই ব্যস্ত যে, যে বা যারা স্কুল না গেলে একসময় ক্লাস করতে ভালো লাগতো না তাদের নামের পাশে সবুজ বাতি দেখেও একটা " কেমন আছিস বন্ধু " বলে মেসেজ করার সময় আমাদের নেই, সত্যি কি আমাদের সেই সময় নেই যে বা যাদের ছাড়া স্কুলের টিফিন টাইম কাটত না তাদের একটা ছোট্ট মেসেজ করার, আছে আসলে আমরা সবাই জীবনের রেস এ ব্যস্ত, জীবনের ইদুর দৌড় এর রেস, তাইতো কখনো মনে হলেও তাদের সাথে অনেক কথা বলা হয় না, বলা হয় না, "কিরে স্কুল যাবি না", বলা হয় না "দোস্ত তোকে মিস করি খুব", বলা হয় না বন্ধু তোকে ভালবাসি খুব"। ❤️❤️❤️

সব স্কুল ফ্রেন্ডদের জন্য লেখাটা।

©️Yamraaj

24/08/2023

হিন্দী ভাষা

যদি কৃত্তিবাস ওঝাকে জিজ্ঞেস করা হত, তিনি কোন ভাষায় রামায়ণ লিখেছেন, তিনি কি উত্তর দিতেন? তিনি বলতেন, "বঙ্গভাষা" ।

যদি গোস্বামী তুলসীদাসকে জিজ্ঞেস করা হত, তিনি কোন ভাষায় রামায়ণ লিখেছেন, তিনি কি উত্তর দিতেন? তিনি বলতেন, "অওয়ধী" (अवधी) ভাষা।

অথচ আজকে প্রচার করা হয়, তুলসীদাস ছিলেন হিন্দী কবি।

"হিন্দী" শব্দটা লক্ষ্য করলেই বোঝা যায়, এটা আদি ভারতীয় শব্দ নয়। এটা এদেশে এসেছে ইসলামিক পর্যটকদের এবং আক্রমণকারীদের মাধ্যমে, যাঁরা সিন্ধু নদীকে হিন্দ কিম্বা হিন্দু নদী বলতেন, এবং তার এপারের দেশকে বলতেন হিন্দুস্তান।

প্রকৃতপক্ষে ভারতবর্ষে হিন্দী বলে কোনও ভাষাই ছিল না। উত্তর ভারতের ভাষাগুলি ছিল গুরুমুখী, রাজস্থানী, হরিয়ানভী, গুজরাতী, ভীল, কোল, গাহরওয়ালী, অওয়ধী, খড়িবোলী, ভোজপুরী, মগধী, মৈথিলী ইত্যাদি। আর একটু দক্ষিণে ছিল বুন্দেলখন্ডী, রোহিলখন্ডী, ছত্তিসগড়ী ইত্যাদি। ছোটনাগপুর অঞ্চলে ছিল খোরঠা, মানভূমী বাংলা, ইত্যাদি।

এছাড়া ছিল ভারতের আদি বাসিন্দাদের অস্ট্রিক-দ্রাবিড় ভাষাগুলি, যেমন সাঁওতালী, মুন্ডারী, ওরাওঁ, বিরহোড়, হো ইত্যাদি।

উত্তর ভারতের ভাষাগুলির সঙ্গে ইসলামিক ভাষাগুলির সঙ্গমে সৃষ্টি হয় উর্দু নামে একটি ভাষা, যেটি মূলতঃ পাঠান এবং মুঘল সৈন্যদের মধ্যে প্রচলিত ছিল। ওয়র্দ (वर्द) কথাটার মানে হল সৈন্য, যার থেকে ভাষাটির নামকরণ হয়েছে।

ইংরেজরা এসে এখানকার সব অধিবাসীদেরই নামকরণ করল নেটিভ হিন্দু, জাতিধর্মনির্বিশেষে। বলাই বাহুল্য, কথাটা খুব সম্মানজনক অর্থে তারা ব্যবহার করত না। পরাজিত জাতিকে কে-ই বা সম্মান করে? আর সরকারী ভাষা হিসেবে ইংরেজির সঙ্গে রইল ফারসী। কথ্য ভাষা হল উর্দু।

মির্জা গালিব থেকে মুনসী প্রেমচন্দ পর্যন্ত সবাই লিখতেন উর্দুতে। ১৮৫৭ সালের মহাবিদ্রোহের পর ইংরেজের মাথায় ঢোকে হিন্দু আর মুসলিমরা হল দুটো আলাদা ধর্মের লোক, যাদের ঐক্যে ফাটল ধরাতে না পারলে আবার অনুরূপ একটি বিদ্রোহের সম্ভাবনা। এই পরিকল্পনার অঙ্গ হিসেবে জন্ম নিল মুসলিম লীগ এবং তার হিন্দু সংস্করণ, হিন্দু মহাসভা। এবার হিন্দুদের দরকার একটা ভাষা, কারণ উর্দুটা বড্ড মুসলিম ঘেঁষা। রাতারাতি সংস্কৃত অর্থাৎ দেবনাগরী অক্ষরগুলি দিয়ে উর্দু লেখা শুরু হল। একটা জগাখিচুড়ি ভাষার সৃষ্টি করা হল, যার অধিকাংশ শব্দ উর্দু, ব্যাকরণ উর্দু, উচ্চারণও উর্দু। শুধু কিছু সংস্কৃত শব্দ ঢুকিয়ে তাকে হিন্দী ভাষা বলে চালানো হতে লাগল। মাঝখান থেকে উর্দু ভাষার যে মিষ্টতা, সেটা গেল নষ্ট হয়ে।

হিন্দী ভাষা যে আদতে উর্দু ভাষা, তার প্রমাণ এখনও এই ভাষার সর্ব অঙ্গে। প্রথমতঃ, সংস্কৃত বাক্যে কর্তার লিঙ্গ কর্তার গায়ে, কর্মের লিঙ্গ কর্মের গায়ে থাকে।

रामस्य माता। सीताया पिता।

উর্দুতে তার উল্টো। কর্মের লিঙ্গ কর্তার গায়ে চলে আসে। হিন্দীতেও তাই।

राम की माता। सीता का पिता।

এর ফলে ভারতের বেশিরভাগ লোক সঠিকভাবে হিন্দী বলতে পারে না। কারণ বেশিরভাগ ভারতীয় ভাষায় এই লিঙ্গের ঝামেলা নেই।

হিন্দীর "अ“-এর উচ্চারণ উর্দু "अलिफ"-এর মতন। মোটেই দেবনাগরী "अ"-এর মতন নয়। দেবনাগরী মানে সংস্কৃত "अ"-এর সঠিক উচ্চারণ হয় ভোজপুরী, মৈথিলী, মগধী, ওড়িয়া, অসমিয়া এইসব ভাষায়। বাংলা ভাষায কোনো কোনো শব্দে দেবনাগরী "अ"-এর উচ্চারণ হয়, যেমন বল, পথ, সরোবর ইত্যাদি, আবার কোনো কোনো শব্দে তা ও-কারের মতন উচ্চারণ হয়, যেমন মন, বন, গরু ইত্যাদি।

কিন্তু হিন্দীতে अ-এর সবসময় উর্দু अलिफ-এর মতন উচ্চারণ হয়।
সংস্কৃত শব্দের অ-কারান্ত উচ্চারণ ওড়িয়া ভাষায় রয়ে গেছে, বাংলায় কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। কিন্তু হিন্দীতে উর্দুর হসন্তযুক্ত উচ্চারণ থেকে যাওয়ার ফলে অদ্ভুত শুনতে লাগে।

যেমন, "भारत" শব্দের উচ্চারণ "ভারত" কিন্তু "भारती" শব্দের উচ্চারণ হল "ভার্তী"। "कमल" শব্দের উচ্চারণ হল "কমল" কিন্তু "कमला" শব্দের উচ্চারণ হল "কম্লা"।

এই জগাখিচুড়ি ভাষাটিকে সরকারী ভাবে চাপিয়ে দেবার ফলে উত্তর ভারতের বেশিরভাগ ভাষা অবলুপ্ত হতে বসেছে। অনেক শিক্ষিত বাঙালি এখন ভোজপুরী, মৈথিলী, খোরঠা ইত্যাদি উত্তর ভারতের মূল ভাষাগুলিকে হিন্দীর উপভাষা বলে মনে করেন।

দুঃখের কথা হল, এমন একটা ভাষাকে রাষ্ট্রভাষা বলে চালানোর চেষ্টা হচ্ছে, যেটা ভারতের কোনও অঞ্চলের মানুষের মাতৃভাষা নয়। কিন্তু উত্তর ভারতের মানুষের মগজধোলাই করে তাদেরকে নিজেদের মাতৃভাষা ভুলিয়ে দিয়ে হিন্দীকে তাদের মাতৃভাষা বলে চালানো হচ্ছে।

দক্ষিণ ভারতে তামিল এবং তার আনুষঙ্গিক ভাষাগুলি যেমন মালয়ালম, কন্নড়, তেলুগু এগুলি অবশ্য তাদের অস্তিত্ব বজায় রেখেছে, আর এখনও হিন্দীর আধিপত্য অস্বীকার করে চলেছে।

যারা হিন্দু হিন্দী হিন্দুস্তান বলে লাফাচ্ছে, তারা যদি বুঝত যে এটা আসলে মুসলমানদের ভাষা, তাহলে বোধহয় লাফাত না। যাই হোক, সেটা তাদের সমস্যা।

আমাদের সমস্যা হল, আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা, যার প্রায় হাজার বছরের বেশি সাহিত্যের ইতিহাস আছে, কুক্কুরীপাদ, ভুসকু-র থেকে শুরু করে চন্ডীদাস, গোবিন্দদাস, কৃত্তিবাস, কাশীরাম দাস, মাইকেল, বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, ত্রৈলোক্যনাথ, সুকুমার রায়, পরশুরাম, শরৎচন্দ্র, প্রেমেন্দ্র মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, সত্যজিৎ রায় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি মহামূল্যবান রত্নের সমাবেশে তৈরি এই সমৃদ্ধ ভাষা, পৃথিবীর সাহিত্য জগতে যার বেশি তুলনা পাওয়া যাবে না, সেই ভাষাও এরপর অওয়ধি, মগধী, মৈথিলী, বুন্দেলখন্ডী ভাষার মতন হিন্দীর চাপে অবলুপ্ত হয়ে যাবে কিনা।

যদিও এই এক হাজার বছর ধরে অনেক আঘাত সামলে এই ভাষা এখনও শুধু টিঁকে আছে তাই নয়, অনেক সমৃদ্ধ হয়েছে। কিন্তু ব্যবসায়ী মহলের প্রচন্ড চাপে এই ভাষা যাতে হারিয়ে না যায়, তা দেখা আপনার, আমার, সবার কর্তব্য।
াংলা

Address

CHINSURAH
Chinsurah
712103

Telephone

+918240916405

Website

Alerts

Be the first to know and let us send you an email when Honest Talks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Honest Talks:

Videos

Share