14/02/2024
*আজ ১৪ ই ফেব্রুয়ারী*। ২০১৯ সালের ১৪ই ফেব্রুয়ারি ভারতের নিরাপত্তা কর্মীদের বহনকারী একটি গাড়ি বহর জম্বু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার লোথোপোড়া (অবন্তীপাড়ার কাছাকাছি) অতিক্রমকালে জম্বু শ্রীনগর জাতীয় সড়কে একটি বাহন-বাহিত আত্মঘাতী বোমা হামলার শিকার হয়। এই হামলার ফলে ৪০ জন কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বল (সিআরপিএফ) এবং আক্রমণকারী মারা গিয়েছিলেন। পাকিস্তান ভিত্তিক ইসলামী জঙ্গি সংগঠন জাইশ-ই -মোহাম্মদ এই হামলার দায়ভার স্বীকার করেছে। হামলাকারী ছিলেন আদিল আহমদ দার। পরবর্তীকালে ভারতের তদন্ত সংস্থা এনআইএ উনিশ জন অভিযুক্ত কে সনাক্ত করে এবং এর মধ্যে ৬ জনকে প্রধান অভিযুক্ত করে হত্যা করা হয়েছিল এবং সাত জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর এক মুহুর্ত চুপ করে থাকেনি নয়াদিল্লি।কূটনৈতিক কৌশলের সঙ্গে সামরিক কৌশলেও সান দেয় ভারত। পাকিস্তান থেকে ভারতে আসা, আমদানিকৃত সামগ্রীর শুল্ক ২০০ শতাংশ বাড়িয়ে দেয় দিল্লি। পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্স নেশন তকমা তুলে নেয় ভারত। কূটনৈতিক পথে এই ঘটনার সঙ্গেই বিশ্বমঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে শুরু করে ভারত। FATE এর মঞ্চেও সন্ত্রাসে আর্থিক মদত ঘিরে ইসলামাবাদকে নাস্তানুবুদ করে ছাড়ে ভারত।এরপর চলে সামরিক পথে জবাব। পাকিস্তানের মাটিতে গিয়ে পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবিরকে গুঁড়িয়ে দেয় ভারতের বায়ুসেনা। তার পাল্টা চেষ্টায় ভারতের আকাশ সীমায় ঢোকার চেষ্টা করে পাক যুদ্ধবিমান। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ সালে পাক যুদ্ধ বিমান F-16 কে দেখেই তাকে পাল্টা যুদ্ধবিমান নিয়ে ধাওয়া করেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তিনি মিসাইল দিয়ে পাকিস্তানের একটা যুদ্ধবিমান গুঁড়িয়ে দেন এবং পাকিস্তানে তিনি দুর্ঘটনাবশত অবতরণ করেন। এরপর বিশ্ব নেতা নরেন্দ্র মোদির কূটনৈতিক চাপে, শেষে ভারতের বীর উইং কমান্ডারকে ছাড়তে বাধ্য হয় পাকিস্তান।
*আসুন আজকের দিনটি আমরা শহীদ দিবস হিসেবে পালন করি*।