Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah When it is the autumn season, we celebrate the homecoming of Goddess Durga and her children in Bengal

11/09/2023

মহাশয়/মহাশয়া,
আগামী ১৭.৯.২৩ (17.09.23)রবি বার, বৈকাল ৩.৩০ মিনিটে (3.30pm)আমাদের এই বছরের (২০২৩) হরোগৌড়ী পূজা উপলক্ষে বার্ষিক সাধারন সাভার আয়োজন করা হয়েছে। বিশেষ ভাবে অনুরোধ এই সভাটিতে আপনি/আপনারা (পুরুষ ও মহিলা সদস্য ও সদস্যা) অবশ্যই উপস্থিত থাকবেন।
সাভার আলোচ্য বিষয়:
১) পূর্ববর্তী (২০২২) বছরের হরোগৌড়ী পূজার পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা,
২) ২০২২সালের এই পূজোর আয় ও ব্যয়ের হিসাব পেশ।
৩) এই বছরের ২০২৩ সালের নূতন কমিটি গঠণ।
৪) এই বছরের এই হরোগৌড়ী পূজা ও পূজার দিনগুলিতে বিভিন্ন কর্মসূচী/কর্মকাণ্ড বিষয়ে বিস্তারিত আলোচনা।
৫) বিবিধ
সকলে খুব ভালো থাকুন,
ধন্যবাদান্তে;
যুগ্ম সম্পাদক: প্রবীর কুমার ঘোষ (বাপি) ও প্রসূণ ভৌমিক (বুবাই)।

05/09/2023

আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ: হরোগৌড়ীতলা দুর্গা পূজা কমিটি:
আসন্ন ২০২৩ সালের মা দুর্গা পূজা উৎসব উপলক্ষে আমরা পূজার দিনগুলিতে কিছু কর্মসূচী গ্রহণ করেছি।
কর্মসূচী গুলি যথাক্রমে;
পঞ্চমী (১৯.১০.২৩) বৃহস্পতি সন্ধ্যায় এক বেতার শিল্পী (সরোদ বাদক)দ্বারা সরোদ পরিবেশন। এছাড়াও ঐ দিন থাকছে চুঁচুড়া র এক সানামধন্য গ্রুপের দ্বারা ভায়োলিন ও অন্যান্য শ্রুতি মধুর যন্ত্রাংশ পরিবেশন।
দ্বিতীয় দিন অর্থাৎ মহা ষষ্ঠী র দিন (২০.১০.২৩) শুক্র বার সন্ধ্যায় কমিটির দ্বারা পরিচালিত চুঁচুড়া বড়ো বাজারের জোড়া ঘাটের নিকট অবস্থিত (প্রণব কন্যা আশ্রম) আশ্রমের( কর্ণধার)
রাণীমা ও অনাথ ছোট ছোট ছাত্র ছাত্রী দের হতে খাদ্য দ্রব্য ও দৈনন্দিন ব্যবহৃত দ্রব্য বিতরণ।
এছাড়াও ঐ দিন থাকছে চুঁচুড়া র
এক নৃত্য গ্রুপ দ্বারা নৃত্য পরিবেশন।
আমাদের পূজা কমিটি পূজায় সমস্ত নিয়ম বিধি পুঙ্খানুপঙ্খভাবে পূজার কাজ সমাপ্ত করা ও সাথে সাথে পূজার তিন দিন দূপুরে একসাথে খাওয়া দাওয়া র করার প্রতিশ্রুতি নিয়েছে।
আশাকরি এই সমস্ত কর্মসূচী প্রতি বছরের মতো এবারও সকলের কাছ হইতে সব রকম সহযোগিতা পাবো।
মা দুর্গার কাছে সকলে যাহাতে সব রকম ভাবে ভালো থাকেন সেই কামনা করি।
সকলে খুব ভালো থাকবেন।
যুগ্ম সম্পাদক: শংকর (শঙ্কু) ও প্রবীর (বাপি) ঘোষ।

অপেক্ষার আর ১০০ দিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
12/07/2023

অপেক্ষার আর ১০০ দিন

সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।

।।অঞ্জলি লহ মোর সঙ্গীতে।।Pujopedia - পুজোপিডিয়া Puja Chronicles Kolkata 'চুঁচুড়া দুর্গাপূজা'-'Chinsurah Durga Puja' Ban...
28/11/2022

।।অঞ্জলি লহ মোর সঙ্গীতে।।

Pujopedia - পুজোপিডিয়া Puja Chronicles Kolkata 'চুঁচুড়া দুর্গাপূজা'-'Chinsurah Durga Puja' Bangalir Praner Pujo - বাঙালির প্রাণের পুজো

ফিরে দেখা সরস্বতী পুজো ২০১৭||Pujopedia - পুজোপিডিয়াPuja Chronicles Kolkata
24/11/2022

ফিরে দেখা সরস্বতী পুজো ২০১৭||

Pujopedia - পুজোপিডিয়া

Puja Chronicles Kolkata


ফিরে দেখা ২০২০!!!
23/11/2022

ফিরে দেখা ২০২০!!!

22/11/2022

চুঁচুড়া আমার প্রাণের শহর ও ঋষি ওয়ার্কস এর পরিচালনায় আমাদের হরগৌরী পুজো কমিটি র সম্পাদক শ্রী প্রসুন ভৌমিক এর সাক্ষাৎকার ও কিছু বিশেষ মুহূর্ত। 🙏

সাক্ষাৎকার নিতে যারা এসেছিলেন তাদের কে অনেক ধন্যবাদ ও অভিনন্দন। 🙂

#কার্তিক

Pujopedia - পুজোপিডিয়া

20/11/2022

🙏

20/11/2022

আবার আমাদের এক ঐতিহ্য মন্ডিত শ্রী শ্রী হরোগৌরি পূজার সমাপন হলো। এবারের ৭৮ তম বর্ষ শেষ হলো। এবারের পূজোর যে বিশেষ সামাজিক কর্মসূচি গুলি পালন করা হলো, সেই সামাজিক কর্মসূচি পালন করার জন্য যারা যারা চুপিসারে এই কর্মকাণ্ড (কর্মসূচি) সুসম্পন্ন করার জন্য বিশাল মনের পরিচয় দিলেন তাদের কে অর্থাৎ যিনি ডিম সিদ্ধ দিলেন, যিনি কলা ও বান পাউরুটি দিলেন, যিনি বড়বোন বিস্কুট দিলেন, যিনি চাপ সন্দেশ দিলেন বাচ্চাদের, এ ছাড়াও যিনি মহিলা দের স্যানিটারি ন্যাপকিন দিলেন তাদেরকে আর যে তিন জন ব্যক্তি 70pcs কম্বল দিলেন তাদেরকে, আবার যাঁরা প্রতীমা আনতে (প্রতিমা শিল্পীর পারিশ্রমিক) যে টাকা লাগে তাদেরকে, এছড়াও যিনি ও যারা দুদিন সকাল, রাত্রি ও দোধিকর্মার সমস্ত খরচ গ্রহণ করলেন তাদের সকলকে পুজো কমিটি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছে। এক্ষণে বিশেষ ভাবে উল্লেখ্য যে ঐ পূজার আয়োজন করার জন্য যে বা যারা এক টাকা থেকে সাত হাজার ও ততোধিক অনুদান বা চাঁদা দিয়াছেন তাদেরকেও কমিটি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছে। মহিলা পুরুষ ছোটরাও যে ভাবে আমাদের এই পূজো সুন্দর ভাবে হয় তার জন্য যে ভাবে আমাদের পাশে থেকে সহযোগিতা করলেন, যেমন পূজো সংক্রান্ত বিষয় মহিলারা সুন্দর ভাবে সুসম্পন্ন করলেন, সদস্য (ছোট ও বড়) রা যে ভাবে চাঁদা তোলার কাজ সুন্দর ভাবে সুসম্পন্ন করলেন, সর্বোপরি প্রতীমা নিয়ে আসা থেকে প্রতীমা নিরঞ্জন অবধি সুন্দর ভাবে সমস্ত কিছু সুসম্পন্ন করার জন্য প্রত্যেক কে পূজো কমিটি শুভেচ্ছা, ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছে।
আমরা এই ভাবেই আগামী দিন গুলি তে সকলকে নিয়ে, সকলের আশীর্বাদ নিয়ে দুটি পূজাকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমাদের বিশ্বাস, আশা আপনারা আমাদের পাশে সবসময় থাকবেন ও আমাদের সব কিছুতেই সহযোগিতা করবেন।
অনিচ্ছাকৃত ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
সকলের দীর্ঘায়ু, সুস্থ ও সুন্দর জীবন (ঠাকুরের আশীর্বাদে) কামনা করি।
ধন্যবাদান্তে: যুগ্ম সম্পাদক -
প্রবীর (বাপি), প্রসূণ (বুবাই)।

সমুদ্র বসু র লেখা" কার্তিক থেকে মুরুগণ " বই তে আমাদের  ঐতিহ্য হরগৌরী পুজো র নাম উল্লেখ করা হয়েছে। এতে আমরা গর্বিত। লেখক ...
20/11/2022

সমুদ্র বসু র লেখা
" কার্তিক থেকে মুরুগণ " বই তে আমাদের ঐতিহ্য হরগৌরী পুজো র নাম উল্লেখ করা হয়েছে।
এতে আমরা গর্বিত।
লেখক কে অনেক অভিনন্দন ও আগামী দিনের জন্য শুভকামনা রইলো।

Pujopedia - পুজোপিডিয়া

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

19/11/2022

বরণ পর্ব, হরগৌরী পুজো, ২০২২

হোম পর্ব, হরগৌরী পুজো, ২০২২
19/11/2022

হোম পর্ব, হরগৌরী পুজো, ২০২২

19/11/2022

কুমারী পুজো আমাদের হরগৌরী ঠাকুরের।

বিদায় বেলায় আমাদের হরগৌরী । 🙏
19/11/2022

বিদায় বেলায় আমাদের হরগৌরী । 🙏

18/11/2022
18/11/2022

Sankar jugalbandi

18/11/2022

Kumari puja Arati

18/11/2022

সন্ধ্যা আরতির কিছু মুহূর্ত
হরগৌরী পুজো, ২০২২
Pujopedia - পুজোপিডিয়া

18/11/2022

কম্বল বিতরণ, 17/11/22

গতকাল, 17/11/22, আমরা Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah  (হরগৌরী পুজো কমিটি) র পক্ষ থেকে 60 জন দুঃস্থ...
18/11/2022

গতকাল, 17/11/22, আমরা Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah (হরগৌরী পুজো কমিটি) র পক্ষ থেকে 60 জন দুঃস্থ ও গরীব মানুষদের আমরা কম্বল বিতরণ করে খুব আনন্দ পেলাম, ভবিষ্যতে আরো এইরকম কাজ করার ইচ্ছা আছে, আশীর্বাদ করবেন যেন এইরকম কাজ আমরা আরো করতে পারি 🙏

হরগৌরী পুজোর মুহূর্ত,২০২২
17/11/2022

হরগৌরী পুজোর মুহূর্ত,২০২২

17/11/2022

সন্ধ্যা আরতি 🙏🏻

17/11/2022

হরগৌরী পুজো, চুঁচুড়া, ২০২২
সন্ধি পুজো
Pujopedia - পুজোপিডিয়া

গতকাল 13/11/2022, আমাদের হরগৌরী পুজো কমিটির পক্ষ থেকে , একটি ইট ভাটা ( নলিনী ইট ভাটা) র 100 জন বাচ্চাদের জন্য আমরা টিফিন...
14/11/2022

গতকাল 13/11/2022, আমাদের হরগৌরী পুজো কমিটির পক্ষ থেকে , একটি ইট ভাটা ( নলিনী ইট ভাটা) র 100 জন বাচ্চাদের জন্য আমরা টিফিনের এর ব্যাবস্থা করেছিলাম। টিফিন এ ছিল
- ২ টি কলা
- ১ টা ডিম
- ১ প্যাকেট বিস্কুট
- ১ টি বান পাউরুটি
- ১ টি সন্দেশ

এ ছাড়াও ওখানেই 50 জন মহিলা দের জন্য sanitary pad বিতরণ করা হয়েছে পুজো কমিটির পক্ষ থেকে।

এই কর্মকান্ড র সাথে যুক্ত হতে পেরে, আমরা সবাই খুব আনন্দ পেয়েছি, ভবিষ্যতে এই ধরনের কাজ করার ইচ্ছা আছে ঠাকুর এর কৃপায়,
আশীর্বাদ করবেন এই রকম কাজ যেনো আমরা আরো করতে পারি।
🙏

13/11/2022

||আমাদের ছোট্ট প্রয়াস||

মাঝের রাস্তা হরগৌরীতলা পুজো কমিটি
আজ নলিনী ইট ভাটার ছোট ছোট ছেলে মেয়েদের টিফিন ও মহিলাদের ব্যবহার যোগ্য(sanitary pad) প্রদান করা হল।।

ধন্যবাদ সকলকে এই কর্মসূচি সুন্দর ভাবে সুসম্পন্ন করার জন্য সকল সদস্য ও সদস্যা এবং পাড়ার সকল নাগরিকবৃন্দ কে আমাদের কমিটি বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছে।

যারা যারা এই কর্মসূচি পালন করার জন্য অর্থ, দ্রব্রাদি, চাঁদা ও আমাদের পাশে থেকে আমাদের সহযোগিতা করলেন ও কমিটির সকলকেই ধন্যবাদ।

আগামী দিন গুলি আরো বেশী বেশী করে সকলের সবরকম সহযোগিতা পাবো আশা রাখি।
সবাই খুব ভালো থাকুন। সকলে মিলেমিশে থাকুন। খুব আনন্দে থাকুন।

ধন্যবাদান্তে, পূজা কমিটি।
যুগ্ম সম্পাদক: প্রবীর (বাপি), প্রসূন (বুবাই)।

ধন্যবাদান্তে, পূজা কমিটি।
যুগ্ম সম্পাদক: প্রবীর (বাপি), প্রসূন (বুবাই)।

হোম পর্ব,  মহা নবমী,  ২০১৮ সাল। Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah
25/10/2022

হোম পর্ব, মহা নবমী, ২০১৮ সাল।

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

পদ্ম ফুল।  🌸 সন্ধি পুজোর প্রস্তুতি,  ২০১৮ সাল। হরগৌরী দালান ।Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah
25/10/2022

পদ্ম ফুল। 🌸

সন্ধি পুজোর প্রস্তুতি, ২০১৮ সাল।

হরগৌরী দালান ।

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

25/10/2022
23/10/2022

আগামী 23'10'2022 তারিখে শ্রী শ্রী হরগৌরী পূজা উপলক্ষ্যে মন্দির প্রাঙ্গনে বৈকাল 3:30 মিঃ ঘটিকায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।উক্ত সভায় হরগৌরীপূজা কমিটির পক্ষ থেকে এলাকার সকল অধিবাসীকে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।

21/10/2022
ফিরে দেখা ২। ২০১৮ সাল। Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah
14/10/2022

ফিরে দেখা ২।

২০১৮ সাল।

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

ফিরে দেখা ।২০১৮ সাল। Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah
13/10/2022

ফিরে দেখা ।

২০১৮ সাল।

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

09/10/2022

প্রসাদ বিতরণ পর্ব ।

মা লক্ষী রা প্রসাদ বিতরণ এর দায়িত্বে।

কোজাগরী লক্ষী পুজো । 🙏২০২২।শিল্পী- শ্রী বীরেন পাল,  ধরমপুর Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah
09/10/2022

কোজাগরী লক্ষী পুজো । 🙏

২০২২।

শিল্পী- শ্রী বীরেন পাল, ধরমপুর

Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah

09/10/2022

।।মা লক্ষ্মীর আগমন।।

লক্ষী পুজোর প্রীতি ও শুভেচ্ছা সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন। সকলের মনোবাসনা পূর্ণ হোক এই কামনা করি। শুভ লক্ষী পুজো । 🙏
09/10/2022

লক্ষী পুজোর প্রীতি ও শুভেচ্ছা
সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন।
সকলের মনোবাসনা পূর্ণ হোক এই কামনা করি।
শুভ লক্ষী পুজো । 🙏

Address

Majher Rasta, Horogouritola, Buroshibtala
Chinsurah
712105

Telephone

+919830243384

Website

Alerts

Be the first to know and let us send you an email when Horogouritola Sorbojonin Durgotsav Samity, Chinsurah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Chinsurah

Show All