*তৃণমূল কংগ্রেসের ইস্তেহার ২০২৪*:
*দিদির শপথ*
#DidirShopoth!
***দেশের সব BPL পরিবার কে ১০ টি গ্যাস সিলিন্ডার বছরে বিনামূল্যে দেওয়া হবে !
****CAA আইন বাতিল করা হবে! NRC বন্ধ করা হবে !
*** UCC কোথাও চাপিয়ে দেওয়া হবে না !
**** দেশ জুড়ে লক্ষীভান্ডার, কন্যাশ্রী চালু হবে!
**** স্বামীনাথান কমিশনের রিপোর্ট কে আইন বানিয়ে কৃষক দের MSP দেওয়া হবে !
**** ১০০ দিনের কাজের নূন্যতম পারিশ্রমিক দৈনিক ৪০০ টাকা করা হবে !
প্রচারে: রাজিব সেখ (সহ - সভাপতি , চাপড়া ব্লক তৃণমূল কংগ্রেস)
#ReleaseWhitePaper #ReleaseWhitePaper
দীর্ঘ দু'বছর ধরে বাংলার প্রায় ৫৯ লক্ষ গরিব মানুষের হকের টাকা গায়ের জোরে, জোরজবরদস্তি আটকে রেখেছে কেন্দ্রের বিজেপি সরকার। আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলা নিজের অধিকার বুঝে নিতে প্রস্তুত।
আজ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলায় আসছেন। তিনি মিথ্যাচার করছেন যে, তার সরকার নাকি বাংলাকে আবাস ও ১০০ দিনের কাজের টাকা দিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চ্যালেঞ্জ করেছিলেন, ১০ পয়সার প্রমাণ দেখালে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। কিন্তু ৩ সপ্তাহ হয়ে গেল, শ্বেতপত্র পেল না বাংলা।
এবার তো শ্বেতপত্র প্রকাশ করুন মাননীয় প্রধানমন্ত্রী। বাংলার মানুষ যে অপেক্ষায়।
আসুন #ReleaseWhitePaper হ্যাশট্যাগটি ব্যবহার করি আমাদের সোশ্যাল মিডিয়াতে।
#ReleaseWhitePaper
মমতা বন্দ্যোপাধ্যায়ের জিন্দাবাদ
মহুয়া মৈত্র জিন্দাবাদ
আজ বিকালের কর্মসূচি:
আগামী ২০ মার্চ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের প্রিয় নেত্রী মহুয়া মৈত্রের সমর্থনে চাপড়া ভিলেজ হল ময়দানে যে সুবিশাল জনসভা অনুষ্ঠিত হতে চলেছে ।
আজ চোপড়া, রায়গঞ্জ এবং ইসলামপুরে জনসংযোগ যাত্রা করেন মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee।
এদিন উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে আরও অন্তত ২ লক্ষ মানুষের কাছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা পৌঁছে দেন তিনি।
মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবসে জাতির জনকের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মাননীয়া মুখ্যমন্ত্রী। তাঁর নামাঙ্কিত ১০০ দিনের কাজ প্রকল্পের গরিমা ও উদ্দেশ্য যাতে অক্ষুণ্ন থাকে, তা নিশ্চিত করতে Bharatiya Janata Party (BJP)-এর জমিদারদের বিরুদ্ধে ফের একবার আপসহীন সংগ্রামের শপথ নেন!
রাজ্যের আরও ২ লক্ষ ১৪ হাজার মানুষের কাছে সরাসরি সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী Mamata Banerjee!
সোমবার কোচবিহারে আয়োজিত সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানের মঞ্চ থেকে ১৯৮টি প্রকল্পের শিলান্যাস ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি! যার জন্য সব মিলিয়ে খরচ হবে ৫০০ কোটি টাকা!
বাংলার মা-মাটি-মানুষের সরকার আবারও প্রমাণ করল, তারা কাজে বিশ্বাসী, কথায় নয়।
রাজিব সেখ: সহ - সভাপতি নদীয়া উত্তর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস।
"জীবনের সবচেয়ে বড় জয় হলো
এমনকিছু করে দেখানো,
যা সবাই ভেবেছিলো তুমি তা কখনোই
করতে পারবেনা।
💚💚💚
Mahua Moitra - মহুয়া মৈত্র
#StandWithMahuaMoitra
#SameOnBJP
যখন কেউ আপনাকে নীচে নামানোর চেষ্টা করে, তার মানে আপনি তাদের থেকে অনেক উঁচুতে আছেন।
❤️❤️বাঘিনী❤️❤️
Mahua Moitra - মহুয়া মৈত্র
Rajib Shaikh : সহ সভপতি (নদীয়া উত্তর জেলা তৃণমূল যুব কংগ্রেস)
জনমানুষের নেত্রী, নিরীহ মানুষের জন্য আকুল প্রাণ ,সকলের প্রিয় নেত্রীর আজ জন্মদিন। আপনার জন্মদিনে হাজার হাজার মানুষের অন্তর থেকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। শুভ জন্মদিন দিদি❤️❤️🎂🎂
Mahua Moitra - মহুয়া মৈত্র
#ধিক্কার_জানাই_মোদী_অমিত_শাহ_পুলিশ_দের
কৃষিভবন থেকে তৃণমূল নেতা দের বের করতে পুলিশ পাঠালো মোদি-শাহ
*মহুয়া মৈত্র তার চেনা পরিচিত স্টাইলে বিজেপির জুমলা সবার সামনে আনলেন।*
এই বিল যেটাকে Women’s Reservation Bill বলা হয়। প্রথম এনেছিলেন রাজীব গান্ধী ,তারপর অটল বিহারির সময়ে ,মমতা ব্যানার্জি এই বিলটির উদ্দেশ্যে অনেক লড়েছিলেন । কিন্তু বিজেপি তা হতে দেয়নি। তারপর ২০১০ সালে বিলটি রাজ্যসভায় পাস হলেও বিজেপি তা লোকসভায় পাস হতে দেয়নি। আর আজ ভোটের আগে এটি পাস হলেও বিজেপি এখনো রুখে রেখেছে - কিভাবে 👇
১। বিলটি তখনই লাগু হবে, যখন Census হবে - কবে হবে বলা যাচ্ছে না অব্যশই ২০২৭ এর আগে না।
২। Census এর পর ডিলিমিটেশন হবে অর্থাৎ সিট্ বরাদ্ধ করা হবে
৩। তার পর গিয়ে এই বিল লাগু হবে
মানে ২০২৯? বলা যাচ্ছে না সেটাও।
মমতা ব্যানার্জি তো বিল ছাড়াই ৪০% এর বেশি মহিলা নির্বাচিত করেন, বিজেপি নির্বাচিত করে যার মাত্র ৮% মহিলা প্রতিনিধি ,যা দেশের মধ্যে সবথেকে নিম্ন।
বিজেপি মানেই জুমলা।
*খালি মিথ্যে ডাহা মি
হার না মানা যোদ্ধা ।
ভালোবাসার মানুষ
রাজিব সেখ ❤️❤️❤️
#AB
#অধিনায়কঅভিষেক
#AbhishekBanerjee
#ABJhukegaNehi