দিনেমারডাঙ্গা চন্দননগর পঞ্চপান্ডব জগদ্ধাত্রী পূজা কমিটি

  • Home
  • India
  • Chandannagar
  • দিনেমারডাঙ্গা চন্দননগর পঞ্চপান্ডব জগদ্ধাত্রী পূজা কমিটি

দিনেমারডাঙ্গা চন্দননগর পঞ্চপান্ডব জগদ্ধাত্রী পূজা কমিটি জগদ্ধাত্রী পূজা ও বাঙালি

21/12/2024
৫০-বর্ষে আসছি আমরা নতুন চমক নিয়ে সবার আমন্ত্রণ রইলো।।
02/12/2024

৫০-বর্ষে আসছি আমরা নতুন চমক নিয়ে
সবার আমন্ত্রণ রইলো।।

"যাবার বেলায় চোখে জলের খেলাযেন ফিরে দেখি তোমার মুখে হাসি,আসবো ফিরে আজ আসিআসবো ফিরে আজ আসি"।ছবি ও কারুকার্য ''Ayush Majum...
12/11/2024

"যাবার বেলায় চোখে জলের খেলা
যেন ফিরে দেখি তোমার মুখে হাসি,
আসবো ফিরে আজ আসি
আসবো ফিরে আজ আসি"।

ছবি ও কারুকার্য ''Ayush Majumdar"🤗...

পৌছোলে কৈলাশে? পৌঁছে একটা খবর দিও মাগো।ওই দেখো কাল যে রোগা ছেলেটা তোমাকে কাঁধে তুলছিল,দেখো আজ সে ৮.০৪ এর কাটোয়া ধরে অফি...
12/11/2024

পৌছোলে কৈলাশে? পৌঁছে একটা খবর দিও মাগো।ওই দেখো কাল যে রোগা ছেলেটা তোমাকে কাঁধে তুলছিল,দেখো আজ সে ৮.০৪ এর কাটোয়া ধরে অফিসে যাচ্ছে।আজ ওকে হয়তো অফিসে দুএকটা কথা শুনতে হবে মালিক,বা বসের কাছে, কিন্তু তাতে ওর কিছু এসে যায় না।ওর ওই যে বড়ো বাজারে মারোয়ারীর আড়তে কাজ করা ছেলেটা,ওর দুদিনের মাইনে কেটে নেবে,তাতেও ওর কিছু এসে যায় না।এই মাসটা একটু কষ্ট করে কাটিয়ে নেবে,ও তুমি চিন্তা করো না, তোমার ছেলেমেয়েরা এটা অত গায়ে মাখে না। তুমি তো দেখলে তোমাকে বড়ণ করার সময় কাকিমা কেমন করে ফুঁপিয়ে কেঁদে উঠলো,আর ছেলেগুলো তোমাকে কাঁধে তোলার সময়, কেন চোয়াল শক্ত করে বলে উঠলো "বলো বলো জগদ্ধাত্রী মাইকি জয়"আসলে ওরাও চোখের জল চাপার চেষ্টা করলো।ওই দেখো পাড়ার মেয়েগুলো ব্যাগ গুছিয়ে যার যার কৈলাশে ফেরার জন্য তৈরি হচ্ছে, ওদের ও চোখগুলো কেন ছলছল করছে?সারা বছর ওই মেয়েগুলো আর ছেলেগুলো একটু একটূ করে তোমার দেওয়া পয়সাই তোমার জন্য তুলে রাখে।ওই ইনকাম ট্যাক্স অফিসার থেকে বড়ো বাজারে মারোয়ারীর আড়তে কাজ করা ছেলেটার এক আবেগ, তুমি আসছো, তোমাকে ভালো করে রাখতে হবে। কি বোকা তোমার সন্তানেরা, ওরা জানেই না,কে কাকে ভালোরাখে।ঠিক আছে তুমি ওদের ওইভাবেই থাকতে দাও। অফিসের কটূক্তি, টাকা কেটে নেওয়া থেকে, শশুর বাড়িতে লাঞ্ছনা সবটাই চলে যায়,ওই সিংহের ওপরে তোমায় পা ঝুলিয়ে বসতে দেখে।চারদিন থাকার পর তুমি যখন লরিতে উঠে,হাতে মালা আর চাঁদমালা দুলিয়ে ফিরে যাও,তখন গলার কাছে দলা পাকিয়ে ওঠে যন্ত্রণা। কিন্তু তোমাকেও ফিরতে হয়, আর আমাদের ও ফিরতে হয় কাজে, সংসারে।এই সময় সমস্ত ফরাসডাঙার মায়েরা সাক্ষাৎ অন্নপূর্ণা হয়ে ওঠে। চাঁদা তুলতে গিয়ে "কাকিমা একটু জল দেবেন?"দিচ্ছি। একটু বাদে কাকিমা জলের সাথে নাড়ু এনে হাজির। চাঁদা যদিও পাঁচ টাকাও বাড়লো না,তবু ওই নাড়ু আর জলে মনটা ভরে যায়।'" আজ অফিসে যাওয়ার সময় দেখলাম বেদিতে তোমার কাঠামো, সাথে তোমার গলার মালা,আর চাঁদমালা ঝোলানো রয়েছে। ওটা তো তুমি তোমার ওই পাগল ছেলে মেয়েগুলোর জন্য রেখে যাও, ওরা যেন ভালো থাকে। ভালো ওরা থাকবে। অফিসে, সংসারে যুদ্ধ করেও বাঁচবে, শুধু তোমাকে প্রতি বছর এভাবেই তোমার এই চাঁদের আকারে বেঁকে যাওয়া, ভাগিরথী কূলের চন্দননগরে আসতে হবে। আসবে তো বছর বছর তোমার এই পাগল গুলোর জন্য?ওই যে দেখো তোমার ওই লরিতে তোমার পায়ের কাছে, ঘুমিয়ে আছে ছেলেটা,ওর বুকের ভেতর অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, কিন্তু দেখো ,কেমন তোমার কাছে শান্তিতে ঘুমোচ্ছে। আসবে তুমি জানি, কারণ শক্তিতে তুমি দেবতাদের অহংকার নাশ করেছিলে ঠিকই ,কিন্তু এই মা পাগল গুলোর কাছে তোমায় হারতেই হবে।।


2024

10/11/2024

মহা নবমীর হোম🥹🙏🙏

নবমী পূজার মুহূর্ত🙏মা সবার মঙ্গল করুক
10/11/2024

নবমী পূজার মুহূর্ত🙏
মা সবার মঙ্গল করুক

নবমীর মহা ভোগের আয়োজনে পঞ্চপাণ্ডব ❤️🙏
10/11/2024

নবমীর মহা ভোগের আয়োজনে পঞ্চপাণ্ডব ❤️🙏

শুভ মহা নবমীর আন্তরিক অভিনন্দন সকল কে🙏🙏আর কিছু সময়ের অপেক্ষা তার পর দেবী হৈমন্তিকা ঘরে ফেরার পালা আবার 365দিনের অপেক্ষা...
09/11/2024

শুভ মহা নবমীর আন্তরিক অভিনন্দন সকল কে🙏🙏
আর কিছু সময়ের অপেক্ষা তার পর দেবী হৈমন্তিকা ঘরে ফেরার পালা
আবার 365দিনের অপেক্ষায় থাকবো আমরা 🥹🙏
মা সবার মঙ্গল করুক
জয় মা জগদ্ধাত্রী🙏🙏

শুভ মহা সপ্তমীর সন্ধ্যায় সকল আগত দর্শনার্থী দের অভিনন্দন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও মায়ের এই অপরূপ রূপ দর্শন করুন🙏ম...
08/11/2024

শুভ মহা সপ্তমীর সন্ধ্যায় সকল আগত দর্শনার্থী দের অভিনন্দন
সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও মায়ের এই অপরূপ রূপ দর্শন করুন🙏
মা সবার মঙ্গল করুক 🙏

পূর্ণ রূপে সজ্জিত দেবী হৈমন্তিকা🙏শুভ ষষ্ঠীর অভিনন্দন সকল কে🙏
07/11/2024

পূর্ণ রূপে সজ্জিত দেবী হৈমন্তিকা🙏
শুভ ষষ্ঠীর অভিনন্দন সকল কে🙏

Address

Chandannagar

Alerts

Be the first to know and let us send you an email when দিনেমারডাঙ্গা চন্দননগর পঞ্চপান্ডব জগদ্ধাত্রী পূজা কমিটি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share