এkhon গolpo-Akhon Golpo

এkhon গolpo-Akhon Golpo নিৰ্ভেজাল আড্ডা, সাথে একটু গল্প ... ব্যা
(2)

প্রত্যেকের জীবনের কিছু টুকরো টুকরো কথা থেকে উঠে আসে অনেক গল্প। আর ক'জন বন্ধু মিলে সেই গল্পগুলোকেই একটু সাজিয়ে গুছিয়ে বলতে ভালবাসি অনেক মানুষের মাঝে। এই আমাদের গল্প - এখন গল্প।

আমাদের এই উদ্যোগ যদি আপানদের ভালো লাগে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনাদের ভালবাসা ও সহযোগিতাই আমাদের নতুনভাবে ভাবতে, আরও সুন্দরভাবে কাজ করতে প্রেরনা জোগায়।

আমাদের চ্যানেল লিঙ্ক - www.youtube.com/akhongolpo

এই শনিবার ৫ই অক্টোবর, দুপুর ২টোয় পার্কস্ট্রিট স্টারবাক্স্-এ Flywords Publications এর আয়োজিত একটি আলোচনা সভায় থাকছে এkhon...
04/10/2024

এই শনিবার ৫ই অক্টোবর, দুপুর ২টোয় পার্কস্ট্রিট স্টারবাক্স্-এ Flywords Publications এর আয়োজিত একটি আলোচনা সভায় থাকছে এkhon গolpo-Akhon Golpo ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের কো-ডিরেক্টর ব র ষা । সাথে থাকছে B**g Bhuture YouTube Channel -এর কর্ণধার Nirmalya Das এবং আরো অনেকে।
চলবে আড্ডা, গল্প, আলোচনা, বই প্রকাশনা, এবং আরও অনেক মজা। আমরা আছি ওইদিন ১২ টা থেকে।

আড্ডায় অংশগ্রহণ করতে এবং আমাদের সঙ্গে দেখা করতে চলে আসুন আপনিও।

প্রিয় মানুষ যদি দূরে, বহুদূরে চলে যায় তা বড় কষ্টের। বারবার তাকে আবার দেখতে ইচ্ছে করে, কাছে পেতে ইচ্ছে করে। কিন্তু সে যদি...
02/10/2024

প্রিয় মানুষ যদি দূরে, বহুদূরে চলে যায় তা বড় কষ্টের। বারবার তাকে আবার দেখতে ইচ্ছে করে, কাছে পেতে ইচ্ছে করে। কিন্তু সে যদি হঠাৎ আপনার কাছে ফিরে আসতে চায় আপনার কাছাকাছি? আর সেই ডাক যদি আসে বহুদূর থেকে? কি করবেন? সাড়া দেবেন সেই ডাকে?

চলুন শুনে নিই এখন গল্প-তে আজকের গল্প মাধবী ভট্টাচার্য এর লেখা সে ফিরে আসতে চায় গল্প অবলম্বনে “আবার আসবো ফিরে” এর প্রথম পর্ব।

গল্পটি শুনতে কমেন্ট সেকশনে প্রিমিয়ার লিঙ্ক দেওয়া রইলো।

টয়লেটের দরজা ঠেলে ঢুকতেই দেখল ভেতরটা বেশ ফাঁকা ফাঁকা। বাথরুম সেরে বেসিনের দিকে এগিয়ে থমকে দাঁড়াল অলীক। বাথরুম পুরো ফাঁ...
27/09/2024

টয়লেটের দরজা ঠেলে ঢুকতেই দেখল ভেতরটা বেশ ফাঁকা ফাঁকা। বাথরুম সেরে বেসিনের দিকে এগিয়ে থমকে দাঁড়াল অলীক। বাথরুম পুরো ফাঁকা। কিন্তু এই বাচ্চা মেয়েটা কী করছে এখানে ? কারোর সাথে এসেছিল নাকি ! মেয়েকে সঙ্গে নিয়ে জেন্টস বাথরুমে কেউ ঢুকবে কেন!

মেয়েটা একমনে বেসিনে ঝুঁকে হাত ধুয়েই চলেছে। হাইট দেখে মনে হচ্ছে বছর দশ বারো হবে বয়স। অলীক গলা খাঁকারি দিল। তবুও মুখ ফেরায় না। পিঠময় ছড়ানো কালো , কোঁকড়ানো চুল। হালকা গোলাপি রঙের ফ্রক নেমে এসেছে হাঁটু পর্যন্ত । পায়ে কোনো জুতো নেই। খালি পায়ে আজকাল কেউ চলাফেরা করে নাকি ! তাছাড়া মেয়েটার পায়ে এত কাদা মাখানো কেন! গোলাপি জামাটাতেও কাদার ছিটে । এই ঝাঁ চকচকে মাল্টিপ্লেক্সে কাদা আসবে কোথা থেকে !

অলীককে বেরোতে হলে মেয়েটাকে পাশ কাটিয়েই বেরোতে হবে। কিন্তু বেরোবে কী ভাবে ! গোটা ব্যাপারটার মধ্যে এমন কিছু একটা আছে , গা ছমছমে একটা অনুভূতিতে সারা শরীর জমে যাচ্ছিল ওর। একটু গলা খাঁকারি দিয়ে বলল,

অলীকঃ " তুমি এখানে ঢুকেছ কেন! এটা ছেলেদের বাথরুম ! মা কোথায় তোমার?"

মেয়েটা যেন বধির। এখনও একই ভাবে বেসিনে ঝুঁকে রয়েছে। আর অপেক্ষা না করে এগোল অলীক। তখনই বেসিনের ওপরে দেয়াল জোড়া আয়নায় চোখ পড়ল । মেয়েটা এবারে মুখ তুলেছে। সামনের আয়নায় দেখা যাচ্ছে ওর প্রতিবিম্ব। কোঁকড়ানো চুল মুখের দু পাশ দিয়ে নেমে এসেছে কাঁধের নীচে। দুচোখের মণিতে লেপটে আছে কাদা , নাকের ফুটো বন্ধ কাদাতে। মেয়েটা হাঁ করল কিছু বলতে চেয়েই বোধহয়। কিন্তু ওর মুখ ভর্তি কাদা , সেই কাদা নেমে আসছে ঠোঁট , চিবুক বেয়ে.....

এবার কি হল? জানতে হলে শুনতে হবে এখন গল্পের আগামী গল্প। আসছি আর কিছুদিনের মধ্যে।



#ভয়েরগল্প

সমস্ত বনেদী বাড়ির থাকে কিছু নিজস্ব নিয়ম। ঠিক তেমনই থাকে কিছু অভেদ্য রহস্য, যার গভীরে কখনো যেতে নেই। কিছু রহস্য এমনও থাকে...
18/08/2024

সমস্ত বনেদী বাড়ির থাকে কিছু নিজস্ব নিয়ম। ঠিক তেমনই থাকে কিছু অভেদ্য রহস্য, যার গভীরে কখনো যেতে নেই। কিছু রহস্য এমনও থাকে যার সমাধান করতে যাওয়া মানেই, রহস্যের অংশ হয়ে যাওয়া।
ঠিক এইরকমই এক রহস্য ভেদ করার চেষ্টা করেছিল রায় বাড়ীর ছোট বৌ।
তারপরই, তার সঙ্গে ঘটে গেল এমন কিছু ঘটনা যা সে দুঃস্বপ্নেও কল্পনা করেনি।

কি হয়েছিল তার সঙ্গে? জানতে পারবেন এkhon গolpo-Akhon Golpo চ্যানেলের নতুন গল্প শম্পাশম্পি চক্রবর্তী-র লেখা ভৌতিক রহস্য গল্প "বালিকা বধু"-র প্রথম পর্ব।

লিংক রইলো কমেন্টে।

"এখন গল্প"-র আগামী গল্পের কথা আজ থাক। আমাদের গল্প তৈরি, কিন্তু পরিস্থিতি কোনরকম বিনোদনের জন্য তৈরী নয়।  আর জি করের নৃশংস...
14/08/2024

"এখন গল্প"-র আগামী গল্পের কথা আজ থাক। আমাদের গল্প তৈরি, কিন্তু পরিস্থিতি কোনরকম বিনোদনের জন্য তৈরী নয়।
আর জি করের নৃশংস ঘটনায় আমরা যেমন মর্মাহত, তেমনই এ আমাদের সকলের লজ্জার। সময় এসেছে গর্জে ওঠার।
আজ, স্বাধীনতা দিবসের প্রাক্কালে চাইছি নতুন স্বাধীনতা। আমাদের অর্ধেক আকাশ যেন হয় মেঘমুক্ত। নারীর নিরাপত্তা, প্রয়োজনীয়তা খুঁজে নিক নিজেরাই। আজকের রাত দখল করুক মেয়েরা।
আজ রাতে প্রতিটা রাস্তার মোড়ে মোড়ে জ্বলুক আগুন। সেই আগুনে শুদ্ধ হয়ে যাক গোটা সমাজ, এই আমরা চাই।
আমরা, "টিম এখন গল্প" সবসময় পাশে আছি।

24/07/2024

সময়টা ষাটের দশক। রাজীব বিদেশ থেকে ফিরল বিদেশিনী বৌ নিয়ে। নতুন বৌয়ের সঙ্গে কারোর ভাব না হলেও জুটে গেল অদ্ভুদ কিছু বন্ধু। নতুন বৌয়ের আসেপাশে দেখা যেত প্রচুর কাক। কাকেরা যেন তার সমস্ত কথা শোনে, বোঝে।
এটা কি সত্যিই কোন অদ্ভুদ ব্যাপার নাকি ভয়ংকর কিছুর পূর্বাভাস?

জানতে হলে অবশ্যই শুনতে হবে এখন গল্প-এর আগামী নিবেদন সব্যসাচীর লেখা ভৌতিক রহস্য গল্প শমন অবলম্বনে "ওগো বিদেশিনী"।



সময়টা ষাটের দশক। রাজীব বিদেশ থেকে ফিরল বিদেশিনী বৌ নিয়ে। নতুন বৌয়ের সঙ্গে কারোর ভাব না হলেও জুটে গেল অদ্ভুদ কিছু বন্ধু। ...
22/07/2024

সময়টা ষাটের দশক। রাজীব বিদেশ থেকে ফিরল বিদেশিনী বৌ নিয়ে। নতুন বৌয়ের সঙ্গে কারোর ভাব না হলেও জুটে গেল অদ্ভুদ কিছু বন্ধু। নতুন বৌয়ের আসেপাশে দেখা যেত প্রচুর কাক। কাকেরা যেন তার সমস্ত কথা শোনে, বোঝে।
এটা কি সত্যিই কোন অদ্ভুদ ব্যাপার নাকি ভয়ংকর কিছুর পূর্বাভাস?

জানতে হলে অবশ্যই শুনতে হবে এখন গল্প-এর আগামী নিবেদন।



কি অবাক হচ্ছেন? ভাবছেন হঠাৎ "Mr.beast" এর ছবি দিলাম কেন? "Mr.Beast" এর সাথে "এখন গল্প" এর কী সম্পর্ক? তাই তো? আচ্ছা যারা...
18/07/2024

কি অবাক হচ্ছেন? ভাবছেন হঠাৎ "Mr.beast" এর ছবি দিলাম কেন? "Mr.Beast" এর সাথে "এখন গল্প" এর কী সম্পর্ক? তাই তো? আচ্ছা যারা এনাকে চেনেন না তাদের সাথে আগে একটু এনার পরিচয় করিয়েদি। ইনি হলেন ইউটিউবের এক নাম্বার কন্টেন্ট ক্রিয়েটার। কয়েক দিন আগে ইনি টি সিরিজকে টপকে ৩০০মিলিয়ান সাবস্ক্রাইবারের মাইল ফলক ছুঁয়েছেন।

আচ্ছা এবার আসি আসল কথায়। কিছু বিষয় ছিল যেটা আমরা কখনই প্রকাশ করিনি। তবে আজকে মনে হয় সেটা আপনাদের সাথে ভাগ করে নেওয়া উচিৎ কারন আজকের দিনটাই স্পেশাল।
আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এনার ভিডিও দেখেন তাও বাংলায়। কখনও ভেবেছেন ভারত তথা বাংলাদেশে বহুল প্রচলিত mr. beast এর ভিডিওর ডাবিং ভয়েস কার?

আজ আপনাদের সামনে তাকেই প্রকাশ করতে চলেছি। আমাদের এখন গল্প এর বহু গল্পে আপনি তার কণ্ঠ শুনেছেন, "যেমন মাহান - এর কৈলান, লাল ঘর সাদা পরী - এর সাইকো কিলার, যদি এমন হত - এর শ্যামলেন্দু, ইতু - এর বিহান আরও অনেক।

তার একজন কণ্ঠ শিল্পী হয়ে ওঠার লড়াই আমি খুব সামনে থেকে দেখি, অনুভব করি আর শিখি। মানুষের কতটা অদম্য জেদ থাকলে সে হাজার এক প্রতিকূলতার মাঝে হেসে বলতে পারে "সুমন ভাই হাল ছাড়লে চলবে না। মানুষের মনে জায়গা করতেই হবে।" সে যে জায়গা করে নেবে এটা নিয়ে আমার এবং এখন গল্প এর বাকি সদস্যদের অন্তত কোন সন্দেহ নেই। কাকিমার চলে যাওয়ার চারদিনের মাথায় যে মানুষকে সাদা পরিধান বস্ত্র পরে স্টুডিওতে এসে চোখের জল মুছে Mr. beast এর এনার্জি নিয়ে কাজ করতে দেখেছিলাম। সেদিন এটা বুঝে গেছিলাম ও লম্বা রেসের ঘোড়া। আজ তারই জন্মদিন। সে আমার বন্ধু, ভাই "অরিজিৎ"। খুব ভালো থেকো ভাই আরও অনেক পথ এক সাথে এগিয়ে যেতে চাই।

** Mr.best এও আমি ওর বন্ধু রূপেই রয়েছি ওর পাশে। চ্যান্ডেলার এবং বাকি পার্শ্ব চরিত্রে।

*Mr. beast এর ক্যলিফরনিয়ার স্টুডিয়োতে পৃথিবীর তাবড় তাবড় ডাবিং আর্টিস্টদের সাথে আমাদের কয়েকজনের নাম সহ ছবি দেখতে পেয়ে নিজেদের ধন্য মনে করি। সুরজিৎদা, সুকমল, অভিষেক এবং রাজর্ষিকে বিশেষ ধন্যবাদ আমাদের স্বপ্ন পূরণের সাথী হওয়ার জন্য।

বাকি শিল্পীদের নামঃ জয়ন্তদা, জিৎ, হিমেল, অমিত, সৈকত (এখন গল্প) এবং অন্যান্য।

সেই শূন্য থেকে শুরু করে আজকের ৭০০০০+ মানুষের ভালোবাসা পেয়ে এসেছি। আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ ছাড়া আমরা কিছুই হতে পারতাম না। এই ভাবেই পাশে থাকুন এটাই আমাদের কাছে সব কিছু। আপনাদের শুভেচ্ছাতে অরিজিৎ এর আজকের দিনটা যেন চিরস্মরণীয় হয়ে থাকুক এই কামনা করি।

14/07/2024

সদ্য বিবাহিত মোহর আর বিহান পাহাড়ে এসেছে তাদের নতুন জীবন শুরু করতে। চারিদিকে এই রোমাঞ্চকর পরিবেশ, পাইনের জঙ্গল, কুয়াশা ঘেরা ডাকবাংলো একি শুধুই একটা প্রাকৃতিক মাধুর্য?
নাকি অজান্তেই ওরা ঢুকে পড়েছে এক ভয়ংকর অকল্পনীয় রহস্যের মধ্যে? রহস্যের জাল কি ওরা কেটে বেরতে পারবে?

সব উত্তর রয়েছে আজকের গল্পে। Sadiya Khatun এর কলমে ভয়ের গল্প "ইতু"

গল্পের প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে।

বিহান আর মোহর, নব বিবাহিত দম্পতি। দিন ১৫ হল তাদের বিয়ে হয়েছে। দুজনের বাড়ি কোলকাতাতে হলেও চাকরি সুত্রে বিহান দার্জিলিংয়ে...
08/07/2024

বিহান আর মোহর, নব বিবাহিত দম্পতি। দিন ১৫ হল তাদের বিয়ে হয়েছে। দুজনের বাড়ি কোলকাতাতে হলেও চাকরি সুত্রে বিহান দার্জিলিংয়ের কাছে একটি চা বাগানের উচ্চপদস্থ অফিসার। নাম 'লিমা হিল টি এস্টেট'। পাইন জঙ্গলে ঘেরা সুন্দর দোতলা বাংলোবাড়িটা প্রথম দেখাতেই খুব পছন্দ হয়ে যায় মোহোরের। কিন্তু সকালের বাংলোবাড়ি আর রাতের বাংলোবাড়ির মধ্যে অনেক পার্থক্য। রাত এলেই কেমন যেন পালটে যায় এই বাড়ি! আনাচে কানাচে অদ্ভুত রহস্য জড়িয়ে আছে যেন। বাংলোর পিছনে, মাটির রাস্তা চলে গেছে পাইন জঙ্গলের ভীতর। সেই রাস্তার লাগোয়া দরজা, কিন্তু সে খোলা হয় না কেন?

অনেক প্রশ্ন রয়েছে। উত্তর আছে আমাদের আগামী গল্পে। আসছি খুব তাড়াতাড়ি।


#ভয়েরগল্প

‪ ‬

যা কিছু শুভ, মঙ্গলময়, তাই আমাদের কাছে লক্ষ্মী। আর যা কিছু অশুভ,  অমঙ্গলসূচক তাই আমাদের  কাছে অলক্ষ্মী। ঠিক যেন একটা  সোজ...
24/06/2024

যা কিছু শুভ, মঙ্গলময়, তাই আমাদের কাছে লক্ষ্মী। আর যা কিছু অশুভ, অমঙ্গলসূচক তাই আমাদের কাছে অলক্ষ্মী। ঠিক যেন একটা সোজা শব্দের বিপরীত প্রয়োগ।

কিন্তু জানেন কি, হিন্দু ধর্মমতে লক্ষ্মীর মতন অলক্ষ্মীও একজন আরাধ্যা দেবী। তার পুজোরও আগে কিছু বিশেষ নিয়মকানুন। তারও আছে দৈবিক রূপ।

কিভাবে করতে হয় তার পুজো? কি হয় সেই দেবীর বন্দনা করলে? জানতে হবে অবশ্যই শুনতে হবে ডঃ. শুভায়ু দে-র গল্প ❝কাটালক্ষ্মী❞, আজ রাত ঠিক দশটায়, শুধুমাত্র এখন গল্প ইউটিউব চ্যানেলে।

অনেকদিনের অপেক্ষার অবসানে বর্ষা  যখন এসেছে তখন এখন গল্প-র নতুন গল্পই বা আসবে না কেন?অলক্ষ্মী বিদায়ের পুজো তো অনেক বাড়ীতে...
21/06/2024

অনেকদিনের অপেক্ষার অবসানে বর্ষা যখন এসেছে তখন এখন গল্প-র নতুন গল্পই বা আসবে না কেন?

অলক্ষ্মী বিদায়ের পুজো তো অনেক বাড়ীতেই হয়। তবে, জানেন কি তাকে আহ্বান করলে কি অঘটন ঘটে?

সে কিন্তু আমার আপনার ঘরে আসার জন্য মুখিয়ে থাকে। তাকে আপনি চাইলেই ডাকতে পারেন। তাকে দিয়ে নিজের কার্যসিদ্ধি করতে পারেন। তবে তার প্রতিদানটা সে ঠিক আদায় করবেই। সেই প্রতিদান কিন্তু হয় ভয়ংকর।

বৃষ্টি ভেজা রাতে খুব শীঘ্রই আসছে এখন গল্প-র আগামী গল্প।

খবরদার, ভুলেও কিন্তু বলে ফেলবেন না-

❝এসো মা লক্ষ্মী বসো ঘরে
আমার এ ঘরে থাকো আলো করে
নই লক্ষ্মী, নই লক্ষ্মী, অলক্ষ্মী মোর সই
ঘরেতে আঁধার করে সবার কাছে রই।❞

প্রিয় এখন গল্প ফ্যামিলি,আমাদের প্রতি আপনাদের অন্যতম একটি অভিযোগ গল্প আসতে দেরী হচ্ছে কেন?এই অভিযোগ আমরা মাথা পেতে নিচ্ছি...
10/06/2024

প্রিয় এখন গল্প ফ্যামিলি,
আমাদের প্রতি আপনাদের অন্যতম একটি অভিযোগ গল্প আসতে দেরী হচ্ছে কেন?
এই অভিযোগ আমরা মাথা পেতে নিচ্ছি। আপনারা আমাদের পরিবার, তাই কৈফিয়ত নয় একটা সিক্রেট বলে রাখি।
আমরা বরাবরই চেষ্টা করি একটু অন্যধরনের গল্প যেন আপনাদের শোনাতে পারি। তাই একটু সময় নিয়ে আমরা সেই দিকেই মন দিয়েছিলাম। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।

এখন গল্প বিভিন্ন স্বাদের নতুন গল্প নিয়ে আসতে চলছে খুব শীঘ্রই। প্রেম, ভয়, ভূত, রহস্য, রোমাঞ্চ, ক্রাইম, থ্রিলার, ডিটেকটিভ এবং অবশ্যই থাকছে তন্ত্র (** এমন তন্ত্রের গল্প যা আগে আপনারা কখনোই শোনেননি) আর সঙ্গে থাকছে নতুন তিনটি চরিত্র এবং দারুন কিছু সিরিজ যা আপনাদের মন জয় করবেই করবে।

অপেক্ষায় থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন চকম নিয়ে আমরা আসছি।

এkhon গolpo-Akhon Golpo

একটুকরো ছেলেবেলা ফিরে পাওয়া মুহুর্ত হয়ে রইলো এভাবেই। B**g Story Circle এর শুভদীপ দার হাত ধরে"মেঘনাদ সিরিজ"-এর স্রষ্ঠা প্...
09/06/2024

একটুকরো ছেলেবেলা ফিরে পাওয়া মুহুর্ত হয়ে রইলো এভাবেই।
B**g Story Circle এর শুভদীপ দার হাত ধরে
"মেঘনাদ সিরিজ"-এর স্রষ্ঠা প্রখ্যাত লেখক শ্রী স্বপন বন্দোপাধ্যায়ের কাছে পৌঁছে গেল এkhon গolpo-Akhon Golpo -র কোঅ্যাডমিন সুমন।
অনেক অজানা গল্পর মধ্য দিয়ে যেন নতুন করে পরিচয় হল ছোটবেলার অতিপরিচিত মানুষটির সঙ্গে।
রহস্য coming soon!!!

আমাদের হিন্দু পুরানে যেমন মায়া ভগবানের কার্যকলাপ..ক্রিশ্চিয়ান ডেমোনোলজিতে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ক্রিশ্চিয়ান ডেমোনোল...
10/05/2024

আমাদের হিন্দু পুরানে যেমন মায়া ভগবানের কার্যকলাপ..ক্রিশ্চিয়ান ডেমোনোলজিতে কিন্তু ব্যাপারটা সেরকম নয়। ক্রিশ্চিয়ান ডেমোনোলজিতে মায়াকে শয়তানের এক অস্ত্র বলে কল্পনা করা হয়েছে। ব্যাপারটা খুলে বলি। বছর আটেক আগে লিংকনে হঠাৎ এক অদ্ভুত মৃত্যুর খবর সারা শহরে সাড়া ফেলে দেয়। ভিক্টিমরা সবাই মহিলা। বয়স..আঠেরো থেকে তেত্রিশের মধ্যে। মৃত্যুর সময় তারা প্রত্যেকে মানসিক ভারসাম্যহীন ছিলো। তাদের শরীরে অদ্ভুত কামড়ানোর দাগের মত গভীর ক্ষততে ভরতি ছিলো। সারা শরীর জুড়ে নখের আঁচড়ের দাগ। সব মৃতদেহ যেন শুকিয়ে গেছিল। পোস্ট মর্টেমে আরো চাঞ্চল্যকর তথ্য উঠে আসে..রিপোর্টে দেখা যায় মৃতদেহগুলো অন্তত তিনসপ্তাহের পুরোনো। অথচ পরিবারের লোকের কথা অনুযায়ী তিনসপ্তাহ আগে মানুষটা দিব্যি বেঁচে ছিলো। পরিবারের লোকজনের সাথে ছিলো।

সেকি করে সম্ভব?

হ্যাঁ সেটাই হয়েছিল...

সতেরো শতকের শেষদিকে ইউরোপে এমন কী শুরু হয় যার প্রচলন আজও আছে, তবে সবার অগোচরে। যা আজও আমার এবং আপনার জীবনে অতীত ফিরিয়ে আনতে পারে।

হারিয়ে যাওয়া মানুষ যদি আবার আপনার কাছে ফিরে আসে, আপনি আনন্দ পাবেন তো?

হাড় হিম করা ভয়ের গল্পটি শুনতে চোখ রাখুন রাত দশটায় শুধুমাত্র আমাদের #এখনগল্প ইউ টিউব চ্যানেলে। আজ এখন গল্প এর নিবেদন সূর্য্যানী ভট্টাচার্য্য লেখা মায়া গল্প অবলম্বনে ভৌতিক রহস্য গল্প "ব্যানশি"।

প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে।

মিতালির মৃত্যুর পর থেকেই শুরু হয়ে গেছিল আরেক উপদ্রব। মাঝে মাঝেই গ্রামের শিশুরা উধাও হয়ে যাচ্ছিলো খেলতে খেলতে। অনেক খোঁজা...
24/04/2024

মিতালির মৃত্যুর পর থেকেই শুরু হয়ে গেছিল আরেক উপদ্রব। মাঝে মাঝেই গ্রামের শিশুরা উধাও হয়ে যাচ্ছিলো খেলতে খেলতে। অনেক খোঁজাখুঁজির পর তাদের পাওয়া যেত দেবুদের বাড়ির সেই বন্ধ পাঠশালায়! প্রথম প্রথম সকলেই ভেবেছিল মিতালিকে নিশ্চয়ই ভুলতে পারছে না বাচ্চা ছেলেমেয়েগুলো! মিতা যে বড়ো ভালোবাসতো তাদেরকে! তাই মিতার টানে অভ্যেসের বশে ওখানে চলে যাচ্ছে তারা। তোর ছোটো কাকার মেয়ে মিষ্টু বলেছিল

মিস্টুঃ দাদু, আমরা দেবু কাকুর বাড়ির সামনে যখনই খেলতে যাই, পাঠশালার জানলায় মিতা কাকীমাকে দাঁড়িয়ে থাকতে দেখি। কাকিমা মুখে আঁচল চাপা দিয়ে রোজ আমাদের হাতছানি দিয়ে ডাকে।

ঠাকুরদাঃ হঠাৎ করে এসব শুনলে বাচ্চাদের কল্পনা মনে হয়, কিন্তু সব্বাই তো আর মনগড়া কথা বলে না....

আজ এখন গল্প এর নিবেদনমৈত্রেয়ী চ্যাটার্জীর লেখা ভৌতিক রহস্য গল্প কোন এক রাতে । ঠিক রাত দশটায় ।

প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে।

আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের, সুস্থ থাকুন। প্রিমিয়...
14/04/2024

আমাদের সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। নতুন বছর খুব ভালো কাটুক আপনাদের, সুস্থ থাকুন।

প্রিমিয়ার লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=2uR4lfhAc3I

এখনো আকাশে চাঁদ ওঠেনি। বাড়িটার আশেপাশে কেমন যেন একটা নিঃঝুম পরিবেশ। বাচ্চারা খেলা করে বাড়ি ফিরছে।
ফ্ল্যাশ স্টান্ড লাগিয়ে খচ খচ করে বাড়িটার কয়েকটা ছবি তুলে নিলো অমিত। পুর্বদিকে কিছুটা এগিয়েই রয়েছে বি এস এফ ক্যাম্প। ওখানেও মনে হচ্ছে খুব একটা লোক জন নেই।

গ্রামবাসীঃ " সন্ধ্যাবেলায় বাবুবাড়ির আশে পাশে কি করছেন আপনারা?"
পেছন থেকে একটা গম্ভীর গলার আওয়াজ পেয়ে ঘাড় টা ঘুরিয়ে দেখে অমিত।
একটা শ্যান্ডো গেঞ্জি এবং লুঙ্গি পরা সুঠাম দেহের একটা লোক দাঁড়িয়ে।
অমিতঃ না। মানে আমরা এখানে ছবি তুলতে এসেছি। এখানে কি ছবি তোলা বারন আছে?"

গ্রামবাসীঃ "ও বুঝলুম। আবার শুটিং হবে এই খানে? আপনাদের কি কোনো দিনও শিক্ষা হবে না? এত কিছু হয়ে যাওয়ার পরেও এখানে এসেছেন শুটিং করতে? যা ইচ্ছে তাই করুন। কিন্তু মনে রাখবেন, এবার আর গ্রামবাসীদের কাছে সাহায্যপ্রার্থী হবেন না।"

বলতে বলতেই রাগে ফোঁস ফোঁস করতে করতে চলে গেলো লোকটি।

বাড়ির চারিধারে অদ্ভুত পরিবেশ! কেউ যেন আছে এখানে! এই বাড়ির দেওয়ালে দেওয়ালে এক অতীত ঘুরে বেড়ায়! কি সেই অতীত?

মানিক বাবুর জলসাঘর বা দেবী দেখেনি এমন বাঙালি পাওয়া বড়ই কঠিন। মনে আছে তো জলসাঘরের সেই বাড়ি? ওই একই বাড়িতে কিন্তু শুটিং হয়েছিল দেবীর।
জানেন কি শুটিংয়ের বাইরেও আছে ওই বাড়ীর অন্য আরেক গল্প? কি সেই গল্প? সেই গল্পই আজ বলবে এখন গল্প। শুনতে থাকুন শাহনওয়াজ হকের লেখা ভৌতিক রহস্য গল্প শালুবুড়ি।

শালু বুড়ি । Bengali audio story horror | গ্রাম বাংলার ভূতের গল্প । শাহন‌ওয়াজ হক। Suspense/ Thriller , , ...

৩১ শে ডিসেম্বরের ভোর রাতে একটি গাড়ি প্রচণ্ড জোরে এসে এক জলাশয়ে গিয়ে পরে। গাড়িতে থাকা চালক বিখ্যাত পরিচালক অলোক মিত্রের এ...
26/03/2024

৩১ শে ডিসেম্বরের ভোর রাতে একটি গাড়ি প্রচণ্ড জোরে এসে এক জলাশয়ে গিয়ে পরে। গাড়িতে থাকা চালক বিখ্যাত পরিচালক অলোক মিত্রের একমাত্র সন্তান অরণ্য। পোস্টমর্টেম রিপোর্ট বলছে অত্যাধিক ড্রাগ ডোজে এবং জলাশয়ে ডুবে মৃত্যু হয়েছে তার।

কিন্তু ইনস্পেকটর রাজীবের মনে অদ্ভুত এক দোলাচলের সৃষ্টি হয়েছে। কারন গাড়ির চাকার দাগ অন্য কথা বলছে। দেখে মনে হচ্ছে গাড়িটি দ্রুত গতিতে আসার সময় হঠাৎ বাঁদিক নিয়ে সোজা জলাশয়ে গিয়ে পড়েছে। চাকার দাগ বলছে অরণ্য সেদিন কিছু দেখে বা কারোর বাধাতে গাড়ি বাঁদিকে নিতে বাধ্য হয়।

গল্পের শুরুই যখন এক শেষ থেকে হয় তখন ঘড়ির কাঁটা উল্টোদিকেতো চলবেই।

এক দুর্ধর্ষ ক্রাইম থ্রিলার সাথে এক ভয়াবহ ভৌতিক রহস্যে ঘেরা অতীত নিয়ে আজ আমরা নিয়ে আসছি শ্রাবণী চৌধুরীর লেখা গল্প রক্তবত অবলম্বনে "শেষ থেকে শুরু"।

► গল্পের প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে

গল্পটি শুনতে এখনই রিমাইন্ডার করে ফেলুন।

প্রায় মধ্যরাত, সকলেই ঘুমিয়ে পড়েছে। দূরে কুকুর ডাকছে। হঠাৎই নীরার স্পর্শে চমকে ওঠে অর্ণব। ঠিক কেমন যেন ছ্যাক ছ্যাকে অনুভূ...
29/02/2024

প্রায় মধ্যরাত, সকলেই ঘুমিয়ে পড়েছে। দূরে কুকুর ডাকছে। হঠাৎই নীরার স্পর্শে চমকে ওঠে অর্ণব। ঠিক কেমন যেন ছ্যাক ছ্যাকে অনুভূতি। হাত সরিয়ে অর্ণব বলে..

অর্ণবঃ এ কি! তোমার যে জ্বর এসেছে। দাঁড়াও দাঁড়াও ওষুধ দি, রাতের দিকে জ্বর ওঠা খারাপ।

নীরা হাত ধরে অর্ণব কে বাধা দেয়..

নীরাঃ যেও না, যেওনা একটু আমার পাশে বসো। আচ্ছা তুমি শুনতে পাচ্ছো?

অর্ণবঃ কি?

নীরাঃ ওই যে দূরে সানাইয়ের শব্দ। কত লোক কথা বলছে। কারা যেন ফিসফিস করে বলছে..বর এসেছে!

রাত প্রায় অনেক, তাই নীরার কথা শুনে অর্ণব বলে..

অর্ণবঃ কি বলছো, মাথা ঠিক আছে তোমার ? কোথায় সানাইয়ের শব্দ, আমি তো শুনতে পাচ্ছি না। আর এই চৈত্র মাসে কার বিয়ে হবে? আর তোমার মুখে কি হয়েছে?

**SUBSCRIBE NOW

লিঙ্ক কমেন্ট সেকশনে!




#ভয়েরগল্প

জয়ীতা: শোন, ঈশ্বর করুন, তোর মতন এমন সুবিধাবাদীর সাহায্য যেনো আমাকে কোনো দিন নিতে না হয় ! শ্যাম: আমি তোর বন্ধু ছিলাম,...
20/02/2024

জয়ীতা: শোন, ঈশ্বর করুন, তোর মতন এমন সুবিধাবাদীর সাহায্য যেনো আমাকে কোনো দিন নিতে না হয় !

শ্যাম: আমি তোর বন্ধু ছিলাম, আর বন্ধুই থাকবো। শুধু শেষে একটাই কথা বলবো, সময়ই তোকে আসল আর নকল চিনিয়ে দেবে। Goodbye.

শ্যামলেন্দু কে আমার থেকে ভালো আর কেউ চিনতো না। জয়ীতাকে সে খুব ভালোবাসতো, কিন্তু জয়ীতা সে ভালোবাসা হেলায় হারিয়ে দিলো। শ্যামলেন্দু কোনো দিন জয়িতাকে পাবে বলে ভালোবাসেনি। ওর ভালোবাসা ছিল স্বার্থহীন কিন্তু... একদিন সবটা হাতের বাইরে বেরিয়ে গেল…




এkhon গolpo-Akhon Golpo

Subscribe YouTube channel and press the bell icon/

30/01/2024

চিতার পাশে গোলাপ, যতটা বেমানান ঠিক ততটাই বেমানান ও বৈপরীত্যে ভরা ভালোবাসা আর বন্দুকের গুলির সম্পর্ক।

সালটা ১৯৪২, জার্মানী। একদিকে মৃত্যুর চোরাবালি, অপরদিকে বেঁচে থাকাও এক মস্ত অভিশাপ। তবুও তো স্বপ্ন দেখেছিল মিগুয়েল আর সারা। একে অপরকে ভালোবাসার স্বপ্ন, ভালোথাকার স্বপ্ন। কতটা ভালোবাসা থাকলে নৃশংস কনসেনট্রেশান ক্যাম্পেও জ্বলে আশার আলো? কতটা ভালোবাসা থাকলে নরকের মাঝে ঈশ্বর এসে বাঁচতে শেখায় রোজ? কতটা ভালোবাসা থাকলে না ফেরার দেশ থেকেও কেউ যেন চুপিচুপি বলে যায়- "ফরগেট মি নট"?

রণিত ভৌমিক-এর "ফরগেট মি নট" উপন্যাসের ছায়া অবলম্বনে এkhon গolpo-Akhon Golpo -র পরবর্তী গল্প আসছে খুব তাড়াতাড়ি। তবে উপন্যাসটির দ্বিতীয় মুদ্রণ এসে গেছে Banga Sahitya Kutir - বঙ্গ সাহিত্য কুটির-এ। অবশ্যই তা সংগ্রহ করুন কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্টল নম্বর 112 A (1 নম্বর গেট) থেকে।

গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।
অডিও স্টোরি জগতে এই প্রথমবার এইরকম বিরল প্রেমের গল্প আসতে চলেছে এই প্রথমবার।
চ্যানেলের লিংক প্রথম কমেন্টে।

 #কলকাতা_বইমেলা_২০২৪ 'ফরগেট মি নট' উপন্যাসটির দ্বিতীয় মুদ্রণ আজ থেকে পাওয়া যাবে Banga Sahitya Kutir - বঙ্গ সাহিত্য কুট...
29/01/2024

#কলকাতা_বইমেলা_২০২৪

'ফরগেট মি নট' উপন্যাসটির দ্বিতীয় মুদ্রণ আজ থেকে পাওয়া যাবে Banga Sahitya Kutir - বঙ্গ সাহিত্য কুটির এর স্টল 112 A (1 নম্বর গেটের কাছে)। যাঁরা সংগ্রহ করেছেন তাদের কাছে আমি চিরঋণী। আপনাদের ভালোবাসায় আমরা মুগ্ধ এবং আপ্লুত।🙏❤️
বাকি বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা স্টলে এসে একবার হলেও বইটি হতে তুলে দেখতে পারেন।

"যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব"আচ্ছা ভয় এবং ভালোবাসা কি একই সাথে একই ছাদের তলায় বসবাস করতে পারে? তারই উত্তর নিয়ে আজ ঠ...
23/01/2024

"যদিদং হৃদয়ং মম তদস্তু হৃদয়ং তব"

আচ্ছা ভয় এবং ভালোবাসা কি একই সাথে একই ছাদের তলায় বসবাস করতে পারে?

তারই উত্তর নিয়ে আজ ঠিক রাত দশটায় আপনাদের সামনে আমরা আনছি প্রখ্যাত লেখিকা শ্রীতমা সেনগুপ্তের "বিয়ের চিঠি" ।

প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে 😁

গল্পটি শুনতে ► NOTIFY ME এই অপশনটি অন করে ফেলুন। গল্পটি এলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 'ফরগেট মি নট' (ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর প্রেমের উপন্যাস) Banga Sahitya Kutir stall no.- 112...
18/01/2024

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় 'ফরগেট মি নট' (ঐতিহাসিক প্রেক্ষাপটের উপর প্রেমের উপন্যাস) Banga Sahitya Kutir stall no.- 112 A (1 নম্বর গেটের কাছে) মেলার প্রথম দিন থেকেই বইটি পাওয়া যাবে।

Address

Mankundu
Chandannagar

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm
Sunday 9am - 9pm

Telephone

8777023065

Alerts

Be the first to know and let us send you an email when এkhon গolpo-Akhon Golpo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এkhon গolpo-Akhon Golpo:

Videos

Share

Category

Our Story

আমাদের প্রত্যেকের জীবনের ছোটো ছোটো কিছু গল্প আছে যা শুধুই মনে নয়, নিজের ডাইরির পাতায় থেকে যায়...আমরা কজন বন্ধু মিলে আমাদের জীবনের অনুভুতি গুলো কে গল্পের আকারে তোমাদের কাছে তুলে ধরব আর শুনব তোমাদের জীবনের গল্প।যদি তোমাদের গল্প পছন্ধ হয় আমরা সেই গল্প আমাদের চ্যানেল "এখন গল্প" তে সবার সাথে ভাগ করে নেব। তবে একটা কথা বলা দরকার আমরা কিন্তু কেউ Professional নই শুধু মাত্র আমাদের ভালো লাগা থেকে আমাদের এই চ্যানেল তইরি করা তাই আমাদের এই প্রয়াস যদি তোমাদয়েরর ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেল SUBSCRIBE করো । আর হ্যাঁ Like and Share করতে ভুল না।