সময়টা ষাটের দশক। রাজীব বিদেশ থেকে ফিরল বিদেশিনী বৌ নিয়ে। নতুন বৌয়ের সঙ্গে কারোর ভাব না হলেও জুটে গেল অদ্ভুদ কিছু বন্ধু। নতুন বৌয়ের আসেপাশে দেখা যেত প্রচুর কাক। কাকেরা যেন তার সমস্ত কথা শোনে, বোঝে।
এটা কি সত্যিই কোন অদ্ভুদ ব্যাপার নাকি ভয়ংকর কিছুর পূর্বাভাস?
জানতে হলে অবশ্যই শুনতে হবে এখন গল্প-এর আগামী নিবেদন সব্যসাচীর লেখা ভৌতিক রহস্য গল্প শমন অবলম্বনে "ওগো বিদেশিনী"।
#comingsoon
#horrorbengaliaudiostory
#bengaliaudiostoryhorror
সদ্য বিবাহিত মোহর আর বিহান পাহাড়ে এসেছে তাদের নতুন জীবন শুরু করতে। চারিদিকে এই রোমাঞ্চকর পরিবেশ, পাইনের জঙ্গল, কুয়াশা ঘেরা ডাকবাংলো একি শুধুই একটা প্রাকৃতিক মাধুর্য?
নাকি অজান্তেই ওরা ঢুকে পড়েছে এক ভয়ংকর অকল্পনীয় রহস্যের মধ্যে? রহস্যের জাল কি ওরা কেটে বেরতে পারবে?
সব উত্তর রয়েছে আজকের গল্পে। Sadiya Khatun এর কলমে ভয়ের গল্প "ইতু"
গল্পের প্রিমিয়ার লিঙ্ক কমেন্ট সেকশনে।
চিতার পাশে গোলাপ, যতটা বেমানান ঠিক ততটাই বেমানান ও বৈপরীত্যে ভরা ভালোবাসা আর বন্দুকের গুলির সম্পর্ক।
সালটা ১৯৪২, জার্মানী। একদিকে মৃত্যুর চোরাবালি, অপরদিকে বেঁচে থাকাও এক মস্ত অভিশাপ। তবুও তো স্বপ্ন দেখেছিল মিগুয়েল আর সারা। একে অপরকে ভালোবাসার স্বপ্ন, ভালোথাকার স্বপ্ন। কতটা ভালোবাসা থাকলে নৃশংস কনসেনট্রেশান ক্যাম্পেও জ্বলে আশার আলো? কতটা ভালোবাসা থাকলে নরকের মাঝে ঈশ্বর এসে বাঁচতে শেখায় রোজ? কতটা ভালোবাসা থাকলে না ফেরার দেশ থেকেও কেউ যেন চুপিচুপি বলে যায়- "ফরগেট মি নট"?
রণিত ভৌমিক-এর "ফরগেট মি নট" উপন্যাসের ছায়া অবলম্বনে এkhon গolpo-Akhon Golpo -র পরবর্তী গল্প আসছে খুব তাড়াতাড়ি। তবে উপন্যাসটির দ্বিতীয় মুদ্রণ এসে গেছে Banga Sahitya Kutir - বঙ্গ সাহিত্য কুটির-এ। অবশ্যই তা সংগ্রহ করুন কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্টল নম্বর 112 A (1 নম্বর গেট) থেকে।
গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্
আমাদের এবারের নিবেদনটি কঠোর ভাবে প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য। যে বিষয় নিয়ে এই গল্প, তার সম্পর্কে যত কম জানা যায়, ততই মঙ্গল। "ডার্ক ওয়েব" ইন্টারনেট দুনিয়ার সবচেয়ে ভয়ংকরতম একটি ফাঁদ, যা সার্ফয়িং এর সমুদ্রের একদম গভীরতম স্থানে অবস্থান করে। আর যে কৌতূহল বসত হলেও এই গভীরতার সন্ধান করে অথবা খোঁজ একবার পায়, সে শত চেষ্টার পরেও কিছুতেই আর ফিরতে পারেনা স্বাভাবিক জীবনে। এর অন্ধকার দিকককে আপনাদের সামনে গল্পের আকারে তুলে এনেছি যাতে এর থেকে আপনারা দূরে থাকতে পারেন। দুর্বল হৃদয়ের মানুষদের এই গল্পটি শোনা থেকে বিরত থাকার অনুরধ করা হচ্ছে।
আমাদের এখন গল্প এর আগামী নিবেদন হেমন্ত দত্তের লেখা এক ভয়ংকর সাইকোলজিক্যাল থ্রিলার "লাল ঘর সাদা পরী"
#comingsoon
"সারা জীবন আমার সাথে থাকবি তো? আমায় ছেড়ে যাবি না তো?..."
#akhongolpo
#bengaliaudiostoryromantic
#romanticaudiostory
অপেক্ষার অবসান.....
"মীরান" আসছে আজ ঠিক রাত ১০ টায়। শুধুমাত্র আপনাদের ভালবাসার #এখনগল্প youtube চ্যানেলে।গল্পটি শুনতে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন তাহলে গল্প আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন।অন্য ধারার গল্প শুনতে হলে একদম মিস করবেন না।অডিওতে সিনেমা।
www.youtube.com/akhongolpo
আসছে....
#ছায়াজগতের_দিনলিপি
#প্রচ্ছদ
#এখনগল্প
#comingsoon
থিয়েটার জগতের সাথে বহুদিন যুক্ত আমাদের সকলের প্রিয় গৌতমদা। তাঁর কাছ থেকে অভিনয় শেখার পাশাপাশি, আমরা প্রতিদিন ওনার কাছ থেকে নতুন ভাবে শিখি, কিভাবে ভয়কে কাটিয়ে এগিয়ে যেতে হয়, নিজের লক্ষ্যে স্থির থাকতে হয়। কিন্তু আমাদের স্টুডিওতে রেকর্ডিং-এ এসে তার চোখে ভয়ের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে কেন?? কোন আতঙ্কের ইঙ্গিত বহন করছে বিশেষ সেই চিহ্ন? কিসের কথা বলছেন গৌতম দা? ছবিটা কি আমাদের সকলেরই চেনা কারও? নাকি কোনো অজানা বিপদের গাঢ় মায়াজাল রচিত হচ্ছে?
---- সব রহস্যের উত্তর দিতে আমরা আসছি খুব তাড়াতাড়ি। চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব কমিউনিটি ট্যাবে।
আমাদের চ্যানেল লিঙ্ক: www.youtube.com/akhongolpo
পিছুটান | Pichutan | Bengali audio story | Trailer #Akhongolpo
𝓥𝓪𝓵𝓮𝓷𝓽𝓲𝓷𝓮'𝓼 𝓓𝓪𝔂 𝓢𝓹𝓮𝓬𝓲𝓪𝓵 𝓢𝓽𝓸𝓻𝔂
প্রেমের সপ্তাহে #এখনগল্প -র আগামী নিবেদন Ranit Bhowmik এর লেখা #পিছুটান
গল্পটি শুনতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে ফেলুন যাতে গল্প এলেই সবার আগে আপনি নোটিফিকেসান পেয়ে যান।
► https://youtube.com/akhongolpo
রহস্য, গোয়েন্দা, থ্রিলার সংকলন । #তুহিনাপ্রকাশনী #AkhonGolpo
#আরও_একটি_দারুণ_সুসংবাদ
#এখনগল্প #BengaliAudioStory #এkhon_গolpo #collaboration #সৃষ্টিতেউৎস
জনপ্রিয় বই "আতঙ্কের অমানিশা"-র বিপুল সাফল্যের পর #তুহিনাপ্রকাশনীর পরবর্তী নিবেদন - শ্রী কৌশিক কারক (Kausik Karak) এবং শ্রী উৎস ভট্টাচার্য(Utso Bhattacharyya) - র যৌথ সম্পাদনায় রহস্য ও গোয়েন্দা গল্পের সংকলন। তাই তুলে নিন কলম, চলুক কী-বোর্ড আর পাঠিয়ে দিন আপনার লেখা সেরা রহস্য গল্পটি। আর হ্যাঁ, পাঠানোর আগে একবার ভালো করে চোখ বুলিয়ে নিন নিয়মগুলোয়।
১) সম্পূর্ণ মৌলিক এবং অপ্রকাশিত লেখা দিতে হবে। লেখার সাথে এই মর্মে হলফনামা দিতে হবে- এই গল্পটি সম্পূর্ণ মৌলিক এবং অপ্রকাশিত। এর আগে কোন রকম প্রিন্ট বা সোশ্যাল বা ডিজিটাল মাধ্যমে কোনরকম ভাবে প্রকাশিত হয়নি।
২) লেখা মেল বডি টাইপ, পিডিএফ বা .doc ফাইলে পাঠাবেন। লেখার সময় কালপুরুষ ফন্ট ব্যবহার করতে অনুরোধ রইলো।
৩) শব্দসংখ্যা ন্যূনতম ৪০০০, সর্বোচ্চ ৮০০০ ৷
৪) লেখা পাঠানোর মেল আ
আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে
আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও
দুঃসময়, রবীন্দ্রনাথ ঠাকুর