Sampa's Creation

Sampa's Creation This page will show my creativity at my every video sothat viewers can enjoy their every moment.

জীবনে কতটুকু সম্পদ আছে তা বড় কথা নয়, বরং কতটা মানসিক শান্তি আছে, সেটাই মূল বিষয়। টাকা-পয়সা থাকলেও যদি মন শান্ত না থা...
02/12/2024

জীবনে কতটুকু সম্পদ আছে তা বড় কথা নয়, বরং কতটা মানসিক শান্তি আছে, সেটাই মূল বিষয়। টাকা-পয়সা থাকলেও যদি মন শান্ত না থাকে, তবে সেই জীবনের মূল্য কোথায়? বাস্তব জীবন বলে, সুখ আর শান্তি আমাদের হৃদয়ের গভীরে লুকিয়ে থাকে।”

শুভ সন্ধ্যা বন্ধুরা
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

জীবনে কখনো কখনো নিজেকে একটু সময় দেওয়া খুবই প্রয়োজন। কাজের চাপে, দায়িত্বের ভারে আমরা নিজেকে ভুলে যাই। বাস্তব জীবন আমা...
01/12/2024

জীবনে কখনো কখনো নিজেকে একটু সময় দেওয়া খুবই প্রয়োজন। কাজের চাপে, দায়িত্বের ভারে আমরা নিজেকে ভুলে যাই। বাস্তব জীবন আমাদের শেখায় যে, সুখী থাকার জন্য নিজেকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি।”
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

যে জীবনকে সহজ ভাবে নিতে শেখে, তার জন্য সুখ আসা সহজ হয়ে যায়। আমাদের দুঃখ তখনই বাড়ে, যখন আমরা জীবনের প্রতিটি মূহুর্তে ক...
01/12/2024

যে জীবনকে সহজ ভাবে নিতে শেখে, তার জন্য সুখ আসা সহজ হয়ে যায়। আমাদের দুঃখ তখনই বাড়ে, যখন আমরা জীবনের প্রতিটি মূহুর্তে কিছু আশা করি। বাস্তব জীবন হলো এমন একটি উপহার, যা আমাদের সব সময় প্রস্তুত থাকার শিক্ষা দেয়।।

হ্যালো ফ্রেন্ডস
শুভ সকাল সবাইকে
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

জীবন কখনো সহজ ছিল না, আর কখনো সহজ হবে না। প্রতিদিন নতুন সমস্যা, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু এই চ্যালেঞ্জগু...
29/11/2024

জীবন কখনো সহজ ছিল না, আর কখনো সহজ হবে না। প্রতিদিন নতুন সমস্যা, নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়। কিন্তু এই চ্যালেঞ্জগুলোই আমাদের শক্তিশালী করে তোলে। জীবন আমাদের শেখায় যে সুখের জন্য লড়াই করতে হয়, আর সেই লড়াইই জীবনের সবচেয়ে সুন্দর দিক।”
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে ; হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন এবং আপন...
28/11/2024

সময় সিদ্ধান্ত নেয় কার সাথে জীবনে আপনার পরিচিতি হবে ; হৃদয় সিদ্ধান্ত নেয় কাকে আপনি আপনার জীবনে প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় যে কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে ।
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

মানুষের জীবনটা একরকম   খাবার সাজানোর ট্রের মত।  উপর দিয়ে সাজানো থাকলেও  ভিতরে অগোছালো।। কখনো কারো জীবনের গোপন দুঃখগুলো ...
27/11/2024

মানুষের জীবনটা একরকম
খাবার সাজানোর ট্রের মত।
উপর দিয়ে সাজানো থাকলেও
ভিতরে অগোছালো।।

কখনো কারো জীবনের গোপন দুঃখগুলো
জানতে চাইবেন না,
কারণ?
সেই দুঃখে ব্যথিত হয়ে
আপনার জীবনের লাইনটাই পাবেন না।।

হ্যালো ফ্রেন্ডস
শুভ সন্ধ্যা সবাইকে
❤️💞💞❤️💞💞💞❤️💞💞❤️💞💞

শুভ বিবাহবার্ষিকী ❤️💞❤️💞❤️💞❤️আমাদের জীবনের প্রত্যেকটা দিন যেন এইভাবে নতুনরূপে ফিরে আসে, এইভাবে যেন আমরা পরস্পর হাতে হাত ...
26/11/2024

শুভ বিবাহবার্ষিকী ❤️💞❤️💞❤️💞❤️
আমাদের জীবনের প্রত্যেকটা দিন যেন এইভাবে নতুনরূপে ফিরে আসে, এইভাবে যেন আমরা পরস্পর হাতে হাত রেখে, ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সময় যতই খারাপ আসুক না কেন, আমরা যেন তার মোকাবিলা করতে পারি, তাই আমাদের জীবনের বছরের একটা দিন স্পেশাল না হয়ে যেন বছরের প্রতিটা দিন special হয়, এই শুভকামনা নিয়ে বলি Happy Marriage Anniversary ❤️💞❤️

তাই তো বলি, ফুল ফুটুক আর না ফুটুক,
আজ বসন্ত।

❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ ...
24/11/2024

যৌবন যার সৎ, সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয়॥

যদি সর্বোচ্চ আসন পেতে চাও, তাহলে নিম্নস্থান থেকে আরম্ভ কর।।

জীবনের প্রতি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয়, বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন।।

নিজের কাছে নিজ সততা বজায় রাখুন। প্রতিটি কাজে আপনার পক্ষে যা করা সম্ভব, আন্তরিকতার সঙ্গে করুন।

❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।❤️💞❤️...
20/11/2024

জীবন চলার পথে বাধা আসতেই পারে তাই বলে থেমে যাওয়ার কোনো অবকাশ নেই। যেখানে বাঁধা আসবে সেখান থেকেই আবার শুরু করতে হবে।
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রা...
18/11/2024

জীবন মানে নিরন্তর ছুটে চলা.. পদে পদে বাধা-বিপত্তি, প্রতিকূলতায় রক্তাক্ত ক্ষতবিক্ষত হওয়া, সে ক্ষত মুছে আবার প্রবল আগ্রাসে ঝাঁপিয়ে পড়া.. সংগ্রাম এবং সাফল্য – এই তো জীবন!
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

ব্যর্থতা ছাড়া সাফল্য হয় নাযে ব্যক্তি জীবনে কখনও ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের...
17/11/2024

ব্যর্থতা ছাড়া সাফল্য হয় না
যে ব্যক্তি জীবনে কখনও ব্যর্থ হয়নি, সেই ব্যক্তির পক্ষে সফল হওয়া সম্ভব নয়। কারণ ব্যর্থতা আমাদের শিক্ষা দেয়। এই শিক্ষাই আমাদের সাফল্যের পথে এগিয়ে নিয়ে যায়। একবার ব্যর্থ হবেন, বারবার ব্যর্থ হবেন, তারপর আপনি সফল হওয়ার রাস্তা ঠিক খুঁজে পাবেন। জীবনে কষ্ট পেতে পেতেই আমাদের চরিত্র গঠন হয়। তাই কষ্ট থেকে পালাবেন না, তার মোকাবিলা করুন।
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞

সকলের জীবনেই কিছু কিছু প্রশ্ন থাকে যাদের সঠিক উত্তর কখনও মেলে না, আবার কিছু কিছু ভুল থাকে যা কখনও শোধরানো যায় না, আর কি...
15/11/2024

সকলের জীবনেই কিছু কিছু প্রশ্ন থাকে যাদের সঠিক উত্তর কখনও মেলে না, আবার কিছু কিছু ভুল থাকে যা কখনও শোধরানো যায় না, আর কিছু কিছু কষ্ট থাকে যেগুলো কাউকে বলে বোঝানো যায় না।”
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ॥❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️...
14/11/2024

আপনি যদি গরীব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয়, কিন্তু যদি গরীব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ॥
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️...
12/11/2024

পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুঁড়ে ঘরে থাকাও ভালো, অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোন সার্থকতা নেই॥
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

Hello friends কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমা ২০২৪❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️
11/11/2024

Hello friends
কৃষ্ণনগর জগদ্ধাত্রী পূজা পরিক্রমা ২০২৪
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

Hello friendsআজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি শেয়ার করলাম।❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️
10/11/2024

Hello friends
আজ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কিছু ছবি শেয়ার করলাম।
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় , তাকে সঙ্গে নিয়ে চলো , স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন...
09/11/2024

স্বপ্নপূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয়, তাই বলে স্বপ্নকে ত্যাগ করে নয় , তাকে সঙ্গে নিয়ে চলো , স্বপ্ন ছাড়া জীবন অর্থহীন।
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি  সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো...
06/11/2024

একটি মোমবাতি থেকে হাজার হাজার মোমবাতি আলোকিত করা যায়, এতে মোমবাতির জীবন ছোট হয় না। তেমনি সুখ সবার মধ্যে ভাগ করলে কখনো কমে না।
❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️💞❤️

Address

Chakdaha
741222

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sampa's Creation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sampa's Creation:

Videos

Share