বৃহস্পতিবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম, এডি নগর পুলিশ লাইনে উদযাপিত হল 'পুলিশ সপ্তাহ ২০২৫'। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুলিশের বিভিন্ন বাহিনীর প্যারাডের অভিবাদন গ্রহণ করেন। কাজের নিরিখে পুলিশের বিভিন্ন কর্মীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের সেরা পুলিশ সদস্য হিসেবে পুরস্কৃত হন ধ্রুব নাথ। লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কার পান অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর কাজল ঘোষ। মোট ৭৩ জন পুলিশ সদস্য তাদের অনুকরণীয় পরিষেবার জন্য মর্যাদাপূর্ণ ডিজিপির প্রশংসা ডিস্ক পান।
বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৫ বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট। উত্তর বিলোনিয়া স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বনাম সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।
ফের তেলিয়ামুরা থানা এলাকায় চুরি হলো। নিশিকুটুম্বরা হানা দিলো করইলং শিশু বিহার এলাকার কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতে।বাড়িতে কেউ নাকি ছিল না।এই সুযোগে চোরেরা হাত সাফাই করে দিলো।বাড়িতে ফিরে দুলাল বাবুর পরিবার দেখতে পায় তাদের ঘরের সব জিনিস লন্ডভন্ড। খবর যায় পুলিশে। ঢাল তলোয়ার হীন নিধি রাম সর্দারের মতো বহু পরে ঘটনাস্থলে আসেন তেলিয়ামুরা থানার পুলিশ বাবুরা।ততক্ষনে হয়তো চোরেরা পগারপার হয়ে গেল।সন্ধ্যা রাতে এই ভাবে তেলিয়ামুরায় চুরির ঘটনা ঘটছে, পুলিশ কি করছে,প্রশ্ন আম জনতার।
যানবাহন চালকদের সচেতন করতে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা আজ শহর আগরতলার রাস্তায় সচেতনতামূলক লিফলেট বিলি করেছেন। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচিতে বাইক, টমটম, অটো চালকদের সচেতন করা হয়। এনএসএস ইউনিটের এক ছাত্রী জানান, যান দুর্ঘটনার কারনে রাজ্যে অনেকের মৃত্যু হচ্ছে। মূলত বাইক চালকরা হেলমেট না দেওয়া, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও অসাবধনার কারনেই এই দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়গুলিতে সচেতন করতে প্রয়াস নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।
দক্ষিণ ঘিলাতলীর লুট কীর্তনে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৮, এলাকা জুড়ে উত্তেজনা*
সাংসদের হাত ধরে উদ্ভোধন হল উত্তর জেলার সর্ববৃহৎ প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ন উৎসবের।
কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি কৃষকদের স্বার্থে কার্যকর হচ্ছে কিনা সেই বিষয়ে তদারকি করতে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুর এলাকার গ্রাম সেবক কেন্দ্র ও কৃষি বীজাগার পরিদর্শন করেন খোয়াই জেলা পরিষদের সদস্য এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ সমাজসেবক এবং স্থানীয় কৃষকরা।
ভয়ংকর দুর্ঘটনা আগরতলা বিজয় কুমার চৌমুহনি স্থিত এলাকায়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু সহ অল্প বিস্তর আহত স্ত্রী সহ স্বামী। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ। অপর গাড়িতে থাকা চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।
গত ১৩ জানুয়ারি ২০২৫ ইং থেকে পলাতক বরপেদী চাকমা - বয়স - ২৮ , স্বামীর নাম - বাট্টি চাকমা , ঠিকানা - লংতরাইভ্যালী মহুকুমার অন্তর্গত দক্ষিণ লালছড়া , গত সোমবার ছৈলেংটা বাজারে বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু এখন অব্দি বাড়ি ফেরেনি , পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করার পর ও কোন হদিস পাওয়া যায়নি এবং লংতরাইভ্যালী ছৈলেংটা থানায় জিটি এন্ট্রি করা হয় । তাই বরপেদী চাকমার স্বামী বাট্টি চাকমা সোসিয়াল মিডিয়া মাধ্যমে জানিয়েছেন যদি বরপেদী চাকমারকে কোথাও দেখতে পেলে নীচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য - 9485482496.
লংতরাইভ্যালী মহকুমা অন্তর্গত ছৈলেংটা থানার পুলিশের উদ্যেগে পি.এম.শ্রী ছৈলেংটা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের একাদশ এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা (PRAYAAS MEETING) অনুষ্ঠিত হয়।
ত্রিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে রোমান স্ক্রিপ্টের দাবিতে মহাকরনের সামনে বিক্ষোভ
নায্য পাওনা না পেয়ে অনির্দিস্ট কালের জন্য কর্ম বিরতির ডাক দিলো শান্তির বাজার জেলা হাসপাতালের সাফাই কর্মীরা। যে বেতন দেয়ার কথা সেটাও পাচ্ছেন না তারা। তাদের অর্ধেক বেতন দেয়া হচ্ছে বলে অভিযোগ। এই ধরনের সমস্যা নিরসনে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য আহ্বান করেন কর্মবিরতি ডাক দেয়া সাফাই কর্মীরা।