News 24 LTV Dhalai

News 24 LTV Dhalai খবর ও বিনোদনের জন্য চোখ রাখুন নিউজ 24 L.T.V ধলাই এর পর্দায়....
(1)

16/01/2025

উদয়পুর ভগিনী নিবেদিতা উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দুঃসাহসিক চুরি হয়েছে। গতকাল রাতে এই মারাত্মক ঘটনা সংগঠিত হয়েছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট মহল।

একটি আশ্চর্যজনক ঘটনা কদমতলা সরসপুর এলাকাতে একটি গরুর বাচ্চার দুটি মুখ, দুটি নাক ,চারটি চোখ, দুটি কান ও চারটি পা নিয়ে জন...
16/01/2025

একটি আশ্চর্যজনক ঘটনা কদমতলা সরসপুর এলাকাতে একটি গরুর বাচ্চার দুটি মুখ, দুটি নাক ,চারটি চোখ, দুটি কান ও চারটি পা নিয়ে জন্মগ্রহণ করে।এই গরুর মালিকের নাম সঞ্জয় কুমার নাথ।

অভিনেতা সাইফ আলি খানের স্বাস্থ্যের বিষয়ে, লীলাবতী হাসপাতালের ডাঃ নিতিন ডাঙ্গে বলেছেন, "সইফ আলি খানকে অজ্ঞাত ব্যক্তির দ্...
16/01/2025

অভিনেতা সাইফ আলি খানের স্বাস্থ্যের বিষয়ে, লীলাবতী হাসপাতালের ডাঃ নিতিন ডাঙ্গে বলেছেন, "সইফ আলি খানকে অজ্ঞাত ব্যক্তির দ্বারা লাঞ্ছিত হওয়ার অভিযোগে সকাল 2 টায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মেরুদণ্ডে একটি ছুরি। তিনি গুরুতর জখম হয়েছেন। তার থোরাসিক মেরুদণ্ডে এবং তার বাম হাতে আরেকটি গভীর ক্ষত এবং তার ঘাড়ে ছুরিটি সরানোর জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল এখন তার অবস্থার সম্পূর্ণ উন্নতি হয়েছে এবং তিনি শঙ্কামুক্ত।

16/01/2025

বৃহস্পতিবার মনোরঞ্জন দেববর্মা স্মৃতি স্টেডিয়াম, এডি নগর পুলিশ লাইনে উদযাপিত হল 'পুলিশ সপ্তাহ ২০২৫'। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পুলিশের বিভিন্ন বাহিনীর প্যারাডের অভিবাদন গ্রহণ করেন। কাজের নিরিখে পুলিশের বিভিন্ন কর্মীদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। ২০২৪ সালের সেরা পুলিশ সদস্য হিসেবে পুরস্কৃত হন ধ্রুব নাথ। লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কার পান অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর কাজল ঘোষ। মোট ৭৩ জন পুলিশ সদস্য তাদের অনুকরণীয় পরিষেবার জন্য মর্যাদাপূর্ণ ডিজিপির প্রশংসা ডিস্ক পান।

16/01/2025

ছুরির আঘাতে শরীরে ২টি গভীর ক্ষত! এখন কেমন আছেন সইফ আলি খান? জানালেন 'নবাবে'র টিম

16/01/2025

বিলোনিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৫ বালক বিভাগের ক্রিকেট টুর্নামেন্ট। উত্তর বিলোনিয়া স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভারত চন্দ্র নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পুতুল পাল বিশ্বাস। আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় বিলোনিয়া ইংরেজি মাধ্যম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় বনাম সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়।

16/01/2025

ফের তেলিয়ামুরা থানা এলাকায় চুরি হলো। নিশিকুটুম্বরা হানা দিলো করইলং শিশু বিহার এলাকার কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতে।বাড়িতে কেউ নাকি ছিল না।এই সুযোগে চোরেরা হাত সাফাই করে দিলো।বাড়িতে ফিরে দুলাল বাবুর পরিবার দেখতে পায় তাদের ঘরের সব জিনিস লন্ডভন্ড। খবর যায় পুলিশে। ঢাল তলোয়ার হীন নিধি রাম সর্দারের মতো বহু পরে ঘটনাস্থলে আসেন তেলিয়ামুরা থানার পুলিশ বাবুরা।ততক্ষনে হয়তো চোরেরা পগারপার হয়ে গেল।সন্ধ্যা রাতে এই ভাবে তেলিয়ামুরায় চুরির ঘটনা ঘটছে, পুলিশ কি করছে,প্রশ্ন আম জনতার।

16/01/2025

নিজের বাড়িতেই ছুরিকাহত বলিউড স্টার সইফ আলি খান। বুধবার রাত দুটো নাগাদ বান্দ্রা ফ্ল্যাটে ঢুকে পড়ে এক ব্যক্তি। তার সঙ্গে বাড়ির পরিচারিকার বাকবিতন্ডা বেধে যায়। আওয়াজ শুনেই ছুটে আসেন সইফ। তখনই ওই ব্যক্তি সইফ আলি খানকে ধারাল অস্ত্রের কোপ দেয়। তাতেই আহত হন সইফ। তাঁকে ভর্তি করা হয়েছে মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে। সেখানেই তাঁর অস্ত্রোপচার চলছে বলে খবর।

পুলিশ সপ্তাহে বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জনকারী পুলিশ অফিসার, পুলিশ স্টেশন দেখে নিন এক নজরে ।।
16/01/2025

পুলিশ সপ্তাহে বিভিন্ন বিভাগে পুরস্কার অর্জনকারী পুলিশ অফিসার, পুলিশ স্টেশন দেখে নিন এক নজরে ।।

16/01/2025

যানবাহন চালকদের সচেতন করতে মহিলা মহাবিদ্যালয়ের ছাত্রীরা আজ শহর আগরতলার রাস্তায় সচেতনতামূলক লিফলেট বিলি করেছেন। মহিলা মহাবিদ্যালয়ের এনএসএস ইউনিটের উদ্যোগে সচেতনতামূলক কর্মসূচিতে বাইক, টমটম, অটো চালকদের সচেতন করা হয়। এনএসএস ইউনিটের এক ছাত্রী জানান, যান দুর্ঘটনার কারনে রাজ্যে অনেকের মৃত্যু হচ্ছে। মূলত বাইক চালকরা হেলমেট না দেওয়া, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো ও অসাবধনার কারনেই এই দুর্ঘটনা হচ্ছে। এই বিষয়গুলিতে সচেতন করতে প্রয়াস নেওয়া হয়েছে বলে তারা জানিয়েছেন।

15/01/2025

দক্ষিণ ঘিলাতলীর লুট কীর্তনে রক্তাক্ত সংঘর্ষ, আহত ৮, এলাকা জুড়ে উত্তেজনা*

15/01/2025

সাংসদের হাত ধরে উদ্ভোধন হল উত্তর জেলার সর্ববৃহৎ প্রত্যেকরায় পৌষ মেলা ও উত্তরায়ন উৎসবের।

15/01/2025

কৃষকদের আর্থসামাজিক মান উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প গুলি কৃষকদের স্বার্থে কার্যকর হচ্ছে কিনা সেই বিষয়ে তদারকি করতে তেলিয়ামুড়া মহকুমা কৃষি তত্ত্বাবধায়কের অধীন ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের উত্তর কৃষ্ণপুর এবং মধ্য কৃষ্ণপুর এলাকার গ্রাম সেবক কেন্দ্র ও কৃষি বীজাগার পরিদর্শন করেন খোয়াই জেলা পরিষদের সদস্য এবং তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন সহ সমাজসেবক এবং স্থানীয় কৃষকরা।

15/01/2025

ভয়ংকর দুর্ঘটনা আগরতলা বিজয় কুমার চৌমুহনি স্থিত এলাকায়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে শিশু সহ অল্প বিস্তর আহত স্ত্রী সহ স্বামী। ঘটনাস্থলে পশ্চিম থানার পুলিশ। অপর গাড়িতে থাকা চার যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা যায়।

"রাজ্যে যান দুর্ঘটনা ঘটছে তবে যান দুর্ঘটনা কিভাবে কমিয়ে আনা যায় সেজন্য বিভাগীয় দপ্তর নিরন্তর কাজ করে চলেছে এবং তাতে স...
15/01/2025

"রাজ্যে যান দুর্ঘটনা ঘটছে তবে যান দুর্ঘটনা কিভাবে কমিয়ে আনা যায় সেজন্য বিভাগীয় দপ্তর নিরন্তর কাজ করে চলেছে এবং তাতে সাফল্যও আসছে।" বিধানসভা অধিবেশনে বললেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

15/01/2025

গত ১৩ জানুয়ারি ২০২৫ ইং থেকে পলাতক বরপেদী চাকমা - বয়স - ২৮ , স্বামীর নাম - বাট্টি চাকমা , ঠিকানা - লংতরাইভ্যালী মহুকুমার অন্তর্গত দক্ষিণ লালছড়া , গত সোমবার ছৈলেংটা বাজারে বাজার করতে যাবে বলে বাড়ি থেকে বের হয়েছিল, কিন্তু এখন অব্দি বাড়ি ফেরেনি , পরিবারের পক্ষ থেকে বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করার পর ও কোন হদিস পাওয়া যায়নি এবং লংতরাইভ্যালী ছৈলেংটা থানায় জিটি এন্ট্রি করা হয় । তাই বরপেদী চাকমার স্বামী বাট্টি চাকমা সোসিয়াল মিডিয়া মাধ্যমে জানিয়েছেন যদি বরপেদী চাকমারকে কোথাও দেখতে পেলে নীচে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য - 9485482496.

15/01/2025

লংতরাইভ্যালী মহকুমা অন্তর্গত ছৈলেংটা থানার পুলিশের উদ্যেগে পি.এম.শ্রী ছৈলেংটা দ্বাদশ শ্রেণীর বিদ্যালয়ের একাদশ এবং নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা (PRAYAAS MEETING) অনুষ্ঠিত হয়।

15/01/2025

ত্রিপ্রা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে রোমান স্ক্রিপ্টের দাবিতে মহাকরনের সামনে বিক্ষোভ

Address

Chailengta
Chailengta
799273

Website

Alerts

Be the first to know and let us send you an email when News 24 LTV Dhalai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share