কর্ণাটকে কোনো গরীব সংখ্যালঘু অটোরিকশা বা ট্যাক্সি কিনে নিজস্ব ব্যাবসা করতে চাইলে সরকারের থেকে ৫০% ভর্তুকি পাওয়া যাবে, এবং বাকি ৫০%এর বেশিরভাগই সরকার ঋণ দেবে, কিন্তু সংখ্যালঘু হলেই সেটা পাওয়া যাবে। সংখ্যাগুরুর জন্য এই প্রকল্প প্রযোজ্য নয়।
"ভারতে ধর্মনিরপেক্ষতা এখনো জীবিত রয়েছে কারণ ভারত একটি হিন্দু সংখ্যাগরিষ্ট দেশ।"
ইন্ডিয়া টুডে কঙ্কলেভের পোডিয়ামে দাঁড়িয়ে পরিষ্কার জানালেন শেহজাদ পুনাওয়ালা।
ডাক্তার বলছেন "pushed from behind" মানে ওনাকে পেছন থেকে কেউ ঠেলা মেরেছিল! ওনার বাড়িতে কে ওনাকে পেছন থেকে ঠেলা মারতে পারে? সিকিউরিটি তখন কোথায় ছিল? বডিগার্ড কোথায় ছিল?
তৃণমূল নেত্রী রত্না বিশ্বাস কি বলছে শুনুন। মন দিয়ে শুনবেন। লোকসভা নির্বাচনের প্রস্তুতি চলছে।
সিবিআই এর হাতে পড়ে "বাঘ" এখন ইঁদুর হয়ে গেছে।
শান্তির বার্তা। কি বুঝলেন?
সকল পাঠকদের জানাই মহা শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। 🙏
হর হর মহাদেব 🚩
সন্দেশখালীর মা বোনদের জন্য সারা দেশ কেঁদেছে, পুরো দেশ তাঁদের ব্যথা অনুভব করেছে। আরামবাগে নির্বাচনী প্রচারে এসে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আজ ব্যাঙ্গালোরের রামেশ্বরম কাফে তে হওয়া IED ব্লাস্ট এর সিসিটিভি ফুটেজ।
রাম মন্দিরের রাগ টা রামেশ্বরম কাফের ওপর বার করলো। আর কি আছে এদের এজেন্ডায়, খুঁজে বার করুক NIA।
"যতদিন হিমন্ত বিশ্বশর্মা বেঁচে আছে, ততদিন আসামে বাল্য বিবাহ হবে না, হতে দেবো না।" , মুসলিম ম্যারেজ এক্ট খারিজ করার পর স্টেট অ্যাসেম্বলি তে গর্জে উঠলেন অসমের মুখ্যমন্ত্রী।
এটা অ্যারেস্ট??
এটা কে অ্যারেস্ট বলে??
একেই বলে ওপেন থ্রেট।
সত্যি, পশ্চিম বাংলার মানুষ ভীষণ শান্তিতে রয়েছে।
কিছু বলার নেই আর।
আশা করি এই গরীব মানুষরা যেনো বিচারটা পায়।
পপুলেশন কন্ট্রোল বিল ঠিক এই জন্যই প্রয়োজন। কারণ এটা শুধু একটা গ্রামের ব্যাপার নয়।
এদের কে চাষী বলা যায়? প্রকৃত চাষী যারা, তারা এভাবে হুমকি দিতে পারে কি? ভালো করে এদের কথা গুলো শুনুন। আসল আর নকলের মধ্যে পার্থক্য টা নিশ্চয়ই আপনারা করতে পারবেন, সেই আশা রাখি।
শুভেন্দু অধিকারী কে পুষ্পবৃষ্টি দিয়ে স্বাগত জানিয়ে রাখি পরিয়ে, নিজেদের মনের ব্যথা সব উজাড় করে দিলেন সন্দেশখালীর মা বোনেরা। এই গরীব মানুষরা যেনো বিচার পায়ে, শুধু এইটুকুই চাই আমরা।
এরাও চাষী?
এইভাবে প্রটেস্টের নামে মানুষকে বোকা বানিয়ে মোদী সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে?
MSP কাকে বলে, সেটাই এরা জানেনা। তাহলে কি নিয়ে আন্দোলন? দিনের আলোর মত পরিষ্কার যে এদের এজেন্ডা আলাদা। আর এরা চাষী ও নয়। চাষীর পরিবারেরও নয়।
সরকারের বিরুদ্ধে আন্দোলন করা চাষী সব। হরিয়ানা দিল্লিতে রাস্তা আটকে এই চলছে। একটু মদ্যপান না হলে কি আর আন্দোলন হয়?