Somtirthaa Tithi Bhattacharjee

Somtirthaa Tithi Bhattacharjee Unchanged and unbroken, I stand as I was. Fearless and resilient, I have weathered many storms and more are yet to come.
(2)

With unwavering faith, I will embrace every challenge with a peaceful heart and a gentle smile.

17/09/2024

৮০০০ জুনিয়ার ডাক্তার আন্দোলন করলেই যদি সাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়ে, তাহলে ১০ বছর শিক্ষক নিয়োগ বন্ধ থাকায় শিক্ষা ব্যবস্থার কী অবস্থা হয়েছে?
একবার এই বিষয়গুলো নিয়ে ভেবে দেখুন ও এখন থেকে ভাবা প্র্যাকটিস করুন....

17/09/2024

তিলোত্তমাকে অসংখ্য ধন্যবাদ। তার কারণ সে না থাকলে জানতেই পারতাম না যে আমার ফেসবুকে এতগুলি অমেরুদণ্ডী প্রাণী বাসা বেঁধেছে। ত্যাগ দিতে গিয়ে এক ধাক্কায় পাঁচশো চটি চাটা কমলো।

প্রিয় হৃদয়, তোমায় রক্ষা করতে করতে হয়ে পড়েছি ক্লান্ত। তাই তোমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করায় এবার দিতে চাই ক্ষান্ত। কিন্তু ব...
16/09/2024

প্রিয় হৃদয়, তোমায় রক্ষা করতে করতে হয়ে পড়েছি ক্লান্ত। তাই তোমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করায় এবার দিতে চাই ক্ষান্ত। কিন্তু বড়ই নির্বোধ তুমি। কখনোই হতে চাওনা শান্ত। ইতি, তোমার হতভাগ্য মস্তিস্ক....

16/09/2024

প্রকৃতির মাঝে একা বসে আছি,
চারপাশে শুধুই নিরবতা ও শান্তি,
পাখির ডাকে ভাঙ্গে নীরব সময়,
মনে হয় যেন প্রকৃতিই আমার সঙ্গী।

সবুজ ঘাসের উপর বসে,
আকাশের দিকে তাকাই মুগ্ধ হয়ে,
মেঘের খেলায় হারিয়ে যাই
প্রকৃতির সুরে মন যেন ভেসে যায়।

হাওয়ার মৃদু ছোঁয়ায় চোখ বন্ধ করি,
একাকীত্বে যেন শান্তির খোঁজ পাই,
নদীর ঢেউয়ের মৃদু সুর শুনি,
প্রকৃতি আমায় কথা বলে অনন্তের স্নেহে।

একা, তবু একাকী নই,
প্রকৃতির মাঝে আছি মিশে,
এই নিঃশব্দ প্রহরে আমি
প্রকৃতির বুকে খুঁজে পাই নিজেকে।

15/09/2024

পড়েছে ধরা এবং পড়বে আরও করেছেন যারা দোষ,
ঠেকাতে পারেনি ও পারবেন না বাহুবলে কেউ জনগণের এই রোষ‌....

15/09/2024

পুরুষ হয়ে নারীর গায়ে হাত তুলছেন যারা,
আদৌও কী জন্মগত পুরুষ ছিলেন তারা?

14/09/2024

ফেরেনি কেউ তারা বাড়ি
ভিজেছে সবাই সারাটা রাত,
বিচার দাও সত্যিই এবারে
দিও না কোনো অজুহাত....

14/09/2024

ঘুষের টাকায় যারা বড় লোক তাদের জন্য এই ছোট্ট লেখাটি....

লোকের টাকা নিজের ভেবে শান্ত থাকেন এঁরা,
আড়াল করে হাত পাততে ভীষণ রকম সেরা।
ঠিক ভুলকে ভয় করে না এমনি ভীষণ ভালো,
টাকার গদির ভেতর এঁদের সমস্তটাই কালো।
কাজ করাটাই ডিউটি এদের কিন্তু ফ্রিতে কেন দেবেন,
কাজ করতে একটু আধটু ঘুষতো এঁরা নেবেন।

উৎসব নয়, পুজোতে এই ভাবেই সবাই স্থান দিক তিলোত্তমাকে....AS SIMPLE AS THAT, WE WANT AND WE DEMAND JUSTICE THAT'S IT....
13/09/2024

উৎসব নয়, পুজোতে এই ভাবেই সবাই স্থান দিক তিলোত্তমাকে....
AS SIMPLE AS THAT, WE WANT AND WE DEMAND JUSTICE THAT'S IT....

কি যে ভাবে চুপচাপ, কোন ধ্যানে থাকে,আকাশের গায়ে গায়ে কত ছবি আঁকে।কত আঁকে কত মোছে, কত মায়া করে,পলে পলে কত রং কত রূপ ধরে...
12/09/2024

কি যে ভাবে চুপচাপ, কোন ধ্যানে থাকে,
আকাশের গায়ে গায়ে কত ছবি আঁকে।
কত আঁকে কত মোছে, কত মায়া করে,
পলে পলে কত রং কত রূপ ধরে....

এই মহালয়ায় হোক ভোর দখল। এইবারের মহালয়ার ভোরটা উৎসর্গ হোক সেই সব তিলোত্তমার জন্য....
12/09/2024

এই মহালয়ায় হোক ভোর দখল। এইবারের মহালয়ার ভোরটা উৎসর্গ হোক সেই সব তিলোত্তমার জন্য....

আছি, কিন্তু নেই এখানে,স্থবির, কিন্তু খরস্রোতাআমার কাছে জীবন মানেউইন্ডস্ক্রিনে বৃষ্টিফোঁটা....চার দশকের চৌকাঠে দিনরোদ্দুর...
12/09/2024

আছি, কিন্তু নেই এখানে,
স্থবির, কিন্তু খরস্রোতা
আমার কাছে জীবন মানে
উইন্ডস্ক্রিনে বৃষ্টিফোঁটা....

চার দশকের চৌকাঠে দিন
রোদ্দুরও নেই তেমন বিশেষ,
মুঠোই কেবল একটু জেদি
কে জানে হার মানবে কিসে....

তারই মধ্যে আসলে কেউ
ফের সমস্ত ওলোটপালট,
সন্ধ্যা চেনে আমার পাড়াও
এবারে রাত নামলে ভালো....

ভাবনাগুলো উথলে উঠুকঅকাল এই উৎ - শবেস্বপ্নগুলো মেলুক ডানাবিদ্রোহে - বিপ্লবে॥
11/09/2024

ভাবনাগুলো উথলে উঠুক
অকাল এই উৎ - শবে
স্বপ্নগুলো মেলুক ডানা
বিদ্রোহে - বিপ্লবে॥

উড়ে যায় মানব হৃদয়। পরে থাকে তাদের নিথর দেহ। পাখিগুলো মনের সুখে সাদাকালো আলোকচিত্র আঁকে আর গুনগুন করে গান গায়....
10/09/2024

উড়ে যায় মানব হৃদয়। পরে থাকে তাদের নিথর দেহ। পাখিগুলো মনের সুখে সাদাকালো আলোকচিত্র আঁকে আর গুনগুন করে গান গায়....

10/09/2024

চলছে যেমন তেমনিভাবেই চলুক প্রতিবাদ,
কিন্তু পালন করা হোক সব দায়িত্ব ও কর্তব্যও,
না হলে জুটতে পারে প্রবল অপবাদ....

09/09/2024

মাত্র ৯টা মিনিট....
এই অল্প সময়টুকু হয়ে উঠুক অন্ধকার এবং নিঃস্তব্ধতার খনি। আর সেই খনি থেকেই উঠে আসুক নতুন দিনের আলো ও কথা।

09/09/2024

শূন্যতায় ভেসে গেছে শহরের সব পথঘাট,
ফিরবেনা গতকাল জানি, ফিরবেনা আগামিকালটাও।

তবু চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে,
এক মুঠো রোদের ফোঁটা মনে করে।

শোন কবি ভেঙ্গে দাও এই দীর্ঘ মূর্ছনা
রাখো এইখানে তোমার হাতটুকু,
তবু চলে যেতে বোলোনা আজ।

শূন্যতায় ঢেকে গেছে শহরের বাকি ইতিহাস,
হয়তো ফিরবোনা তুমি ও আমি কেউই
ফিরবেনা হয়ত আবার সেই মুহূর্তগুলির দিনটা।

তবুও চাইছি তোমাকেই তুলে নিতে অঞ্জলিতে,
এক মুঠো রোদের ফোঁটা মনে করে।

শূন্যতার শোকসভা আছে যত শূন্যতার গান,
দিলাম তোমায় সবটাই আমার যত আছে অভিমান।

Madrid, comunidad de Madrid. España....Madrid es un municipio y una ciudad de España. La localidad, con categoría histór...
08/09/2024

Madrid, comunidad de Madrid. España....

Madrid es un municipio y una ciudad de España. La localidad, con categoría histórica de villa, es la capital del Estado y de la Comunidad de Madrid. En su término municipal, el más poblado de España, su población es de 3.332.035 habitantes (INE 2023), constituyéndose como la segunda ciudad más poblada de la Unión Europea, así como su área metropolitana, con 6.779.888 habitantes empadronados.

08/09/2024

নির্যাতিতার রক্তে লেখা সেই শেষ চিঠিটাও
জানি পৌঁছবে যদি সবাই চায়,
হাঁটবে অনেকেই এই মিছিলে
বলো সবাই মিলে বিপ্লব তুমি দীর্ঘজীবী হও....

08/09/2024

ঘুমের সাথে আজকাল আমার আর কোন সাক্ষাৎ নেই। অসময় এসে উপস্থিত হয় বলেই প্রশ্রয় দেই না খুব একটা। যখন নিজের প্রয়োজনে ডাকাডাকি করি, সে আবার রাগ করে সাড়া দেয় না।

আগে আমি ছিলাম বড্ড ঘুম প্রেমী, এখন সময়ের ভয়ঙ্কর হুংকারে পরিবর্তন হয়েছে ঘুমের প্রতি আমার প্রেম।
ঘুমের সাথে আজকাল আর আগের মতো সাক্ষাৎও হয় না। কালের বিবর্তনকে ভালোবেসে ঘুম গেছে চলে নির্ঘুম রাতের কাছে।
তাই ঘুমকে আবারও নতুন করে ভালোবেসে, আপন করে কাছে টেনে নিতেই এই চিঠি লেখা....

প্রিয় ঘুম, আমি গোটা পৃথিবীকে চোখ বন্ধ করে দুরে সরিয়ে রাখতে পারি শুধু তোমায় ভালোবেসে। যদি শুধু তুমি আমার চোখে জুড়ে থাকো, চাইলেই। বিশ্বাস করো তোমায় এখনও খুব ভালোবাসি। সময়ের জন্য তোমার প্রতি থাকা প্রেমের পরিবর্তন হয়েছে, কিন্তু তুমি আমার মনের মণিকোঠায় ছিলে, আছে, থাকবেও সর্বদা।
ইতি, পলক না ফেলে তোমার অপেক্ষায় বসে থাকা জনৈক ঘুম প্রেমী।

07/09/2024

যদি পোষাক ধর্ষণের প্রধান কারণ হতো, তাহলে শিশুরা ধর্ষণ হতো না কখনোই। ছোট্ট শিশু দেখলে যাদের জিভ লকলক করে, তারা আর যাই হোক কখনোই মানুষ হতে পারেনা।

06/09/2024

তোমার নামেই লিখবো মোরা দিন বদলের কাব্য,
ওরা তোমায় ঘুম পাড়ালেও আমরা রাত জাগবো....

ঘরের কোণে আলো খুঁজে যাচ্ছি সেই রৌদ্রস্নাত যুগ থেকে। পাই বা না পাই; তবে আজকের দিনটুকুন জমা হোক অজস্র ফাটল ধরা ঝাপসা কিংবা...
05/09/2024

ঘরের কোণে আলো খুঁজে যাচ্ছি সেই রৌদ্রস্নাত যুগ থেকে। পাই বা না পাই; তবে আজকের দিনটুকুন জমা হোক অজস্র ফাটল ধরা ঝাপসা কিংবা ঝাসপা আলো নয়তোবা নিরালোয়ে স্মৃতি কিংবা বিস্মৃতিতে....

05/09/2024

সে এক তারায় ভরা রাত ছিলো
সবার হাতে হাত ছিলো,
সবাই সবার বন্ধু ছিলো
সে এক দ্রোহ ভরা রাত ছিলো....

চোখের কোনে জল ছিলো
বুকের ভেতর বল ছিলো,
পথে ছাত্রদল ছিলো
সে এক ঘুম না আসা রাত ছিলো....

গলায় গলায় শ্লোগান ছিলো
কারো গলা মৌন ছিলো,
সবার গলায় কাঁটা ছিলো
সে এক মিছিল মাখা রাত ছিলো....

আকাশে যার মুখ ছিলো
মাটিতে তার বাবা ছিলো,
মায়ের মুঠো শক্ত ছিলো
সে এক শক্ত চোয়াল রাত ছিলো....

সে এক আঁধার ভরা রাত ছিলো
সেই আঁধার বুকে আগুন ছিলো,
তিলোত্তমার শপথ ছিলো
সে এক বিপ্লবেরই রাত ছিলো....

শহর জেগেছে ও জেগে থাকবে...২০২৪-এ তিলোত্তমা হলো সেই প্রধান শিক্ষিকা যে মেরুদন্ড কিভাবে সোজা রাখতে হয় তা শিখিয়ে দিয়েছে।...
05/09/2024

শহর জেগেছে ও জেগে থাকবে...
২০২৪-এ তিলোত্তমা হলো সেই প্রধান শিক্ষিকা যে মেরুদন্ড কিভাবে সোজা রাখতে হয় তা শিখিয়ে দিয়েছে।
তাই এই বছর আমার বাবা-মা, সকল শিক্ষক শিক্ষিকা, গুরুজন, প্রিয়-পরিজন ও বন্ধু সহ তিলোত্তমাকেও জানাই "HAPPY TEACHER'S DAY"

"পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মতো একদিন সবুজ ছিলাম, এই আনন্দ নিয়ে একদিন হারিয়ে যেতে হবে...."
03/09/2024

"পৃথিবীর একগুচ্ছ মৃত ঘাসের মতো একদিন সবুজ ছিলাম, এই আনন্দ নিয়ে একদিন হারিয়ে যেতে হবে...."

03/09/2024

আছি, কিন্তু নেই এখানে।
স্থবির, কিন্তু খরস্রোতা।
আমার কাছে জীবন মানে
উইন্ডস্ক্রিনে বৃষ্টিফোঁটা।

চার দশকের চৌকাঠে দিন
রোদ্দুরও নেই তেমন বিশেষ
মুঠোই কেবল একটু জেদি।
কে জানে হার মানবে কিসে....

তারই মধ্যে এসে দাঁড়াও
ফের সমস্ত ওলটপালট
সন্ধে চেনে আমার পাড়াও।
এবারে রাত নামলে ভাল।

ভোরের স্নিগ্ধ বাতাস দেয় ভুলিয়ে, সঞ্চার করে  মৃত দেহে এক নতুন আশা....
02/09/2024

ভোরের স্নিগ্ধ বাতাস দেয় ভুলিয়ে, সঞ্চার করে মৃত দেহে এক নতুন আশা....

Address

Calcutta Bara Bazar

Telephone

+919433498344

Website

Alerts

Be the first to know and let us send you an email when Somtirthaa Tithi Bhattacharjee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somtirthaa Tithi Bhattacharjee:

Videos

Share

Nearby media companies