03/02/2025
আর ক’দিন বাদেই বসন্ত এসে কড়া নাড়বে দরজায়। তার ঠিক প্রাক্কালে মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে পূজিত বিদ্যার দেবী সরস্বতী। পলাশপ্রিয়া তিনি, শ্বেত পদ্মে অধিষ্ঠাত্রী। সকাল বেলা তাড়াতাড়ি স্নান সেরে উঠে নতুন পোশাক পরে অঞ্জলি দেওয়ার পালা। পঞ্চমী পরের দিন আসে ষষ্ঠী। বাংলায় অবশ্য এই দিনটা শীতল ষষ্ঠী নামে পরিচিত। শাস্ত্র মতে এই দিন পরিবার এবং সন্তানের মঙ্গলকামনায় মা-কাকিমারা দেবী ষষ্ঠীর ব্রত পালন করেন। ব্রতের নিয়ম অনুসারে এই দিন বাড়িতে উনুন জ্বালতে নেই। শীতল অর্থাৎ ঠান্ডা, এই দিন সকাল বেলা ঘুম থেকে উঠে আগে ঠান্ডা জলে স্নান করে মা ষষ্ঠীর পুজো করতে হয়। মন দিয়ে শুনতে হয় দেবীর ব্রত কথা। নিয়ম মতে এই দিন চা খেলেও তা ঠান্ডাই খেতে হয়। গোটা সেদ্ধ খেতে হয়।...
আর ক’দিন বাদেই বসন্ত এসে কড়া নাড়বে দরজায়। তার ঠিক প্রাক্কালে মাঘ মাসে শুক্ল পঞ্চমী...