মহিলা পুলিশকর্মী কে ডাক্তারি পরীক্ষা না করেই তাকে সাসপেন্ড করলো শিলিগুড়ি পুলিশ
মহিলা পুলিশকর্মীর বিরুদ্ধে মদ পানের অভিযোগ: ডাক্তারি পরীক্ষা না করেই তাকে সাসপেন্ড করলো শিলিগুড়ি পুলিশ
Behala Saniddho organised an impactful drama on women empowerment in Rabindra Sadan
সংঘাতের একটি দুর্দান্ত থ্রিলিং এবং রোমাঞ্চকর গল্প । অনুগ্রহ করে আপনার নিকটস্থ অডিটোরিয়ামে "ভূতো" দেখুন। সত্যজিৎ রায়ের গল্পের এমন অভিনব মঞ্চায়নে বিস্ময়কর উপস্থাপনা এবং পুরো কাস্টের দুর্দান্ত অভিনয় আপনাকে মন্ত্রমুগ্ধ করে দেবে।
লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদী পাড়ের বুথের পথে ভোট কর্মী সহ কেন্দ্রীয় বাহিনী। মালদার দুটি লোকসভা কেন্দ্রে রাত পোহালে নির্বাচন। আর তাকে কেন্দ্র করে জোর তৎপরতা প্রশাসনিক স্তরে। মালদার দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের মানিকচক ব্লকের হিরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের নদী পাড়ের প্রত্যন্ত এলাকা গদাই চোর। এই চরের দুটি বুথ রয়েছে।সেখানেই মানুষের ভোট নিতে নৌকো করে রওনা দিচ্ছেন ভোট কর্মীরা। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের নিয়ে ভোট গ্রহণের যাবতীয় যন্ত্রাংশ সাথে নিয়ে নদী পার করে সেখানে পৌঁছতে ইতিমধ্যে রওনা দিয়েছেন তারা। সেই দুটি বুথের মানুষের ভোট নিতেই গঙ্গা নদী পার করে ওপরে পৌঁছবেন এবং ভোট গ্রহণের যাবতীয় কাজ করবেন এই সমস্ত ভোট কর্মীরা এমনটাই জানা যাচ্ছে। পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে নৌকায় করে গঙ্গা নদী পার করছেন ভোট কর্মীরা।
Gift for voters? Or Agents? Or... in Andhra Pradesh #ECI Are you watching?
মিঠুন চক্রবর্তী ঢুকতে মিঠুন চক্রবর্তীকে দেখে গো ব্যাক স্লোগান তৃণমূলের। চাঁচলের তরল তলা মোড়ে মিঠুনের কনভয় দেখে স্লোগান ছুড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।
মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী সমর্থনে মালদা শহরে রোড শো করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মালদা শহরের পোস্ট অফিস মোড় থেকে রোড শো শুরু করেছেন অমিত শাহ। শ্রীরূপা মিত্র চৌধুরীকে হুট খোলা গাড়িতে নিয়ে রোড শো শুরু করেছেন অমিত শাহ। মালদা শহরে রবীন্দ্র এভিনিউ পর্যন্ত এই রোড শো করবেন তিনি। অমিত শাহর পাশে রয়েছেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী।
শুভেন্দু অধিকারীর সভা থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। ঘটনায় গুরুতর জখম উত্তর মালদার যুব মোর্চার জেলা সম্পাদক সহ আরো চারজন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। মালদার রতুয়া থানার বাহারাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে।
এদিন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রতুয়ায়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালান হয়। হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছে উত্তর মালদার যুব মোর্চ
বালুরঘাট লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন ভূমিপুত্র ইউনাইটেড পার্টির পক্ষে পার্টি প্রেসিডেন্ট মোঃ সারোয়ারদী