ACN Life News

ACN Life News ACN LIFE NEWS IS THE NO1 NEWS MEDIA PROVIDER IN PURBA BARDHAMAN, NOW WE TARGET FOR NO1 IN WEST BENGAL
(13)

09/12/2024

# সন্ধান চাই

08/12/2024

পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নয় বছরের এক শিশুর।

ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ভাটাকুল মুকুন্দপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় নয় বছরের শিশু সুনীল টুডু,মায়ের নাম মমতা টুডু সাইকেল নিয়ে সেলেন্ডা গ্রামে রাস্তায় খেলা করছিল,এমত অবস্থায় ধান বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মারে, মাথায় ছোট লাগে শিশুটির।রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।সেখানে কর্তব্যরত ডাক্তার বাবুরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।এরপর ভাতার থানায় মৃত দেহটিকে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য।মাত্র নয় বছরের একটা শিশুর অকাল মৃত্যুতে শোকাহত সমগ্র পরিবার ও গ্রামবাসী।

07/12/2024

শ্রেষ্ঠ দেশপ্রেমিক সেখ সাদ্দাম।
প্রতিনিধি: সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ।

06/12/2024

সজল ধারার জল অপচয়ের ব্যাপারে কি বললেন আমারুন বাজার সদস্য!!!

25/11/2024

বিধায়ক মানগোবিন্দ অধিকারীর সহায়তায় গরীব অসহায় পরিবার পেল মাথার ছাদ। রিপোর্ট:- সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফ।
বিস্তারিত জানতে দেখুন ভিডিওটি

25/11/2024
22/11/2024

এ সি এন লাইভ নিউজের খবরের জেরে ভাতারের মহিলা টোটো চালক পেল আর্থিক সাহায্য , খাদ্য সামগ্রী ও কম্বল। প্রতিনিধি:- সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফ।

17/11/2024

সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফ:-
তৃণমূলের এমএলএ হতে গেলে টাকা লাগে । এই কথা স্বীকার করলেন পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী । বিজয়ার শুভেচ্ছার তৃণমূলের কর্মসূচিতে অকপটে এই কথা স্বীকার করতেই চাপানুত্তর সৃষ্টি হয়েছে সমগ্র রাজনৈতিক মহলে । অনেক বিশিষ্টদের বক্তব্য একটি ভরা জনসভায় কিভাবে বিধায়ক নিজের মুখে স্বীকার করলেন অর্থ দিয়ে তিনি বিধায়ক হয়েছেন । শুধু এই কথা বলে বিধায়ক বাবু থেমে থাকেনি এর সঙ্গে জড়িয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরাকে । কয়েকদিন ধরেই বিধায়ক গোষ্ঠী ও অশোক হাজারর গোষ্ঠীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে । সেই ছবি বিভিন্নভাবে চোখে পড়ে । বলগোনা নিত্যানন্দপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মহা মিছিলের বিধায়ক বাবু তির্যকভাবে খোটা দেন তৃণমূলের একাংশের বিরুদ্ধে । ব্যানার টাঙিয়ে নেতা হওয়া যায় না । মান্ডির ধান খেয়ে মোটা হওয়া যায় । এই কথা যাকে উদ্দেশ্য করে বলেছিলেন অনেকে ধারণা আজকে বিধায়ক যার উদ্দেশ্যে সেদিন এই কথা বলেছিলেন আজকে এই কর্মীসভায় নিজেদের স্বামী স্ত্রী ঝগড়া বলে উল্লেখ করেন । অশোক হাজরাকে তিনি নিজের আত্মীয় বলে সবার সামনে প্রকাশ করেন ।

যদিও এই বিষয়ে ভাতারের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরার কাছে জানতে চাইলে তিনি জানান জনসম্মুখে কেউ যদি টাকার বিনিময়ে বিধায়ক হয়েছে এই কথা বলেন সেই বিষয়ে আমার কোন মন্তব্য নেই । মানুষের পাশে থাকার জন্য তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমরা মানুষের সঙ্গে আছি । দুর্নীতি রুখে দিয়ে মানুষের সেবায় তৃণমূল কংগ্রেস সর্বদাই এগিয়ে যাবে । সমগ্র ভাতার ব্লকের প্রতিটি মানুষ আমার আত্মীয় । সকলকে নিয়েই আমরা একসঙ্গে নতুন দুর্নীতিমুক্ত ভাতার গড়ব, এটাই আমাদের অঙ্গীকার ।

15/11/2024

তৃণমূলের কর্মী সম্মেলন:-

ভাতাড় বিধান সভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে বড়বেলুন ২নং অঞ্চলের ফকির ডাঙ্গা গ্ৰামে বুথ ভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। বড়বেলুন ২নং অঞ্চলে মোট ১০টি বুথ আছে। বুথ সভাপতিদের ও অঞ্চল সভাপতিকে ও প্রধানকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন পাড়ায় পাড়ায় মানুষের খোঁজ খবর নিতে , পুরাতন কর্মীদের সঙ্গে নিয়ে চলতে।
ভাতাড় থেকে সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফের রিপোর্টঃ এসিএন লাইফ নিউজ।

12/11/2024

ইউনিক ডান্স একাডেমির শুভ উদ্বোধন করলেন ভাতার ব্লক সহ-সভাপতি অশোক কুমার হাজরা।

আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সেমিনার হলে উদ্বোধন করা হলো ইউনিক ডান্স একাডেমি। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ভাতার ব্লক সহ-সভাপতি অশোক কুমার হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী অঞ্চল প্রধান রূপালী ঘোষ সহ আরো অন্যান্যরা। ফিতে কেটে ইউনিক ডান্স একাডেমীর শুভ উদ্বোধন করলেন অশোক কুমার হাজরা।এদিন সকল বিশিষ্ট জনকে উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সঙ্গে দেওয়া হয় একটি করে মোমেন্টো। সেই সঙ্গে সাংবাদিকদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই দিন। এই ডান্স স্কুলে ওয়েস্টার্ন ডান্স শেখানো হবে বলে জানা যায়। আজ ওয়েস্টার্ন ডান্স স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে নুতন শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করলেন। ভাতারের বুকে এর আগে ওয়েস্টার্ন ডান্সের কোন স্কুল ছিল না। ওয়েস্টার্ন‌‌ ডান্সের
এই রূপ একটা স্কুলের সূচনা হওয়ায় খুশি এলাকাবাসী।ভাতার থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফের রিপোর্টঃ acn life news

11/11/2024

টেন্ডারের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ

টেন্ডারের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক চত্বরে বিক্ষোভ দেখালো ভাতার পঞ্চায়েত সমিতির স্থায়ী কন্টাকটারের একাংশ । তাদের দাবি একদিকে যেমন টেন্ডার না করে ব্লকের চত্বরে আসবাবপত্র ও রং এর কাজ চলছে তেমনি কিছু কর্মাধ্যক্ষের নেতৃত্বে নির্দিষ্ট কাজের টেন্ডার নিজের পছন্দের কন্টাকটারকে দিয়ে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার পর BOQ বন্ধ করে দেওয়ায় বাকি কন্টাকটাররা ওই টেন্ডারে অংশগ্রহণ করতে পারছে না । রাজনৈতিক প্রভাব খাটিয়ে সঠিক প্রক্রিয়ায় টেন্ডারের কাজ সম্পন্ন না হওয়ায় এলাকার সমূহ উন্নয়নে খামতি পড়ছে । সমগ্র বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্বারকলিপি প্রদান করে কন্টাকটররা । তাদের দাবি ভাতারের বিডিও সঠিক উত্তর তাদের দেয়নি ।

যদিও এই বিষয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানিয়েছেন সমগ্র বিষয়ে অতিসত্বর পদক্ষেপ নেওয়া হবে ।
ভাতার থেকে আব্দুল হানিফ এবং সঞ্জয় মণ্ডলের রিপোর্টঃ এসিএন লাইফ নিউজ

07/11/2024

যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করে ছট পূজা দিলেন ভাতারের ভূমিপুত্র তথা ভাতার ব্লক সহ সভাপতি সমাজসেবী অশোক কুমার হাজরা।এইদিন তিনি ভাতার মহাপ্রভু তলায় একটি দীঘিতে জাতি ধর্মকে ঊর্ধে রেখে ছট পূজা উপাসকদের সঙ্গে সামিল হলেন। ভাতার বাজার ছট পূজা কমিটির উদ্যোগে গত তিনদিন ধরেই চলছে ছট পূজা। অসংখ্য ভক্তগণ বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে, দন্ডি কেটে ছট পূজা আয়োজন করেন। আজ ছট পূজা কমিটির পক্ষ থেকে ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরাকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি ভাতার অঞ্চল প্রধান রুপালি ঘোষ এবং অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী সহ আরোও বিভিন্ন জনকে সম্বর্ধিত করা হয়। ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট এসিএন লাইভ নিউজ।

05/11/2024

মানসিক ভারসাম্যহীন দুই ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা।

পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মুরাতি পুর বাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবক কয়েক বছর ধরেই রয়েছে।নিজের প্রতি অযত্নের কারণে তার চুলে জট ধরে যায়,পরনে প্রচন্ড নোংরা জামা কাপড় ছেঁড়া। ভাতার থানার বড়বাবু প্রসেনজিৎ দত্তের নজরে আসে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি।
উনি কয়েকদিন আগে ওই অসহায় ছেলেটির হাতে একটা জামা ও প্যান্ট তুলে দেন।ছেলেটি নিজে পোশাক বদলাতে পর্যন্ত পারে না। পাশাপাশি আরও একজন রয়েছে গত দুই বছর ধরে। এই দুজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পশুপ্রেমী তথা সমাজকর্মী তাদের দুজনকে খোলা হাওয়া হোটেলের সামনে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে দেন।ওই সময় আরও একজন বয়স্ক প্রতিবন্ধী চলে আসে তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় পরিয়ে দেন। এই তিন জনকে "খোলা হওয়া" হোটেলের মালিক মহিবুল আলম খাবারের ব্যবস্থা করে দিলেন। আমির শেখ এক গরিব পরিবার ঘরের ছেলে। উনি এই কাজ কয়েক বছর ধরেই করে আসছেন। উনি বলেন অসহায়দের পাশে থাকতে উনি ভালোবাসেন। ওনার কাজে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।ভাতার থেকে সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফের রিপোর্টঃ এসিএন লাইফ নিউজ

04/11/2024

শিব মন্দিরের তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ভাতারে।

সঞ্জয় মণ্ডল:-ভাইদ্বিতীয়ার দিন রাত্রে পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের আমারুন বাজারের শিব মন্দিরে ঘটল দুঃসাহসিক চুরি।মন্দিরের গেটের তালা ভেঙে মন্দিরে ঢোকে দুষ্কৃতীরা এবং মহাদেবের রুপোর সাপ,রুপোর বেলপাতা,রুপোর পইতে,বাবা লোকনাথের সোনার চোখ,দান বাক্সের অনুদানের সমস্ত টাকা পয়সা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।সাত সকালে স্থানীয়রা মন্দিরের গেটের তালা ভাঙ্গা দেখে আমারুন বাজারের ক্লাবের ক্লাবের ছেলেদের খবর দেয়। আমারুন বাজারের ক্লাবের ছেলেরা ভাতার থানার পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়।চুরি যাওয়া সামগ্রীর বিস্তারিত বিবরণ লিখে অভিযোগ জানায়।তৎক্ষণাৎ ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে এসে সরেজমিনে তদন্ত করে।ভাতার থানার পুলিশ প্রশাসন আশ্বাস দিয়েছেন অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার করে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার করা হবে।পুলিশের এহেন উদ্যোগে খুশি এলাকাবাসী।

03/11/2024

একজন নারী হয়েও টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

এমনি এক চিত্র দেখা গেলো পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতার গ্রামে। সুস্মিতা রোম নামে এক বিবাহিতা নারী ভাতার বাজারে টোটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। সুস্মিতা রোম জানান গত কয়েক বছর হল তার স্বামী মারা যায়, বর্তমানে তার রয়েছে একটি চার বছরের প্রতিবন্ধী শিশু এবং অসুস্থ মা। একটি ভাই ছিল তাও কিছুদিন আগেই মারা যায়। এমত অবস্থায় বাড়িতে উপার্জনশীল ব্যক্তি বলতে কেউ নেই ।তার বাবা ঋণ করে একটি টোটো কিনেছিলেন। গত একমাস আগেই সুস্মিতা রোমের বাবা পিতু রোম হৃদরোগে মারা যান।এইরকম কঠিন পরিস্থিতিতে বাধ্য হয়ে তাকেই ধরতে হয়েছে সংসারের হাল। অন্য কোথাও কাজ করতে গেলে হয়তো তিনি তার প্রতিবন্ধী শিশুকে দেখভাল করতে পারতেন না।তাই তিনি টোটো চালানোর মতো এই স্বাধীন পেশাটিকেই বেছে নিয়েছেন। টোটো চালানোর অবসর সময়ে তিনি বাড়ি গিয়ে তার প্রতিবন্ধী বাচ্চা ও অসুস্থ মাকে সেবা শুশ্রষা করে আসেন। আপাতত দিনের শেষে তার তিনশ থেকে সাড়ে তিনশ টাকার মতো রোজগার হয় । তবে তিনি আশা করছেন যে পরবর্তীকালে তিনি আরোও বেশি রোজগার করতে পারবেন টোটো চালিয়ে। গ্রামের শেষে ফাঁকার মধ্যেই তিনি তার প্রতিবন্ধী শিশু ও অসুস্থ মাকে নিয়ে ভাঙ্গা ঘরে বসবাস করেন । কারণ কিছুদিন আগেই তাদের মাটির ঘর প্রচন্ড বৃষ্টির জেরে ভেঙে যায়। সরকারি সাহায্যের কথা জিজ্ঞেস করা হলে তিনি জানান প্রতিবন্ধী শিশুটি সরকারি সাহায্য পেলেও তিনি ও তার পরিবার কোনো রকম সরকারি সাহায্য এখনোও পর্যন্ত পাননি । তাই এমত অবস্থায় তিনি সরকারি সাহায্যের দাবি রাখছেন। ভাতার থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট এ সি এন লাইভ নিউজ।

01/11/2024

মা দক্ষিণা কালী পুজোতে বলি দেওয়া হলো চাল কুমড়ো।

পূর্ব বর্ধমানের ভাতারের বিশ্বজিৎ রায়ের বাড়িতে দীর্ঘদিন ধরে হয়ে আসছে মা দক্ষিণা কালীর পূজা। প্রথমে মাটির মূর্তি হিসাবে দক্ষিণা কালীপূজিত হলেও বর্তমানে ধাতুর তৈরি মূর্তিতে পূজা করা হয়।লোকজনের অভাবে মাটির মূর্তির পরিবর্তে ধাতু বিগ্রহ পূজার প্রচলন করা হয়। মাটির বিগ্রহের মত প্রতিবছর এই ধাতুর বিগ্রহের বিসর্জন হয় না। সারা বছরই রেখে দিয়ে নিত্য পূজা করা হয়।পূজা উদ্যোক্তা বিশ্বজিৎ রায় বলেন কোন মা চান না যে একটা প্রাণকে বলি দেওয়া হোক। কারণ প্রত্যেকটি জীব মায়ের সৃষ্টি।মানুষ তার নিজের স্বার্থে এবং উদর পূর্তির জন্য এই পশু বলি প্রথা চালু রেখেছে। মায়ের বলি সম্পর্কে পন্ডিত মশাই শুভেন্দু ভট্টাচার্য বলেন যে মানুষের শরীর এবং মনে যে সমস্ত নোংরা আবর্জনা রয়েছে সেগুলিকেই বলি দেওয়া উচিত ।বলি মানে কখনোই জীব হত্যা নয়।। ভাতার থেকে সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট এ সি এন লাইভ নিউজ।

30/10/2024

#ভাতার জাগরণী সংঘের শ্যামা পূজার উদ্বোধন ও শীতবস্ত্র বিতরন,acn life news, রিপোর্টঃ সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ।

Address

Purba Bardhaman
Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when ACN Life News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share