ACN Life News

ACN Life News ACN LIFE NEWS IS THE NO1 NEWS MEDIA PROVIDER IN PURBA BARDHAMAN, NOW WE TARGET FOR NO1 IN WEST BENGAL
(2)

03/02/2025

বিচারদানে মিডিয়েশনের গুরুত্ব বোঝাতে কলকাতা হাইকোর্টের মিডিয়েশন কমিটির স্টল।

02/02/2025

জহরলাল নেহেরু কম্পিউটার লেটারেসি ড্রাইভ সংস্থার ভাতাড় শাখার উদ্যোগে বাৎসরিক পরীক্ষার আয়োজন।

01/02/2025

চারচাকা গাড়ির সঙ্গে দুটি বাইকের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার চারচাকা গাড়ির চালক।

01/02/2025

ভাতারের বানেশ্বরপুর এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনা

30/01/2025

পূর্ব বর্ধমান জেলা ডি.ওয়াই.এফ.আই এর
নেতৃত্বে ট্রেন অবরোধ কর্মসূচি

সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ:-
পূর্ব বর্ধমান জেলা
ডি ওয়াই এফ আই এর নেতৃত্বে বর্ধমান কাটোয়া ট্রেন সংখ্যা বাড়ানোর দাবিতে এবং রেলের স্বচ্ছ নিয়োগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো। এই বিক্ষোভ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সম্পাদিকা কমরেড মীনাক্ষী মুখার্জি এবং সভাপতি ধ্রুবজ্যোতি সাহা। গত ২৯ শে জানুয়ারি মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে ভাতার সিপিআইএম পার্টি অফিস থেকে একটি পদযাত্রা শুরু হয় এবং সেই পদযাত্রা ভাতার রেল স্টেশনে পৌঁছায়। এই অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন সমস্ত
ডি ওয়াই এফ আই এর কমরেড গন। সমস্ত কমরেডবৃন্দ রেল লাইনের উপরে বসে বিক্ষোভ দেখায়। প্রায় ১ ঘণ্টা অবরোধ চলে এই দিন । মূল দাবি ছিল বর্ধমান কাটোয়া ট্রেন সংখ্যা বাড়াতে হবে।পাশাপাশি রেল বাঁচাতে ডবল লাইনের দাবি তোলা হয়।কারণ যাত্রীদের তুলনায় ট্রেন সংখ্যা অনেক কম এছাড়া রেলের রিক্রুটমেন্ট পদ্ধতি স্বচ্ছ করতে হবে এই দাবিও তোলা হয়।

রেল অবরোধ কর্মসূচিতে স্থানীয় এলাকাবাসীদের সমর্থন ছিল চোখে পড়ার মতো। এর আগেও ইংরেজি ২০২৪ সালে
আমারুন হল্ট এ একই উদ্দ্যেশ্যে ট্রেন অবরোধ করা হয়েছিল,কিন্তু রেল কর্তৃপক্ষ দাবি মেনে নিলে ট্রেন অবরোধ উঠে যায়।কিন্তু পরবর্তী পর্যায়ে রেল কতৃপক্ষ কথা দিয়ে কথা রাখেনি।তাই দ্বিতীয়বার এই বিক্ষোভ চরম মাত্রায় ওঠার পর রেল কর্তৃপক্ষ উপস্থিত হন এবং প্রতিশ্রুতি দেন যে আগামী সাত দিনের মধ্যে কর্ম প্রক্রিয়া শুরু হবে এবং তার বাস্তবায়ন করা হবে। মীনাক্ষী মুখার্জী বলেন এই আন্দোলন উঠে যাচ্ছে না। DYFI আন্দোলনের সঙ্গে থাকে এবং থাকবে ।

29/01/2025
26/01/2025

সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ;ভাতার:-
আজ ২৬ শে জানুয়ারী ২০২৫, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আজ ভাতাড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক বুদ্ধদেব ঢুলির উদ্যোগে যানবাহন চালক ও পথচারীদের উদ্দেশ্যে, সচেতনতা মূলক বার্তা পৌঁছে দেওয়ার জন্য " সেভ ড্রাইভ, সেফ লাইফ ," এর পদযাত্রার আয়োজন করা হয় ।এদিন র‍্যালিতে অংশগ্রহণ করলেন ভাতার থানার সমস্ত পুলিশকর্মী আধিকারিক এবং সিভিক
ভলেন্টিয়াররা।এদিন র‍্যালির মাধ্যমে সমগ্র ভাতার বাজার পরিক্রমা করা হয়। পথযাত্রীদের এবং বাইক আরোহী ও যানবাহন ড্রাইভারদের পথ দুর্ঘটনা এড়াতে সতর্কতামূলক বার্তা দেওয়া হয়। পাশাপাশি বাইক আরোহীদের হেলমেট পড়ার নির্দেশ দেওয়া হয়।এদিন ভাতার থানায় কুচকাওয়াজ করে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন করা হয।এছাড়াও ভাতার থানার ভারপ্রাপ্ত
অফিসার ইনচার্জ বুদ্ধদেব ঢুলির উদ্যোগে নেওয়া হয় আরও একটি বিশেষ মানবিক উদ্যোগ।ভাতার থানার অধীনে বেশ কয়েকটি অঞ্চলের দুস্থ শিশু ও ছাত্র-ছাত্রীদের জলের বোতল খাতা পেন এবং খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয় ভাতার থানার পক্ষ থেকে। ভাতার থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ বুদ্ধদেব ঢুলির এহেন মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সমগ্র এলাকাবাসী।

15/01/2025

ভাতার ব্লকের আমারুন বড় পুলের মা বিপত্যারিণী মায়ের পূজা।
রিপোর্টঃ - সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ।

07/01/2025

ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু ১৯ বছর বয়সী যুবকের

07/01/2025

#ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু যুবকের

06/01/2025

নতুন বছরে বাংলার ডিজিটাল মিডিয়ার পথ চলা শুরু

সঞ্জয় মণ্ডল,বর্ধমান:-
আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক স্বপন মুখোপাধ্যায়, আজকাল পত্রিকার সাংবাদিক বিজয় প্রকাশ দাস, মূলত বাংলার ডিজিটাল মিডিয়া সংগঠনের মূল মন্ত্র হল আমি নয় আমরা। এই সংগঠন যেমন ডিজিটাল মিডিয়ার সাংবাদিকদের পাশে সমস্ত রকম সহযোগিতায় থাকবে।পাশাপাশি সমাজসেবামূলক কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, স্বাস্থ্য পরীক্ষা ,দুস্থদের কম্বল বিতরণ ইত্যাদি কার্যকলাপে যুক্ত থাকবে। এই সংগঠনের মূল উদ্যোক্তা শেখ পিন্টু ,শেখ রতন, শেখ কিটু ও পাপাই সরকার ।।
সাংবাদিকদের সংগঠন মূলত হয় সংবাদকে কেন্দ্র করে কিন্তু শেখ পিন্টু জানান এই সংগঠনের পক্ষ্য থেকে সাংবাদিকদের সমস্ত রকম বিষয় যেমন দেখা হবে ঠিক তেমনই একে অপরের পাশে থেকে একে অপরকে সাহায্য করে আমরা এগিয়ে চলবো। পাশাপাশি সমস্ত রকম সামাজিক কার্যকলাপে এই সংগঠন যুক্ত থাকবে। তাই আমরা মূল মন্ত্র রেখেছি
"আমি নয় আমরা", পাশাপাশি "আমার নয় আমাদের", এই আলোচনা সভায় বর্ধমান জেলা সহ পাশাপাশি বাঁকুড়া বীরভূম নদীয়া মুর্শিদাবাদ হুগলি জেলার ডিজিটাল মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। আরোও একজন প্রতিনিধি শেখ রতন বলেন এই সংগঠনকে আমরা আগামী দিনে ৫০০ থেকে ৬০০ জনের সদস্য সংখ্যায় পৌঁছাব। আগামী এক মাসের মধ্যে আমরা একটি ব্লাড ডোনেশন ক্যাম্প এর ব্যবস্থা করতে চলেছি। বর্তমানে রক্ত সংকট মেটাতে এটাও আমাদের আরেকটা উদ্যোগ। যাতে কোন রোগী রক্তের অভাবে মারা না যায়।

02/01/2025

সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ,পূর্ব বর্ধমান:-

পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপারের কাছে একটা ডেপুটেশন দেওয়া হয় ।গত তিন দিন আগে বর্ধমান সদর থানায় সাইবার ক্রাইম অফিসে অভিযোগ করেছিলেন পূর্ব বর্ধমান ডিজিটাল মিডিয়ায়ার সদস্য কেরামত আলী। তার মোবাইল হারিয়ে যায় এবং সেখান থেকে লক্ষাধিক টাকা হ্যাকাররা হ্যাক করে তুলে নেয়। সেই অভিযোগের ভিত্তিতে আজকে পূর্ব বর্ধমান জেলার ডিজিটাল মিডিয়া কাছে আরেকটি অভিযোগ জানানো হয় এই বিষয়টি নজর দেওয়ার জন্য। কেরামত আলীর অভিযোগের ভিত্তিতে আজ ডেপুটেশন দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের কাছে। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সহ-সভাপতি রাজিব মন্ডল, সম্পাদক পিনটু প্যাটেল,কোষাধ্যক্ষ ঝিলিক মুখার্জি,এক্সিকিউটিভ কমিটির মেম্বার পল্লব দাস, কেরামত আলী, সুমিত ভগত, সৈকত দে, সৌমেন সেন সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। প্রশাসনের পক্ষ থেকে সংগঠনকে আশ্বাস দেওয়া হয় বিষয়টি বিশেষ করে নজর দেবেন যাতে উক্ত টাকা পুনরুদ্ধার করা যায়।

Address

Purba Bardhaman
Burdwan

Alerts

Be the first to know and let us send you an email when ACN Life News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share