পথ দুর্ঘটনায় মৃত্যু হলো নয় বছরের এক শিশুর।
ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ভাটাকুল মুকুন্দপুর গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায় নয় বছরের শিশু সুনীল টুডু,মায়ের নাম মমতা টুডু সাইকেল নিয়ে সেলেন্ডা গ্রামে রাস্তায় খেলা করছিল,এমত অবস্থায় ধান বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা মারে, মাথায় ছোট লাগে শিশুটির।রক্তাক্ত জখম অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ভাতার স্টেট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।সেখানে কর্তব্যরত ডাক্তার বাবুরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।এরপর ভাতার থানায় মৃত দেহটিকে নিয়ে আসা হয় ময়না তদন্তের জন্য।মাত্র নয় বছরের একটা শিশুর অকাল মৃত্যুতে শোকাহত সমগ্র পরিবার ও গ্রামবাসী।
শ্রেষ্ঠ দেশপ্রেমিক সেখ সাদ্দাম।
প্রতিনিধি: সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফ।
সজল ধারার জল অপচয়ের ব্যাপারে কি বললেন আমারুন বাজার সদস্য!!!
এ সি এন লাইভ নিউজের খবরের জেরে ভাতারের মহিলা টোটো চালক পেল আর্থিক সাহায্য , খাদ্য সামগ্রী ও কম্বল। প্রতিনিধি:- সঞ্জয় মন্ডল এবং আব্দুল হানিফ।
সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফ:-
তৃণমূলের এমএলএ হতে গেলে টাকা লাগে । এই কথা স্বীকার করলেন পূর্ব বর্ধমানের ভাতার বিধানসভার বিধায়ক মানগোবিন্দ অধিকারী । বিজয়ার শুভেচ্ছার তৃণমূলের কর্মসূচিতে অকপটে এই কথা স্বীকার করতেই চাপানুত্তর সৃষ্টি হয়েছে সমগ্র রাজনৈতিক মহলে । অনেক বিশিষ্টদের বক্তব্য একটি ভরা জনসভায় কিভাবে বিধায়ক নিজের মুখে স্বীকার করলেন অর্থ দিয়ে তিনি বিধায়ক হয়েছেন । শুধু এই কথা বলে বিধায়ক বাবু থেমে থাকেনি এর সঙ্গে জড়িয়েছেন পূর্ব বর্ধমানের ভাতারের তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি অশোক হাজরাকে । কয়েকদিন ধরেই বিধায়ক গোষ্ঠী ও অশোক হাজারর গোষ্ঠীর মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে । সেই ছবি বিভিন্নভাবে চোখে পড়ে । বলগোনা নিত্যানন্দপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের মহা মিছিলের বিধায়ক বাবু তির্যকভাবে খোটা দেন তৃণমূলের একাংশের বিরুদ্ধে । ব্যানার টাঙি
তৃণমূলের কর্মী সম্মেলন:-
ভাতাড় বিধান সভার বিধায়ক মানগোবিন্দ অধিকারীর নির্দেশে বড়বেলুন ২নং অঞ্চলের ফকির ডাঙ্গা গ্ৰামে বুথ ভিত্তিক কর্মী বৈঠক অনুষ্ঠিত হয়। বড়বেলুন ২নং অঞ্চলে মোট ১০টি বুথ আছে। বুথ সভাপতিদের ও অঞ্চল সভাপতিকে ও প্রধানকে বিধায়ক মানগোবিন্দ অধিকারী বলেন পাড়ায় পাড়ায় মানুষের খোঁজ খবর নিতে , পুরাতন কর্মীদের সঙ্গে নিয়ে চলতে।
ভাতাড় থেকে সঞ্জয় মণ্ডল ও আব্দুল হানিফের রিপোর্টঃ এসিএন লাইফ নিউজ।
ইউনিক ডান্স একাডেমির শুভ উদ্বোধন করলেন ভাতার ব্লক সহ-সভাপতি অশোক কুমার হাজরা।
আজ পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের ভাতার বাজার ব্যবসায়ী সমিতির সেমিনার হলে উদ্বোধন করা হলো ইউনিক ডান্স একাডেমি। এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ভাতার ব্লক সহ-সভাপতি অশোক কুমার হাজরা। এছাড়া উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী অঞ্চল প্রধান রূপালী ঘোষ সহ আরো অন্যান্যরা। ফিতে কেটে ইউনিক ডান্স একাডেমীর শুভ উদ্বোধন করলেন অশোক কুমার হাজরা।এদিন সকল বিশিষ্ট জনকে উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। সঙ্গে দেওয়া হয় একটি করে মোমেন্টো। সেই সঙ্গে সাংবাদিকদেরও সংবর্ধনা জ্ঞাপন করা হয় এই দিন। এই ডান্স স্কুলে ওয়েস্টার্ন ডান্স শেখানো হবে বলে জানা যায়। আজ ওয়েস্টার্ন ডান্স স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে নুতন শিক্ষার্থীরা
টেন্ডারের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ
টেন্ডারের দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে পূর্ব বর্ধমানের ভাতার ব্লক চত্বরে বিক্ষোভ দেখালো ভাতার পঞ্চায়েত সমিতির স্থায়ী কন্টাকটারের একাংশ । তাদের দাবি একদিকে যেমন টেন্ডার না করে ব্লকের চত্বরে আসবাবপত্র ও রং এর কাজ চলছে তেমনি কিছু কর্মাধ্যক্ষের নেতৃত্বে নির্দিষ্ট কাজের টেন্ডার নিজের পছন্দের কন্টাকটারকে দিয়ে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে দেওয়ার পর BOQ বন্ধ করে দেওয়ায় বাকি কন্টাকটাররা ওই টেন্ডারে অংশগ্রহণ করতে পারছে না । রাজনৈতিক প্রভাব খাটিয়ে সঠিক প্রক্রিয়ায় টেন্ডারের কাজ সম্পন্ন না হওয়ায় এলাকার সমূহ উন্নয়নে খামতি পড়ছে । সমগ্র বিষয় নিয়ে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে স্বারকলিপি প্রদান করে কন্টাকটররা । তাদের দাবি ভাতারের বিডিও সঠিক উত্তর তাদের দেয়নি ।
যদিও এই বিষয়ে ব্লক স
যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গল কামনা করে ছট পূজা দিলেন ভাতারের ভূমিপুত্র তথা ভাতার ব্লক সহ সভাপতি সমাজসেবী অশোক কুমার হাজরা।এইদিন তিনি ভাতার মহাপ্রভু তলায় একটি দীঘিতে জাতি ধর্মকে ঊর্ধে রেখে ছট পূজা উপাসকদের সঙ্গে সামিল হলেন। ভাতার বাজার ছট পূজা কমিটির উদ্যোগে গত তিনদিন ধরেই চলছে ছট পূজা। অসংখ্য ভক্তগণ বিভিন্ন নৈবেদ্য সাজিয়ে, দন্ডি কেটে ছট পূজা আয়োজন করেন। আজ ছট পূজা কমিটির পক্ষ থেকে ভাতারের বিশিষ্ট সমাজসেবী অশোক কুমার হাজরাকে বিশেষ সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পাশাপাশি ভাতার অঞ্চল প্রধান রুপালি ঘোষ এবং অঞ্চল সভাপতি সোমনাথ চক্রবর্তী সহ আরোও বিভিন্ন জনকে সম্বর্ধিত করা হয়। ভাতার থেকে সঞ্জয় মণ্ডল এবং আব্দুল হানিফের রিপোর্ট এসিএন লাইভ নিউজ।
মানসিক ভারসাম্যহীন দুই ব্যক্তিকে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা।
পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের মুরাতি পুর বাজারে মানসিক ভারসাম্যহীন এক যুবক কয়েক বছর ধরেই রয়েছে।নিজের প্রতি অযত্নের কারণে তার চুলে জট ধরে যায়,পরনে প্রচন্ড নোংরা জামা কাপড় ছেঁড়া। ভাতার থানার বড়বাবু প্রসেনজিৎ দত্তের নজরে আসে ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটি।
উনি কয়েকদিন আগে ওই অসহায় ছেলেটির হাতে একটা জামা ও প্যান্ট তুলে দেন।ছেলেটি নিজে পোশাক বদলাতে পর্যন্ত পারে না। পাশাপাশি আরও একজন রয়েছে গত দুই বছর ধরে। এই দুজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে পশুপ্রেমী তথা সমাজকর্মী তাদের দুজনকে খোলা হাওয়া হোটেলের সামনে নিয়ে গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নতুন পোশাক পরিয়ে দেন।ওই সময় আরও একজন বয়স্ক প্রতিবন্ধী চলে আসে তাকেও পরিষ্কার পরিচ্ছন্ন করে জামা কাপড় পরিয়ে দেন। এই তিন জনকে "খ