01/12/2023
📢স্টেট ব্যাঙ্কে ৫২৮০ অফিসার
🎓গ্র্যাজুয়েটদের জন্য
✅স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে ৫২৮০ জন নিয়োগ করবে।
✅দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে।
🎓শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।
📯মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন।
📚শিক্ষালাভের পর প্রার্থীদের কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্ক / আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পদে ২ বছর (৩১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
📚যে সার্কেলের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় কথা বলা, পড়া ও লেখা জানতে হবে।
📌কলকাতা সার্কেলের স্থানীয় ভাষা বাংলা/নেপালি।
📌এখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
📆বয়স: ৩১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
📯তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি প্রার্থীরা ১৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন।
🔖সার্কেল অনুযায়ী শূন্যপদের বিন্যাস:
(১) কলকাতা: রেগুলার- ২৩০ (জেনাঃ ৯৪, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৬২, আর্থিকভাবে অনগ্রসর ২৩),
ব্যাকলগ- ৩৪ (তঃ জাঃ ৯, তঃউঃজাঃ ১১, ওবিসি ১৪)।
(২) আহমেদাবাদ: রেগুলার- ৪৩০, ব্যাকলগ-৩১।
(৩) অমরাবতী: রেগুলার- ৪০০।
(৪) বেঙ্গালুরু: রেগুলার- ৩৮০, ব্যাকলগ - ৭।
(৫) ভোপাল: রেগুলার- ৪৫০, ব্যাকলগ- ২।
(৬) ভুবনেশ্বর: রেগুলার- ২৫০, ব্যাকলগ- ১২।
(৭) চণ্ডীগড়: রেগুলার- ৩০০।
(৮) চেন্নাই: রেগুলার- ১২৫, ব্যাকলগ- ৪০।
(৯) নর্থ-ইস্টার্ন: রেগুলার- ২৫০, ব্যাকলগ- ৩৩।
(১০) হায়দরাবাদ: রেগুলার- ৪২৫, ব্যাকলগ- ৪।
(১১) জয়পুর: রেগুলার-৫০০।
(১২) লখনউ: রেগুলার- ৬০০। ব্যাকলগ- ৩১।
(১৩) মহারাষ্ট্র: রেগুলার- ৩০০, ব্যাকলগ - ৪ ।
(১৪) মুম্বই মেট্রো: রেগুলার- ৯০।
(১৫) নিউ দিল্লি: রেগুলার- ৩০০।
(১৬) তিরুবনন্তপুরম: রেগুলার- ২৫০।
💸বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।
📲আবেদন করার পদ্ধতি:
দরখাস্ত করতে হবে অনলাইনে
🌐https://bank.sbi/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে।
📧এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক।
📌দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪.৫ সেমি × ৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/ জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।
💾অন্যান্য নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।
💸দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে।
❌তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।
📌নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে।
📌একজন প্রার্থী যেকোনো একটি সার্কেলের জন্য আবেদন করতে পারবেন।
📝প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা (অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ), স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ-এর মাধ্যমে।
⌛২ ঘণ্টা সময়সীমার ১২০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে এইসব বিষয়ে —
• ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ৩০ মিনিট সময়),
• ব্যাঙ্কিং নলেজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর, ৪০ মিনিট সময়),
• জেনারেল অ্যাওয়ারনেস / ইকোনমি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ৩০ মিনিট সময়),
• কম্পিউটার অ্যাপ্টিটিউড (২০টি প্রশ্ন, ২০ নম্বর, ২০ মিনিট সময়)।
❌কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।
📌৩০ মিনিট সময়সীমার ৫০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষায় ইংরেজিতে লেটার রাইটিং ও এসে লিখতে হবে।
📝অনলাইন পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর স্ক্রিনিং টেস্ট ও ৫০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে।
📌অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি, ২০২৪।
📝পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রগুলি হল
• কলকাতা,
• হুগলি,
• কল্যাণী
🔎অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট।🔍