Kajer Khobor - কাজের খবর

Kajer Khobor - কাজের খবর Kajer Khobor is Your One-Stop Solution for All the Latest Employment and Educational News in India

📢স্টেট ব্যাঙ্কে ৫২৮০ অফিসার🎓গ্র্যাজুয়েটদের জন্য✅স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে ৫২৮০ জন নিয়োগ করবে।✅...
01/12/2023

📢স্টেট ব্যাঙ্কে ৫২৮০ অফিসার

🎓গ্র্যাজুয়েটদের জন্য

✅স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্কেল বেসড অফিসার পদে ৫২৮০ জন নিয়োগ করবে।

✅দরখাস্ত করতে হবে অনলাইনে ১২ ডিসেম্বর, ২০২৩-এর মধ্যে।

🎓শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে।

📯মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট ও কস্ট অ্যাকাউন্ট্যান্ট প্রার্থীরাও দরখাস্ত করতে পারবেন।

📚শিক্ষালাভের পর প্রার্থীদের কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্ক / আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্কে অফিসার পদে ২ বছর (৩১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী) কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

📚যে সার্কেলের জন্য আবেদন করবেন সেখানকার স্থানীয় ভাষায় কথা বলা, পড়া ও লেখা জানতে হবে।

📌কলকাতা সার্কেলের স্থানীয় ভাষা বাংলা/নেপালি।
📌এখানে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

📆বয়স: ৩১ অক্টোবর, ২০২৩ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

📯তপশিলি সম্প্রদায় ৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি প্রার্থীরা ১৫ বছর, ওবিসি-এনসিএল প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন।

🔖সার্কেল অনুযায়ী শূন্যপদের বিন্যাস:
(১) কলকাতা: রেগুলার- ২৩০ (জেনাঃ ৯৪, তঃজাঃ ৩৪, তঃউঃজাঃ ১৭, ওবিসি ৬২, আর্থিকভাবে অনগ্রসর ২৩),
ব্যাকলগ- ৩৪ (তঃ জাঃ ৯, তঃউঃজাঃ ১১, ওবিসি ১৪)।
(২) আহমেদাবাদ: রেগুলার- ৪৩০, ব্যাকলগ-৩১।
(৩) অমরাবতী: রেগুলার- ৪০০।
(৪) বেঙ্গালুরু: রেগুলার- ৩৮০, ব্যাকলগ - ৭।
(৫) ভোপাল: রেগুলার- ৪৫০, ব্যাকলগ- ২।
(৬) ভুবনেশ্বর: রেগুলার- ২৫০, ব্যাকলগ- ১২।
(৭) চণ্ডীগড়: রেগুলার- ৩০০।
(৮) চেন্নাই: রেগুলার- ১২৫, ব্যাকলগ- ৪০।
(৯) নর্থ-ইস্টার্ন: রেগুলার- ২৫০, ব্যাকলগ- ৩৩।
(১০) হায়দরাবাদ: রেগুলার- ৪২৫, ব্যাকলগ- ৪।
(১১) জয়পুর: রেগুলার-৫০০।
(১২) লখনউ: রেগুলার- ৬০০। ব্যাকলগ- ৩১।
(১৩) মহারাষ্ট্র: রেগুলার- ৩০০, ব্যাকলগ - ৪ ।
(১৪) মুম্বই মেট্রো: রেগুলার- ৯০।
(১৫) নিউ দিল্লি: রেগুলার- ৩০০।
(১৬) তিরুবনন্তপুরম: রেগুলার- ২৫০।

💸বেতনক্রম: ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

📲আবেদন করার পদ্ধতি:
দরখাস্ত করতে হবে অনলাইনে
🌐https://bank.sbi/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে।

📧এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক।

📌দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪.৫ সেমি × ৩.৫ সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালি দিয়ে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি/ জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।

💾অন্যান্য নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে।

💸দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে।

❌তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

📌নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে।

📌একজন প্রার্থী যেকোনো একটি সার্কেলের জন্য আবেদন করতে পারবেন।

📝প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা (অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ), স্ক্রিনিং টেস্ট ও ইন্টারভিউ-এর মাধ্যমে।

⌛২ ঘণ্টা সময়সীমার ১২০ নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে এইসব বিষয়ে —
• ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ৩০ মিনিট সময়),
• ব্যাঙ্কিং নলেজ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর, ৪০ মিনিট সময়),
• জেনারেল অ্যাওয়ারনেস / ইকোনমি (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ৩০ মিনিট সময়),
• কম্পিউটার অ্যাপ্টিটিউড (২০টি প্রশ্ন, ২০ নম্বর, ২০ মিনিট সময়)।

❌কোনো নেগেটিভ মার্কিং থাকবে না।

📌৩০ মিনিট সময়সীমার ৫০ নম্বরের ডেসক্রিপটিভ পরীক্ষায় ইংরেজিতে লেটার রাইটিং ও এসে লিখতে হবে।

📝অনলাইন পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর স্ক্রিনিং টেস্ট ও ৫০ নম্বরের ইন্টারভিউতে ডাকা হবে।

📌অনলাইন পরীক্ষার সম্ভাব্য সময় জানুয়ারি, ২০২৪।

📝পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষাকেন্দ্রগুলি হল
• কলকাতা,
• হুগলি,
• কল্যাণী

🔎অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট।🔍

📢পাঁচ কেন্দ্রীয় বাহিনী, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ও অসম রাইফেলসে ২৬১৪৬ কনস্টেবল ও রাইফেলম্যান📚শিক্ষাগত যোগ্যতা: মা...
30/11/2023

📢পাঁচ কেন্দ্রীয় বাহিনী, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ও অসম রাইফেলসে ২৬১৪৬ কনস্টেবল ও রাইফেলম্যান

📚শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক।

📯মহিলারাও আবেদনের যোগ্য

🔰২৬,১৪৬ জন কনস্টেবল ও রাইফেলম্যান নেবে পাঁচ কেন্দ্রীয় বাহিনী, সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স ও অসম রাইফেলস।

🔰কনস্টেবল নিয়োগ করা হবে
• বর্ডার সিকিউরিটি ফোর্স
• সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স,
• সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স,
• সশস্ত্র সীমা বল,
• ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ,
• সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সে।

📌রাইফেলম্যান নিয়োগ করা হবে অসম রাইফেলসে।

📌 মহিলারাও আবেদনের যোগ্য।

🚩প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন 'কনস্টেবল (জিডি) ইন সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস (সি এ পি এফ), এস এস এফ অ্যান্ড রাইফেলম্যান (জি ডি) ইন অসম রাইফেলস এক্সামিনেশন, ২০২৪'-এর মাধ্যমে।

🚩প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা হবে ফেব্রুয়ারিতে।

🚩পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।

📌উল্লেখ্য, কর্মক্ষেত্র-র ২২ নভেম্বর সংখ্যায় এই নিয়োগ-সংক্রান্ত আগাম খবর জানানো হয়েছিল।

📌এবার সম্পূর্ণ তথ্য-সহ বিস্তারিত খবর প্রকাশিত হল ।

🔖বাহিনী অনুসারে শূন্যপদের বিন্যাস:
🔰কনস্টেবল: বর্ডার সিকিউরিটি ফোর্স:
🚹পুরুষ : ৫,২১১টি (সাধারণ ১,৯৫৬, তফসিলি জাতি ৭৩৫, তফসিলি উপজাতি ৪৬৭, ও বি সি ১,০২৮, আর্থিক ভাবে অনগ্রসর ১,০২৫)।
🚺মহিলা: ৯৬৩টি (সাধারণ ৩৬২, তফসিলি জাতি ১৩৮, তফসিলি উপজাতি ৮৩, ও বি সি ১৯৯, আর্থিক ভাবে অনগ্রসর ১৮১)।

🔰সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স:
🚹পুরুষ : ৯,৯১৩টি (সাধারণ ৪,১৫১, তফসিলি জাতি ১,৫০৬, তফসিলি উপজাতি ৯৭৪, ও বি সি ২,১৯৬, আর্থিক ভাবে অনগ্রসর ৪৭৬, তফসিলি জাতি ১৬৪, তফসিলি ১,০৮৬)।
🚺মহিলা: ১,১১২টি (সাধারণ উপজাতি ১০৩, ও বি সি ২৪৪, আর্থিক ভাবে অনগ্রসর ১২৫)।

🔰সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স:
🚹পুরুষ: ৩,২৬৬টি (সাধারণ ১,৩১৪, তফসিলি জাতি ৪৬১, তফসিলি উপজাতি ২৯৪, ও বি সি ৬৮৮, আর্থিক ভাবে অনগ্রসর ৫০৯)।
🚺মহিলা: ৭১টি (সাধারণ ৪৫, তফসিলি জাতি ২. তফসিলি উপজাতি ১, ও বি সি ১৩, আর্থিক ভাবে অনগ্রসর ১০)।

🔰সশস্ত্র সীমা বল:
🚹পুরুষ: ৫৯৩টি (সাধারণ ২২৬, তফসিলি জাতি ১০৩, তফসিলি উপজাতি ৪৫, ও বি সি ১২৫, আর্থিক ভাবে অনগ্রসর ৯৪)।
🚺মহিলা: ৪২টি (সাধারণ ১৯, তফসিলি জাতি ১৬, তফসিলি উপজাতি ১, ও বি সি ৬)।

🔰ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ:
🚹পুরুষ: ২,৬৯৪টি (সাধারণ ১,২০০, তফসিলি জাতি ৩৮০, তফসিলি উপজাতি ৩০৬, ও বি সি ৫২৩, আর্থিক ভাবে অনগ্রসর ২৮৫)।
🚺মহিলা: ৪৯৫টি (সাধারণ ২৩০, তফসিলি জাতি ৭৪, তফসিলি উপজাতি ৫৪, ও বি সি ৯৯, আর্থিক ভাবে অনগ্রসর ৩৮)।

🔰সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্স:
🚹পুরুষ: ২২২টি (সাধারণ ৯০, তফসিলি জাতি ৩৩, তফসিলি উপজাতি ১৬, ও বি সি ৬০, আর্থিক ভাবে অনগ্রসর ২৩)।
🚺মহিলা: ৭৪টি (সাধারণ ৩০, তফসিলি জাতি ১১, তফসিলি উপজাতি ৬, ও বি সি ২০, আর্থিক ভাবে অনগ্রসর ৭)।

🔰রাইফেলম্যান: অসম রাইফেলস:
🚹পুরুষ: ১,৪৪৮টি (সাধারণ ৬৮৯, তফসিলি জাতি ১১৬, তফসিলি উপজাতি ২৫২, ও বি সি ১৫৬, আর্থিক ভাবে অনগ্রসর ২৩৫)।
🚺মহিলা: ৪২টি (সাধারণ ২১, তফসিলি জাতি ৩, ও বি সি ৩, আর্থিক ভাবে অনগ্রসর ১৫)।

📌 মোট শূন্যপদের ১০ শতাংশ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত হবে।

🎓শিক্ষাগত যোগ্যতা: সব ক্ষেত্রেই মাধ্যমিক।

📆 বয়স: সব ক্ষেত্রেই ১-১-২০২৪ তারিখে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে হতে হবে।

📆অর্থাৎ জন্মতারিখ হতে হবে ২-১-২০০১ থেকে ১-১-২০০৬-এর মধ্যে।

📯বয়সে তফসিলিরা ৫, ও বি সিরা ৩ বছরের ছাড় পাবেন।

📯প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

দৈহিক মাপজোক:
🚹পুরুষদের ক্ষেত্রে উচ্চতা ১৭০ সেমি (গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫৭ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬২.৫ সেমি, উগ্র বামপন্থা অধ্যুষিত জেলাগুলির তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৬০ সেমি), বুকের ছাতি না- ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮০ ও ৮৫ সেমি (তফসিলি উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ৭৬ ও ৮১ সেমি, গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে যথাক্রমে ৭৭ ও ৮২ সেমি)।
🚺মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি (গোর্খা প্রার্থীদের ক্ষেত্রে ১৫২.৫ সেমি, তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৫০ সেমি, উগ্র বামপন্থা অধ্যুষিত জেলাগুলির তফসিলি উপজাতিদের ক্ষেত্রে ১৪৭.৫ সেমি)।

✅সব ক্ষেত্রেই উচ্চতা অনুযায়ী ওজন থাকতে হবে।

💸বেতনক্রম: ২১,৭০০-৬৯,১০০ টাকা ।

✅প্রার্থী বাছাই করা হবে কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা, দৈহিক সক্ষমতার পরীক্ষা, দৈহিক মাপজোক যাচাই ও মেডিক্যাল টেস্টের মাধ্যমে।

✅কম্পিউটারভিত্তিক পরীক্ষায় ইংরেজি ও হিন্দির পাশাপাশি বাংলাতেও প্রশ্নের উত্তর দেওয়া যাবে।

💻কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় ৮০টি অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে এই সব বিষয়ে:
• জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং,
• জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়্যারনেস,
• এলিমেন্টারি ম্যাথমেটিক্স,
• ইংরেজি,
• হিন্দি।

📌 প্রতিটি বিষয়ে ২০টি করে প্রশ্ন হবে, প্রতি প্রশ্নের মান ২।

⌛সময় ১ ঘণ্টা।

❎নেগেটিভ মার্কিং আছে।

🚩পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল (বন্ধনীতে সেন্টার কোড):
• কলকাতা (৪৪১০),
• কল্যাণী (৪৪১৯),
• শিলিগুড়ি (৪৪১৫),
• বর্ধমান (৪৪০8)

✅দৈহিক সক্ষমতার পরীক্ষায় থাকবে—
• পুরুষদের ক্ষেত্রে: ২৪ মিনিটে ৫ কিলোমিটার দৌড়
• মহিলাদের ক্ষেত্রে সাড়ে ৮ মিনিটে ১.৬ কিলোমিটার দৌড়

📯প্রাক্তন সমরকর্মীদের দৈহিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে না।

📲অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে:
🌐https://ssc.nic.in
📧প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে।

📌অনলাইন দরখাস্তের শেষ তারিখ ৩১ ডিসেম্বর।

📌দরখাস্ত করার আগে রেজিস্ট্রেশন করাতে হবে।

📌মনে রাখবেন, অনলাইন আবেদনের সময় প্রার্থীর জেপেগ ফর্ম্যাটে স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো (২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) এবং সই (১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে।

📌২৪-১১-২০২৩ তারিখ অনুসারে তিন মাসের বেশি পুরনো ফটো চলবে না।

📌রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে রেজিস্ট্রেশন আই ডি ও পাসওয়ার্ড পাবেন।

📌এগুলি ব্যবহার করে অনলাইন দরখাস্ত করতে হবে।

📌রেজিস্ট্রেশন ব্যবস্থাটি এককালীন।

📌যাঁরা আগেই রেজিস্ট্রেশন করেছেন তাঁদের আর নতুন করে রেজিস্ট্রেশনের দরকার নেই।

📌পুরনো রেজিস্ট্রেশন আই ডি ও পাসওয়ার্ড ব্যবহার করে অনলাইন দরখাস্ত করা যাবে।

📌ফি বাবদ দিতে হবে ১০০ টাকা।

💳অনলাইনে ফি জমা দেওয়া যাবে নেট ব্যাঙ্কিং বা ভিসা বা মাস্টারকার্ড বা মায়েস্ত্রো বা রুপে ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা ভিম ইউ পি আই-এর মাধ্যমে।

🖨ফি জমা দিয়ে পাওয়া ই-রিসিপ্টের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

📌এটি নিজের কাছে রেখে দেবেন। পরে কাজে লাগবে।

📌মহিলা প্রার্থী, তফসিলি এবং প্রাক্তন সমরকর্মীদের ফি লাগবে না।

📌দরখাস্ত সংশোধন করা যাবে ৪ থেকে ৬ জানুয়ারি পর্যন্ত।

🔎খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।🔍

📢কেন্দ্রীয় সংস্থায় ১০ ডিপ্লোমা ট্রেনি🚩কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 'জুন...
29/11/2023

📢কেন্দ্রীয় সংস্থায় ১০ ডিপ্লোমা ট্রেনি

🚩কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড 'জুনিয়র টেকনিশিয়ান ট্রেনি (ইলেক্ট্রিশিয়ান)' পদে ১০ জন লোক নিচ্ছে।

📚কারা কোন পদের জন্য যোগ্য : আই.টি.আই. থেকে ইলেক্ট্রিশিয়ান ট্রেডের দু'বছরের সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য।

💸স্টাইপেন্ড মাসে ১৮,৫০০ টাকা।

💸মূল মাইনে : ২১,৫০০-৭৪,০০০ টাকা।

🔖শূন্যপদ : পূর্বাঞ্চলে (পশ্চিমবঙ্গ ও সিকিমে) ১০টি (জেনাঃ ৪, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি. ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১)।

🔖পোস্ট আই.ডি. : 356.

📆সব পদের বেলায় বয়স হতে হবে ১২-১২-২০২৩-এর হিসাবে ২৭ বছরের মধ্যে।

📯তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

🔖এই পদের বিজ্ঞপ্তি নং : Advt No. CC/12/2023, Date: 22.11.2023.

📝প্রার্থী বাছাই হবে কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে।

📌পরীক্ষা হবে জানুয়ারিতে।

📌দরখাস্ত করবেন অনলাইনে, ১২ ডিসেম্বর পর্যন্ত।

📲এইওয়েবসাইটে
🌐www.powergridindia.com

📧এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।

💾এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার জে.পি.ই.জি. ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন।

📌অনলাইনে দরখাস্ত করার আগে পরীক্ষা ফী বাবদ ২০০ টাকা ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডে জমা দেবেন।

📯তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না ।

🖨অনলাইনে দরখাস্ত করার পর ওয়েবসাইট থেকে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

🔎আরো বিস্তারিত তথ্য ওয়েবসাইটেই পাবেন।🔍

📢কেন্দ্রীয় সংস্থায় ২৯৫ এক্সিকিউটিভ✅কেন্দ্রীয় সরকারি সংস্থা এন.এল.সি. লিমিটেড ‘গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি' পদে ২৯...
29/11/2023

📢কেন্দ্রীয় সংস্থায় ২৯৫ এক্সিকিউটিভ

✅কেন্দ্রীয় সরকারি সংস্থা এন.এল.সি. লিমিটেড ‘গ্র্যাজুয়েট এক্সিকিউটিভ ট্রেনি' পদে ২৯৫ জন লোক নিচ্ছে।

🔰কারা কোন পদের জন্য যোগ্য :
🚩মেকানিক্যাল : মেকানিক্যাল বা, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
🔖শূন্যপদ : ১২০টি।
📌এর মধ্যে থার্মাল পাওয়ার স্টেশন ও রিনিউয়েবল এনার্জিতে ৩৬টি (জেনাঃ ১৫, ই.ডব্লু.এস. ৪, ও.বি.সি. ১০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২)
📌মাইন্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস-এ ৮৪টি (জেনাঃ ৩৩, ই.ডব্লু.এস. ৮, ও.বি.সি. ২৩, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৭)।

🔰ইলেক্ট্রিক্যাল (ই.ই.ই.) :ইলেক্ট্রিক্যাল বা, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং কিংবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
🔖শূন্যপদ : ১০৯টি।
📌এর মধ্যে থার্মাল পাওয়ার স্টেশন ও রিনিউয়েবল এনার্জিতে ৭১টি (জেনাঃ ২৯, ই.ড.এস. ৭, ও.বি.সি. ১৯, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৫)।
📌মাইন্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস-এ ৩৮টি (জেনাঃ ১৭, ই.ডব্লু.এস.৩, ও.বি.সি.৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩)।

🔰সিভিল : সিভিল, সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন ।
📌এনার্জিতে ১৫টি (জেনাঃ ৬, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি. ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)
📌শূন্যপদ : ২৮টি।
📌এর মধ্যে থার্মাল পাওয়ার স্টেশন ও রিনিউয়েবল ।
📌মাইন্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস-এ ১৩টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস. ১,)

🔰কম্পিউটার : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার, ইনফর্মেশন ও.বি.সি. ৩, তঃউঃজাঃ ২)।
🔰টেকনোলজির ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। 📌কম্পিউটার অ্যাপ্লিকেশনের পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি কোর্স পাশরাও যোগ্য।
📌শূন্যপদ : ২১টি।
📌এর মধ্যে থার্মাল পাওয়ার স্টেশন ও রিনিউয়েবল এনার্জিতে ১৮টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস. ২, ও.বি.সি. ৪, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ২)।
📌মাইন্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস-এ ৩টি (জেনাঃ২, ও.বি.সি. ১)।

🔰মাইনিং : মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
📌শূন্যপদ : মাইন্স অ্যান্ড অ্যালায়েড সার্ভিসেস-এ ১৭টি (জেনাঃ১১, ই.ডব্লু.এস. ১, ও.বি.সি. ৪, তঃউঃজাঃ ১)।
📌ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১১-২০২৩'র হিসাবে ৩০ বছরের মধ্যে।
📌তপশিলীরা ৫ বছর, ও.বি.সি. রা ৩ বছর ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

🚩২০২৩ সালের ‘গেট’ পরীক্ষায় পাওয়া স্কোর প্রার্থীরাই যোগ্য।

💸মূল মাইনে : ৫০,০০০-১,৬০,০০০ টাকা।

🔖এই পদের বিজ্ঞপ্তি নং : 08/2023.

📌প্রার্থী বাছাই হবে ২০২৩ সালের ‘গেট' পরীক্ষায় পাওয়া স্কোর দেখে।

📝এরপর হবে ইন্টারভিউ।

📲দরখাস্ত করবেন অনলাইনে, ২১ ডিসেম্বরের মধ্যে।

এই ওয়েবসাইটে :
🌐www.nlcindia.com

📧এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. থাকতে হবে।

💾এছাড়াও পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার, আধার কার্ড, জন্ম-সার্টিফিকেট, ‘গেট-২০২৩’ স্কোর কার্ড, কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমাণপত্র স্ক্যান করে নেবেন।

📌প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।

📌তারপর পরীক্ষা ফী বাবদ ৮৫৪ (তপশিলী ও প্রতিবন্ধী হলে ৩৫৪) টাকা অনলাইনে দিতে হবে।

🖨টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

🔎আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে🔍

📢IDBI ব্যাঙ্কে ২,১০০ অফিসার 🔰ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আই.ডি.বি.আই.) ব্যাঙ্ক লিমিটেড 'জুনিয়র অ্য...
28/11/2023

📢IDBI ব্যাঙ্কে ২,১০০ অফিসার

🔰ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আই.ডি.বি.আই.) ব্যাঙ্ক লিমিটেড 'জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার', 'এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন্স' পদে ২,১০০ জন ছেলেমেয়ে নিচ্ছে।

🔖কারা কোন পদের জন্য যোগ্য :

🚩জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার : মোট অন্তত ৬০%(তপশিলী, প্রতিবন্ধী ৫৫%) নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
📆বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে।
💸পারিশ্রমিক বছরে ৬.১৪ লাখ থেকে ৬.৫০ লাখ টাকা।
📌শূন্যপদ : ৮০০টি (জেনাঃ ৩২৪, তঃজাঃ ১২০, তঃউঃজাঃ ৬০, ও.বি.সি. ২১৬, ই.ডব্লু.এস. ৮০)।
📌এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধী ৯, বধির প্রতিবন্ধী ৯, অস্থিসংক্রান্ত ৯, অন্যান্য ৯।

🚩এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন্স :
📚যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারেন।
📆বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছরের মধ্যে
💸পারিশ্রমিক প্রথম বছর মাসে ২৯,০০০ টাকা ও দ্বিতীয় বছর মাসে ৩১,০০০ টাকা।
📌শূন্যপদ : ১,৩০০টি (জেনাঃ ৫৫৮, তঃজাঃ ২০০, তঃউঃজাঃ ৮৬, ও.বি.সি. ৩২৬, ই.ডব্লু.এস. ১৩০)
📌এর মধ্যে দৃষ্টিহীন প্রতিবন্ধী ১৩, বধির প্রতিবন্ধী ১৩, অস্থিসংক্রান্ত ১৩, অন্যান্য ১৩।
📌সব ক্ষেত্রেই বয়স হতে হবে ১-১১-২০২৩- এর হিসাবে।

📯তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.'রা ৩ বছর ও প্রতিবন্ধীরা ৫ (ও.বি.সি. হলে ৮, তঃজাঃ হলে ১০) বছর বয়সে ছাড় পাবেন।

📌শুরুতে ১ বছরের প্রবেশনে থাকতে হবে।

📌প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে।

📌পরীক্ষা হবে কলকাতা, কল্যাণী, শিলিগুড়ি, হুগলি, দুর্গাপুর, আসানসোল, পটনায়।

📌জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদের পরীক্ষা হবে ৩১ ডিসেম্বর ও এক্সিকিউটিভ সেলস অ্যান্ড অপারেশন্স পদে ৩০ ডিসেম্বর।

📝২০০ নম্বরের ২০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে :
(১) লজিক্যাল রিজনিং, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন -৬০ নম্বরের ৬০টি প্রশ্ন,
(২) ইংলিশ ল্যাঙ্গোয়েজ-৪০ নম্বরের ৪০টি প্রশ্ন,
(৩) কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট-৪০ নম্বরের ৪০টি প্রশ্ন,
(৪) জেনারেল / ইকনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস /কম্পিউটার /আই.টি. ৬০ নম্বরের ৬০টি প্রশ্ন।

⌛সময় থাকবে ২ ঘন্টা।
✅নেগেটিভ মার্কিং আছে।
❌প্রতিটি প্রশ্নের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।

✅সফল হলে ইন্টারভিউ।

📲দরখাস্ত করবেন অনলাইনে, ৬ ডিসেম্বরের মধ্যে।

🌐এই ওয়েবসাইটে : www.idbibank.in

📧অনলাইনে দরখাস্ত করার সময় একটি বৈধ ই-মেল আই.ডি. থাকতে হবে।

📌প্রথমে পাশপোর্ট মাপের ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন।

📌এছাড়াও নিচের প্যারাগ্রাফটি হাতে লিখে স্ক্যান করবেন – I,.....(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required'.

💸অনলাইনে দরখাস্ত করার আগে ১,০০০ (তপশিলী, প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী হলে ২০০) টাকা অনলাইনে জমা দেবেন।

🖨টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

🔎আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।🔍

📢মালদায় স্বাস্থ্যকর্মী✅স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদে ৬৬ জনকে নেবে মালদার ...
28/11/2023

📢মালদায় স্বাস্থ্যকর্মী

✅স্টাফ নার্স, মেডিক্যাল অফিসার, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-সহ বিভিন্ন পদে ৬৬ জনকে নেবে মালদার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি।

📌পঞ্চদশ অর্থ কমিশনের (স্বাস্থ্য অনুদান) অধীনে নিয়োগ করা হবে চুক্তিতে।

🔖এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: DH&FWS/2558.

🔖শূন্যপদের বিবরণ:
🚩ব্লক এপিডেমিয়োলজিস্ট: ৩টি (সাধারণ ২, ও বি সি-বি ১)।
📚শিক্ষাগত যোগ্যতা:
• লাইফ সায়েন্স বা এপিডেমিয়োলজিতে এম এসসি অথবা আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা হোমিয়োপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি বা ইউনানি মেডিসিন অ্যান্ড সার্জারিতে স্নাতক, সঙ্গে পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রি।
• এর পাশাপাশি অ্যাডভান্সড এম এস অফিসের ব্যবহার জানতে হবে।
• পি এইচ ডি বা এম ফিল থাকলে বা জনস্বাস্থ্য-সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
📆বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

🚩ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: ৩টি (সাধারণ ২, ও বি সি-বি ১)।
📚শিক্ষাগত যোগ্যতা:
• লাইফ সায়েন্সে বি এসসি, সঙ্গে ম্যানেজমেন্টে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা।
• এর পাশাপাশি অ্যাডভান্সড এম এস অফিসের ব্যবহার জানতে হবে।
• লাইফ সায়েন্সে এম এসসি ও জনস্বাস্থ্য-সংক্রান্ত কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
📆বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ৩৫,০০০ টাকা।

🚩ল্যাবরেটরি টেকনিশিয়ান: ৬টি (সাধারণ ৩, তফসিলি জাতি ২, ও বি সি-বি ১)।
📚শিক্ষাগত যোগ্যতা:
• ফিজিক্স,
• কেমিস্ট্রি,
• ম্যাথমেটিক্স,
• বায়োলজি-সহ উচ্চমাধ্যমিক,
• সঙ্গে মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা বা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকসে ডিপ্লোমা।
• সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
📆বয়স: ১৯ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা।

🚩ব্লক ডেটা ম্যানেজার: ৩টি (সাধারণ ২, ও বি সি-বি ১)।
শিক্ষাগত যোগ্যতা:
• স্নাতক,
• সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশনে ১ বছর মেয়াদের ডিপ্লোমা কোর্স পাশ।
• ইন্টারনেট এবং এম এস অফিসের ব্যবহার জানতে হবে।
• এর পাশাপাশি ডেটা রেকর্ডিং বা ডেটা অ্যানালিসিস-সংক্রান্ত কাজে সরকারি সংস্থায় ৩ বছর বা বেসরকারি সংস্থায় ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
📆বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা।

🚩মেডিক্যাল অফিসার (আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার) : ১৬টি (সাধারণ ৮, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ১, ও বি সি-বি ২)।
📚শিক্ষাগত যোগ্যতা:
• এম বি বি এস,
• সঙ্গে ১ বছরের বাধ্যতামূলক ইন্টার্নশিপ সম্পূর্ণ করে থাকতে হবে।
• এর পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
• উচ্চতর শিক্ষাগত যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার।
📆বয়স: ৬২ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ৬০,০০০ টাকা।

🚩স্টাফ নার্স (আর্বান হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার): ১৭টি (সাধারণ ৯, তফসিলি জাতি ৫, ও বি সি-এ ১, ও বি সি-বি ২)।
📚শিক্ষাগত যোগ্যতা:
• জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ অথবা নার্সিংয়ে বি এসসি।
• সঙ্গে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
• বাংলা জানতে হবে।
📆বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা।

🚩কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট-আর্বান (মহিলা): ১৮টি (সাধারণ ৮, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ১, ও বি সি-এ ২, ও বিসি-বি ২)।
📚শিক্ষাগত যোগ্যতা :
• অক্সিলারি নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স পাশ।
• ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে।
• প্রার্থীকে বাংলা জানতে হবে ও মালদা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
📆বয়স: ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
💸বেতন: প্রতি মাসে ১৩,০০০ টাকা।

📌সব ক্ষেত্রেই ১-১-২০২৩ তারিখে নির্দিষ্ট বয়স হতে হবে।

📲অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে:
🌐www.wbhealth.gov.in

📌প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে।

📌রেজিস্ট্রেশন করা যাবে ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।

📌দরখাস্ত যথাযথ ভাবে পূরণ করে সাবমিট করুন।

📌দরখাস্তের সময় প্রার্থীর ফটো ও সই স্ক্যান করে আপলোড করতে হবে।

📌দরখাস্তের ফি বাবদ অনলাইনে দিতে হবে ১০০ টাকা (সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীদের ক্ষেত্রে ৫০ টাকা)।

📌ফি জমা দেওয়ার শেষ তারিখ ১১ ডিসেম্বর।

📌দরখাস্ত সাবমিটের শেষ তারিখ ১২ ডিসেম্বর।

🔎দরখাস্তের পদ্ধতি-সহ অন্যান্য খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।🔍

📢প্লাজমা রিসার্চে টেকনিক্যাল অফিসার🚩বিভিন্ন শাখায় টেকনিক্যাল অফিসার- সি পদে ২২ জনকে নেবে ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ।...
28/11/2023

📢প্লাজমা রিসার্চে টেকনিক্যাল অফিসার

🚩বিভিন্ন শাখায় টেকনিক্যাল অফিসার- সি পদে ২২ জনকে নেবে ইনস্টিটিউট ফর প্লাজমা রিসার্চ।

📌এটি কেন্দ্রের অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ একটি সংস্থা।

🔖এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: ১১ /২০২৩।

🚩শাখা অনুসারে শূন্যপদের বিবরণ:
🔖পোস্ট কোড ১০১:
📌কম্পিউটার: ২টি (সাধারণ ১, ও বি সি ১)
📌এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত।

🚩পোস্ট কোড ১০২ :
📌ফিজিক্স : ৬টি (সাধারণ ৩, তফসিলি জাতি ১, তফসিলি উপজাতি ১, ও বি সি ১)।
📌এর মধ্যে ২টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত।

🚩পোস্ট কোড ১০৩:
📌ইলেক্ট্রনিক্স: ৩টি (সাধারণ ২, ও বি সি ১)।
📌এর মধ্যে ১টি শূন্যপদ দৈহিক প্রতিবন্ধীর জন্য সংরক্ষিত।

🚩পোস্ট কোড ১০৪ :
📌মেকানিক্যাল: ৩টি (সাধারণ ১, তফসিলি জাতি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।

🚩পোস্ট কোড ১০৫:
📌ইনস্ট্রুমেন্টেশন: ৪টি (সাধারণ ২, ও বি সি ১, আর্থিক ভাবে অনগ্রসর ১)।

🚩পোস্ট কোড ১০৬:
📌ইলেক্ট্রিক্যাল: ৪টি (সাধারণ ২, তফসিলি জাতি ১, ও বি সি ১)।

📚শিক্ষাগত যোগ্যতা:
📌মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় বি ই বা বি টেক কম্পিউটারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং গ্রাহ্য হবে।

📚ফিজিক্সের ক্ষেত্রে মোট অন্তত ৬০ শতাংশ নম্বর-সহ এম এসসি।

📆বয়স: ১৮-১২-২০২৩ তারিখে ৩০ বছরের মধ্যে হতে হবে।

📯সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা নিয়মানুসারে ছাড় পাবেন।

💸শুরুতে বেতন: ৫৬,১০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।

📝প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে।

📌পরীক্ষাকেন্দ্র আহমেদাবাদ বা গান্ধীনগর ও গুয়াহাটি।

📲অনলাইন দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে
🌐www.ipr.res.in

📧প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে।

📌অনলাইন দরখাস্তের শেষ তারিখ ১৮ ডিসেম্বর।

📌দরখাস্ত করার সময় প্রার্থীর স্ক্যান করা পাসপোর্ট মাপের রঙিন ফটো,

📌ফি জমা দেওয়ার রসিদ-সহ যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে।

💷ফি বাবদ দিতে হবে ২০০ টাকা।

❌মহিলা, তফসিলি, আর্থিক ভাবে অনগ্রসর, দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীদের ফি দিতে লাগবে না।

✅অনলাইনে এসবিআই কালেক্টের মাধ্যমে ফি জমা দিতে হবে।
✅ফি জমার পরে সিস্টেম জেনারেটেড ই-রিসিপ্টের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
✅এটি নিজের কাছে রেখে দেবেন।
✅পরে দরকার হবে।

🔎খুঁটিনাটি তথ্যের জন্য দেখুন উপরোক্ত ওয়েবসাইট।🔍

📢ইন্টেলিজেন্স ব্যুরোয় ৯৯৫🚩অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার🎓শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট📌অ্যাসিস্ট্যান্ট ...
28/11/2023

📢ইন্টেলিজেন্স ব্যুরোয় ৯৯৫

🚩অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার

🎓শিক্ষাগত যোগ্যতা: গ্র্যাজুয়েট

📌অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসার (গ্রেড-টু/এক্সিকিউটিভ) পদে ১৯৫ জনকে নেবে ইন্টেলিজেন্স ব্যুরো।

📌এটি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা।

📌জেনারেল সেন্ট্রাল সার্ভিসে প্রার্থীদের নিয়োগ করা হবে।

📌পশ্চিমবঙ্গে একাধিক পরীক্ষাকেন্দ্র আছে।

🔖শূন্যপদের বিন্যাস:
• সাধারণ ৩৭৭,
• তফসিলি জাতি ১৩৪,
• তফসিলি উপজাতি ১৩৩,
• ও বি সি ২২২,
• আর্থিক ভাবে অনগ্রসর ১২৯

❌দৈহিক প্রতিবন্ধীরা আবেদন করবেন না।

📚শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমতুল।

📌কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার।
📆বয়স: ১৫-১২-২০২৩ তারিখে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।

📆তফসিলিরা ৫, ও বি সিরা ৩ বছর এবং প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে ছাড় পাবেন।

💸বেতনক্রম: ৪৪,৯০০-১,৪২,৪০০ টাকা। সঙ্গে অন্যান্য সুযোগ-সুবিধা।

📝প্রার্থী বাছাই করা হবে দু'পর্যায়ের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

✅প্রথম পর্যায়ের পরীক্ষায় অবজেক্টিভ ধরনের মাল্টিপল চয়েস প্রশ্ন হবে
• কারেন্ট অ্যাফেয়ার্স,
• জেনারেল স্টাডিজ,
• নিউমেরিক্যাল অ্যাস্টিটিউড,
• রিজনিং/লজিক্যাল অ্যাস্টিটিউড,
• ইংলিশ

📌প্রতিটি অংশ ২০ নম্বর করে, মোট ১০০ নম্বরের পরীক্ষা।
⌛সময়সীমা ১ ঘণ্টা।

📌দ্বিতীয় পর্যায়ে থাকবে ৩০ নম্বরের এসে রাইটিং এবং ২০ নম্বরের ইংলিশ কম্প্রিহেনশন ও প্রেসি রাইটিং।
⌛সময়সীমা ১ ঘণ্টা।

সবশেষে ১০০ নম্বরের ইন্টারভিউ।

📲অনলাইন দরখাস্ত করতে হবে এই দুই ওয়েবসাইটের যে-কোনও একটির মাধ্যমে :
🌐www.mha.gov.in,
🌐www.ncs.gov.in

📧প্রার্থীর চালু ই-মেল আই ডি থাকতে হবে।

📌অনলাইন দরখাস্ত করা যাবে ১৫ ডিসেম্বর পর্যন্ত

📌ফি বাবদ দিতে হবে ৫৫০ টাকা (এক্সামিনেশন ফি ১০০ টাকা, রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ ৪৫০ টাকা)।
📌মহিলা, তফসিলি ও প্রাক্তন সমরকর্মীদের কেবল রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ ৪৫০ টাকা দিতে হবে।

🚩ফি অনলাইন-অফলাইন, দু’পদ্ধতিতেই দেওয়া যাবে
💳অনলাইনে ফি জমা দিতে হবে এসবিআই ইপে লাইট মাধ্যমে ডেবিট কার্ড (রুপে/ভিসা/মাস্টার কার্ড/মায়েস্ট্রো) বা ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা ইউ পি আইয়ের মাধ্যমে।

🏦অফলাইনের ক্ষেত্রে নগদে, চালানের মাধ্যমে ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার যে-কোনও শাখায়।

📌অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৯ ডিসেম্বর।

📌তবে সেক্ষেত্রে ১৫ ডিসেম্বরের মধ্যে চালান ডাউনলোড করতে হবে।

🔎খুঁটিনাটি জানতে দেখুন উপরোক্ত ওয়েবসাইট।🔍

📢বিলাসপুর এইমসে অধ্যাপক🎓বিভিন্ন বিভাগে ৮১ জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর...
28/11/2023

📢বিলাসপুর এইমসে অধ্যাপক

🎓বিভিন্ন বিভাগে ৮১ জন প্রফেসর, অ্যাডিশনাল প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নেবে হিমাচল প্রদেশের বিলাসপুরের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস)।

📌এটি কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনস্থ একটি স্বশাসিত সংস্থা।

📌প্রধানমন্ত্রী স্বাস্থ্য সুরক্ষা যোজনা প্রকল্পের অধীনে প্রার্থীদের নিয়োগ করা হবে।

🔖এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর: AIIMS-BLS(B-I) (2) (5) (Vol-II) / 21-4030.

🚩শূন্যপদের বিন্যাস

🎓প্রফেসর: ২৪টি (সাধারণ ৯, তফসিলি জাতি ৫, তফসিলি উপজাতি ১, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ২)।

📯নিয়োগ করা হবে এই সব বিভাগে:
• অ্যানিস্থেশিয়া,
• বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি,
• কার্ডিয়োলজি,
• কার্ডিয়োথোরাসিক সার্জারি,
• ডার্মাটোলজি,
• ই এন টি,
• ফরেন্সিক মেডিসিন/টক্সিকোলজি
• জেনারেল মেডিসিন,
• জেনারেল সার্জারি,
• হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন,
• মাইক্রোবায়োলজি,
• নিউরোলজি,
• নিউরো সার্জারি,
• অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি,
• অর্থোপেডিক্স,
• অপথ্যালমোলজি,
• পেডিয়াট্রিক সার্জারি,
• প্যাথোলজি,
• সাইকিয়াট্রি,
• পালমোনারি মেডিসিন,
• রেডিয়োথেরাপি,
• ট্রান্সফিউশন মেডিসিন,
• ইউরোলজি

💸বেতনক্রম: ১,৬৮,৯০০-২,২০,৪০০ টাকা।

🎓অ্যাডিশনাল প্রফেসর : ১৪টি (সাধারণ ৫, তফসিলি জাতি ৪, ও বি সি ৫)।

📯নিয়োগ করা হবে এই সব বিভাগে:
• অ্যানিস্থেশিয়া,
• বায়োকেমিস্ট্রি,
• কার্ডিয়োলজি,
• ডার্মাটোলজি,
• ফরেন্সিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি,
• জেনারেল সার্জারি অপথ্যালমোলজি,
• অর্থোপেডিক্স,
• পেডিয়াট্রিক্স,
• নেওন্যাটোলজি,
• প্যাথোলজি/ল্যাব মেডিসিন,
• সাইকিয়াটি,
• রেডিয়োলজি,
• ট্রান্সফিউশন মেডিসিন

💸বেতনক্রম: ১,৪৮,২০০-২,১১,৪০০ টাকা।

🎓অ্যাসোসিয়েট প্রফেসর : ১৬টি (সাধারণ ২, তফসিলি জাতি ৩, তফসিলি উপজাতি ৩, ও বি সি ৭, আর্থিক ভাবে অনগ্রসর ১)

📯নিয়োগ করা হবে এই সব বিভাগে:
• বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারি,
• কার্ডিয়োলজি,
• কমিউনিটি অ্যান্ড ফ্যামিলি,
• মেডিসিন,
• ক্লিনিক্যাল ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি,
• ডার্মাটোলজি,
• ই এন টি,
• গ্যাসট্রোয়েন্টেরোলজি,
• জেনারেল সার্জারি,
• নিউরোলজি,
• ফার্মাকোলজি,
• ফিজিওলজি,
• সাইকিয়াট্রি,
• পালমোনারি মেডিসিন,
• রেডিয়োলজি,
• ট্রান্সফিউশন মেডিসিন,
• ইউরোলজি

💸বেতনক্রম: ১,৩৮,৩০০-২,০৯,২০০ টাকা।

🎓অ্যাসিস্ট্যান্ট প্রফেসর : ২৪টি (সাধারণ চ, তফসিলি জাতি ৬, তফসিলি উপজাতি ১, ও বি সি ৮, আর্থিক ভাবে অনগ্রসর ১)।

📯নিয়োগ করা হবে এই সব বিভাগে:
• অ্যানিস্থেশিয়া,
• বায়োকেমিস্ত্রি,
• ক্লিনিক্যাল ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি (ক্লিনিক্যাল সার্ভিস),
• ক্লিনিক্যাল ইমিউনোলজি অ্যান্ড রিউম্যাটোলজি (ল্যাবরেটরি সার্ভিসেস),
• ডার্মাটোলজি,
• এন্ডোক্রিনোলজি অ্যান্ড মেটাবলিজম,
• গ্যাসট্রোয়েন্টেরোলজি,
• জেনারেল মেডিসিন,
• হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন,
• নেওন্যাটোলজি,
• নেফ্রোলজি,
• নিউরোলজি,
• নিউক্লিয়ার মেডিসিন,
• অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি,
• প্যাথোলজি,
• ফিজিওলজি,
• রেডিয়োলজি,
• সার্জিক্যাল গ্যাসট্রোয়েন্টেরোলজি,
• সার্জিক্যাল অঙ্কোলজি

💸বেতনক্রম: ১,০১,৫০০ - ১,৬৭,৪০০ টাকা।

🎓অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (চুক্তিভিত্তিক): ৩টি (সাধারণ ২, ও বি সি ১)।

📯নিয়োগ করা হবে এই সব বিভাগে:
• অ্যানিস্থেশিয়া,
• নিউরোলজি

💸বেতন: নির্দিষ্ট মাসিক ১,০১,৫০০ টাকা।

📆বয়স: ৩০-১১-২০২৩ তারিখে প্রফেসর ও অ্যাডিশনাল প্রফেসরের ক্ষেত্রে ৫৮ বছর ,
📆অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের ক্ষেত্রে ৫০ বছরের মধ্যে হতে হবে।

📯তফসিলিরা ৫, ও বি সি-রা ৩ বছরের ছাড় পাবেন।

📯দৈহিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মীরা নিয়মানুসারে বয়সের ছাড় পাবেন।

📲অনলাইনে গুগল ফর্ম পূরণ করে আবেদন করতে হবে এই লিঙ্কের মাধ্যমে: 🌐https://forms.gle/59umBDu3hFTPams58

📌ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর।

🖨এর পর পূরণ করা ফর্মের এক কপি প্রিন্ট আউট নিয়ে নেবেন।

📬৬ ডিসেম্বরের মধ্যে প্রিন্ট আউটটি পৌঁছতে হবে এই ঠিকানায়: Deputy Director (Administration), Administrative Block, 3rd Floor. All India Institute of Medical Sciences, Kothipura, Bilaspur, Himachal Pradesh-174037.

💷ফি বাবদ দিতে হবে ২,৩৬০ টাকা (তফসিলিদের ক্ষেত্রে ১,১৮০ টাকা)।

📌এন ই এফ টি পদ্ধতিতে Executive Director, AIIMS-Bilaspur এর অনুকূলে ফি জমা দিতে হবে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার বিলাসপুর শাখায় এই অ্যাকাউন্ট নম্বরে: 41512727609 (Name of Account Holder: Miscellaneous Account. All India Institute of Medical Sciences, Bilaspur. IFS Code: SBIN0063972)

📌শিক্ষাগত যোগ্যতা,🔎 আবেদনের খুঁটিনাটি বিষয় জানতে দেখুন এই ওয়েবসাইট:
🌐www.alimsbilaspur.edu.in

📢আইএইচএম, কলকাতায় ক্লার্ক✅কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টে...
26/11/2023

📢আইএইচএম, কলকাতায় ক্লার্ক

✅কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্সটিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং টেকনোলজি অ্যান্ড অ্যাপ্লায়েড নিউট্রিশন, কলকাতা লোয়ার ডিভিশন ক্লার্ক পদে ৪ জন নিয়োগ করবে।

📌দরখাস্ত পাঠাতে হবে ১১ ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫টার মধ্যে।

📚শিক্ষাগত যোগ্যতা:
📌উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি শব্দ বা ৩০টি হিন্দি শব্দ টাইপের গতি থাকতে হবে।

📆বয়স: ১১ ডিসেম্বর, ২০২৩ অনুযায়ী ২৮ বছরের মধ্যে।

📯তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন ।

🔖শূন্যপদ: ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর ১)।

💸এককালীন বেতন: লেভেল-২।

🌐আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.ihmkol.org ওয়েবসাইটে প্রদত্ত বয়ান অনুযায়ী।

💷দরখাস্ত ফি ১০০০ টাকা (তপশিলি সম্প্রদায়য়ের বেলায় ৫০০ টাকা )

📌" Institute of Hotel Management, Kolkata" payable at Kolkata-এর অনুকূলে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে।

📌নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত, জরুরী নথিপত্রের প্রতিলিপি ও ডিমান্ড ড্রাফট একটি খামে ভরে তার উপর “Application for the post of Lower Division Clerk ” লিখে পাঠাতে হবে এই ঠিকানায়- To the Principal, INSTITUTE OF HOTEL MANAGEMENT, CATERING TECHNOLOGY & APPLIED NUTRITION, KOLKATA, P-16, TARATALA ROAD, KOLKATA-88।

🔎অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট।🔍

📢টাটা মেমোরিয়ালে জুনিয়র রিসার্চ ফেলোশিপ 📌লাইফ সায়েন্সেসে পি এইচ ডি করার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান করবে মুম্...
25/11/2023

📢টাটা মেমোরিয়ালে জুনিয়র রিসার্চ ফেলোশিপ

📌লাইফ সায়েন্সেসে পি এইচ ডি করার জন্য জুনিয়র রিসার্চ ফেলোশিপ প্রদান করবে মুম্বইয়ের টাটা মেমোরিয়াল সেন্টার এবং এই প্রতিষ্ঠানের অধীনস্থ অ্যাডভান্সড সেন্টার ফর ট্রিটমেন্ট, রিসার্চ অ্যান্ড এডুকেশন ইন ক্যান্সার (এসিটিআরইসি) যৌথ ভাবে।

📌এই পি এইচ ডি পাঠ্যক্রম হোমি ভাবা ন্যাশনাল ইনস্টিটিউট কর্তৃক অনুমোদিত।

📚শিক্ষাগত যোগ্যতা:
• অ্যাপ্লায়েড বায়োলজি,
• বায়োকেমিস্ট্রি,
• বায়োইন- ফর্মেটিক্স,
• বায়োফিজিক্স,
• বায়োটেক- নোলজি,
• বটানি,
• লাইফ সায়েন্সেস,
• মাইক্রোবায়োলজি,
• মলিকিউলার বায়োলজি,
• জুলজি ,
• সমতুল বায়োলজিক্যাল সায়েন্স বিষয়ে এম এসসি বা এম টেক অথবা ভেটেরিনারি সায়েন্স (এম ভি এসসি) বা ফার্মাসির (এম ফার্ম) স্নাতকোত্তর ডিগ্রিধারীরা কমপক্ষে ৫৫% নম্বর পেয়ে পাশ করে থাকলে আবেদন করতে পারেন।

💸স্টাইপেন্ড: মাসে ৩১,০০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

📌প্রার্থী বাছাই করা হবে অনলাইন এন্ট্রান্স পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে।

📌পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্ন হবে।

📌অনলাইন পরীক্ষার তারিখ ৬ জানুয়ারি।

🚩কলকাতায় পরীক্ষাকেন্দ্র আছে।

🚩ইন্টারভিউ মে-জুন মাসে।

📲অনলাইন আবেদন করতে হবে।

🌐এই ওয়েবসাইটের মাধ্যমে: https://actrec.gov.in

📌আবেদন করার শেষ তারিখ ১৫ ডিসেম্বর।

💷আবেদনের ফি বাবদ অনলাইনে পুরুষ প্রার্থীদের দিতে হবে ৭৫০ টাকা, মহিলাদের ৫০০ টাকা।

❌তফসিলি, ও বি সি এবং প্রতিবন্ধী প্রার্থীদের ফি লাগবে না।

🔎বিশদ তথ্যের জন্য আগ্রহীরা দেখুন উপরোক্ত ওয়েবসাইট।🔍

Address

Bhedia
Burdwan
713126

Alerts

Be the first to know and let us send you an email when Kajer Khobor - কাজের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kajer Khobor - কাজের খবর:

Share



You may also like