দিলীপ ঘোষ বললেন আমি কারোর কাছে ক্ষমা চাইতে পারব না, আজ পর্যন্ত আমি জেলে যায়নি ক্ষমা চাইতে হলে আমি সাধারণ মানুষের কাছে চৌমাথায় দাঁড়িয়ে ক্ষমা চাইব যদি কিছু ভুল বলে থাকি। আমার তো দম আছে আমি ভোট লড়ছি সাজা দেওয়ার হলে পাবলিক সাজা দেবে।রাজনীতির শেষ কথা সাধারণ মানুষ বলে দম থাকলে ভোট লড়ে নিন।
Live
Live
599/- টাকার টি-শার্ট পেয়ে যাবেন মাত্র 99/- টাকায় সিটি বাজার মেট্রো নতুন শোরুম ওপেনিং
জি.টি.রোড বড়নীলপুর মোড়ে
যোগাযোগ 7008836959/8617329831
বর্ধমান দক্ষিণের বিধায়ক বললেন দিলীপ ঘোষ যদি বিয়ে করে থাকতেন তাহলে মা-বোনদের অসম্মান করতেন না বিয়ে করেননি বলেই এসব ধরনের মন্তব্য রাখছেন। আর যদি বিয়ে করে থাকেন তাহলে তার বউয়ের কাছে ধূলায় খেতেন
Live
Live
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য রেখেছেন এবং তারই প্রতিবাদে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের কুশপুতুল পড়ানো হল কার্জনগেট চত্বরে। উপস্থিত ছিলেন দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলার সভাপতি রাসবিহারী হালদার এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা
আবারো ভোট বয়কটের পোস্টার মেমারিতে। ব্রিজ ও রাস্তার দাবীতে এবার ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় দিলালপুর গ্রামের মানুষ।
মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তা ও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার।
বর্তমানে বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিভিসি খালের ওপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ। এবং বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা তা বলা যেতেই পারে এ এক ঝুলন্ত মরণ ফাঁদ। সেতুটির নিচে যে কাঠের খুটি ছিল সেগুলি বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজের দুধারের কাঠের রেলিংও।
এর আগেও এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি ওঠে। সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে যেকোনো সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা, তাই প্রশাসন থেকে সেই সময় এই কাঠের সেতুর দুই
সামনেই আসছে লোকসভা ভোট আর তার আগেই দিলীপ ঘোষের উস্কানি মুলক বক্তব্য রেখে রাজনীতি সংঘর্ষ অভিযোগ তৃণমূলের।পূর্ব বর্ধমানের তালিত এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তালিতে গতকাল তৃণমূলের কর্মীর উপর আক্রমণ করেন তিন যুবক দাবি তৃণমূল কংগ্রেসের, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের হঠাৎই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করতে আসেন আহত কর্মীদের, কৃতি আজাদ জানান তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় তিন যুবক হাতে লোহার রড নিয়ে মাথায় আঘাত করে আর জয় শ্রীরাম স্লোগান দিয়ে চিৎকার করেন সেই সমস্ত বিজেপিরা সেখান থেকে পালিয়ে যায়, আর আজ সকালে বর্ধমান হসপিটালে আহত সে সমস্ত তৃণমূল কর্মীদের দেখতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, তিনি আরো বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল দিলীপ ঘোষ মুখ্
হাতে খোল নিয়ে নৃত্যের তালে মেতে উঠলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ
*দিলীপ ঘোষকে গো ব্যাক শ্লোগান তৃণমূল নেতা শিব শঙ্কর ঘোষের*
*বর্ধমান:* আজ বর্ধমানের ছয় নম্বর ওয়ার্ডে লোকো আমবাগান এলাকায় প্রচারে যান বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ,আর সেখানেই তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শিব শংকর ঘোষ তাঁর কর্মীদের নিয়ে দিলীপ ঘোষকে গো ব্যাক শ্লোগান দেন,পরিস্থিতি দেখে সেখান থেকে চলে যান প্রার্থী দিলীপ ঘোষ।
এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিব শংকর ঘোষ বলেন দিলীপ ঘোষ এলাকায় পৌঁছান এবং সাধারণ মানুষের কাছে গিয়ে জন সংযোজন করেন,তারপর বিজেপির বেশকিছু সমর্থকরা বাজে বাজে মন্তব্য করেন সেই দৃশ্য দেখে তৃণমূল কংগ্রেসের কর্মী চুপ না দিলীপ ঘোষকে এলাকা ছাড়তে বলে।
কার্যত এই নিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় আমবাগান এলাকায়।
তবে শৃঙ্খলা যদি ভঙ্গ করে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তাহলে কোনো মতে মানা যাবে না দরকারে যা হবা
Live
Live বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদ সঙ্গে রয়েছেন বিধায়ক খোকন দাস, মাটির বাগে লাইভ দেখতে পাচ্ছেন দোল উৎসবে দিন একদিকে কঙ্কালেশ্বরী কালী মন্দির আর একদিকে 108 শিব মন্দির থেকে
Live
Live বাইক র্যালির মাধ্যমে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কে স্বাগত জানালেন বিজেপি কর্মীরা। বর্ধমান শহরে এলেন বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জেলা বিজেপি কার্যালয় এবং মুখোমুখি হলেন সাংবাদিকদের।
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন দিলীপ ঘোষ
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন দিলীপ ঘোষ।
লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মেমারিতে তৃণমূলের মধ্যে।
পূর্বনির্ধারিত ঘোষণা মতো মেমারি ১ ব্লকে শনিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের নির্বাচনী প্রচারের সূচনা ছিল গোপগন্তার ১ অঞ্চলের গন্তার চন্ডিতলা মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে। এদিনের নির্বাচনী প্রচার কর্মসূচীর দায়িত্বে ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। আজ সকালে প্রার্থী ডাঃ শর্মিলা সরকার গন্তার চন্ডীতলায় পৌঁছালে সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা, বচসা, হাতাহাতি শুরু হয়ে যায়।
জানা যায় মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জীর অনুগামীদের মধ্যে এই বচসা বাধে। সূত্র মারফৎ জানা যায় ডাঃ
সিপিএমের প্রার্থী ঘোষণা হবার পরেই জোর কদমে প্রচার নামে পড়ল সিপিআইএমের সমর্থকরা
বর্ধমান শহরের ছেলে এখন বাংলা সিনেমার জগতে সবার ভালোবাসায় ও সহযোগিতায় এগিয়ে যেতে চলেছে বাংলা সিনেমা নিয়ে।
তার কিছু মুহূর্তের ছবি মাটির বাগের পর্দায়।
নাম: অপলক যশ
পরিচালকঃ ইয়াসমিন ইব্রাহিম ও সরবজিৎ মন্ডল
মুভি :- অরক্ষনীয়া
লেখা :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রোডাকশন হাউস: দ্যা হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট
"বর্ধমানের এবং অপলকের সাফল্যের গল্প"
পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হলো পূর্ববর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক এর কাছে, আমাদের বেশ কিছু দাবিদাওয়া আছে সেই সমস্ত দাবিদাওয়া আমরা পেশ করেছি বুধবার দুপুর ডেটটা নাগাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ,আমাদের মোট পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবির মধ্যে .১ হলো সামনে আসতে লোকসভা ভোট এই লোকসভা ভোটের সময় সরকারিভাবে একটি আই কার্ড দেয়া হয় যাতে কাজ করতে অসুবিধা না পড়তে হয়। সেই পরিচয় পত্র যাতে প্রদান করা হোক,২ প্রশাসনের কিছু প্রেসমিট থাকে এখানেও যাতে আমাদের ডিজিটাল মিডিয়াদের আমন্ত্রণ জানানো হোক। ৩ কাজ করতে গিয়ে নানান সমস্যায় সম্মুখে পড়তে হয় ডিজিটাল মিডিয়ার সদস্যদের যাতে প্রশাসন সহযোগিতা করে তার জন্যও আবেদন করা হলো।৪ প্রশাসনের একটি whatsapp গ্রুপ রয়েছে সেই গ্রুপে যাতে সমস্ত ডিজিটাল মিডিয়ার
বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব
আর কিছুদিন পরেই দোল উৎসব হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তার আগে বর্ধমান শহর জুড়ে শুরু হয়ে গেল আগাম দোল উৎসব পালন।। বসন্তের বাহারে পলাশ ফুলের সুবাসে গায়ে আবির রঙে সকলে মেতে উঠেছে এই বসন্ত উৎসবে।। সেইরকমই ছবি ধরা পড়ল বর্ধমান উত্তর ফটক রাজবাড়ি ক্যাম্পাসে, নৃত্য, গীত ও বাদ্যের অপূর্ব মিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঘরোয়া পরিবেশের মধ্যে অপূর্ব সাজসজ্জা, উপস্থাপনার মধ্য দিয়ে ফুটে উঠেছিল আজকের শ্যাল উই ড্যান্স এর বসন্ত উৎসবের মঞ্চ।
ঋতুরাজ বসন্তকে সাদরে বরণ করতে বসন্ত উৎসব পালিত হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
শান্তিনিকেতনের এক টুকরো প্রতিচ্ছবি প্রতিবছর ভেসে ওঠে সালোই ডান্স এর উপস্থাপনায়। শ্যাল উই ডান্সের বসন্ত উৎসব এবছর তৃতীয় বর্ষে পা দিল। শ্যাল উই ড্যান্স সংস্থার কর্নধার উদয় শংকর
ঈদ স্পেশাল অফার ৭৮৬ টাকায় বাইক
ঈদ স্পেশাল অফার ৭৮৬ টাকায় ডাউন পেমেন্টে বাইক বাজাজ শোরুমে, তার সঙ্গে থাকতে আরো বিশেষ বিশেষ অফার
পশু প্রেমীদের জন্যে বর্ধমানে নতুন শোরুম এর শুভসূচনা প্রধান অতিথি ও উদ্বোধক মাটির বাগের এডিটর
যোগাযোগ 7980944636
Paw Crush
গুরাপে কংসাইপুরে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় সূত্রের খবর মৃত্যু ৬ এবং গুরুতর আহত ১
গুরাপের কংসাইপুর এলাকায় কত দুর্ঘটনায় মৃত ছয় শিশুসহ, টোটো করে রাস্তা পারাপার হওয়ার সময় সজোরে এসে ধাক্কা মারে একটি ডাম্পার সেখান গুড়াপ থানার পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্য রতে চিকিৎসকরা তাদের ছজনকে মৃত বলে ঘোষণা করে সূত্রে খবর এবং একজন গুরুতর আহত বলে জানা যায় সূত্রের খবরে, তাদের মধ্যে চার জনের নাম ঠিকানা পাওয়া গেলেও এখনো পর্যন্ত দুজনের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানা গেছে, ঘটনাস্থলে এসে উপস্থিত হন বর্ধমান থানার ic দিব্যেন্দু দাস ব্রেকিং নিউজ।
কংসাইপুরে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় সূত্রের খবর মৃত্যু ৬ এবং গুরুতর আহত ১
exclusive
দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এলেন বর্ধমান শহরে
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এলেন বর্ধমান শহরে