MATIR BAG

MATIR BAG BENGALI NEWS PAPER

দেখুন 15 দিনের বাছাই করা খবর পাক্ষিক পত্রিকা মাটির বাগ 27/03/24
29/03/2024

দেখুন 15 দিনের বাছাই করা খবর পাক্ষিক পত্রিকা মাটির বাগ 27/03/24

29/03/2024

Live
599/- টাকার টি-শার্ট পেয়ে যাবেন মাত্র 99/- টাকায় সিটি বাজার মেট্রো নতুন শোরুম ওপেনিং
জি.টি.রোড বড়নীলপুর মোড়ে
যোগাযোগ 7008836959/8617329831

27/03/2024

Live
বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর মন্তব্য রেখেছেন এবং তারই প্রতিবাদে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিলীপ ঘোষের কুশপুতুল পড়ানো হল কার্জনগেট চত্বরে। উপস্থিত ছিলেন দক্ষিণের বিধায়ক খোকন দাস, জেলার সভাপতি রাসবিহারী হালদার এছাড়াও অন্যান্য তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দরা

27/03/2024

আবারো ভোট বয়কটের পোস্টার মেমারিতে। ব্রিজ ও রাস্তার দাবীতে এবার ভোট বয়কটের সিদ্ধান্তেই অনড় দিলালপুর গ্রামের মানুষ।
মেমারি এক নম্বর ব্লকের বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রামের বিভিন্ন জায়গায় দেখা গেল রাস্তা ও ব্রিজের দাবিতে ভোট বয়কটের পোস্টার।
বর্তমানে বাগিলা গ্রাম পঞ্চায়েতের দিলালপুর গ্রাম ও মেমারি পৌরসভার যোগাযোগের মাধ্যম ডিভিসি খালের ওপর একটি সংকীর্ণ কাঠের ব্রিজ। এবং বর্তমানে কাঠের সেতুটির যা অবস্থা তা বলা যেতেই পারে এ এক ঝুলন্ত মরণ ফাঁদ। সেতুটির নিচে যে কাঠের খুটি ছিল সেগুলি বেশিরভাগ অংশই ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে ব্রিজের দুধারের কাঠের রেলিংও।
এর আগেও এই কাঠের সেতুটির জায়গায় কংক্রিটের ব্রিজ নির্মাণের দাবি ওঠে। সেতুটির জরাজীর্ণ অবস্থার কারণে যেকোনো সময় ভেঙ্গে পড়ার আশঙ্কা, তাই প্রশাসন থেকে সেই সময় এই কাঠের সেতুর দুই ধারে বাঁশ বেঁধে চলাচল বন্ধ করে দেওয়া হয় এবং সাধারণ মানুষের চলাচলের যাতে অসুবিধা না হয় সেজন্য একটি বোর্টের ব্যবস্থাও করা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু ডিভিসি তে জলের অভাবে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বোর্ট টি।
ভগ্নপ্রায় কাঠের ব্রিজ তার ওপর কাঠের ব্রিজের আগে বেশ কিছুটা রাস্তার বেহাল দশার কারনে স্কুল কলেজের ছাত্র-ছাত্রী এবং অসুস্থ রোগী ও গর্ভবতী ও প্রসূতি মহিলাদের খুবই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই আর প্রতিশ্রুতি নয় অবিলম্বে এই কাঠের সেতুটির পরিবর্তে কংক্রিটের সেতুর দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা।

27/03/2024

সামনেই আসছে লোকসভা ভোট আর তার আগেই দিলীপ ঘোষের উস্কানি মুলক বক্তব্য রেখে রাজনীতি সংঘর্ষ অভিযোগ তৃণমূলের।পূর্ব বর্ধমানের তালিত এলাকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তালিতে গতকাল তৃণমূলের কর্মীর উপর আক্রমণ করেন তিন যুবক দাবি তৃণমূল কংগ্রেসের, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী কীর্তি আজাদের হঠাৎই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে দেখা করতে আসেন আহত কর্মীদের, কৃতি আজাদ জানান তৃণমূল কর্মীদের ওপর চড়াও হয় তিন যুবক হাতে লোহার রড নিয়ে মাথায় আঘাত করে আর জয় শ্রীরাম স্লোগান দিয়ে চিৎকার করেন সেই সমস্ত বিজেপিরা সেখান থেকে পালিয়ে যায়, আর আজ সকালে বর্ধমান হসপিটালে আহত সে সমস্ত তৃণমূল কর্মীদের দেখতে আসেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ, তিনি আরো বলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে কুরুচি মন্তব্য করেন। তার বিরুদ্ধে আমাদের দল ও পদক্ষেপ নিয়েছে আর গতকাল আমাদের তৃণমূল কর্মীর উপর হামলা তিনজন যুবককে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে এফআইআর করা হবে এবং দিলীপ ঘোষ আসার পর থেকেই সে উত্তেজনা মূলক বক্তব্য রাখছেন তাই দিলীপ ঘোষ কে হুঁশিয়ারি দিয়ে কীর্তি আজাদ জানান শুয়ে থাকা সিংহকে জাগাবেন না সাবধানে থাকবেন আমাদের কর্মীকে মারলে আমরাও সহ্য করবো না।
পূর্ব বর্ধমান থেকে প্রতিনিধি পিন্টু প্যাটেল

26/03/2024

*দিলীপ ঘোষকে গো ব্যাক শ্লোগান তৃণমূল নেতা শিব শঙ্কর ঘোষের*

*বর্ধমান:* আজ বর্ধমানের ছয় নম্বর ওয়ার্ডে লোকো আমবাগান এলাকায় প্রচারে যান বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী দিলীপ ঘোষ,আর সেখানেই তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক শিব শংকর ঘোষ তাঁর কর্মীদের নিয়ে দিলীপ ঘোষকে গো ব্যাক শ্লোগান দেন,পরিস্থিতি দেখে সেখান থেকে চলে যান প্রার্থী দিলীপ ঘোষ।

এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শিব শংকর ঘোষ বলেন দিলীপ ঘোষ এলাকায় পৌঁছান এবং সাধারণ মানুষের কাছে গিয়ে জন সংযোজন করেন,তারপর বিজেপির বেশকিছু সমর্থকরা বাজে বাজে মন্তব্য করেন সেই দৃশ্য দেখে তৃণমূল কংগ্রেসের কর্মী চুপ না দিলীপ ঘোষকে এলাকা ছাড়তে বলে।
কার্যত এই নিয়ে রীতিমতো উত্তেজনা সৃষ্টি হয় আমবাগান এলাকায়।

তবে শৃঙ্খলা যদি ভঙ্গ করে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ তাহলে কোনো মতে মানা যাবে না দরকারে যা হবার হবে এমনি হুমকি দেন শিব শংকর ঘোষ।

26/03/2024

Live বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী তৃণমূলের কীর্তি আজাদ সঙ্গে রয়েছেন বিধায়ক খোকন দাস, মাটির বাগে লাইভ দেখতে পাচ্ছেন দোল উৎসবে দিন একদিকে কঙ্কালেশ্বরী কালী মন্দির আর একদিকে 108 শিব মন্দির থেকে

25/03/2024

Live বাইক র‍্যালির মাধ্যমে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ কে স্বাগত জানালেন বিজেপি কর্মীরা। বর্ধমান শহরে এলেন বর্ধমান লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ জেলা বিজেপি কার্যালয় এবং মুখোমুখি হলেন সাংবাদিকদের।

24/03/2024

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হলেন দিলীপ ঘোষ।

24/03/2024

লোকসভা ভোটে তৃণমূলের প্রার্থীর প্রচারকে কেন্দ্র করে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে মেমারিতে তৃণমূলের মধ্যে।

পূর্বনির্ধারিত ঘোষণা মতো মেমারি ১ ব্লকে শনিবার বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের নির্বাচনী প্রচারের সূচনা ছিল গোপগন্তার ১ অঞ্চলের গন্তার চন্ডিতলা মন্দিরে পুজো দেওয়ার মাধ্যমে। এদিনের নির্বাচনী প্রচার কর্মসূচীর দায়িত্বে ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য। আজ সকালে প্রার্থী ডাঃ শর্মিলা সরকার গন্তার চন্ডীতলায় পৌঁছালে সেখানে তৃণমূল কর্মীদের মধ্যে তুমুল উত্তেজনা, বচসা, হাতাহাতি শুরু হয়ে যায়।

জানা যায় মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও পূর্ব বর্ধমান জেলা কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জীর অনুগামীদের মধ্যে এই বচসা বাধে। সূত্র মারফৎ জানা যায় ডাঃ শর্মিলা সরকার তৃণমূলের দু পক্ষের অনুগামীদের মধ্যে এই বচসার কারণে মন্দিরের ভিতর পুজো দিয়ে. মন্দিরের ভিতরই বসে ছিলেন। মন্দির প্রাঙ্গণে অজস্র তৃণমূল কর্মী যারা বিধায়ক ও ব্লকসভাপতি অনুগামী বলে পরিচিত তাদের মধ্যে দফায় দফায় উত্তেজনা ছড়ালে বিধায়ক মাইক হাতে নিয়ে সকলকে শান্ত থাকতে বলেন। সেই সময় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতিও বিধায়কের সাথে দফায় দফায় কথা বলতে ও মনোমালিন্য দেখা যায়।

পরিস্থিতি সামাল দিতে উপস্থিত হয় পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাসবিহারী হালদার। তিনি মন্দিরের ভিতরে গিয়ে প্রার্থী ডাঃ শর্মিলা সরকারের সাথে কথা বলে বাইরে এসে দুপক্ষের সাথে কথা বলেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন কোন গোষ্ঠীদ্বন্দ্ব নয়, তৃণমূল কর্মীদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ।
কিন্তু প্রার্থীর প্রবেশের মুহুর্তে এই উচ্ছ্বাস কী মাত্রা ছাড়িয়ে যায়নি, জনগণ জানতে চাইছে। স্থানীয় এক ব্যক্তি বলেন মন্দিরের মতো পবিত্র প্রাঙ্গণে তৃণমূলের এই অন্তর্কলহের ফলে হাতাহাতিক মোটেই শোভনীয় নয় বলছেন।
স্বাভাবিক ভাবেই গোষ্ঠী দ্বন্দ্বের জেরে থমকে গেল তৃণমূল প্রার্থীর প্রচারাভিযান। একজন তৃণমূল কর্মী দোষারোপ করছেন অপর তৃণমূল কর্মীদের বিরুদ্ধে আর গোষ্ঠীদদ্বন্দ্ব বললেই উচ্চস্তরীয় নেতার দোষ দিচ্ছেন মিডিয়াকে। কিন্ত আজ নেতার মুখে শোনা গেল ভিন্ন সুর। পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জী বললেন পরিবারের মধ্যে অশান্তি লেগে থাকে, তবে যেটা ঘটেছে সেটা ঠিক হয়নি। ব্লক সভাপতি ও বিধায়কের মনোমালিন্যর কথা সবাই জানে।
অবশেষে রুদ্ধদ্বার বৈঠক। প্রার্থীও মন্দির থেকে বেড়িয়ে এসে যোগ দিলেন সেই বৈঠকে। বৈঠকে যাবার সময় কর্মীদের বললেন কোন কথা নয়, কোন হাত নয়। এটা বলার মাধ্যমে তিনি হাতাহাতি যাতে না হয় তার ঈঙ্গিত দেন কর্মীদের।
রুদ্ধদ্বার বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, ব্লক সভাপতি নিত্যান্দ ব্যানার্জী, প্রার্থী ডাঃ শর্মিলা সরকার, জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার, প্রাক্তণ কর্মাধ্যক্ষ মহঃ ইসমাইল, মেমারি শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষাল। আড়াই ঘন্টার রুদ্ধদ্বার বৈঠকের পর সকলে কর্মীদের সামনে এসে হাতে হাত ধরে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জীর হাত শক্ত করতে বলেন।
বক্তব্যের শেষে জয় নিতাই, জয় মধু, জয় বাংলা স্লোগান ওঠে। সমগ্র পরিস্থিতি নিয়ে প্রার্থী ডাঃ শর্মিলা সরকার ও বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে যান বাকী প্রচার কর্মসূচী সম্পন্ন করার জন্য।

23/03/2024

সিপিএমের প্রার্থী ঘোষণা হবার পরেই জোর কদমে প্রচার নামে পড়ল সিপিআইএমের সমর্থকরা

21/03/2024

বর্ধমান শহরের ছেলে এখন বাংলা সিনেমার জগতে সবার ভালোবাসায় ও সহযোগিতায় এগিয়ে যেতে চলেছে বাংলা সিনেমা নিয়ে।
তার কিছু মুহূর্তের ছবি মাটির বাগের পর্দায়।

নাম: অপলক যশ
পরিচালকঃ ইয়াসমিন ইব্রাহিম ও সরবজিৎ মন্ডল
মুভি :- অরক্ষনীয়া
লেখা :- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রোডাকশন হাউস: দ্যা হোয়াইট হর্স এন্টারটেইনমেন্ট
"বর্ধমানের এবং অপলকের সাফল্যের গল্প"

20/03/2024

পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে একটি স্মারকলিপি পেশ করা হলো পূর্ববর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক এর কাছে, আমাদের বেশ কিছু দাবিদাওয়া আছে সেই সমস্ত দাবিদাওয়া আমরা পেশ করেছি বুধবার দুপুর ডেটটা নাগাদ জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ,আমাদের মোট পাঁচ দফা দাবি ছিল সেই পাঁচ দফা দাবির মধ্যে .১ হলো সামনে আসতে লোকসভা ভোট এই লোকসভা ভোটের সময় সরকারিভাবে একটি আই কার্ড দেয়া হয় যাতে কাজ করতে অসুবিধা না পড়তে হয়। সেই পরিচয় পত্র যাতে প্রদান করা হোক,২ প্রশাসনের কিছু প্রেসমিট থাকে এখানেও যাতে আমাদের ডিজিটাল মিডিয়াদের আমন্ত্রণ জানানো হোক। ৩ কাজ করতে গিয়ে নানান সমস্যায় সম্মুখে পড়তে হয় ডিজিটাল মিডিয়ার সদস্যদের যাতে প্রশাসন সহযোগিতা করে তার জন্যও আবেদন করা হলো।৪ প্রশাসনের একটি whatsapp গ্রুপ রয়েছে সেই গ্রুপে যাতে সমস্ত ডিজিটাল মিডিয়ার সদস্যদের অ্যাড করা হোক যাতে প্রশাসনের কোন কর্মসূচি থাকলে কাজ করতে সুবিধা হয়। ৫ শেষ পাঁচ নম্বর সারা বছর রোড ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে ডিজিটাল মিডিয়া সবার প্রথম খবর সম্প্রচার করে কিন্তু প্রশাসনের কাছে কোন বিজ্ঞাপন পায় না আবেদন করা হলো যাতে বিজ্ঞাপন পাওয়া যায়।

এই কটা দাবি নিয়ে পূর্ব বর্ধমান জেলা ডিজিটাল মিডিয়ার পক্ষ থেকে আবেদন করা হলো পূর্ব বর্ধমান জেলা তথ্য সংস্কৃতি দপ্তর আধিকারিক এর কাছে যদিও আধিকারিকরা জানিয়েছেন এই বিষয়টি যথাযথ গুরুত্ব দিয়ে তারা সহযোগিতায় হাত বাড়াবেন এবং উঁচু স্তরে আধিকারিক এর কাছে এই বিষয়টি আলোকপাত করবেন। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আমজাদ আলী শেখ, সম্পাদক পিন্টু প্যাটেল, মনি মোহন গোস্বামী, সুশান্ত বাগ, ঝিলিক মুখার্জি, দেবাশীষ ঘোষ ও কানাই লাল বিশ্বাস ও অন্যান্য সদস্যগণ

17/03/2024

বর্ধমান বিশ্ববিদ্যালয় অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব
আর কিছুদিন পরেই দোল উৎসব হাতে মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তার আগে বর্ধমান শহর জুড়ে শুরু হয়ে গেল আগাম দোল উৎসব পালন।। বসন্তের বাহারে পলাশ ফুলের সুবাসে গায়ে আবির রঙে সকলে মেতে উঠেছে এই বসন্ত উৎসবে।। সেইরকমই ছবি ধরা পড়ল বর্ধমান উত্তর ফটক রাজবাড়ি ক্যাম্পাসে, নৃত্য, গীত ও বাদ্যের অপূর্ব মিলন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ঘরোয়া পরিবেশের মধ্যে অপূর্ব সাজসজ্জা, উপস্থাপনার মধ্য দিয়ে ফুটে উঠেছিল আজকের শ্যাল উই ড্যান্স এর বসন্ত উৎসবের মঞ্চ।
ঋতুরাজ বসন্তকে সাদরে বরণ করতে বসন্ত উৎসব পালিত হচ্ছে বর্ধমান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
শান্তিনিকেতনের এক টুকরো প্রতিচ্ছবি প্রতিবছর ভেসে ওঠে সালোই ডান্স এর উপস্থাপনায়। শ্যাল উই ডান্সের বসন্ত উৎসব এবছর তৃতীয় বর্ষে পা দিল। শ্যাল উই ড্যান্স সংস্থার কর্নধার উদয় শংকর সেনগুপ্ত জানান এই বসন্ত উৎসব ঘিরে আম্রকুঞ্জে বহু মানুষের সমাগম হয় এবং আবির রঙে মেতে ওঠে বহু শিল্পী থেকে শুরু করে আপামর সাধারণ নাগরিক।
শেষ কয়েক বছর বসন্ত উৎসব নিয়ে আলাদাই একটা উন্মাদনা সকলের মধ্যে সৃষ্টি হয়েছে। আম্রকুঞ্জ যেন হয়ে উঠেছে এক টুকরো শান্তিনিকেতন। বসন্তের আগমনে দোল উৎসবের প্রাক্কালে এভাবেই সুন্দর আমেজে মেতে উঠেছি আমরা সকলেই।

15/03/2024

ঈদ স্পেশাল অফার ৭৮৬ টাকায় ডাউন পেমেন্টে বাইক বাজাজ শোরুমে, তার সঙ্গে থাকতে আরো বিশেষ বিশেষ অফার

13/03/2024

পশু প্রেমীদের জন্যে বর্ধমানে নতুন শোরুম এর শুভসূচনা প্রধান অতিথি ও উদ্বোধক মাটির বাগের এডিটর

যোগাযোগ 7980944636
Paw Crush

12/03/2024

গুরাপের কংসাইপুর এলাকায় কত দুর্ঘটনায় মৃত ছয় শিশুসহ, টোটো করে রাস্তা পারাপার হওয়ার সময় সজোরে এসে ধাক্কা মারে একটি ডাম্পার সেখান গুড়াপ থানার পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্য রতে চিকিৎসকরা তাদের ছজনকে মৃত বলে ঘোষণা করে সূত্রে খবর এবং একজন গুরুতর আহত বলে জানা যায় সূত্রের খবরে, তাদের মধ্যে চার জনের নাম ঠিকানা পাওয়া গেলেও এখনো পর্যন্ত দুজনের কোন নাম ঠিকানা পাওয়া যায়নি বলে জানা গেছে, ঘটনাস্থলে এসে উপস্থিত হন বর্ধমান থানার ic দিব্যেন্দু দাস ব্রেকিং নিউজ।
কংসাইপুরে টোটোর সঙ্গে ডাম্পারের ধাক্কায় সূত্রের খবর মৃত্যু ৬ এবং গুরুতর আহত ১
exclusive

10/03/2024

বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এলেন বর্ধমান শহরে

10/03/2024

অসময়ে কালী মায়ের নিরঞ্জন আজ রবিবার তালিত গ্রামে। দেখতে ভিড় জমিয়েছেন বর্ধমান জেলার বহু আগত মানুষজন
মহা ধুমধাম সহযোগে বিসর্জন হল পূর্ব বর্ধমান জেলার তালিত গ্রামের সিদ্ধেস্বরী মা'এর । প্রতি বছরের মত এবছরও ফাল্গুন মাসের শেষ রবিবার এই কালী প্রতিমা বিসর্জন হয়। এই রীতি হয়ে আসছে বহু আগে থেকেই। গ্রামেই অবস্থিত ১৪ ফুট উচ্চতার এই কালী প্রতিমার। নিদিষ্ট সময়ে কালী পুজো হলেও বিসর্জনের রীতিটা একটু অন্যরকম। ঐতিহ্য আর পরম্পরাকে আজও বাঁচিয়ে রেখেছে এলাকার মানুষ। কালী পুজোর পর থেকে মন্দিরেই রাখা হয় কালী প্রতিমাকে। প্রতিদিন হয় নিত্যসেবা। তারপর বিসর্জন হয় ফাল্গুন মাসের শেষ রবিবার , বিসর্জনকে ঘিরেও রয়েছে অভিনবত্ব। বিসর্জনের দিন সকাল থেকেই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। তারপর দুপুর হতেই খিচুড়ি ভোগ বিতরণ করা হয় হাজার হাজার মানুষজনকে। তারপর বিকাল হতেই মন্দির থেকে বের করে আনা হয় কালী প্রতিমাকে। এখানে দেবীর উদেশ্যে সকলেই মন্ডা, মিঠাই , বিস্কুট , চকলেট হরিলুট দেওয়া হয়। তালিত ছাড়াও আশেপাশের এলাকার বহু মানুষ এই দিন মন্দির চত্বরে এসে উপস্থিত হন। ফের একবার উৎসবের আমেজ ধরা পরে তালিত গ্রামে।

10/03/2024

কলকাতা ব্রিগেড থেকে সরাসরি ৪২ আসনে প্রার্থী তালিকা ঘোষণা

09/03/2024

Live
হাতে ত্রিশূল নিয়ে স্কেটিং করতে দেখা গেল শিবকে। বর্ধমান শহরের বিভিন্ন মন্দির পরিদর্শন করছেন স্বয়ং শিব। 108 শিব মন্দির , বর্ধমানেশ্বর শিব মন্দির এইরকম বেশকিছু ঐতিহ্যবাহী শিব মন্দিরে দেখা মিলল তার

08/03/2024

Livelive মুসলিম সম্প্রদায়ের একজন কাউন্সিলর হয়েও হিন্দি ভাষাভাষীদের জন্যে শিবরাত্রির দিনে সূর্য মন্দির উপস্থাপন করলেন ওই ওয়ার্ডেরই স্থানীয় কাউন্সিলর প্রদীপ রহমান। কোনো প্রশাসনিক সাহায্য না পেয়েই সম্পূর্ন নিজের উদ্যোগেই এই মন্দির প্রতিষ্ঠা করেছেন। আগামীদিনে তিনি এই মন্দির সংলগ্ন ঘাট ও সুন্দর ভাবে নির্মাণ করবেন , এমনই ইচ্ছা প্রকাশ করলেন।

08/03/2024

Live
নারী দিবস উপলক্ষে বর্মন ব্রাদার্স থ্রেডস এনজিও এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে বিশেষ কর্মসূচি গ্রহণ করা হলো আজকে মহিলাদের জন্য ফ্রি আই চেকআপ

08/03/2024

Live
পশ্চিমবঙ্গের দ্বিতীয় শোরুম ইলেকট্রিক বাইকের । মাত্র 20 টাকায় 150 কিলোমিটার চলবে এই বাইক। যেখানে থাকছে চার রকমের বাইকের সাউন্ড সহ আরো নানান অত্যাধুনিক সিস্টেম। এছাড়াও রয়েছে যেকোনো ইলেকট্রিক বাইক কেনার উপর ১৫০০০ টাকা ছাড়।
যোগাযোগ নাম্বার - 8167497666/7384389090

06/03/2024

তৃণমূলের কর্মী সম্মেলন বর্ধমান শহর 16 নং ওয়ার্ডে ,উপস্থিত বিধায়ক খোকোন দাস পূর্ব বর্ধমান জেলা যুব সভাপতি রাসবিহারী হালদার,স্থানীয় কাউন্সিলর হিরন মন্ডল মহিলা শহর সভাপতি আলপনা হালদার সহ অনন্যাও কাউন্সিলর গন

05/03/2024

এক গুচ্ছ প্রকল্প উদ্বোধন বর্ধমান শহরে ,উদ্বোধন করলেন মন্ত্রী ফিরাদ হাকিম।বর্ধমান পৌরসভা উদ্যোগে বিশুদ্ধ পানিও জলের সরবরাহের সূচনা ও নির্মল ঝিল মহা শশানের শুভ উদ্বাদন টাউনহল থেকে ও বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান খোশবাগান কে যানজট মুক্ত করতে ফ্রী পার্কিং জন উদ্বোধন করলেন।

মাটির বাগ পত্রিকা 12.2.2024=27.2.2024  1মাসের বাছাই করা খবর
04/03/2024

মাটির বাগ পত্রিকা 12.2.2024=27.2.2024 1মাসের বাছাই করা খবর

Address

Alamjung
Burdwan
713102

Telephone

+919732082771

Website

Alerts

Be the first to know and let us send you an email when MATIR BAG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MATIR BAG:

Videos

Share

Category