Ganakrishti

Ganakrishti fortnight potrika.

ভাতৃ দ্বিতীয়া  কেনো  কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে হয় I গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔জয়ন্ত শীল ۔۔۔۔۔۔۔ভাতৃ দ্বিতীয়া কা...
13/11/2023

ভাতৃ দ্বিতীয়া কেনো কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে হয় I

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔জয়ন্ত শীল ۔۔۔۔۔۔۔ভাতৃ দ্বিতীয়া কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়।অঞ্চল ভেদে এই অনুষ্ঠান বিভিন্ন নামে পরিচিত। কোথাও "ভাইবিজ" কোথাও "ভাইদুজ"। নাম ভিন্ন হলেও উৎসবের উদ্দেশ্য একটাই ভাইদের মঙ্গল কামনা।
পশ্চিম ভারতে নিয়ম যেমন ,যাদের ভাই নেই তারা চন্দ্র দেবতাকে ভাই কল্পনা করে এই ভাইবিজ পালন করেন। হিন্দু বাঙালিগণ বোনেরা দিদিরা উপবাস পালন করে সকাল সকাল স্নান করে ভাইদের বিশেষ আপ্যায়ন করে। ভাইদের সামনে একটি বরন পাত্রে ধান, দূর্বা, চন্দন বাটা, শিশিরের জল ও প্রদীপ সাজিয়ে কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ফোটা দেয়... আর বলে

"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা, যমুনা দেয় যমকে ফোটা,আমি দিলাম আমার ভাইকে ফোঁটা"
আর ভাইয়ের সামনে সাজিয়ে দেয় বিভিন্ন ধরনের মিষ্টি...
শঙ্খ ধ্বনি ও উলুধ্বনিতে দিদিরা বোনেরা কামনা করে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু।
এই অনুষ্ঠানের পিছনে লুকিয়ে আছে বিভিন্ন লোককথা। কথিত আছে শ্রীকৃষ্ণ ভয়ংকর দৈত্য নরকাসুরকে হত্যা করে ক্ষুধার্ত ও ক্লান্ত শরীরে সুভদ্রার গৃহে আসেন। সুভদ্রা দাদার কপালে বিজয় তিলক একে দেন ও সাথে দেন শীতল জল ও বিভিন্ন প্রকার মিষ্টি।অনেকের মতে সেই থেকেই ভাই ফোটা।এখনো নদিয়া জেলার বিভিন্ন জায়গায় আগে শ্রীকৃষ্ণকে ফোটা দিয়ে তারপর বোনেরা ভাইদের ফোটা দেন। আবার অনেকে বলেন সূর্যদেবের জমজ সন্তান জম ও জমির কাহিনি কেও ভাইফোটার শুরু হিসাবে ধরেন।
ভাই ফোটার পূর্ণ লগ্নে সমস্ত ভাই-বোনের সম্পর্ক আরো দৃঢ় হোক,এই সম্পর্ক অটুট থাকুক I

পূর্ব বর্ধমান জেলায় পুনরায় তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলো রবীন্দ্রনাথ চট্ট্যোপাধ্যেযII গন  কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔সারা...
13/11/2023

পূর্ব বর্ধমান জেলায় পুনরায় তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হলো রবীন্দ্রনাথ চট্ট্যোপাধ্যেযII


গন কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔সারা রাজ্যে তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি রদবদল করলIপূর্ববর্ধমান জেলায় কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় কে পুনরায় জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হলে তৃণমূল কংগ্রেস Iনতুন করেদলীয় চেয়ারম্যান হলেন অপূর্ব চৌধুরী II

11/11/2023

বর্ধমান শহরের দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় চুরি

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔۔۔বর্ধমান শহরে ১০ নম্বর ওয়ার্ডে ইসলাবাদ হাই স্কুল ও ও বিবেকানন্দ বালিকা বিদ্যালয় গতকাল রাতে জানলা দরজা ভেঙ্গে প্রধান শিক্ষকের রুম ও প্শিক্ষকদের রুম এর দরজা-জানলা ভেঙ্গে আলমারি ভেঙে কাগজপত্র তছনছ করে দুষ্কৃতীরা Iইসলাবাদ হাই স্কুলের পাশে প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক স্কুলে এসে হাই স্কুলে প্রধান শিক্ষকের জানলাভাঙ্গা দেখে তাকে খবর দিলে ,তিনি এসে দেখেন দুটি ঘরের সমস্ত কাগজপত্র তছনছ করেছেI আলমারির তালা ভেঙেছেI ইসলাবাদ হাই স্কুলের প্রধান শিক্ষক প্রবীর হাওলাদার জানান স্কুলে কোন টাকা পয়সা ছিল না মূল্যবান কোন সম্পত্তি নেই নি ,কোন কাগজপত্র নিয়েছে কিনা কাজ করতে গেলে তখন সেটা বোঝা যাবেI বর্ধমান সদর থানার পুলিশ এসে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেI খবর শুনে স্থানীয় মানুষজন ওই স্কুলের সভাপতি সদন তা ,বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ বহু মানুষ জড়োহনI এই ঘটনায় এলাকার সকলে বিস্ময় প্রকাশ করেন I

বর্ধমান মেডিকেল কলেজে মৃতদেহ পাচার নিয়ে তদন্ত কমিটি গঠন IIগণ কৃষ্টি নিউজ۔۔۔۔۔বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ থেক...
09/11/2023

বর্ধমান মেডিকেল কলেজে মৃতদেহ পাচার নিয়ে তদন্ত কমিটি গঠন II

গণ কৃষ্টি নিউজ۔۔۔۔۔বর্ধমান মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগ থেকে মৃতদেহ পাচারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করল বর্ধমান মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। ওই কমিটিকে তিনজন সদস্য থাকবেন ,দ্রুত তদন্ত করে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। পুলিস সুপার আমন দীপ বলেন, ঘটনার মূল চক্রীকে ধরতে পারলে দেহ পাচারের গোটা বিষয়টি পরিষ্কার হবে,সে পলাতক । পলাতক ব্যক্তি একসময়ে বর্ধমান মেডিক্যাল কলেজের কর্মী ছিলেন। তবে, তার নাম বা পরিচয়জানাননি পুলিস সুপার Iবুধবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ থেকে মৃতদেহ পাচার করতে গিয়ে হাতেনাতে ধরে পড়ে শববাহী বহনকারী গাড়ির চালক সহ বেশকয়েক জন। নিরাপত্তা কর্মীদের তৎপরতায় তিনটি মৃতদেহ সহ গাড়িটিকে আটক করা হয়। বর্ধমান থানার পুলিস মেডিক্যাল কলেজে গিয়ে মেডিক্যাল কলেজের চার কর্মী সহ সাতজনকে আটক করে Iএদিকে, এই ঘটনার পর কলেজ কর্তৃপক্ষ তৎপরতার সঙ্গে তদন্ত কমিটি গঠন করে I পাশাপাশি দেহ সংরক্ষিত করে রাখা ঘরের চাবি অ্যানাটমি বিভাগের প্রধানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবিষয়ে বিভাগীয় প্রধানকে জিজ্ঞাসা করলে তিনি কোনও উত্তর দিতে চাননি। এখন দেহ পাচার চক্রের ধৃতরা আন্তঃরাজ্য পাচারকারীদের সঙ্গে যুক্ত আছে কি না তা তদন্ত করে দেখছে পুলিস। এই বিভাগ এর সামনে কোন সিসি ক্যামেরাও নেই ,এর ফলে পাচারকারীদের সুবিধা হয় Iধৃতদের পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে চাইছে ,দেওগুলি কি উদ্দেশ্যে কোথায় পাচার করা হতো I

09/11/2023
সাধক কমলাকান্তের কালীপূজা   গন  কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔জয়ন্ত শীল ۔۔۔۔মিছে ডাকিছো মা মা বলি মা বুঝি ঘরে নাই।থাকিলে উত্তর দিত...
05/11/2023

সাধক কমলাকান্তের কালীপূজা

গন কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔জয়ন্ত শীল ۔۔۔

۔মিছে ডাকিছো মা মা বলি মা বুঝি ঘরে নাই।
থাকিলে উত্তর দিত সর্ব্বনাশিনি বেচে নাই।।

পুত্রের ডাকে সারা না দেওয়ায় পুত্রের অভিমান মিশ্রিত গান.... মা হলেন শ্যামা আর পুত্র সাধক কমলাকান্ত....
কমলাকান্তের মতো সাধক বিরল। চান্না গ্রামে জন্মগ্রহনের পর সেখানের লিলা শেষ করে আসেন কোটালহাটে। ছড়িয়ে আছে তার নানা লীলা নানা অলৌকিক কাহীনিআজও লোক মুখে মুখে । কখনো রাজা কে সুরা পাত্রে খাটি দুধ দেখিয়েছেন। সেই দুধ থেক দই ঘি করে মা কে নবিদ্দ দিয়েছেন। আবার লোকেমুখে এও প্রচারিত মা তাকে নিজে এসে মাছ দিয়ে গিয়েছিলেন। এখনো কমলাকান্তের কালী বাড়িতে মাছের ভোগ দেওয়া হয়।
তাকে মানুষ শূন্যে হাটতেও দেখেছেন দেখেছেন শূন্যে ধ্যান মগ্ন অবস্থাতে। এরকম নানা কাহিনী লোক মুখে ছড়িয়ে আছে। বেল কাটা দিয়ে মায়ের পা থেকে তিনি রক্ত বেড় করেছিলেন চেয়েছিলেন মাহারাজের কাছে আহুতি।।।। সামনের অমাবস্যায় কালী পুজো আসুন কমলাকান্তের কালী বাড়িতে।দেখে জান তার সমাধি ও মঞ্চমুন্ডির বেদি। কমলা কান্তের ইচ্ছে অনুসারে মায়ের বেদির নিচেই তাকে সমাধিস্থ করা হয়েছে৷। বিশদে জানতে চোখ রাখুন আমাদের পূজো সংখ্যায়৷৷

03/11/2023

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসর বিজয়া সম্মিলনII

গণকৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্থানীয় সংস্কৃতি লোকমঞ্চ অনুষ্ঠিত হলো বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়I জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ,মন্ত্রী স্বপন দেবনাথ ,জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার ,বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ,ওর সকল বিধায়ক উপস্থিত ছিলেন I

বাড়িতে দুষ্টুমি করার অপরাধে   ন বছরের শিশুকে রাতের বেলায় বাবা-মা ও দাদু ছেড়ে চলে যায় নির্জন দামোদরের  চরে বাড়িতে দু...
02/11/2023

বাড়িতে দুষ্টুমি করার অপরাধে ন বছরের শিশুকে রাতের বেলায় বাবা-মা ও দাদু ছেড়ে চলে যায় নির্জন দামোদরের চরে

বাড়িতে দুষ্টুমি করে ৯ বছরের শিশুতাকে ভাগে আনতে পারে না বাড়ির কেউ । অবশেষে তার দুষ্টুমি বন্ধ করতে শিশুকে নিয়ে যান সাধু বাবা আশ্রমে Iসাধুবাবার পরামর্শ রাতে তাকে নির্জ দামোদরের চরে ছেড়ে দিয়ে এলো বাবা, দাদু।অন্ধকারে বাবা মাকে খুঁজতে দামোদরের চরে ঘোরাঘুরি করছিল শিশুটি। বাবা মাকে দেখতে না পেয়ে সে কান্না জুড়ে দেয়। কান্নর শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা শিশুটিকে উদ্ধার করে নিয়ে আসেন। খবর দেয়া হয় পুলিসকে ,পুলিশ শিশুটিকে নিয়ে আসে। শিশুটিকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির কাছে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে হোমে পাঠানো হয়েছে শিশুটিকে। এ ধরণের অমানবিক কাজ করার জন্য শিশুটির বাবা, মা ও দাদুকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির দাদুর বাড়ি মেমারি থানার পালশিটে। নদিয়ার চাকদা থানার নরেন্দ্রপল্লির কদমতলায় শিশুটির বাবা-মা থাকে। রায়না থানার সুদর্শনপুরের সাধুবাবার আশ্রম থেকে বুধবার রাতে শিশুটির বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিস। বৃহস্পতিবার সকালে আশ্রম লাগোয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দাদুকে। ঘটনার বিষয়ে শিশুদের উপর নির্যাতন ও জুভেনাইল জাস্টিস অ্যাক্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে থানা। ধৃতদের এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ঘটনার বিষয়ে বিশদে জানতে এবং আশ্রম কর্তৃপক্ষ ও সাধুবাবার ভূমিকা খতিয়ে দেখতে শিশুটির বাবাকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাকে ২ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন Iএর আগে শিশুটি দু'বার অসুস্থ হয়েছিল। শিশুটিকে সুদর্শনপুরের আশ্রমের সাধুবাবার কাছে নিয়ে আসে তার বাবা-মা। সুস্থ হয়ে যায় শিশুটি ,তাদের বিশ্বাস, সাধুবাবার কৃপায় তাদের ছেলে সুস্থ হয়েছে। এবার দুষ্টুমি বন্ধ করতে শিশুটিকে ফের সাধুবাবার কাছে নিয়ে আসার মনস্থ করে তার বাবা-মা। সেইমতো মঙ্গলবার বাচ্চাটিকে সাধুবাবার কাছে নিয়ে আসে তারা। সাধুবাবা দুষ্টুমি বন্ধ করার জন্য শিশুটিকে নির্জন জায়গায় ছেড়ে আসার নিদান দেয়। সেইমতো রাতেই রায়না থানার শিয়ালি বাজার এলাকায় শিশুটিকে ছেড়ে দিয়ে তার বাবা মা আশ্রমে চলে আসে।

01/11/2023

বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির বিজয়া সম্মেলন

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতির বর্ধমান জেলা শাখার পক্ষ থেকে ,গঙ্গা কিশোর প্রেস কর্নারে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়I সম্মেলনের উদ্বোধক জেলা তথ্য অধিকারীক রাম শংকর মন্ডলIঅনুষ্ঠানে তথ্য অধিকারীক সুন্দর সংগীত পরিবেশন করেনI অনুষ্ঠানে সাংবাদিকগণ সংগীত ,আবৃত্তি ,পরিবেশন করেনI সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বেঙ্গল পাক্ষিক পত্রিকা জেলা সভাপতি রণেন শীল I

30/10/2023

৬২০ স্কোয়ার ফিটে তৈরি হচ্ছে পাঁচতলা বাড়ি II
. . . বন্ধ করে দিল বর্ধমান পৌরসভা I

গণকৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔বর্ধমান শহরে এক নম্বর ওয়ার্ড ,৬২০ স্কয়ার ফুট জায়গার উপরে , তৈরি হচ্ছিল পাঁচতলা বাড়ি ,বর্ধমান পৌরসভা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ,পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ,নিজে হাজির হন এলাকায় II
কাজ বন্ধ করে দিলেনI কি বললেন বাবু শুনুন I

29/10/2023

বিয়ে ঠিক হয়েছিল ,তবুও গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলোযুবক মেয়ের গ্ৰামে গিয়েI

গণকৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔বিয়ে ঠিক হওয়ার পরে ,মেয়ের বাড়ির কাছথেকেগাছ থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হল যুবকের I
ভিন রাজ্য পরিযায়ী শ্রমিকেরকাজ করতো যুবক I এই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্বস্থলীর হামিদপুর এলাকায়। মৃত যুবকের নাম সরিফুল শেখ। তার বাড়ি পূর্বস্থলী ২ নম্বর ব্লকের মাঝিদা পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিম আটপাড়া গ্রামে। এদিন রবিবার পূর্বস্থলী থানায় উপস্থিত হয়ে মৃত ওই যুবকের বাবা তিনি জানান, ছেলে অন্ধ্রপ্রদেশে কাজ করতে গিয়েছিল, সে ওখান থেকেকবে ফিরে এসেছে সে, এই বিষয়ে আমরা কিছুই জানতাম না। গতকাল রাতে তার সাথে কথা হয়েছে সে সময় কিছু বুঝে উঠতে পারিনি। আজ সকালে ছেলের যে জায়গায় বিয়ে ঠিক হয়েছিল সেই গ্রামে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। কি কারনে ছেলে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলো সে বিষয়ে কিছুই বুঝে উঠতে পারছি না Iমৃতের পরিবার-পরিজনেরা। ঘটনায় এলাকায় নেমেছে এসেছে শোকের ছায়া।পূর্বস্থলী থানা ঘটনা তদন্ত শুরু করেছে I

29/10/2023

লক্ষ্মী ঠাকুর কেনা চলছে

আগামী কাল কার্নিভাল পুলিশের পক্ষ থেকে  যান চলাচলের বিধি নিষেদ  জারি হয়েছে I
25/10/2023

আগামী কাল কার্নিভাল পুলিশের পক্ষ থেকে যান চলাচলের বিধি নিষেদ জারি হয়েছে I

20/10/2023

আজ বিকাল ৪টার সময় শারদ সম্মান ঘোষণা করা হবে II
আমাদের এই পেজে লাইভ দেখানো হবে II
নজর রাখুন

18/10/2023

পৌরপতির পারিবারিক বস্ত্র বিতরণ অনুষ্ঠান

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔বর্ধমান শহরে বর্তমান পৌরপতি পরেশ চন্দ্র সরকার প্রতিবছরের ন্যায় এ বছরও মানুষদের শারদ উৎসব উপলক্ষে বস্ত্র বিতরণ করেনI প্রায় 1500 মানুষকে পুজো উপহার হিসেবে বস্র দান করেন I

18/10/2023

শেফালী সরকার সরণি ও ও শেফালী কানন এর উদ্বোধন হলো II
উদ্বোধন অনুষ্ঠানে পৌর পতি কি বললেন শুনুন I

গণকৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔বর্ধমান পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের ছিন্নমস্তা মন্দির থেকে ইসলাবাদের ভেতরের রাস্তাটি নতুন নামকরণ করা হলো শেফালী সরকার সরণী ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে পদ্মশ্রী ক্লাবের বিপরীতে বহু পুরনো একটি পার্ক ছিল ,সেই পার্ক একটি নতুন নামকরণ করা হলো শেফালী কানন II
বর্ধমান পৌরসভা তত্ত্বাবধানে ,শেফালী সরকারের পরিবারের অর্থানুকূল্যে রাস্তা ও পার্ক টির সংস্কার করা হলো I

হাইকোর্টের অর্ডার  পরও নাড়ুগ্রাম পঞ্চায়েতে প্রদানের আসনে বসতে পারলেন না কংগ্রেস প্রার্থী  গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔۔নাড়ু...
17/10/2023

হাইকোর্টের অর্ডার পরও নাড়ুগ্রাম পঞ্চায়েতে প্রদানের আসনে বসতে পারলেন না কংগ্রেস প্রার্থী

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔۔۔নাড়ুগ্রাম পঞ্চায়েতে ২২ আসনের মধ্যে একুশ টি তে নির্বাচনহয় Iতৃণমূল কংগ্রেস পায় 17 টি আসন ,বামেরা দখল করে তিনটি ও কংগ্রেস একটি আসনপায় II
পঞ্চায়েত প্রধানের পদ টি সংরক্ষিত Iকংগ্রেস একটি আসন পায় ,একমাত্র প্রধান পদে বসার জন্য জয়ী প্রার্থী কংগ্রেসের II
আজ ছিল পঞ্চায়েত গঠনের দিন ,কিন্তু বামেরা কোন জয়ী প্রার্থী আজ হাজির হয়নিI পঞ্চায়েত বোর্ড গঠনের যে সভা হয় সেখানে কেউই প্রধানের নাম প্রস্তাব করেনি Iএর ফলে বোর্ড গঠন স্থগিতহয় Iবি ডি ও বলেন আগামী কয়েক দিনের মধ্যেই নতুন করে বোর্ড গঠনের দিন জানানো হবে জানান কংগ্রেস প্রার্থী I

17/10/2023

সংবাদ মাধ্যমের পুজো উপহার প্রদান

গণকৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔শারদ উৎসব উপলক্ষে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষদের বস্ত্র উপহার দিলেন বর্ধমান জেলার গণ কৃষ্টি পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক রণেন শীল ,খবর আপডেট চ্যানেলের টিংকু শাও ,পথের নিশানা সমরজিৎ দাসI কার্জন গেট ম্যান্ডেলা পার্কের সামনে এই আনন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার ,জেলা তথ্য অধিকারীক রাম শঙ্কর মন্ডল ,বর্ধমান সদর থানার আই সি সুখময় চক্রবর্তী ,মহিলা থানার আই সি বনানী রায় ,রাজ্য ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি বিশ্বেশ্বর চৌধুরী ,বর্ধমান বার এর সভাপতি অরূপ দাস ,এপিপি সঞ্জয় ঘোষ ,উদয় কোনার ,সমাজসেবী আব্দুর রব ,রাজেশ শাও ,জেলা প্রেস ক্লাবের সভাপতি শরদিন্দু ঘোষ ,বেঙ্গল পাক্ষিক এর বুলবুল কোনার ,দক্ষিণ দামোদর প্রেস ক্লাবের সভাপতি শফিকুল ইসলাম সহ বহু বিশিষ্ট ব্যক্তিগণ II
350 জন মানুষের হাতে পুজোর উপ হার তুলে দেয়া হলো যাতে এই উৎসবে সকলে আমরা আনন্দ উপভোগ করতে পারি সেই চিন্তা ভাবনা করে আমাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন অনুষ্ঠানে কর্ণধার রণেন শীল I

16/10/2023

পূর্ব বর্ধমানে সার্কাসের তাঁবু খাটাতে গিয়ে উপর থেকে পড়ে মৃত্য হলো এক শ্রমিকের ।

গণ কৃষ্টি নিউজ۔۔۔۔۔۔ বর্ধমান শহরের উৎসব ময়দানে আগামী ১৮ই অক্টোবর শুরু হতে চলেছে টারজান সার্কাসIএই সার্কাসের প্রস্তুতির কাজ চলছে । সেই কাজ করতে গিয়েই সোমবার দুপুর ১টা নাগাদ উপর থেকে হাত পিছলে পরে গুরতর জখম হন আরিফ সেখ নামে এক ব‍্যাক্তি । উত্তরপ্রদেশের গন্ডা জেলার বেরাজ গ্ৰামের বাসিন্দা । বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তারবাবু তাকে মৃত বলে ঘোষণা করেন I

15/10/2023

বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের ঘট উত্তোলনের সঙ্গে শুরু হলো দেবী দুর্গার পূজা রম্ভ

১৭০২ সালেতৎকালীন বর্ধমানের মহারাজা স্বপ্নাদেশ পেয়ে চুনুরীদের কাছে থাকা দামোদর নদের পার থেকে উদ্ধার করে দেবী সর্বমঙ্গলাকে মন্দিরে প্রতিষ্টা করেন। সেই সময় থেকেই বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্বমঙ্গলা। রাজ আমলের প্রথা মেনেই রবিবার বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা মায়ের ঘট উত্তোলন ও প্রতিষ্ঠার মধ্যে দিয়েই বর্ধমানে আনুষ্ঠানিকভাবে শারদ উৎসবের সূচনা হল। মহালয়ার পরের দিন প্রতিপদে রূপোর ঘটে কৃষ্ণসায়ের থেকে জল ভরে ঘোড়ার গাড়িতে করে ঘট নিয়ে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে মন্দিরে আনা হয়। এদিনের ঘট উত্তোলন উপলক্ষ্যে শোভাযাত্রায় বহু মানুষ অংশ নেন। এই শোভাযাত্রা দেখতে রাস্তার দুধারে ভীড় উপচে পড়েI বিপুল ভক্তসমাগমের মধ্যে, শোভাযাত্রা সহকারে, ঢাক, ব্যান্ড বাজিয়ে, ধুনুচি নাচ সহযোগে জোড়া ঘোড়ার গাড়িতে করে মায়ের বিগ্রহ নিয়ে গিয়ে কৃষ্ণসায়র থেকে রুপোর ঘটে জল পুড়ে দেবীর ঘট প্রতিষ্টা হল। এই মহতী অনুষ্ঠানে ছিলেন রামকৃষ্ণ আশ্রমের মহারাজ ,বিধায়ক খোকন দাস, পুরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা পুলিশ সুপার আমনদীপ, , মন্দির ট্রাস্ট কমিটির পদাধিকারীগণ। মন্দিরের সকল পুরোহিত গন I

বাংলা বাড়ি প্রকল্পে এগিয়ে বর্ধমান পৌরসভা গণ কৃষ্টি  নিউজ ۔۔۔۔۔۔পূর্ব বর্ধমান জেলার  6 টি পুরসভার বিভিন্ন প্রকল্পের কাজ...
13/10/2023

বাংলা বাড়ি প্রকল্পে এগিয়ে বর্ধমান পৌরসভা

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔۔পূর্ব বর্ধমান জেলার 6 টি পুরসভার বিভিন্ন প্রকল্পের কাজের খতিয়ান নিয়ে আজ পর্যালোচনা বৈঠক করলেন রাজ্য পুর ও নগর উন্নয়ন নিগম দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী।জেলার ছয়টি পুরসভা বর্ধমান পুরসভা, কাটোয়া, দাঁইহাট, মেমারি, কালনা, গুসকরা পুরসভার চেয়ারম্যানরা এই বৈঠকে ছিলেন।বর্ধমান পৌরসভার সভাকক্ষে এই বৈঠক হয় আজ শুক্রবার I বাংলার বাড়ি প্রকল্পে বর্ধমান পুরসভার কাজ অন্যান্য পুরসভা গুলির থেকে যেমন এগিয়ে ,বর্জ্য ও কঠিন প্রক্রিয়াতে গুসকরা পৌরসভা এগিয়ে রয়েছে । রাজ্য পুর নিগম দফতরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী জানানII বাংলার বাড়ি প্রকল্পে রাজ্য থেকে পুরসভা গুলিকে টাকা পাঠানো হয়ছে I

বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার জানান অমৃরুত প্রকল্প নিয়ে আলোচনা হয় ,"বাংলার বাড়ি প্রকল্পে বর্ধমান পুরসভা ৪ কোটি ৯৪ লক্ষ টাকা পেয়েছে। প্রত্যেক উপভোক্তাকে ৪৫ হাজার টাকা তাদের ব্যাংক একাউন্টে পাঠানোহয়েছে । সব প্রকল্পগুলিকে আগামী তিন মাসের মধ্যে শেষ করতে বলা হয়েছে I

জেলাকে স্বচ্ছ করে তুলতে বিশেষ বৈঠক করলেন জেলা শাসক  গণকৃষ্টি নিউজ ۔۔۔ . পূর্ব বর্ধমান জেলাকে স্বচ্ছ করে তুলতে জেলা প্রশা...
12/10/2023

জেলাকে স্বচ্ছ করে তুলতে বিশেষ বৈঠক করলেন জেলা শাসক

গণকৃষ্টি নিউজ ۔۔۔ . পূর্ব বর্ধমান জেলাকে স্বচ্ছ করে তুলতে জেলা প্রশাসনেরআধিকারিকদের নিয়ে মিটিং করলেন পূর্ব বর্ধমানে জেলা শাসক । জেলার সমস্ত সরকারি আধিকারিক, জনপ্রতিনিধিরা বিশেষ মিটিং এ উপস্থিত ছিলেন I ভিসি mode মাধ্যমে ব্লক ও G P স্তরের আধিকারিকরা ও জন প্রতিনিধিরা যোগদান করেন II
এরপর এক সাংবাদিক বৈঠকে জেলাশাসক্ জানান প্রত্যেক ছুটির দিন আমরা যদি নিজের বাড়ি সকলে পরিষ্কার করি ,তাহলে সব সময় আমরা স্বচ্ছ জেলা হিসেবে থাকবোI এই কথা জেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জানানো হয়েছে Iজেলাশাসকের বৈঠকের পর সকল আধিকারিকরা একই সঙ্গে অঙ্গীকারবদ্ধ হন I

রাজ্য জুড়ে ৭৮৮ এরমধ্যে পূর্ব বর্ধমান জেলায়  ৪৯ টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী  গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔   ...
12/10/2023

রাজ্য জুড়ে ৭৮৮ এরমধ্যে পূর্ব বর্ধমান জেলায় ৪৯ টি পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔ পূর্ব বর্ধমান জেলায় ৪৯ টি দুর্গাপুজোর ভার্চুয়ালি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় II
বর্ধমান শহরে ১৫ টি পুজোর উদ্ভোধন হলো ,

11/10/2023

সরকারি ড্রেনর উপরে মাংসের দোকান
অ স্বাস্থ্যকর পরিবেশের বিরুদ্ধে স্থানীয়রা

বর্ধমান শহরে দুই নম্বর ওয়ার্ডে নার্স কোয়াটারের পাশে সরকারি ড্রেন দখল করে তার উপরে মাংস বিক্রির দোকানI স্থানীয়দের অভিযোগ খোলা জায়গায় এভাবে মাংস কাটা ঠিক নয়I এই রাস্তা দিয়ে স্কুলের ছেলেমেয়েরা যাতায়াত করে ,মানুষরা সকালে হাঁটতে যেতে পারেন না ব্যাপক দুর্গন্ধ হয় আমরা স্থানীয় কাউন্সিলার ও পৌরসভায় জানিয়েছি , ড্রেন টি বন্ধ হয়ে যাওয়ার মশা ও মাছি থাকায় রাস্তা দিয়ে চলাফেরা করা যায় না I এ ব্যাপারে মাংস বিক্রেতা বলেন আমি যথেষ্ট ভাবে পরিষ্কার করার চেষ্টা করি এবং আমি নিজ পয়সায় ড্রেন টি পরিষ্কার করিIবর্ধমান মেডিকেল কলেজের ছাত্রী বলেন দোকান থাকুক ,কিন্তু সেটা ঠিক মতন পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে I

10/10/2023

জলের বদলে শহরের রাস্তায় চলাফেরা করছে কুমির
এ কি জলাভূমি ভরাটের প্রতিবাদ ?

গণ কৃষ্টি নিউজ ۔ . ۔۔ভাগীরথী থেকে উঠে এসে জনবসতিপূর্ণ এলাকায় দাপিয়ে বেড়ালো প্রকাণ্ড কুমির। কালনা শহরের ১০ নম্বর ওয়ার্ডে I মঙ্গলবার ভোরে দরজায় জল ছড়াতে গিয়ে সেই কুমির দেখেই ভয়ে চিৎকার করে গৃহকর্ত্রীরা I ঘটনা ছড়িয়ে ছড়িয়ে পড়তে মানুষের ভিড় জমে যায় Iপূর্ব বর্ধমানের কালনা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের পালপাড়ায । কালনা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছায়। এলাকার লোকজনদের নিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় তারা কুমিরটিকে জালবন্দী করতে সক্ষম হয় I ভাগীরথী পাড়েরমানুষজনেরা বেশ কিছুদিন ধরে কুমির আতঙ্কে ভুগছেন ই কিভাবে কেনইবা কুমির জল ছেড়ে পাড়ে উঠলো তা নিয়ে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় Iকয়েকদিন আগে কাটার অগ্রদ্বীপে একটি বিশাল আকার কুমির মাঠের মধ্যে দেখা গিয়েছিল ,তাকেও অবশ্য বন কর্মীরা জালবন্দি করেছিলে II
অনেকে প্রশ্ন তুলেছেন জঙ্গল কাটার ফলে হাতিরা যেমন খাবার জন্য লোকালয়ে ঢুকে পড়ছে ,সেইভাবে জ্বলে ওকে কুমিতের খাদ্যাভাব তৈরি হয়েছে I

09/10/2023

বর্ধমান শহরে চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্ত্রীর নামে অভিযোগ দায়ের শশুরের

গন কৃষ্টি নিউজ۔۔۔۔۔۔ রবিবার বর্ধমান শহরের ১২ নম্বর ওয়ার্ডের ইন্দ্রকানন এলাকার বাড়ি থেকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক সুমিত খটিকের (৩৯) ঝুলন্ত দেহ উদ্ধারহয় I ঘটনায় চিকিৎসকের বাবা নির্মল কুমার খটিক ছেলের মৃত্যুর জন্য পুত্রবধূ কেই দায়ী করে বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয় সূত্রে জানা গেছে,গতকাল সকালে তার স্ত্রীতার বাবাকে নিয়ে দুর্গাপুরে ডাক্তার দেখাতে গিয়েছিলে I ঘটনার সময় চিকিৎসকের মেয়ে ও শাশুড়ি বাড়িতে ছিলেন। চিকিৎসকের বাবা বর্ধমান থানায় লিখিত অভিযোগে জানিয়েছেন, বিয়ের কয়েকবছর পর থেকেই পুত্রবধূর লাগাতার মানসিক নির্যাতনকরতেন তার ছেলেকে Iএকই সঙ্গে নির্মলবাবু অভিযোগপত্রে লিখেছেন, “আমার বিশ্বাস ও অনুমান কোনও ব্যক্তির সঙ্গে পুত্রবধূ অবৈধ সম্পর্কে লিপ্ত আছে। ছেলে প্রতিষ্ঠিত ডাক্তার হওয়ায় কোনও আর্থিক সঙ্কট না থাকা সত্ত্বেও বাড়ির বাইরে বেরোনোর বাহানায় মাসিক মাত্র ২ হাজার টাকার বেতনে কোনও একটি নার্সিং স্কুলে পড়াতে যেতেন আমার ছেলের স্ত্রী। আর তারই সঙ্গে পরামর্শ করে আমার ছেলের উপর অত্যাচার করতো পুত্রবধূ। এমনকি নিজের স্বামীর মৃত্যু কামনাও করতো পুত্রবধূ।”
নির্মলবাবু পুলিশের কাছে দায়ের করা অভিযোগে গোটা ঘটনার তদন্ত করে দোষী ব্যক্তির উপযুক্ত শাস্তি দাবি করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছেII
চিকিৎসক হিসেবে বর্ধমানে তিনি খুব নাম করেছিলেন ,তাই গোটা এলাকার মানুষ তার এই অস্বাভাবিক মৃত্যতে শোক গ্রস্ত হয়ে পড়েছেন I

Address

Burdwan
713103

Telephone

+918918213112

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ganakrishti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ganakrishti:

Share


Other News & Media Websites in Burdwan

Show All