13/11/2023
ভাতৃ দ্বিতীয়া কেনো কার্তিক মাসের শুক্লা দ্বিতীয় তিথিতে হয় I
গণ কৃষ্টি নিউজ ۔۔۔۔۔জয়ন্ত শীল ۔۔۔۔۔۔۔ভাতৃ দ্বিতীয়া কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে এই উৎসব অনুষ্ঠিত হয়।অঞ্চল ভেদে এই অনুষ্ঠান বিভিন্ন নামে পরিচিত। কোথাও "ভাইবিজ" কোথাও "ভাইদুজ"। নাম ভিন্ন হলেও উৎসবের উদ্দেশ্য একটাই ভাইদের মঙ্গল কামনা।
পশ্চিম ভারতে নিয়ম যেমন ,যাদের ভাই নেই তারা চন্দ্র দেবতাকে ভাই কল্পনা করে এই ভাইবিজ পালন করেন। হিন্দু বাঙালিগণ বোনেরা দিদিরা উপবাস পালন করে সকাল সকাল স্নান করে ভাইদের বিশেষ আপ্যায়ন করে। ভাইদের সামনে একটি বরন পাত্রে ধান, দূর্বা, চন্দন বাটা, শিশিরের জল ও প্রদীপ সাজিয়ে কনিষ্ঠা আঙ্গুল দিয়ে ফোটা দেয়... আর বলে
"ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পরলো কাঁটা, যমুনা দেয় যমকে ফোটা,আমি দিলাম আমার ভাইকে ফোঁটা"
আর ভাইয়ের সামনে সাজিয়ে দেয় বিভিন্ন ধরনের মিষ্টি...
শঙ্খ ধ্বনি ও উলুধ্বনিতে দিদিরা বোনেরা কামনা করে ভাইয়ের মঙ্গল ও দীর্ঘায়ু।
এই অনুষ্ঠানের পিছনে লুকিয়ে আছে বিভিন্ন লোককথা। কথিত আছে শ্রীকৃষ্ণ ভয়ংকর দৈত্য নরকাসুরকে হত্যা করে ক্ষুধার্ত ও ক্লান্ত শরীরে সুভদ্রার গৃহে আসেন। সুভদ্রা দাদার কপালে বিজয় তিলক একে দেন ও সাথে দেন শীতল জল ও বিভিন্ন প্রকার মিষ্টি।অনেকের মতে সেই থেকেই ভাই ফোটা।এখনো নদিয়া জেলার বিভিন্ন জায়গায় আগে শ্রীকৃষ্ণকে ফোটা দিয়ে তারপর বোনেরা ভাইদের ফোটা দেন। আবার অনেকে বলেন সূর্যদেবের জমজ সন্তান জম ও জমির কাহিনি কেও ভাইফোটার শুরু হিসাবে ধরেন।
ভাই ফোটার পূর্ণ লগ্নে সমস্ত ভাই-বোনের সম্পর্ক আরো দৃঢ় হোক,এই সম্পর্ক অটুট থাকুক I