31/10/2023
অন্বেষা পত্রিকার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার আগে অন্বেষা পত্রিকা সম্পর্কে দু-চার কথা বলি। এই পত্রিকাটি মূলত একটি দেয়াল পত্রিকা ছিল। আমি যখন দ্বাদশ শ্রেণিতে পড়তাম তখন শিক্ষক দিবসের দিনে নিজের উদ্দ্যোগ ও নিজের সম্পাদনায় এবং আমার সহপাঠী ও শিক্ষক-শিক্ষিকাদের সহায়তায় এই পত্রিকাটি বের করেছিলাম। খুব বেশি লেখা ওঠেনি , তবে যাই হোক দেওয়াল পত্রিকার বক্সটা ভর্তি হয়ে গিয়েছিল তাতে। এই যন্ত্র সভ্যতার যুগে লেখক ও পাঠক পাওয়া খুব মুশকিল। লেখক যদিও বা পাওয়া যেতে পাড়ে, পাঠক তো বিরল বলাই চলে।
যাইহোক অবশেষে স্কুল জীবন শেষ হয়ে গেল এবং তার সাথে সাথে পত্রিকাটি এগিয়ে নিয়ে যাওয়ার কাউকে আর পাওয়া গেল না। ব্যাস বন্ধ হয়ে গেল পত্রিকাটি শরৎ সংখ্যাতই।
কিন্তু এতদিন পর আমি আবার নতুন করে একটা উদ্দ্যোগ নিয়েছি। নতুন অপরিচিত কবি ও লেখকরা যাতে লেখার সুযোগ পায় এবং তাদের যাতে লেখার প্রতি উৎসাহ মেলে তার জন্য আমি এবং আমার টিম মিলে নিয়ে এসেছি অন্বেষার ভারচুয়াল ই-ম্যাগাজিন। এই ভরচুয়াল ম্যগাজিনে ‘ই-ম্যাগাজিন বুক’ থেকে শুরু করে ‘পোয়েট্রি কনটেস্ট’ , ‘স্টোরি কনটেস্ট’ সমস্ত কিছু থাকবে এবং সেরা লেখককে পুরুস্কিতও করা হবে।
নির্বাচনী বিভাগে থাকছেন বিভিন্ন স্কুলের বিশিষ্ট শিক্ষকগন এবং সাহিত্য বিষয়ক পাঠ্যরত কিছুজন।
আপনারা [email protected] এই ই-মেইলের মাধ্যমে আপনার লেখা পাঠান। সঙ্গে আপনার আধার কার্ডের ছবিও এটাচমেন্ট করে পাঠাবেন।
আপনারা সকলে মিলে আমাদের এই বিশেষ উদ্দ্যোগকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ🙏
• লিখেছেন - সায়ন শিকদার ( সম্পাদক, অন্বেষা পত্রিকা)