Pratap Bagchi Creations

Pratap Bagchi Creations # Geographical # Historical # Entertainment # Beautician # Cooking # new videos created.

Suvo Ras Purnima..
26/11/2023

Suvo Ras Purnima..

25/11/2023

Wonderful Little girls dancing

25/11/2023

Papiya Didir program

24/11/2023

Papiya Didir Program

24/11/2023

Wonderful dancing

24/11/2023

Papiya Didir program-2

24/11/2023

Wonderful Dancing

22/11/2023

Wonderful Little Girls Dancing

22/11/2023

Wonderful group dancing

22/11/2023

Wonderful Group Dancing

22/11/2023

Chandmari Balamitronagar( Botala )Jagodhatri Pujo-2023

Jay Guru
21/11/2023

Jay Guru

15/11/2023

Suvo Bhai Fota Program

04/11/2023

Wonderful Wooden Bridge

04/11/2023

Wonderful Wooden Bridge🌉

28/10/2023

, #প্রসঙ্গঃ__লক্ষ্মী_পূজা_২০২৩
---------------------------------------------------------------
শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, আমরা জানি দেবী লক্ষী
হলেন ধনসম্পদ, আধ্যাত্মিক সম্পদ, সৌভাগ্য ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণুর পত্নী। তাঁর অপর নাম মহালক্ষ্মী। আজকে লক্ষী পূজা, একবার যুগপুরুষোত্তম পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুরকে প্রশ্ন করা হলঃ- ____লক্ষ্মীপূজা_মানে_কি?

উত্তরে শ্রীশ্রীঠাকুর বললেনঃ- লক্ষ্মী কথার root-meaning -ই ( ধাতুগত অর্থই ) হল আলোচন, to see keenly ( তীক্ষ্ণদৃষ্টিতে দেখা ), দর্শন, জ্ঞান এইসব। সূত্রঃ-[ দীপর. ২/১৪৮ ]

এছাড়াও শ্রীশ্রীঠাকুর বললেন,

“চলনহারা চরণপূজা
বন্ধ্যাপূজা সেই জানিস
আদর্শেতে অটুট চলন
বর্দ্ধনা তোর তাই মানিস ।”
~~~~~~ --শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

আজ লক্ষ্মীপূজা । সংসারের সার্বিক শ্রীবৃদ্ধি কামনায় আমরা ঘরে ঘরে লক্ষ্মীপূজার আয়োজন করছি । এছাড়াও অনেকে সপ্তাহে একদিন বৃহস্পতিবার লক্ষী পূজা করে। প্রাচীন কাল থেকে চলে আসা প্রথাগত লক্ষীপূজা করে আসছি অনেকে আমরা এর সত্বেও আমরা আমাদের অভাব দূর করতে পারছি না । শান্তির অভাব, সুখের অভাব, ঐক্যর অভাব, ধৈর্য্য, সহ্য, শারীরিক ভাবে সুস্থ থাকার অভাব, টাকা পয়সার অভাবে আমরা জরজড়িত। সকল সুখ বিনিষ্টকারী সেই " অভাব " যেন পিছু ছাড়ে না।

শ্রদ্ধেয় দাদা ও মায়েরা জানেন কি অভাব থেকে 'অ'-কে বাদ দিলে কি দাঁড়ায়? 'অ'- ভাব= ভাব।
হ্যা ""ভাব"" অভাব থেকে "অ" কে বাদ দিতে হলে সদগুরুর ভাবের সাথে ভাব করতে হয় ।

শ্রীশ্রীঠাকুর সেই 'ভাব' অর্জনের জন্য বললেন 'লক্ষ্মী' মানে শ্রী, শ্রী মানে সেবা, আর পূজা মানে বর্দ্ধনা। দেবী লক্ষ্মীরূপিণী গৃহিনীরা সদাচার পালন করে কীর্ত্তি, শ্রী, বাক্, স্মৃতি, মেধা, ধৃতি ও ক্ষমা-র ভাবে সিদ্ধ হতে পারলেই লাভ হবে লক্ষ্মী । লক্ষী পূজা নিয়ে একটি লৌকিক গল্প রয়েছে, তা এইরকম:

এক দোলপূর্ণিমার রাতে নারদ বৈকুণ্ঠে লক্ষ্মী ও
নারায়ণের কাছে গিয়ে মর্ত্যের অধিবাসীদের নানা দুঃখকষ্টের কথা বললেন। লক্ষ্মী মানুষের নিজেদের কুকর্মের ফলকেই এই সব দুঃখের কারণ বলে চিহ্নিত করলেন।. কিন্তু নারদের অনুরোধে মানুষের দুঃখকষ্ট ঘোচাতে তিনি মর্ত্যলোকে লক্ষ্মীব্রত প্রচার করলেন।

যাইহোক দু:খ -কষ্ট আর অভাব দূর করতে, কিংবা ধনসম্পদ অর্জনের লোভেই আমরা মূলত লক্ষী পূজা করি। অথয পুরুষেরা ধনসম্পদ চাই আর অন্যদিকে স্ত্রীকে মারধর করি, মা, বোনের সহিত বাজে ব্যবহার করি। গৃহের "বউ/মায়েরা"ই যে লক্ষী আমরা জানিনা।
এভাবেই আমরা লক্ষীকে বিতাড়িত করি!!!!

এখন কথা হচ্ছে মায়েরা যদি লক্ষী হয়, তাহলে মায়েদের আচরণ, চলা,বলাও তো লক্ষীর মত হওয়া চাই। যদি লক্ষীর মত না চলতে পারিr পরিপাটি হয়ে তাহলে কষ্ট, অভাব দূর হবে কি?

তাহলে কিরকম হওয়া চাই মায়েদের,
নারায়ণের প্রতীকস্বরূপ স্বামীকে, সংসারকে, পরিবেশকে, সদাচারী সেবায় সন্তুষ্ট করতে হবে।
তখন লক্ষী পূজা না করেও তাড়ালেও যেতে চাইবেন না লক্ষী দেবী আপনার গৃহ ছেড়ে।

অসদাচারে ঘরের গৃহিনী নিজেকে অশুদ্ধ করলে সংসার হয় লক্ষ্মীছাড়া ।

“সদাচারে বাঁচে বাড়ে
লক্ষ্মী বাধা তার ঘরে ।
--শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র

#শ্রীশ্রীঠাকুর আরো বলেছে, লক্ষ্মী কথা এসেছে লক্ষ্-ধাতু থেকে। তার মানে আলোচনা, চিহ্নীকরণ, অঙ্কন, জ্ঞান, দর্শন এইসব গুন যাদের আছে তারাই লক্ষ্মী। মেয়েদের সব দিক দিয়ে দক্ষ করে তুলতে হয়, যাতে তারা মূর্তিমতী লক্ষ্মীরূপে গড়ে উঠতে পারে। [ আ.প্র. ১৫/৩৩ ]

ঠাকুর যেমনটি বলেছেন, শ্রীশ্রীবড়মা ঠিক তেমনি ছিলেন। তাই তো আমরা বলি, লক্ষীসরূপা জগতজননী শ্রীশ্রীবড়মা। কেননা তিনি দেবী লক্ষীর সরূপ আচরণ করেন।

আর একটি শ্রীশ্রীবড়মার বুদ্ধিদীপ্ত সংসারী কথা বলে লেখা শেষ করবো।

শ্রীশ্রীবড়মা একটি আ্যালুমিনিয়ামের ঘটিতে জলপান করতেন। ঘটিটির যে বয়স কত? আর কত ধাক্কায় যে এবরো-থেবরো হয়ে যে তার আসল চহারা হারিয়ে ফেলেছে তা বলবার নয়। (সুশীলাবালা) হালদার মা একদিন বললেন আপনি এ ঘটিতে জল খাচ্ছেন আমার ভাল লাগছে না। বড়মা বললেন ওলো, জল খাওয়ার জন্যই তো ঘটি, ঘটির জন্য তো জল খাওয়া নয়, নারিকেলের মালায়ও তো জল খাওয়া যায়, আসল কথা হলো জল খাওয়া জল খাচ্ছি, ঘটি তো খাচ্ছি না, যা যা ঠাকুরের কাছে যা।’ "

# #শ্রীশ্রীঠাকুর
#সৎসঙ্গ #জয়গুরু #সৎঅন্বেষণা

জয়গুরু
বন্দেপুরুষোত্তম।।

Wonderful dance performance
28/10/2023

Wonderful dance performance

25/10/2023

Famous Sikder Bari Pujo-2023 Bangladesh

Famous Sikdar Barir Pujo-2023
24/10/2023

Famous Sikdar Barir Pujo-2023

I visited Famous Sikdar barir pujo in Bangladesh.

21/10/2023

Beautiful Sea Underwater Submarine Durga Pujo-2023

18/10/2023
17/10/2023

Chennai Famous Golden Mandir, Durga Pujo-2023, (Jogajogsango Club,Gayespur)

15/10/2023
15/10/2023
07/10/2023
Jay Guru
02/10/2023

Jay Guru

30/09/2023

Ego!! Ego! Ego!!

আমার মধ্যে আছে, আপনার মধ্যে আছে,- সকলের মধ্যেই কম বেশী আছে। যার মধ্যে এই বিষ যত বেশী তার জীবন তত দুর্বিষহ!

' কুয়োর ব্যাঙ" এর মানসিকতায় যে যত অভ্যস্ত তার Ego তত বেশী। তাই মাঝে মাঝে কুয়ো থেকে বেরিয়ে সমুদ্রের ধারে গিয়ে দাঁড়াতে হয়। সমুদ্রের বিশালত্ব আর গভীরতার সামনে তখন এই Ego কিছুটা কমে আসে। আচার্য্যদেব হলেন এই সমুদ্র।
তাই মাঝে মাঝে তাঁর সান্নিধ্যে যেতে হয়। তাতে নিজের অহংকার পাতলা হয়।

Ego বিভিন্ন কারনে জন্মাতে পারে,- অনেক সময় কারন ছাড়াও জন্মাতে পারে। উচ্চ ডিগ্রী, উঁচু পদ, বড় ক্ষমতা, অনেক টাকা, হাই স্ট্যাটাস ইত্যাদি প্রায়শই মনের অজান্তে কঠিন Ego সৃষ্টি করতে পারে৷ বাঁদরের গলায় মুক্তোর মালা Ego নামক রোগের একটা অন্যতম কারন। আমি যা নই, যার যোগ্যতা আমার নেই,- সেই সম্মান, সেই পদ হঠাৎ প্রাপ্ত হলে ego অতি অবশ্যই জন্মাবে।

রাশিয়া-ইউক্রেন থেকে শুরু করে শাশুড়ী-বউ এর ঝগড়া অব্দি প্রত্যেকটি ঝগড়া, মনোমালিন্য, মন কষাকষির পেছনে এই ego ই অন্যতম কারন। এই Ego র কারনেই রোজ ভাঙ্গছে কতশত সংসার, নষ্ট হচ্ছে কত কত বন্ধুত্ব, ধ্বংস হচ্ছে মানুষে-মানুষে সুসম্পর্ক।

সবচেয়ে কঠিন সমস্যা হল,- অন্যের ego আমি সহজেই সনাক্ত করতে পারি,- কিন্তু আমার নিজের Ego বুঝতে পারিনা৷ নিজেকে এতটাই ভালবাসি আমি, এতটাই পক্ষপাতদুষ্ট নিজের প্রতি যে,- নিজের ভয়ংকর Ego কে আমি ঠাহর পাইনা। আমার চোখে আমি সর্বদাই নির্দোষ, নিস্পাপ, বিনয়ী, দরদী, মহান। যত্ত দোষ যত পাপ, যত ত্রুটি,- সব শুধু অন্যের। আমি সদা সর্বদা নিতান্ত ভালমানুষ। Ego সবার প্রথমে আমায় অন্ধ করে দেয়।

Ego আমায় ধীরে ধীরে একা করে দেয়, আমায় সংকোচিত করতে করতে ' কুয়োর ব্যাঙ" বানিয়ে দেয়, জীবনের উপভোগ থেকে বঞ্চিত করে, নিরেট গবেটে পরিনত করে।

★আমায় কেউ ভাল একটা পরামর্শ দিচ্ছে,- তা সানন্দে গ্রহন না করে আমি ক্ষুব্ধ হয়ে উঠলাম। পেছনে কারন ঐ Ego.

★ আমি একটা ভুল করছি,- অন্য কেউ চুপিচুপি আমায় ভুলটা শোধরাতে বলল। আমি তার প্রতি কৃতজ্ঞ না হয়ে তাকে শত্রু ভাবতে শুরু করলাম। পেছনে কারন ঐ Ego.

★ আমার চেয়ে ছোট কেউ আমার চেয়ে উন্নত হয়ে গেল। আমার আনন্দ না হয়ে মনে বিষাদ সৃষ্টি হচ্ছে। কারন ঐ ego.

★ আমায় সুন্দর বসার স্থানটা দিলনা, উঁচু চেয়ারটা দিল না, গলায় মালা দিল না, কোমড় ঝুঁকিয়ে অভিবাদন করল না, সবার সামনে বসাল না,- আমার খুব অপমান বোধ হচ্ছে, মন খারাপ হচ্ছে। পেছনে কারন ঐ Ego.

★ আমি ভুল করেছি বুঝতে পেরেও আমি স্বীকার করছিনা, কারো সামনে নত হতে পারছিনা৷ কারন ঐ ego.

★ অফিসের বসের সামনে আমি ভীষণ বিনয়ী, অহংশূন্য। কিন্তু গেইটে দারোয়ানের সাথে হাসিমুখে কথা বলতে আমার অনীহা। আসলে আমার মনে বাসা বেধেছে ঐ ego.

এমনি করে তন্ন তন্ন করে খুঁজে দেখি,- আমার ভিতরে গাঁট হয়ে বসে আছে কঠিন Ego.

কিন্তু কি করে তাড়াব এই দুষ্ট ego কে? কি করে হব আমি অহংমুক্ত?

এই Ego বা অহং বিষয়ে পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর বহুবার বহুভাবে আমাদের সতর্ক করেছেন,- তাঁর শ্রীহস্ত লিখিত 'সত্যানুসরন' গ্রন্থে৷

★ " যদি ভাল চাও তো জ্ঞানাভিমান ছাড়; সব্বারই কথা শোন; আর, যা তোমার হৃদয়ের বিস্তারের সাহায্য করে তাই কর।"

★ " জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায় আর কোন রিপু তত নয়। "

★ " অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে।"

★ " অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুনসম্পন্ন-নির্গুন হয়।"

★, " যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদগুরু বা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও তবে তুমি তাঁতে তোমাকেই দেখবে, ঠকে আসবে। "

★" অহংকারীকে অহংকারী পরীক্ষা করতে পারে। গলিত অহংকে কি-ক'রে সে জানতে পারবে?"

★ " তোমার শয়তান অহংকারী আহাম্মক আমিটাকে বের করে দাও; পরমপিতার ইচ্ছায় তুমি চল, অদৃষ্ট কিছুই করতে পারবে না। "

,★" অহংকার করো না, জগতে হীন হ'য়ে থাকতে হবে না। "

★" নিজ হাতে গুরুসেবা করলে অহংকার পাতলা হয়, অভিমান দূরে যায়, আর প্রেম আসে।"

★ " দয়া করা হিসাবে দান অহংকারের পরিপোষক।
যিনি কাতরভাবে তোমার দান গ্রহন করেন , গুরুরূপে তিনি তোমার হৃদয়ে দয়াভাবের উদ্ধোধন করেন, অতএব কৃতজ্ঞ হও। "

★" দান ক'রে প্রকাশ যত না কর ততই ভাল, অহংকার থেকে রক্ষা পাবে।"

★ " ধনবান যদি অহংকারী হয়, সে দুর্দশায় অবনত হয়৷
দীনতাহীন অহংকারী ধনী প্রায়ই অবিশ্বাসী হয় ; আর তার হৃদয়ে স্বর্গের দ্বার খোলে না।
অহংকারী ধনী মলিনতার দাস, তাই জ্ঞানকে উপেক্ষা করে। "

★আগে নিরহংকার হতে চেষ্টা কর, পরে সোহহং বল, নচেৎ সোহহং তোমাকে আরও অধঃপাতে নিয়ে যেতে পারে। "

★" অহংকার যেখানে যত পাতলা, ভক্তির স্থান সেখানে তত বেশী। "

★" জাল-ভক্তি মোটা-অহংকার- যুক্ত, আসল ভক্তি অহংকার মুক্ত অর্থাৎ খুব পাতলা-অহংকার-যুক্ত। "

★ " অহংকার যত ঘন, অজ্ঞানতা তত বেশী; আর অহং যত পাতলা, জ্ঞান তত উজ্জ্বল। "

★" অহংকার থেকেই আসক্তি আসে; আসক্তি থেকে অজ্ঞানতা আসে; আর অজ্ঞানতাই দুঃখ৷ "

★" আন্তরিক দীনতার মত অহংকারকে জব্দ করার আর কিছুই নেই।"

★" যদি নেতা হতে চাও, তবে নেতৃত্বের অহংকার ত্যাগ কর। "

★ " যার প্রতি অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে অহংকার ফুটে বেরুচ্ছে, যার প্রেমে অহংকার, কথায় অহংকার, দীনতায় অহংকার, জ্ঞানে, ভক্তিতে, নির্ভরতায় অহংকার, - সে হাজার পন্ডিত হোক, আর সে যতই জ্ঞান ভক্তির কথা বলুক না কেন, নিশ্চই যেন সে ভন্ড।"

★ " প্রচারের অহংকার প্রকৃত প্রচারের অন্তরায়। "

★" প্রকৃত সত্য প্রচারকের অহংকার তার আদর্শে ; আর ভন্ড প্রচারকের অহংকার আত্মপ্রচারে। "

সবার শেষে শ্রীশ্রীঠাকুর বললেন এই অহংকারকে নিয়ন্ত্রন করার অমোঘ উপায়।..." দেহ থাকতে অহং যায় না,আর ভাব থাকতেও অহং যায় না৷ তবে নিজের অহং আদর্শের উপর দিয়ে, passive ( অক্রিয়) হ'য়ে যে যত থাকতে পারে, সে তত নিরহংকার এবং সে তত উদার। "

" পরমপিতাই তোমার অহংকারের বিষয় হোন, আর তুমি তাঁতেই আনন্দ উপভোগ কর।"

" অসৎ আদর্শে তোমার অহংকার ন্যাস্ত করোনা, তা'হলে তোমার অহংকার আরো কঠিন হবে৷ "

সত্যানুসরন গ্রন্থে সবচেয়ে বেশী উল্লেখ রয়েছে ' বিশ্বাস" শব্দটির,- তারপরেই স্থান দখল করে আছে ' অহংকার ' শব্দটি। অর্থাৎ ধর্মের জগতে টিকে থাকতে হলে ' বিশ্বাস' যেমন সবচেয়ে গুরত্বপূর্ণ বিষয়,- ' অহংকার ' তেমনি সবচেয়ে গুরত্বপূর্ণ ক্ষতিকারক বিষয়। কঠিন অহংকার ধ্বংসের দিকে ঠেলে দেয়।

******************
©ডাঃ রাজেশ চৌধুরী।
আগরতলা
২৭-০৯-২৩

Jay guru
26/09/2023

Jay guru

18/09/2023

Happy Biswakarma Pujo-2023

08/09/2023

★প্রশ্ন-- অবস্থার চাপে ইষ্টভৃতি করতে পারছি না, ইষ্টভৃতির পয়সাও ভেঙ্গে ফেলেছি।

✍🏻শ্রীশ্রীঠাকুর চোখে-মুখে উদ্বেগের চিহ্ন ফুটে উঠলো, তিনি চকিত কণ্ঠে বললেন-- ইষ্টভৃতি বিধিমতো করবিই, ওতে গোলমাল করলে অস্তিত্ব টালমাটাল ক'রে ফেলাবে। ইষ্টভৃতি ছেড়ে কী নিয়ে জীবনে দাঁড়াবি? কী নিয়ে যুঝবি? বিপদ-বারণ বাস্তব ঢাল আমাদের হাতে ঐ একটাই দিয়েছেন পরমপিতা। আর যা'-যা' নিত্য অবশ্য-করণীয় আছে, কোনটাই উপেক্ষণীয় নয়। কিন্তু ইষ্টভৃতির বিধান পরমপিতার এক বিশেষ দয়ার দান। যা' বললি অমন কাম আর করিস্ না। ইষ্টভৃতি ভেঙ্গে থাকলে দুঃখ পাবেই। বিহিত প্রায়শ্চিত্ত ক'রে এখনই ঠিকমত তোমার সাধ্য-অনুযায়ী করতে সুরু করা ছাড়া বিকল্প কোন পথ নেই। ওর উপর নির্ভর ক'রে দুরবস্থার ভিতর দাঁড়িয়ে আছি আমরা। কতবার কতক্ষেত্রে দেখা গেছে এর অমোঘ ফল। ইষ্টভৃতিই আমাদের বাঁচিয়ে চালিয়ে নিয়ে বেড়াচ্ছে।

আঃ-প্রঃ, ১৩ খণ্ড।। শ্রী শ্রী ঠাকুর

Address

Memari
Burdwan

Telephone

+19163128560

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pratap Bagchi Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pratap Bagchi Creations:

Videos

Share

Category

Nearby media companies