শ্রদ্ধেয় ড.জিনবোধি মহাথের ভান্তের দেশনা।
শতাব্দীর চট্টগ্রাম বৌদ্ধ বিহার সংঘ-সম্পত্তি সম্পর্কিত গুরুত্বপূর্ণ আলোচনা।
সকলের শুভবুদ্ধি উদয় হউক।শত মতের মধ্যেও ধর্মীয় বিধিমত মেনে চলুক।সবার মধ্যে শান্তি বিরাজ করুক।সবার সর্বপ্রকার জয়মঙ্গল কামনাকরি।🙏🙏🙏
Good morning,🙏 may all the creatures of the world be happy
🙏Mahabodhi temple Bodhgaya India 🙏
See how the Buddha statue recovered from the sea in Thailand is being taken to Bihar seat।☸️🙏🏻 Buddha ☸️🙏
------ কল্পতরু দান----
যে বৃক্ষ হতে কল্পনানুযায়ী দ্রব্যাদি লাভ করা যায় তাকে কল্পতরু বলে।বাঁশ অথবা গাছ দিয়ে বৃক্ষের অনুরুপ রং কাগজে সু-সজ্জিত মনোরম কাঠামো তৈরী করিতে হবে।এরপর ইচ্ছানুযায়ী টাকা, দানীয় বস্তু, ভিক্ষু অথবা বিহারের ব্যবহার্য
দানীয় সামগ্রী দিয়ে সু-সজ্জিত করিলে তা "কল্পতরু"নামে অভিহিত।
এটা ভিক্ষসংঘকে উৎসর্গ করে দিতে হয়।
উৎসর্গ মন্ত্র--"ইমং কপ্পরুকখং ভিক্খু সংঙঘস্স দানং দেমা, পূজেমা"।(দুতিযম্পি--ততিযম্পি--)।
শ্রীলংকা, বার্মা, থাইল্যান্ড প্রভৃতি দেশ প্রত্যেক বুদ্ধ বিহারে কয়েকবার কল্পতরু দনোৎসব উদযাপিত হয়ে থাকে।অবশ্য আমাদের দেশে ও ভারতে কঠিন চীবর দানোৎসবে কল্পতরু দান করা হয়।কল্পতরু স্বর্গীয় তরু।এ স্বর্গীয় তরুর বর্ণনা হতেই কল্পতরু দানের সৃষ্টি।
জৈনক অর্হৎ ভিক্ষু পূর্বজম্মে কল্পতরু দান করে তিনি যে মহাফল লাভ করেছিলেন,দিব্যদৃষ্টিতে তা দর্শন ক
মানুষ কুকুরকেও প্রাণী মনে করে না , তাই এই নিষ্পাপ প্রাণীটির উপর গাড়ি উঠিয়ে দিয়ে চলে যায় 😓 হায়রে মানুষ তুমি পৃথিবীর সেরা জীব ভুলে যেও না 😭
Attak snake with Buddha uruvela kassyapa and buddha🏵️🙏🏵️
🏵️🙏🏵️দান করার সময় সর্বজীবের প্রতি মঙ্গল কামনা, সুখ কামনা করেই দান দিতে হয়। কখনো আত্ন প্রশংসা করে,অপরকে অবজ্ঞা, নিন্দা করে দান দিতে নাই। দান দেওয়ার সময় বলতে হয়, " এই দানের ফলে সকল প্রাণী সুখী হউক, সকল প্রাণীর মঙ্গল হউক"। এ দানের ফলে আমরা যে অধোপতনে তলিয়ে না যাই। বরং আমাদের উন্নতি, শ্রীবৃদ্ধি, সমৃদ্ধি ও সুখ শান্তি লাভ সুনিশ্চত হউক এই দানের ফলে আমাদের জন্ম - জন্মান্তরে চারি অপায় দ্বার বন্ধ হয়ে স্বর্গ -মোক্ষ লাভ হউক। মারের সকল বাঁধা - বিপত্তি অতিক্রম করে আমরা যেন সর্বদা কুশল কর্মে রত থাকতে সমর্থ হই। পরিশেষে, আমাদের দুঃখমুক্তি পরম সুখ নির্বাণ লাভ হউক।
"সাধু সাধু সাধু"🙏
☸️জাগতিক সম্পত্তি কারো নিজস্ব নয়। সাধারন সম্পত্তি মৃত্যুর পর পরিবার পরিজনদের জন্য এই সম্পদগুলি রয়ে যাবে। মৃত্যুর সময় এই সম্পদের জন্য আসক্তিও থাকে। আসক্তি জনিত মৃত্যু প্রেতকূলে জন্ম নিতে হয়। তাতে অসহ্য অবর্ননীয় দুঃখ ভোগ করতে হয়।
মানুষের যথার্থ সম্পদ হলো কুশল কর্ম। যেমনঃ- দান-শীল-ভাবনা জনিত পুন্য কর্ম। এইগুলি কেহ চুরি ডাকাতি করে হরন করতে পারে না। এক জন্ম থেকে অন্য জন্মে গেলেও পুন্য সম্পদকে সঙ্গে নেওয়া যায়।
যাঁরা পুন্য সম্পদে বলীয়ান তারা ইহলোক এবং পরলোকে সুখ ভোগ করেন। সকলেই কুশল কর্ম সম্পাদন করুন।
জগতের সকল প্রাণী সুখী হোক।🙏
মনের প্রশান্তি আনায়নে মৈত্রী ভাবনা 🙏
জগতের সকল প্রাণী সুখী হউক 🙏🙏
অষ্টপরিষ্কার দানের ফল
তথাগত গৌতম বুদ্ধের মতে মহাজ্ঞানী 'সুমঙ্গল' নামক সর্বজ্ঞ বুদ্ধ যখন
এই ধরণীতে আবির্ভৃত হয়েছিলেন, গৌতম বোধিসত্ত্ তখন উত্তরীয় নামক
নগরে সুরুচি ব্রাহ্মণ গ্রামে জন্মেছিলেন। তার নাম সুরুচি ছিল। তিনি
দেবরাজ নির্মিত দানশালায় সপ্তাহকাল অবধি বুদ্ধসহ ভিক্ষুসংঘকে
অষ্টপরিষ্কার দান দিয়েছিলেন। তখন সুমঙ্গল বুদ্ধ সেই মহাদানের পুণ্যফল
বর্ণনা প্রসঙ্গে এ বিশট গাথা বলেছিলেন :
১. সংঘাটি, উত্তরাসঙ্গ, অন্তর্বাস, লৌহময় বা মৃত্তিকা পাত্র, ক্ষুর বা
ছুরিকা, সুঁচ-সৃতা, কটিবন্ধনী ও জলছাকনি এই অষ্ট উপকরণ শ্রদ্ধাশীল
দায়ক সম্তষ্ট চিত্তে শাসনিক ভিক্ষুকে দান করবে।
২. যেই শ্রদ্ধাবান ব্যক্তি প্রসন্নচিত্তে বুদ্ধশাসনে রত ভিক্ষুকে অষ্টপরিষ্কার দান করে।
৩. সে জন্ম জন্মে ধনশালী, ভােগশালী ও রূপত্রী-বিমপ্তিত হয়; তা
অষ্টপরিস্কার দানের ফল।
৪. সে বুদ্ধশাসনে 'এ
☸️মরণানুস্মৃতি ভাবনা☸️
🙏🙏🙏(পরকাল)
☸️ জগতের সকল প্রাণী সুখী হোক☸️
জগতে মানুষ আমরা আমোদ-প্রমোদে,
গর্ব-অহঙ্কারে, ক্ষমতার পাল্লা, প্রতিযোগিতায়
প্রমাদ বহুল হয়ে আছি। দানের কথা; শীলের কথা;
ভাবনার কথা ভুলে থাকি।
আমরা পুণ্য কর্মাদির কথা ভুলে থাকলেও
আমাদেরকে যিনি ভুলেন নাই, সর্বদা আমাদেরকে নজরদারী করে আছেন তিনি হলেন (“যমরাজ”)।
SUJATA TEMPLE, BODHGAYA
(The place where Sujata offered milk rice to Bodhisattva Siddhartha under the Banyan tree)
Sujata's offering of milk rice to the Bodhisattva Siddhartha is a significant event on the path to the Buddha's enlightenment. It's said that the Bodhisattva Siddhartha Gautama, who later became the Buddha, was on his path of seeking enlightenment through ascetic practices. Weary and emaciated from extreme fasting, Siddhartha sat beneath the Banyan tree near Uruvela.
Concerned for his well-being, Sujata, a virtuous maiden from the nearby village named Senani(now Bakrour) near Uruvela, noticed Siddhartha and approached him. Mistaking him for a tree spirit or deity, she offered him a bowl of milk rice as a gesture of reverence and compassion.
Siddhartha, realizing the importance of sustaining his physical form to attain enlightenment, accepted the nourishing gift. This act of kindness and nourishment marked a pivotal moment in Siddhartha's journey. Strengthened by Sujata's offering, he continued his meditation, eventually reaching enlightenment and becoming the Buddha.
And this is the exact place where this event took place around 2500 years ago.
,,,,,,,,,,,,,,,,,,, 🙏🙏🙏,,,,,,,,,,,,,,,,
🌸🙏🌸সকাল সন্ধ্যা
দু'বার যারা বুদ্ধ নামও লয়, শু দেবতা সদা তাদের ----পাশে পাশে রয়।
ওরে আড়াল থেকে শুদেবতা বুদ্ধ নামও শুনে...
সাধুবাদ দেয় যে তারা আনন্দিত মনে।🙏🌸🙏
মরণের স্মৃতি ভাবনা ☸️🙏☸️সবাই সাধুবাদ দিয়ে পুণ্য সঞ্চয় করুন অন্যজনকে দেখার সুযোগ করে দেন🌸,,,,,,,,,,🙏🏵️🙏🏵️🙏,,,,,,,,,,,🌸
💐শুভ সকাল💐
🙏 বুদ্ধং শরণং গচ্ছামি🙏
বুদ্ধ অর্থ জ্ঞানী।সিদ্ধার্থ গৌতম জন্ম, জরা, দুঃখ ব্যাধি, কামনা, জন্ম রোধ, মোহ, অবিদ্যা সব কিছু কে জয় করে, ধ্বংস করে মুক্তির নির্বাণে মহা জ্ঞানে বুদ্ধত্ব লাভ করেছেন।তাই তিনিই জ্ঞানী। তিনিই বুদ্ধ।আর যারা বুদ্ধ কে মেনে চলে তারা জ্ঞানের অনুসারী,জ্ঞানের সন্ধানী।জ্ঞানের অনুসারী ও জ্ঞান সন্ধান করি বলি আমরা বৌদ্ধ।
🙏ধম্মং শরণং গচ্ছামি🙏
ধর্ম হচ্ছে নিয়ম নীতি ও সুন্দর জীবন চলার রাস্তা।পরের সুখে সুখী হওয়া ও পরের দুঃখে ব্যতীত হওয়া হচ্ছে ধর্ম। সৎ জীবন যাপন, হিংসা, মিথ্যা দৃষ্টি পরিহার করে, শীল, সমাধি প্রজ্ঞার মাধ্যমে ধর্ম পালনে রাষ্ট, সমাজ, পরিবার, সুখী হয়।
🙏সঙ্ঘং শরণং গচ্ছামি🙏
তথাগত বুদ্ধের জীবদ্দশা হতে মৈএী, করুণা,বিনয়ে থেকে বুদ্ধের প্রচারিত বাণী প্রচার করে আসছে তারা সংঘ।সংঘ -বুদ্ধ প্রতিষ্ঠিত উওরাধিকারী।সংঘ মানে ভিক্
জোবরা,গুরু ঠাকুরের মন্দিরে🙏💥❤️💦