
20/06/2025
"গ্রন্থটি সুঠাম; ‘কলেবর খাটো নয়’। বিষয়গত বৈচিত্র্যও সহজেই নজরে পড়ে। পরিমার্জিত ও পরিবর্ধিত সংস্করণ। আলোচনার আবহে কবিরাজ জয়দেব গোস্বামীর শ্রীশ্রীগীতগোবিন্দম্ থেকে মধুরকোমলকান্তপদাবলী উদ্ধৃত হয়েছে। কুতূহলী ও সংবেদনশীল পাঠকের ঋদ্ধ ও তৃপ্ত হওয়ার কথা। জিজ্ঞাসু পাঠকের কথা ভেবেছেন সহৃদয় প্রবীণ লেখক। তাই শুধু কবি জয়দেব, গীতগোবিন্দ ও জয়দেব মেলা নয়। আলোচ্য সূচির অন্তর্ভুক্ত আরও বহুবিধ আনুষঙ্গিক বিষয়। বাউল প্রসঙ্গ, বুদ্ধাবতারের আরাধনাস্থল ও অজয়নদ তীরবর্তী কবির জন্মভূমির নিকটবর্তী জনপদগুলোর আর্থ-সামাজিক কথা-পরিচয় গ্রন্থভুক্ত হয়েছে। এ সব বিষয়ে গুণী সাহিত্যবেত্তাদের মতামত ভক্ত ও রসিক পাঠকদের কাছে বক্ষ্যমাণ গ্রন্থটিকে সমাদৃত করে তুলবে— এ আশা অমূলক নয় ।"
দেবকুমার দত্ত
_________________________
📚প্রাপ্তিস্থান-
কলেজস্ট্রিট: দে বুকস্টোর (দীপু), দে’জ, প্ল্যাটফর্ম, ধ্যানবিন্দু, বৈভাষিক, গল্পগুচ্ছ।
সোদপুর: পাপাঙ্গুল ঘর।
শ্রীরামপুর: Vestpocket
শান্তিনিকেতন: রামকৃষ্ণ বুক স্টোর, সুবর্ণরেখা, বইঘর শান্তিনিকেতন।
বর্ধমান: নবনী বুকস্টল।
🟦Amazon
https://amzn.in/d/hDJOMKA
________________________________
কবি জয়দেব ও জয়দেব মেলা
সাহিত্য সংস্কৃতির মেল-বন্ধন
রণজিৎ মুখোপাধ্যায়
প্রচ্ছদ ছবি: মুকুল দে
বিনিময়: ৬৫০
প্রকাশক: বীরুৎজাতীয়
#বীরুৎজাতীয় #বইপোকা #আর্ন্তজাতিককলকাতাবইমেলা #প্রবন্ধ #কবিজয়দেব #জয়দেবমেলা
বীরুৎজাতীয়র সম্পূর্ণ ক্যাটালগটি দেখতে নিচের দেওয়া লিংক-এ ক্লিক করুন
https://drive.google.com/file/d/1xrfB4Wks2l3E5oSIgvH6bMfjEif33ktZ/view?usp=sharing