Islamic world

Islamic world I Love allha
(2)

আল্লাহর ৯৯টি নাম আরবি ও বাংলা অর্থ সহকারে 👇👇👇১. الله (আল্লাহ)। অর্থ : আল্লাহ, প্রভু।২. الرَّحْمَنُ (আর-রহমান)। অর্থ : সব...
06/01/2024

আল্লাহর ৯৯টি নাম আরবি ও বাংলা অর্থ সহকারে 👇👇👇

১. الله (আল্লাহ)। অর্থ : আল্লাহ, প্রভু।
২. الرَّحْمَنُ (আর-রহমান)। অর্থ : সবচাইতে দয়ালু, কল্যাণময়, করুণাময়।
৩. الرَّحِيمُ (আর-রহিম)। অর্থ : সবচাইতে ক্ষমাশীল।
৪. الْمَلِكُ (আল-মালিক)। অর্থ : অধিপতি।
৫. الْقُدُّوسُ (আল-ক্বুদ্দুস)। অর্থ : পূতপবিত্র, নিখুঁত।
৬. السَّلَامُ (আস-সালাম)। অর্থ : শান্তি এবং নিরাপত্তার উৎস, ত্রাণকর্তা।
৭. الْمُؤْمِنُ (আল-মুমিন)। অর্থ : জামিনদার, সত্য ঘোষণাকারী।
৮. الْمُهَيْمِنُ (আল-মুহাইমিন)। অর্থ : অভিভাবক, প্রতিপালক।
৯. الْعَزِيزُ (আল-আযিয)। অর্থ : সর্বশক্তিমান, সবচেয়ে সম্মানিত।
১০. الْجَبَّارُ (আল-জাব্বার)। অর্থ : দুর্নিবার, সমু”চ, মহিমান্বিত।
১১. الْخَالِقُ (আল-খলিক)। অর্থ : সৃষ্টিকর্তা।
১২. الْبَارِئُ (আল-বারি)। অর্থ : বিবর্ধনকারী, নির্মাণকর্তা, পরিকল্পনাকারী।
১৩. الْمُصَوِّرُ (আল-মুসাউয়ির)। অর্থ : আকৃতিদানকারী।
১৪. الْغَفَّارُ (আল-গাফফার)। অর্থ: পুনঃমার্জনাকারী।
১৫. الْقَهَّارُ (আল-কাহ্হার)। অর্থ : দমনকারী।
১৬. الْوَهَّابُ (আল-ওয়াহ্হাব)। অর্থ : ¯’াপনকারী।
১৭. الرَّزَّاقُ (আর-রজ্জাক।। অর্থ : রিজিকদাতা।
১৮. الْفَتَّاحُ (আল-ফাত্তাহ)। অর্থ : প্রারম্ভকারী, বিজয়দানকারী।
১৯. الْعَلِيمُ (আল-আলীম)। অর্থ : সর্বজ্ঞানী, সর্বদর্শী।
২০. الْقَابِضُ (আল-কাবিদ)। অর্থ : নিয়ন্ত্রণকারী, সরলপথ প্রদর্শনকারী।
২১. الْبَاسِطُ (আল-বাসিত)। অর্থ : প্রসারণকারী।
২২. الْخَافِضُ (আল-খাফিদ)। অর্থ : (অবিশ্বাসীদের) অপমানকারী।
২৩. الرَّافِعُ (আর-রাফি)। অর্থ : উন্নীতকারী।
২৪. الْمُعِزُّ (আল-মুয়িজ্জিব)। অর্থ : সম্মানপ্রদানকারী।
২৫. الْمُذِلُّ (আল-মুঝিল্ল)। অর্থ : সম্মানহরণকারী।
২৬. السَّمِيعُ (আস-সামীয়ু)। অর্থ : সর্বশ্রোতা।
২৭. الْبَصِيرُ (আল-বাসির)। অর্থ : সর্বদ্রষ্টা।
২৮. الْحَكَمُ (আল-হাকাম)। অর্থ : বিচারপতি।
২৯. الْعَدْلُ (আল-আদল)। অর্থ : নিখুঁত।
৩০. اللَّطِيفُ (আল-লাতিফ)। অর্থ : অমায়িক।
৩১. الْخَبِيرُ (আল-খবির)। অর্থ : সম্যক অবগত।
৩২. الْحَلِيمُ (আল-হালিম)। অর্থ : ধৈর্যবান, প্রশ্রয়দাতা।
৩৩. الْعَظِيمُ (আল-আযিম)। অর্থ : সুমহান।
৩৪. الْغَفُورُ (আল-গফুর)। অর্থ : মার্জনাকারী।
৩৫. الشَّكُورُ (আশ-শাকুর)। অর্থ : সুবিবেচক।
৩৬. الْعَلِيُّ (আল-আলিই)। অর্থ : মহীয়ান।
৩৭. الْكَبِيرُ (আল-কাবীর)। অর্থ : সুমহান।
৩৮. الْحَفِيظُ (আল-হাফিজ)। অর্থ : সংরক্ষণকারী।
৩৯. الْمُقِيتُ (আল-মুকিত)। অর্থ : লালনপালনকারী।
৪০. الْحَسِيبُ (আল-হাসিব)। অর্থ : মীমাংসাকারী।
৪১. الْجَلِيلُ (আল-জালিল)। অর্থ : গৌরবান্বিত।
৪২. الْكَرِيمُ (আল-কারিম)। অর্থ : উদার, অকৃপণ।
৪৩. الرَّقِيبُ (আর-রকিব)। অর্থ : সদা জাগ্রত, অতন্দ্র পর্যবেক্ষণকারী।
৪৪. الْمُجِيبُ (আল-মুজীব)। অর্থ : সাড়া দানকারী, উত্তরদাতা।
৪৫. الْوَاسِعُ (আল-ওয়াসি)। অর্থ : অসীম, সর্বত্র বিরাজমান।
৪৬. الْحَكِيمُ (আল-হাকিম)। অর্থ : সুবিজ্ঞ, সুদক্ষ।
৪৭. الْوَدُودُ (আল-ওয়াদুদ)। অর্থ : স্নেহশীল।
৪৮. الْمَجِيدُ (আল-মাজিদ)। অর্থ : মহিমান্বিত।
৪৯. الْبَاعِثُ (আল-বাঈস)। অর্থ : পুনরুত্থানকারী।
৫০. الشَّهِيدُ (আশ-শাহীদ)। অর্থ : সাক্ষ্যদানকারী।
৫১. الْحَقُّ (আল-হক)। অর্থ : প্রকৃত সত্য।
৫২. الْوَكِيلُ (আল-ওয়াকিল)। অর্থ : সহায় প্রদানকারী, আ¯’াভাজন, উকিল।
৫৩. الْقَوِيُّ (আল-কুওয়াত)। অর্থ : ক্ষমতাশালী।
৫৪. الْمَتِينُ (আল মাতীন সুদৃঢ়, সু¯ি’র।
৫৫. الْوَلِيُّ (আল-ওয়ালিই)। অর্থ : বন্ধু, সাহায্যকারী, শুভাকাক্সক্ষী।
৫৬. الْحَمِيدُ (আল-হামিদ)। অর্থ : সকল প্রশংসার দাবীদার, প্রশংসনীয়।
৫৭. الْمُحْصِي (আল-মুহসি)। অর্থ : বর্ণনাকারী, গণনাকারী।
৫৮. الْمُبْدِئُ (আল-মুব্দি)। অর্থ : অগ্রণী, প্রথম প্রবর্তক, সৃজনকর্তা।
৫৯. الْمُعِيدُ (আল-মুঈদ)। অর্থ : পুন:প্রতিষ্ঠাকারী, পুনরূদ্ধারকারি।
৬০. الْمُحْيِي (আল-মুহিই)। অর্থ : জীবনদানকারী।
৬১. الْمُمِيتُ (আল-মুমীত)। অর্থ : ধ্বংসকারী, মৃত্যু আনয়নকারী।
৬২. الْحَيُّ (আল-হাইই)। অর্থ : চিরঞ্জীব, যার কোনো শেষ নাই।
৬৩. الْقَيُّومُ (আল-কাইয়ুম)। অর্থ : অভিভাবক, জীবিকানির্বাহ প্রদানকারী।
৬৪. الْوَاجِدُ (আল-ওয়াজিদ)। অর্থ : পর্যবেক্ষক, চির¯’ায়ী।
৬৫. الْمَاجِدُ (আল-মাজিদ)। অর্থ : সুপ্রসিদ্ধ।
৬৬. الْوَاحِدُ (আল-ওয়াহিদ) ।অর্থ : এক, অনন্য, অদ্বিতীয়।
৬৭. الصَّمَدُ (আস-সমাদ)। অর্থ : চিরন্তন, অবিনশ্বর, নির্বিকল্প, সুনিপুণ, স্বয়ং সম্পূর্ণ।
৬৮. الْقَادِرُ (আল-কাদির)। অর্থ : সর্বশক্তিমান।
৬৯. الْمُقْتَدِرُ (আল-মুকতাদির)। অর্থ : প্রভাবশালী, সিদ্ধান্তগ্রহণকারী।
৭০. الْمُقَدِّمُ (আল-মুকাদ্দিম)। অর্থ : অগ্রগতিতে সহায়তা প্রদানকারী।
৭১. الْمُؤَخِّرُ (আল-মুআক্ষির)। অর্থ : বিলম্বকারী।
৭২. الْأَوَّلُ (আল-আউয়াল)। অর্থ : সর্বপ্রথম, যার কোনো শুরু নাই।
৭৩ الْآخِرُ (আল-আখির)। অর্থ : সর্বশেষ, যার কোনো শেষ নাই।
৭৪. الظَّاهِرُ (আজ-জাহির)। অর্থ : সুস্পষ্ট, সুপ্রতীয়মান।
৭৫. الْبَاطِنُ (আল-বাতিন)। অর্থ : লুকায়িত, অস্পষ্ট, অন্তর¯’ (যা কিছু দেখা যায় না)।
৭৬. الْوَالِيَ (আল-ওয়ালি)। অর্থ : সুরক্ষাকারী বন্ধু, অনুগ্রহকারী, বন্ধুত্বপূর্ণ প্রভু।
৭৭. الْمُتَعَالِي (আল-মুতাআলী)। অর্থ : সর্বো”চ মহিমান্বিত, সুউ”চ।
৭৮. الْبَرُّ (আল-র্বার)। অর্থ : কল্যাণকারী।
৭৯. التَّوَّابُ (আত-তাওয়াব)। অর্থ : বিনম্র, সর্বদা আবর্তিতমান।
৮০. الْمُنْتَقِمُ (আল-মুন্তাকিম)। অর্থ : প্রতিফল প্রদানকারী।
৮১. الْعَفُوُّ (আল-আফুউ)। অর্থ : শাস্তি মউকুফকারী, গুনাহ ক্ষমাকারী।
৮২. الرَّءُوفُ (আর-রওফ)। অর্থ : সদয়, সমবেদনা প্রকাশকারী।
৮৩. مَالِكُ الْمُلْكِ (মালিকুল মুলক)। অর্থ : সার্বভৌম ক্ষমতার অধিকারী।
৮৪. ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ (জুল-জালালি ওয়াল ইকরাম)। অর্থ : মর্যাদা ও ঔদার্যের প্রভু।
৮৫. الْمُقْسِطُ (আল-মুকসিত)। ন্যায়পরায়ণ, প্রতিদানকারী।
৮৬. الْجَامِعُ (আল-জামি)। অর্থ : একত্র আনয়নকারী, ঐক্য সাধনকারী।
৮৭. الْغَنِيُّ (আল-গানিই)। অর্থ : ঐশ্বর্যবান, স্বতন্ত্র।
৮৮. الْمُغْنِي (আল-মুগনি)। অর্থ : সমৃদ্ধকারী, উদ্ধারকারী।
৮৯. الْمَانِعُ (আল-মানি)। অর্থ : প্রতিরোধকারী, রক্ষাকর্তা।
৯০. الضَّارُّ (আদ-র্দারু)। অর্থ : যন্ত্রণাদানকারী, উৎপীড়নকারী।
৯১. النَّافِعُ (আন-নাফি)। অর্থ : অনুগ্রাহক, উপকর্তা, হিতকারী।
৯২. النُّورُ (আন-নূর)। অর্থ : আলোক।
৯৩. الْهَادِي (আল-হাদী)। অর্থ : পথপ্রদর্শক।
৯৪. الْبَدِيعُ (আল-বাদী)। অর্থ : অতুলনীয়, অনিধগম্য।
৯৫. الْبَاقِي (আল-বাকী)। অর্থ : অপরিবর্তনীয়, অনন্ত, অসীম, অক্ষয়।
৯৬. الْوَارِثُ (আল-ওয়ারিস)। অর্থ : সবকিছুর উত্তরাধিকারী।
৯৭. الرَّشِيدُ (আর-রশিদ)। অর্থ : সঠিক পথের নির্দেশক।
৯৮. الصَّبُورُ (আস-সবুর)। অর্থ : ধৈর্যশীল।
৯৯. الْمُتَكَبِّرُ (আল-মুতাকাব্বির)। অর্থ : সর্বশ্রেষ্ঠ, গৌরবান্বিত।

⭕ রাসূল সাঃ বলেছেন আল্লাহর ৯৯ টি নাম রয়েছে। যে ব্যক্তি মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে
(সহিহ বুখারী-২৭৩৬)

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞!(ﷺ) অর্থঃ হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ (স.) এর ওপর র...
06/01/2024

❝আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আ'লা নাবিয়্যিনা মুহাম্মাদ❞!(ﷺ)

অর্থঃ হে "আল্লাহ" আপনি আমাদের নবী মুহাম্মদ (স.) এর ওপর রহমত ও শান্তি দান করুন। 💙

১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সঃ) বলেছেনঃআল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন।[রিয়াদুস সালেহী...
06/01/2024

১) আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, আল্লাহর রাসূল (সঃ) বলেছেনঃ

আল্লাহ যার মঙ্গল চান, তাকে দুঃখ কষ্টে ফেলেন।

[রিয়াদুস সালেহীনঃ ৪০; বুখারী-৫৬৪৫, আহমাদ-৭১৯৪, মুওয়াত্তা মালেক-১৭৫২]

২) আবু সাঈদ (রাঃ) ও আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, রাসূল (সঃ) বলেছেনঃ

মুসলিমকে যে কোন ক্লান্তি, অসুখ, চিন্তা, শোক এমনকি (তার পায়ে) কাঁটাও লাগে, আল্লাহ তাআলা এর মাধ্যমে তার গুনাহসমূহ ক্ষমা করে দেন।

[রিয়াদুস সালেহীনঃ ৩৮; সহীহ বুখারী-৫৬৪২, সহীহ মুসলিম-২৫৭৩, তিরমিযী-৯৬৬, আহমাদ-৭৯৬৯, ৮২১৯, ৮৯৬৬, ১০৬২৪]

৩) ইবনে আব্বাস (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহর রাসূল (সঃ) বলেছেনঃ

যদি আদম সন্তানের সোনার একটি উপত্যাকা হয়, তবুও সে চাইবে যে, তার কাছে দুটি উপত্যকা হোক। মাটিই একমাত্র তার মুখ পূর্ন করতে পারবে। আর যে তাওবা করে, আল্লাহ তাওবা গ্রহণ করেন।

[রিয়াদুস সালেহীনঃ ২৪; সহীহ বুখারী-৬৪৩৬, ৬৪৩৭, মুসলিম-১০৪৯, তিরমিযী-৩৭৯৩, ৩৭৯৮, আহমাদ-৩৪৯১, ২০৬০৭, ২০৬৯৭]

৪) আবু হামযা আনাস (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সঃ) বলেছেনঃ

আল্লাহ তাআলা স্বীয় বান্দার তাওবা করার জন্য ঐ ব্যক্তি অপেক্ষা বেশী আনন্দিত হন, যে তার উট হারিয়ে ফেলার পর পুনরায় ফিরে পায়।

[রিয়াদুস সালেহীনঃ ১৬; সহীহ বুখারী-৬৩০৯, মুসলিম-২৭৪৭, আহমাদ-১২৮১৫]

৫) হারিসা ইবনে ওহব(রা:) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী(সা:)কে বলতে শুনেছি:

“আমি কি তোমাদের দো-জ;খী-দের বিষয়ে জানাব না? তারা হলো : প্রত্যেক অহং-কারী, সীমা-লং-ঘন-কারী, অবি-নয়ী ও উদ্ধ-ত লোক ।”

[বুখারী, মুসলিম, রিয়াদুস সালেহীন ৬১৪]

৬) আয়িশা (রা) থেকে বর্ণিত, নাবী কারীম (সা) বলেনঃ

অতি ঝগ-ড়া-টে ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা নিকৃষ্ট ব্যক্তি ।

[বুখারী, মুসলিম, আস-সহীহাঃ ৩৯৭০]

৭) আবু হুরায়রা (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

নিশ্চয় জান্নাতে (কোন) ব্যক্তির মর্যাদা (অনেক) বৃদ্ধি করা হবে । সে বলবে, আমার জন্য কিভাবে এটা হলো? অতঃপর তাকে বলা হবে, তোমার জন্য তোমার সন্তানের (ক্ষমা প্রার্থনা) ইস্তেগফার করার কারণে ।

[ইবনু মাজাহ, আহমাদ, আস-সহীহাঃ ১৫৯৮]

৮) আনাস (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

যখন কোন বান্দা তার ভাইয়ের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সাক্ষাৎ করতে আসে তখন আসমানে এক ঘোষক ঘোষণা করেন যে, তোমার মঙ্গল হোক এবং জান্নাত তোমার জন্য উত্তম হোক । আর আল্লাহ তা'আলা আরশের ফেরেশতাদের বলেন, আমার বান্দা আমার সাথে সাক্ষাৎ করেছে । আমার জন্য তার মেহমানদারী করা আবশ্যক । আমি জান্নাত ব্যতীত অন্য কিছু দ্বারা তার মেহমানদারী করতে নারাজ ।

[আস-সহীহাঃ ২৬৩২]

৯) ইবনু উমার (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

মুমিনগণ সহজ সরল ও নম্র-ভদ্র স্বভাবের হয়ে থাকে । গৃহপালিত উট যেমন (শান্ত-শিষ্ট হয়ে থাকে), যদি তাকে থামানো হয় তবে সে থেমে যায় । আর যদি চালানো হয় তবে চলে । যদি তুমি তাকে পাথরের উপর বসাও তবুও সে বসে ।

[আস-সহীহাঃ ৯৩৬]

০) মিকদাম ইবনু মা'দী কারিব (রা) থেকে মারফূ সূত্রে বর্ণিত,

যখন তোমাদের কেউ তার (অপর মুসলিম) ভাইকে ভালোবাস, তখন সে যেন তাকে জানিয়ে দেয় যে, সে তাকে ভালোবাসে ।

[আবু দাউদ, তিরমিযী, ইবনু হিব্বান, আস-সহীহাঃ ৪১৭]

রাসূলুল্লাহ (সা:)বলেছেন:“জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হচ্ছে সময় মত সালাত আদায় করা।”[সহীহ মুসলিম: ২৬৩]
06/01/2024

রাসূলুল্লাহ (সা:)বলেছেন:
“জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল হচ্ছে সময় মত সালাত আদায় করা।”

[সহীহ মুসলিম: ২৬৩]

নিশ্চয়ই এই কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ!! (সূরা আশূ শূ আরা -১৯২)সুবহানআল্লাহ
06/01/2024

নিশ্চয়ই এই কুরআন বিশ্ব জাহানের রবের পক্ষ থেকে অবতীর্ণ!! (সূরা আশূ শূ আরা -১৯২)
সুবহানআল্লাহ

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ🔲 “সুবহা-নাল্ল-হি...
06/01/2024

سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ عَدَدَ خَلْقِهِ وَرِضَا نَفْسِهِ وَزِنَةَ عَرْشِهِ وَمِدَادَ كَلِمَاتِهِ
🔲 “সুবহা-নাল্ল-হি ওয়াবিহামদীহী 'আদাদা খলক্বিহী অরিদ্ব- নাফসিহী অযিনাতা 'আরশিহী অমিদা-দা কালিমা-তিহ।”

প্রতিদিন ফজর নামাজ আদায় করার পর কমপক্ষে ৩ বার [উর্ধ্বে যত বার সম্ভব] ওপরের দোয়াটি পাঠ করুন। এতে আপনি দিনের এক চতুর্থাংশ [৩-৩.৫ ঘন্টা] তাসবীহ পাঠ করার সওয়াব লাভ করবেন ইন শা আল্লাহ। [মুসলিম- ২৭২৬]

« مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ » . (رواه مسلم).“যে ব্যক্তি ভালোকাজের পরিকল্পনা করল, ক...
06/01/2024

« مَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كُتِبَتْ لَهُ حَسَنَةٌ » . (رواه مسلم).
“যে ব্যক্তি ভালোকাজের পরিকল্পনা করল, কিন্তু বাস্তবে সে কাজ করতে পারল না, সে ব্যক্তির জন্য সাওয়াব লেখা হবে।”[23]

প্রত্যেক কাজ নিয়তের সাথে সম্পর্কিত; আর প্রত্যেক ব্যক্তি তার নিয়ত অনুযায়ী ফল পাবে।”[21] তিনি আরও বলেন:
« إِنَّ اللَّهَ لاَ يَنْظُرُ إِلَى صُوَرِكُمْ وَأَمْوَالِكُمْ ، وَلَكِنْ يَنْظُرُ إِلَى قُلُوبِكُمْ وَأَعْمَالِكُمْ » . (رواه مسلم).
“নিশ্চয় আল্লাহ তা‘আলা তোমাদের চেহারা ও সম্পদের দিকে তাকান না, বরং তিনি তোমাদের অন্তর ও কর্মের দিকে লক্ষ্য করেন।”[22]

সুবাহানআল্লাহ 💗
05/01/2024

সুবাহানআল্লাহ 💗

05/01/2024
আলহমদুলিল্লাহ 💗
05/01/2024

আলহমদুলিল্লাহ 💗

আমিন ইয়া রব্বুল আরশিল আযিম 🤲🤲🤲
04/01/2024

আমিন ইয়া রব্বুল আরশিল আযিম 🤲🤲🤲

💗Allhamudallha ,💗💗💗
04/01/2024

💗Allhamudallha ,💗💗💗

💗💗আলহামদুলিল্লাহ 💗💗
04/01/2024

💗💗আলহামদুলিল্লাহ 💗💗

Amin
04/01/2024

Amin

Madina  ゚viral
01/01/2024

Madina
゚viral

31/12/2023

❤️আসসালমু আলাইকুম❤️ Active✅ আছি ✅✅
দ্রুতো follow দিন রকেটের গতিতে follow ব্যাক দিচ্ছি ইনশাআল্লাহ
💯 Follow Back to Back

28/12/2023

শান্তি বর্ষিত হোক সকলের উপর মহান আল্লাহ তায়ালার কাছ থেকে এখানে অনেক ফলোয়ার গন আছেন সকলেই বিশ্বাসের সহিত কাজ করুন ভিডিও দেখুন ভাল লাগলে ফলো করুন ইনশাআল্লাহ আপনার ফলো ব্যাক করা হবে

আসসালমুআলাইকুম
27/12/2023

আসসালমুআলাইকুম

25/12/2023

❤️ Masjid-AL Haram

Assalamualaikum
19/12/2023

Assalamualaikum

17/12/2023

50 stars ⭐⭐ pra sa first 10 new follower 5⭐ each✅✅

10/12/2023
10/12/2023

খাবার শেষ করে দুআ টা পড়বেন

01/12/2023

✅ফলো দিবেন ফলো বেক পাবেন ইনশাআল্লাহ আসুন আমরা সবাই সবার পাশে থাকি ফলো দিয়ে,✅ follow to follow back to back, let's go✅❤️❤️❤️

30/11/2023

1000 followers in 24hurs
Poromote your page 💯
Follow
For follow ✅🔙💯

29/11/2023

❤️আসসালমু আলাইকুম❤️ Active✅ আছি ✅✅
দ্রুতো ফলো দিন রকেটের গতিতে ফলো ব্যাক দিচ্ছি ৷
💯 Follow Back to Back💯🔥🔥

26/11/2023

❤️আসসালমু আলাইকুম ❤️অনুগ্রহ করে সবাই সবাইকে লাইক কমেন্ট সহ follow করুন,, ✅follow to follow ✅
🔥Back to back 🔥
👍Like & comment👌

23/11/2023

ইমাম মাহদি কখন আসবে ??? Mizanur rahaman azhari new waz
#বাংলাদেশ

22/11/2023

✅Active✅ now 🥰
Follow 💯
Back to back 💯💯♥️
👍Inshallah 👍

21/11/2023

আছকের টার্গেট 300জন কে ফলো দিব
🥰ফলো দিন ফলো নিন 🥰
🥰পাশে থাকলে পাশে 🥰 💯follow to follow 💯
✅ ইনশাআল্লাহ ✅

21/11/2023

দাজ্জালের ফিতনা থেকে কি ভাবে ঈমান বাঁচাবেন শুনুন ?
মিজানুর রহমানের নতুন ওয়াজ।
#বাংলাদেশ

20/11/2023

আজকের টার্গেট প্রতি ঘন্টায় ২৫ জন ফলোয়ার। আমরা যদি একে অপরকে সাপোর্ট করি তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ 🫶💖

20/11/2023

জান্নাতের হুর পড়ি তোমাদের অপক্ষেই আছে !কেমন হবে জান্নাতের পরীরা ?
মিজানুর রহমানের নতুন ওয়াজ!

19/11/2023

ফেরাউনরে স্ত্রী আসিয়া জীবন কাহিনী ?
মিজানুর রহমানের নতুন ওয়াজ।

19/11/2023

টার্গেট 1K
✅Active আছি✅
👉🏻দ্রুত ফলো দিন‼️
🔥ফলো ব্যাক নিন ✅
,,

17/11/2023

𝗔𝗖𝗧𝗜𝗩𝗘🥰আছি 💜
𝗙𝗢𝗟𝗟𝗢𝗪 দিয়ে 𝗗𝗢𝗡𝗘✅লিখো
𝗕𝗔𝗖𝗞 দিবো. রিভিউ টু রিভিউ
🌹ইনশা'আল্লাহ🌹

Address

Kolkata
Bolpur
731215

Alerts

Be the first to know and let us send you an email when Islamic world posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Islamic world:

Videos

Share

Nearby media companies


Other Digital creator in Bolpur

Show All

You may also like