Bohemian Riju

Bohemian Riju "Born to roam, everywhere is home"

03/12/2024

'...এই ঝুলনের মতো সাজানো শহরতলি, এইসব বন্ধুত্ব, এইসব ভালবাসা- সমস্তকে সাক্ষী করে, হাজার হাজার মানুষকে বাঁচিয়ে তুলতে, বসন্ত ফিরে আসছে আবার। বসন্ত ফিরে আসে বারবার। '
(পাতা ঝরার মরশুমে - স্মরণজিৎ চক্রবর্তী)

゚viralシ

05/04/2023

লাল মাটির সরানে🍂🍁🧡
#লালমাটিরসরানে

04/04/2023

ফন্দি আঁটে মন পালাবার🍀☘️🌿🍁🍂🍃

"যা নেই ভারতে, তা নেই ভূ-ভারতে" 🌻কথাটা ধ্রুব সত্য। পৃথিবীর প্রায় সমস্ত প্ৰাকৃতিক রূপের মিনিয়েচার ভার্সন আমাদের ভারতবর্ষে...
01/03/2023

"যা নেই ভারতে, তা নেই ভূ-ভারতে" 🌻

কথাটা ধ্রুব সত্য। পৃথিবীর প্রায় সমস্ত প্ৰাকৃতিক রূপের মিনিয়েচার ভার্সন আমাদের ভারতবর্ষেই রয়েছে।হয়তো সেভাবে পরিচিত নয় আমাদের কাছে বা আমরা অনেকেই হয়তো জানিই না....
জোর দিয়ে বলতে পারি ভারতবর্ষের মতো প্রাকৃতিক সৌন্দর্য্য অন্য কোনো দেশে নেই।

যদি শিলাবতী হয় কলোরাডো বা অ্যারিজোনার জায়গায় গনগনি... হ্যাঁ আমি আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়ন এর কথা বলছি। যার মিনি ভার্সন আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়-The Grand Cannyon of West Bengal.আমি তুলনা করছিনা শুধু এই সমস্ত স্হানের রূপমাধুরীর সঙ্গে পরিচিত করাবার চেষ্টা করছি মাত্র।

শাল,পিয়াল আর কাজু বাদামের জঙ্গল পেরিয়ে লাল মাটির রাস্তা গিয়ে শেষ হয়েছে খাদের ধারে।
সামনে শান্ত সুন্দরী শিলাবতী নদী আর ডানে বামে ল্যাটেরাইট মাটির উপর প্রকৃতির সৃষ্টি করা আশ্চর্য সব ভাস্কর্য....

"শিলাবতী নদীর ধারে
আগুন রঙা লাল রূপসী
গ্রামীন বাংলা গনগনি"

প্রাকৃতিক নিয়মে বছরের পর বছর ধরে নদীপার ক্ষয়ে ক্ষয়ে শিলাবতী(স্হানীয় নাম শিলাই) নদীর ছোঁয়ায় তৈরি হওয়া এই গিরিখাত প্রায় 70 ফুট গভীর।
মনে হবে ল্যাটেরাইট পাথরের উপর কোনো দক্ষ শিল্পী খোদাই করেছেন এই আশ্চর্য ভাস্কর্য।প্রতি প্রহরে রং পাল্টায় এই মিনি গ্রান্ড ক্যানিয়ন-- প্রত্যেক মুহূর্ত যেন ক্যানভাসে আঁকা।

কিভাবে যাবেন--
১) হাওড়া থেকে ট্রেনে গড়বেতা যাওয়া যায়
২)বর্ধমান থেকে বাস দিয়ে যাওয়া যায়,ভায়া আরামবাগ-চন্দ্রকোনা বা বিষ্ণুপুর
২)দুর্গাপুর থেকেও বাসে গড়বেতা যাওয়া যায় ভায়া বাঁকুড়া-বিষ্ণুপুর।)

Bohemian Riju
#গনগনি

IG- bohemianriju.....
bohemianriju.blogspot.com

25/02/2023

কি সুন্দর পৃথিবী!

📍
তুকলা ভ্যালি | সিকিম
Incredible India🇮🇳


25/02/2023

অহলদাড়া... শিলিগুড়ি থেকে মাত্র ৪৫ কিমি দূরে সেলফু পাহাড়ে এই অহলদাড়া ভিউ পয়েন্ট। মূল আকর্ষণ হল এখানকার ৩৬০ডিগ্রি পাহারের ভিউ তার সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত। শুনতে পাবেন পাহাড়ের সমতলে মিশে যাওয়ার গল্প।
আকাশ পরিষ্কার থাকলে একদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ আরেক তিস্তা ভ্যালি এই অপূর্ব দৃশ্য দেখা যায়।

এখানে থাকার জন্য গোটাকয়েক হোম-স্টে আছে।

শিলিগুড়ি বা এন জে পি থেকে গাড়ি ভাড়া করে চলে আসতে পারেন এখানে।


24/02/2023

'যদি কোথাও শান্তি খুঁজে না পাও
তাহলে পাহাড়ে চলে এসো'
🥰❤️🌼🌻
Bohemian Riju

চারধাম যাত্রা ২০২৩ Char Dham Yatra Registrationআজ থেকে শুরু হয়ে গেল চারধাম যাত্রার রেজিস্ট্রেশন ।
21/02/2023

চারধাম যাত্রা ২০২৩ Char Dham Yatra Registration
আজ থেকে শুরু হয়ে গেল চারধাম যাত্রার রেজিস্ট্রেশন ।



kedarnath badrinath gangotri yamunetri hemkund sahib valley of flowers Chardham registration 2023

16/02/2023

Peace❤️
Bohemian Riju

 #পাহাড়❤️"নীল মেঘে আদর বাসা সহজ হতে চায়রুপকথা তোমার নামে দো-তারা বাজায়"❤️❤️.....................📌উত্তরাখন্ড             ...
14/02/2023

#পাহাড়❤️
"নীল মেঘে আদর বাসা সহজ হতে চায়
রুপকথা তোমার নামে দো-তারা বাজায়"
❤️❤️.....................
📌উত্তরাখন্ড

পাহাড় আমার পিছু ছাড়ে না ।
28/01/2023

পাহাড় আমার পিছু ছাড়ে না ।

21/01/2023

মন রে কৃষিকাজ জানো না..❤️🌻
রামপ্রসাদী গান
সিনেমা:- মানবজমিন
কন্ঠ:-Arijit Singh Shreya Ghoshal


Address

Bolpur

Alerts

Be the first to know and let us send you an email when Bohemian Riju posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share