![আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন ,যে প্রয়াগরা আজকে এখন যাওয়া উচিত হবে ?আপনাদের বলতে চাই আজকে রাস্তাঘাটের কন্ডিশন একদমই ফাঁক...](https://img3.medioq.com/433/665/585802404336659.jpg)
01/02/2025
আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন ,যে প্রয়াগরা আজকে এখন যাওয়া উচিত হবে ?
আপনাদের বলতে চাই আজকে রাস্তাঘাটের কন্ডিশন একদমই ফাঁকা ছিল !!কিন্তু আবার একদিন পরই বসন্ত পঞ্চমীর কারণে পূর্ণ স্নান করার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসবেন তার জন্য আপনাদেরকে একটাই কথা বলতে চাই , যারা এখনই স্নান করতে চান করতেই পারেন অবশ্যই করা উচিত ,তবে যারা একটু ফাঁকাতে যেতে চান যারা বয়স্ক তাদের যাদের অসুবিধা হয় জনসমাগমে তারা 3 তারিখ পেরিয়ে যাওয়ার পর যেতে পারেন। আর যারা হাঁটতে পারেন না তারা আর এল ঘাট থেকে বোট কিংবা নৌকা ধরে সঙ্গমে পৌঁছে যেতে পারেন এবং ওখানে স্নান সেরে নিতে পারেন। প্রয়াগ রাজ স্টেশন থেকে আর এল ঘাটে যাওয়ার জন্য আপনারা অনায়াসে টোটো পেয়ে যাবেন। তবে আর যেখানেই যান না কেন স্নানের আগে কিংবা পরে লেটে হয়ে হনুমানজির দর্শন অবশ্যই করবেন। না হলে আপনার এই সফর বৃথা যাবে।