Sk Habibul

Sk Habibul Habibul Islam
DOB : 17-11-1995
Qualification: Graduation
Hobbys: Book Reading

26/10/2023

ঢাকা শহরে ডিভোর্সের সংখ্যা প্রতিদিন হুহু করে বাড়ছে। স্বামী স্ত্রীকে ডিভোর্স দিচ্ছে, স্ত্রী ডিভোর্স দিয়ে দিচ্ছে স্বামীকে। সংসারটা যেনো আজকাল পুতুল খেলার আসর—খেলতে ভালো না লাগলেই ভেঙে দিয়ে উঠে যাওয়া যায়। স্বামী সহ্য করে না স্ত্রীর সামান্য ভুল অথবা চিন্তার অমিল। স্ত্রী সহ্য করে না স্বামীর সামান্য ত্রুটিও।

বিয়ে জিনিসটা আগে ছিলো আত্মার মেলবন্ধন। সেটা এখন কাগজে মোড়ানো মোয়ার মতো বিষয় হয়ে দাঁড়িয়েছে। কাগজে মোড়ালে জোড়া, কাগজ খুলে ফেললেই উদোম। বিয়ে ভাঙার চিন্তাগুলো আমাদের সমাজে এতো তড়িৎ, এতো হঠকারিভাবে নেওয়া হয় যে—ভাঙনের পরের যে জীবন, সেই জীবনে এর সমূহ প্রভাব নিয়ে কেউ তেমন ভাবতে চায় না।

আমার সব সময় মনে হয়—আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা ‘হও’ বললেই সবকিছু হয়ে যায়, তথাপি কেনো তিনি মহাবিশ্ব সৃষ্টিতে ছয় ছয়টা দিন সময় নিলেন? তিনি ‘কুন ফায়াকুন’ বললেই তো আসমান-যমিন মুহূর্তে ধূলিস্যাৎ হয়ে যেতে বাধ্য, কিন্তু তবুও—কেনো তিনি কিয়ামত সংঘটিত করার ঘোষণা দিয়েছেন ধীরে ধীরে, একটার পর একটা ঘটনার মাধ্যমে? এই ভাবনা থেকে যে জিনিসটা আমি শিখেছি তা হলো—সৃষ্টি কিংবা ভাঙন—যেকোনো বিষয়ে ‘সময়’ নেওয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার অনুসৃত কর্মপদ্ধতি।

আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা হলেন আলিমুল গায়িব। কোনোকিছু সৃষ্টি করবার আগেই তিনি জানেন সৃষ্টি-পরবর্তী অবস্থা সম্পর্কে। কোনোকিছু ভাঙনের আগেই ভাঙন-পরবর্তী অবস্থাও তাঁর জানা।ভূত-ভবিষ্যৎ সবকিছুই যার সামনে উন্মুক্ত, সেই সত্ত্বা যদি কোনোকিছু সৃষ্টি করার বেলায় এবং ভাঙার বেলায় এতোখানি সময় নিতে পারেন, তাহলে বিয়ের মতো জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোতে জড়ানো কিংবা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের কতোখানি সময় নেওয়া উচিত?

26/02/2023

কটকটে হলুদ রঙের যে বি-শা-ল গোলাকার বস্তুটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হলো সূর্য যা প্রতিদিন আপনার বাড়ির পূর্বে ওঠে আর পশ্চিমে অস্ত চলে যায়। তার নিচে তীর চিহ্নিত যে গোলাকার বস্তুটা আছে, সেটা হলো পৃথিবী যেখানে আমি, আপনি— আমরা সকলে বাস করছি।

শুধুমাত্র ছবির রেজুলেশানেই আপনি সম্ভবত আঁচ করতে পারছেন যে— বিশাল আকৃতির সূর্যের তুলনায় আমাদের পৃথিবী কতো ক্ষুদ্রাতিক্ষুদ্র। তবু জানিয়ে রাখা ভালো— সূর্যের আকৃতি এতো বি-শা-ল যে— ১ মিলিয়ন পৃথিবী এর মধ্যে অনায়াসে ঢুকিয়ে রাখা যাবে!

আপনি নিশ্চয় মাথা চুলকে ভাবতে চেষ্টা করছেন কতো বিশাল আকৃতি এই সূর্যের, তাই না? একটু থামুন! আপনি জেনে বিস্মিত হবেন— মহাবিশ্বে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র হলো UY SCUTI যেটা ব্যাসার্ধের দিক থেকে আমাদের সূর্যের চেয়ে ১৭০০ গুণ বড়। মানে— সেই UY SCUTI এর মধ্যে ৫ বিলিয়ন (মিলিয়ন নয় কিন্তু) সূর্য অনায়াসে ঢুকে পড়তে পারবে!

মহাবিশ্বের যে ক্ষুদ্রতম অংশ আমরা জানতে পেরেছি তার খুব সংক্ষিপ্ত অংশের আলোচনা এটা৷ এর বাইরে পড়ে আছে কতো বিস্তৃত রহস্য, কতো অনুদঘাটিত ব্যাপারাদি তা মানবমস্তিষ্ক কল্পনাও করতে পারে না। এ বিশাল মহাবিশ্বের বিস্তৃতির সীমার দিকে চেয়ে এ দাবি করা একেবারেই অত্যুক্তি হবে না যে— UY SCUTI, যেটা ধারণ করতে পারবে ৫ বিলিয়ন সূর্যকে, মহাবিশ্বের অন্য অনেক জায়ান্ট নক্ষত্রের কাছে সেটা সমুদ্রের স্রেফ একটা বালির সমান!

এই যে এতো রহস্যময় মহাবিশ্বের সৃষ্টিকর্তা এবং নিয়ন্ত্রক যিনি, আপনি কেবলমাত্র তাঁর-ই ইবাদাত করেন। কী চমৎকার, কী অভাবনীয় ব্যাপারটা, তাই না? আরো বিস্ময়ের ব্যাপার কী জানেন? তিনি এই গোটা সৃষ্টিলোক সৃষ্টিই করেছেন কেবলমাত্র আপনার জন্যে। তারচেয়েও দারুন ব্যাপার হলো— সেই মহা প্রতাপশালী সৃষ্টিকর্তা আপনাকে সম্বোধন করেন ‘আমার বান্দা’ বলে।

ভাবুন তো— সৃষ্টিরাজির মধ্যে কী সুমহান মর্যাদা তিনি আপনাকে দান করেছেন! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি!

13/01/2023

আমি দিনে ১৮ ঘন্টা কাজ করে দেখেছি। দিনে ১২ঘন্টা ঘুমিয়েও দেখেছি। পরীক্ষায় ফেল করে দেখেছি। ক্লাসে প্রথম হয়েও দেখেছি। আমি রোমাঞ্চকর প্রেম দেখেছি। শিকড়ের টান দেখেছি। তিক্ত বিচ্ছেদ ও দেখেছি। আমি খালি পকেটে পুরো শহর ঘুরেছি। আবার সেই শহরে হাজার টাকার নোট উড়িয়েছি। আমি সবকিছুর বিনিময়ে নিজেকে খুজেছি, খুজে পায়নি কোথাও, কোথাও আমার অস্তিত্ব নেই। আমি ভিখারির ন্যায় পথে পথে ঘুরেছি তবে কিসের সন্ধানে জানা নেই। বুঝলাম মহান রবের দিকে ফিরে আসা ছাড়া কোন উপায়েই ভালো থাকা সম্ভব নয়। আলহামদুলিল্লাহ।

15/12/2022

আমি একবার আমার শাইখকে অভিযোগ করলাম, শাইখ! আমি বই পড়ি, কিন্তু পড়া শেষ করার পর আমার কিছুই মনে থাকে না।

শাইখ আমার দিকে একটি খেজুর বাড়িয়ে দিয়ে বললেন, ❝এটা চিবিয়ে খাও।❞ আমি তাই করলাম।

শাইখ: এখন শারিরীক কোনো বৃদ্ধি টের পাচ্ছো কি?
আমি: না তো!

শাইখ: ❝তুমি অনুভব না করলেও খেজুরটি কিন্তু আলাদা আলাদা হয়ে তোমার রক্ত, মাংস, হাড্ডি, চামড়া, চুল ও নখে পরিনত হচ্ছে। ঠিক এমনিভাবে আমরা যখন কোনো বই পড়ি, তখন তা আমাদের অগোচরেই আমাদের ভাষাকে শক্তিশালী করে, জ্ঞানকে সমৃদ্ধ করে, চরিত্রকে শুদ্ধ করে, লেখনী ও বাচনভঙ্গি উন্নত করে।❞

- শাইখ সালমান আল আওদাহ (হাফি.)
কপিকৃত!

31/10/2022

নিশ্চয়ই এমন নারী সুখি এবং সৌভাগ্যবতী। যার স্বামী কোনো পর নারীর সাথে কথা বার্তায়,
হাসি তামাশায় মেতে থাকে না!🖤

31/10/2022

বয়স বাড়ার সাথে সাথে তিনটি জিনিস নিয়মিত চেক করবেন।
১) ব্লাড প্রেসার।
২) ব্লাড সুগার।
৩) লিপিড প্রোফাইল।

🔸চারটি জিনিস একেবারেই ভুলে যান৷
১) বয়স বাড়ছে এটা নিয়ে দুশ্চিন্তা করা,
২) অতীত নিয়ে সর্বদা অনুশোচনা করা,
৩) সবসময় দুঃখে কাতর হয়ে থাকা,
৪) মানসিক উৎকণ্ঠা বা উদ্বেগ।

🔸পাঁচটি জিনিস খাবার থেকে যত পারুন এড়িয়ে চলুন।
১) লবন,
২) চিনি,
৩) অতিরিক্ত চর্বি জাতীয় খাবার ।
৪) অতিরিক্ত ভাজা ভূজি খাবার
৫) বাইরের কেনা খাবার বা প্রসেসেড ফুড।

🔸পাঁচটি জিনিস খাবারে যত পারুন বাড়িয়ে নিন।
১) সব রকমের সবুজ শাক
২) সব রকম সবুজ সব্জি, সীম বা মটরশুটি ইত্যাদি
৩) ফলমূল,
৪) বাদাম,
৫) প্রোটিন জাতীয় খাবার।

🔸মানসিক শান্তি বা সুখী হতে সাতটি জিনিস সবসময় সাথে রাখার চেষ্টা করুন।
১) একজন প্রকৃত ভালো বন্ধু,
২) নিজের সমগ্ৰ পরিবার,
৩) সবসময় সুচিন্তা,
৪) একটি নিরাপদ ঘর কিংবা আশ্রয়,
৫) অল্পেতে খুশি হওয়ার চেষ্টা,
৬) অতিরিক্ত অর্থ চিন্তা থেকে নিজেকে দূরে রাখা,
৭) কিছু সময় আধ্যাত্মিক চর্চায় বা সৎসঙ্গ দেওয়া।

🔸ছয়টি জিনিষের চর্চা রাখুন।
১) অহংকার না করা,
২) সবার সাথে হাসিমুখে কথা বলা,
৩) মানুষের সাথে ভালো আচরণ করা,
৪) নিয়মিত শরীর চর্চা করা ।কিছুক্ষণ হাঁটা নিয়মিত ।
৫) ওজন নিয়ন্ত্রণে রাখা।
৬) সরল ও সৎ জীবন যাপন

🔸সাতটি জিনিস এড়িয়ে চলুন।
১) কর্য,
২) লোভ,
৩) আলস্য,
৪) ঘৃণা,
৫) সময়ের অপচয়,
৬) পরচর্চা,পরনিন্দা
৭) কোনো রূপ নেশা বা আসক্তি

🔸পাঁচটি জিনিষ কখনোই করবেন না।
১) অতিরিক্ত ক্ষুধা নিয়ে খেতে যাওয়া,
২) অতিরিক্ত পিপাসায় কাতর হয়ে জল পান করা,
৩) অতিরিক্ত দূর্বল হয়ে ঘুমোতে যাওয়া,
৪) অতিরিক্ত দূর্বল হয়ে বিশ্রাম নেওয়া,
৫) একেবারে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যাওয়া,

সব সময় নিজেকে সুস্থ রাখতে সচেতন হোন।
“সুস্থ্য থাকুন - ভাল থাকুন - ভাল রাখুন”

31/10/2022

রাত ২.৩০ টায় রোগীটা মারা গেল।

বয়স প্রায় ৭০, সাথে শুধু স্ত্রী।

জিজ্ঞেস করলাম, বাড়িতে খবর দিয়েছেন?

রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিলো। কেউ আসেনি?

এরপর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোন মানসিক প্রস্তুতি ছিল না--

রোগীর দুই ছেলে, বড় জন সৌদি আরব, ছোট ছেলে বাড়িতে। বড় ছেলের জোরাজুরিতেই হাসপাতালে আসা।

ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো, এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে।

উল্টো তাকে বাবার খারাপ অবস্থা জানানো হলে তার ভাষ্য ছিলো-

"আমি তো হাসপাতালে নিতে বলিনাই, সৌদি থিকা আইসা বাপেরে দেইখা যাইতে কও"!

জিজ্ঞেস করলাম, আত্মীয় স্বজন?

জানালো কেউ আসবে না, যখন তাদের প্রয়োজন ছিল তখন এসেছে।

এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয়! 😢

রাত ২.৩০ টায় ষাটোর্ধ্ব নারী তার সদ্য প্রয়াত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালের ওয়ার্ডে, সাথে নেই কোন চেনা মুখ!

কল্পনা করতেও বোধহয় কষ্ট হয়!

আমাকে জিজ্ঞেস করলেন, কয়টা বাজে?
আজান দিতে আর কতক্ষণ?

আমি বললাম বেশিক্ষণ না, দুই-আড়াই ঘণ্টা!

ভদ্রমহিলা আমার হাত ধরে ফেললেন-
"আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না, সকাল হইলেই ভ্যান নিয়া চইলা যামু"!

শোকার্ত নারীটি যেন ঠিকমতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না। একবার লাশের কাপড় ঠিক করছে, কিছুক্ষণ দোয়া পড়ছে, কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে, আবার একা একা এই লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধহয় আনমনে ভাবছে।

আমি শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বলতে পারলাম, "থাকেন। কোন সমস্যা নাই"।

ওয়ার্ড থেকে বের হয়ে ৭০ বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে।

শেষ পরিণতি হিসেবে মৃত্যুর পর লাশটা নেওয়ার মানুষটাও নেই।

আহারে জীবন!

এই জীবন নিয়ে আবার কত বড়াই!
অথচ ঠিকমতো দাফন-কাফন পাবো কিনা তার কোন নিশ্চয়তা নেই! 😢

লেখাঃ ডাঃ মোঃ সেলিম
নোটঃ পুরাতন পোস্ট থেকে নেওয়া।

Photo copyright: Abdullah Al Jaber

27/10/2022

"মুহূর্ত" যদি টাকা দিয়ে কেনা যেতো।

তাহলে আমি টাকা জমিয়ে কিছু মুহুর্ত বারবার কিনতাম।

24/10/2022

"যে ব্যক্তি দুনিয়াকে তার সবচাইতে গুরুত্বপুর্ণ বিষয় বানাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা তার কাজকর্ম এলোমেলো করে দেবেন, তার দুই চোখের মাঝে সর্বদা দারিদ্রতাকে দৃশ্যমান করে রাখবেন। আর সে দুনিয়া শুধুমাত্র ততটুকুই লাভ করতে পারবে, যতটুকু তার তাকদীরে লিপিবদ্ধ ছিলো।

আর যার কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হবে পরকাল, আল্লাহ তাআলা তার সব কাজ সুন্দরভাবে সমাধান করে দিবেন, তার অন্তরকে তৃপ্ত করে দেবেন। আর দুনিয়া নিজেই তার কাছে ধরা দেবে, যদিও সে তা কামনা করেনা।"

[সুনানে ইবনু মাজাহঃ ৪১০৫, হাদীসের সনদ সহীহ, তাহকীক-শায়খ আলবানী (র), সিলসিলাহ সহীহাহঃ ৯৫০]

22/10/2022

সন্তানের জন্য বাবার লেখা অসাধারন এক চিঠি। ভালো লাগলে আপনার সন্তানদেরও পড়তে দিন।

প্রিয় সন্তান,,

আমি তোমাকে ৩ টি কারনে এই চিঠিটি লিখছি...
১। জীবন, ভাগ্য এবং দুর্ঘটনার কোন নিশ্চয়তা নেই, কেউ জানে না সে কতদিন বাঁচবে।
২। আমি তোমার বাবা, যদি আমি তোমাকে এই কথা না বলি, অন্য কেউ বলবে না।
৩। যা লিখলাম, তা আমার নিজের ব্যক্তিগত তিক্ত অভিজ্ঞতা- এটা হয়তো তোমাকে অনেক অপ্রয়োজনীয় কষ্ট পাওয়া থেকে রক্ষা করতে পারে।

জীবনে চলার পথে এগুলো মনে রাখার চেষ্টা কোরো:

১। যারা তোমার প্রতি সদয় ছিল না, তাঁদের উপর অসন্তোষ পুষে রেখোনা। কারন, তোমার মা এবং আমি ছাড়া, তোমার প্রতি সুবিচার করা কারো দায়িত্বের মধ্যে পড়েনা। আর যারা তোমার সাথে ভালো ব্যবহার করেছে - তোমার উচিত সেটার সঠিক মূল্যায়ন করা এবং কৃতজ্ঞ থাকা। তবে তোমার সতর্ক থাকতে হবে এজন্য যে, প্রতিটি মানুষেরই প্রতি পদক্ষেপের নিজ নিজ উদ্দেশ্য থাকতে পারে। একজন মানুষ আজ তোমার সাথে ভালো- তার মানে এই নয় যে সে সবসময়ই ভালো থাকবে। কাজেই খুব দ্রুত কাউকে প্রকৃত বন্ধু ভেবোনা।

২। জীবনে কিছুই কিংবা কেউই "অপরিহার্য" নয়, যা তোমার পেতেই হবে। একবার যখন তুমি এ কথাটির গভীরতা অনুধাবন করবে, তখন জীবনের পথ চলা অনেক সহজ হবে - বিশেষ করে যখন বহুল প্রত্যাশিত কিছু হারাবে, কিংবা তোমার তথাকথিত আত্মীয়-স্বজনকে তোমার পাশে পাবেনা।

3. জীবন সংক্ষিপ্ত।
আজ তুমি জীবনকে অবহেলা করলে, কাল জীবন তোমাকে ছেড়ে চলে যাবে। কাজেই জীবনকে তুমি যতো তাড়াতাড়ি মূল্যায়ন করতে শিখবে, ততোই বেশী উপভোগ করতে পারবে।

৪. ভালবাসা একটি ক্ষণস্থায়ী অনুভূতি ছাড়া কিছুই নয়। মানুষের মেজাজ আর সময়ের সাথে সাথে এই অনুভূতি বিবর্ণ হবে। যদি তোমার তথাকথিত কাছের মানুষ তোমাকে ছেড়ে চলে যায়, ধৈর্য ধরো, সময় তোমার সব ব্যথা-বিষন্নতা কে ধুয়ে-মুছে দেবে। কখনো প্রেম-ভালবাসার মিষ্টতা এবং সৌন্দর্যকে নিয়ে বাড়াবাড়ি করবেনা, আবার ভালবাসা হারিয়ে বিষণ্ণতায়ও অতিরঞ্জিত হবে না।

৫. অনেক সফল লোক আছেন যাদের হয়তো উচ্চশিক্ষা ছিলনা- এর অর্থ এই নয় যে তুমিও কঠোর পরিশ্রম বা শিক্ষালাভ ছাড়াই সফল হতে পারবে! তুমি যতোটুকু জ্ঞানই অর্জন করোনা কেন, তাই হলো তোমার জীবনের অস্ত্র। কেউ ছেঁড়া কাঁথা থেকে লাখ টাকার অধিকারী হতেই পারে, তবে এজন্য তাকে অবশ্যই পরিশ্রম করতে হবে।

৬. আমি আশা করি না যে, আমার বার্ধক্যে তুমি আমাকে আর্থিক সহায়তা দিবে। আবার আমিও তোমার সারাজীবন ধরে তোমাকে অর্থ সহায়তা দিয়ে যাবনা। যখনি তুমি প্রাপ্তবয়স্ক হবে, তখনি বাবা হিসেবে আমার অর্থ-সহায়তা দেবার দিন শেষ। তারপর, তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে- তুমি কি পাবলিক পরিবহনে যাতায়াত করবে, নাকি নিজস্ব লিমুজিন হাঁকাবে; গরীব থাকবে নাকি ধনী হবে।

৭. তুমি তোমার কথার মর্যাদা রাখবে, কিন্তু অন্যদের কাছে তা আশা করোনা। মানুষের সাথে ভালো আচরন করবে, তবে অন্যরাও তোমার সাথে ভালো থাকবে- তা প্রত্যাশা করবেনা। যদি তুমি এটি না বুঝতে পারো, তবে শুধু অপ্রয়োজনীয় যন্ত্রণাই পাবে।

৮. আমি অনেক বছর ধরে লটারি কিনেছি, কিন্তু কখনও কোন পুরষ্কার পাইনি। তার মানে হলো এই যে- যদি তুমি সমৃদ্ধি চাও তবে কঠোর পরিশ্রম করতে হবে। বিনামূল্যে কোথাও কিছু জুটবে না।

৯. তোমার সাথে আমি কতোটা সময় থাকবো- সেটা কোন ব্যাপার না। বরং চলো আমরা আমাদের একসাথে কাটানো মুহুর্তগুলো উপভোগ করি ...মূল্যায়ন করি।

ভালোবাসা সহ,
তোমার বাবা
বাবাটি হলেন একজন চাইল্ড সাইকোলজিষ্ট এবং হংকং-এর প্রখ্যাত টিভি সম্প্রচারকারী। তার কথাগুলো বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, বৃদ্ধ কিংবা তরুন, শিশু, আমাদের সবার জন্যই প্রযোজ্য৷

#সংগৃহীত

04/10/2022

‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ।

(সুরা বনি ইসরাঈল, আয়াত : ৩২)

02/10/2022

#প্রেক্ষাপট_১
উচ্চ বেতনে চাকুরি করা এক যুবক আরেক গরীব যুবককে প্রশ্ন করলো,
- তুমি কোথায় চাকুরি করো?
- একটা কোম্পানিতে ।
- স্যালারি কতো?
- ১০০০০ টাকা।
- মোটে দশ হাজার? চলো কিভাবে? তোমার মালিক তোমার প্রতি অবিচার করছে। তুমি যেই ছেলে তোমার যা যোগ্যতা,তাতে হেসেখেলেই তুমি অনেক টাকা বেতন পেতে পারো।
যুবকের মেজাজ খাট্টা হয়ে গেলো। নিজের কাজের প্রতি ও বসের প্রতি
বেজায় রুষ্ট হয়ে উঠলো। পরদিন গিয়ে সরাসরি বসকে বেতন বাড়ানোর কথা। জানালো। কথা কাটাকাটি হওয়ার একপর্যায়ে বস তাকে চাকরিচ্যুত করলো।
এখন যুবকটি বেকার।
#প্রেক্ষাপট_২
- তোমার প্রথম সন্তান হলো বুঝি?
- জ্বি।
- তোমার স্বামী এ উপলক্ষ্যে তোমাকে কিছু দেয় নি? উপহার, টাকা বা এ জাতীয় কিছু?
- না। কেন দিবে? এ তো আমাদেরই সন্তান! উপহার বা টাকা দিতে হবে কেন?
- কেন তোমাকে হাত খরচার জন্যেও তো দু’চার পয়সা দিতে পারে। তার কাছে কি তোমার কোনও মূল্য নেই? তুমি চাকরানি?
স্ত্রীর মনে ধরলো কথাটা।
সারাদিন কথাটা ভাবতে ভাবতে মনটা বিষিয়ে উঠলো। সত্যিই তো! আমাকে একটা টাকাও কখনো ছোঁয়ায় না! রাতে কর্মক্লান্ত স্বামী ঘরে ফিরলো।
স্ত্রীর মুখ দিয়ে বোমা বিস্ফোরিত হলো। রেগে গেলো দু’জনে, কথা কাটাকাটি ঝগড়া আর ঝগড়া। পরে হাতাহাতি, শেষ পর্যন্ত তালাকে গিয়ে গড়ালো।
#প্রেক্ষাপট_৩
- এই বৃদ্ধ বয়েসে কষ্ট করছেন? ছেলে ঢাকায় থাকে,বড় চাকুরি করে শুনেছি। মস্ত বড় ফ্ল্যাটে বউ-বাচ্চা নিয়ে থাকে। আপনাদের দু’জনকে সাথে নিয়ে যেতে পারে না? আপনাদের দেখতেও তো আসে না!
- না না, ছেলে আমার খুবই ব্যস্ত। টাকা পাঠায় তো। ফোনে ও খোঁজ-খবর নেয় নিয়মিত।
- কী এমন ব্যস্ততা তার শুনি? নিজের জন্মদাতা-জন্মদাত্রীকে দেখতে আসার সময় হয় না?
- সারাদিন অফিস-বাসা করতে করতেই তো তার সবটা সময় চলে যায়!
- আপনি খোঁজ নিয়েছেন? সে ঢাকায় বাড়ি-গাড়ি হাঁকিয়ে বেড়াচ্ছে।
আর আপনারা অজপাড়াগাঁয়ে ধুঁকছেন?
বৃদ্ধ বাবা বাসায় এসে স্ত্রীকে খুলে বললো।
স্ত্রীও বাধা দিল,
- আপনি ভুল শুনেছেন। সে আসলেই ব্যস্ত।
- নাহ,সেকি কি মিথ্যা বলতে পারে ?
আহা রে! কাকে বুকের রক্ত পানি করে বড় করলাম। এটা ভেবেই করে বসলেন ব্রেইন স্ট্রোক বা হার্ট অ্যাটাক!
# এবার_আসি_মূলকথায়
-কিছু নিরীহ-অযাচিত প্রশ্ন আমাদের সুখী জীবনকে ক্ষণিকের মধ্যেই দুঃখী করে দিতে সক্ষম।
-আমাদের সমাজে ছদ্মবেশী দরদীরা নিরন্তর শান্ত জীবনে অশান্তির দাবানল জ্বালিয়ে দেয়।
-ছদ্মবেশী ডাইন/ডাইনীগুলো নিজের থেকে কিন্তু আপনাকে কিছুই দিবেনা। কিন্তু অন্যের থেকে অবৈধভাবে আদায় করার পদ্ধতি শিখিয়ে দিয়ে আপনাকে জিতিয়ে দেয়ার নামে ধ্বংসের দিকে ঠেলে দিবে।
#গল্পের_হিতোপদেশঃ
---জীবনে ৩য় ব্যাক্তি কে প্রবেশ করার সুযোগ দেবেন না। আর যদিও কোন ভাবে ঢুকে যায় তাহলে যথা সম্ভব তার কথা কানে তুলবেন না। ৩য় ব্যাক্তি হতে সাবধান।
(সংগৃহীত)

20/09/2022

মানুষের উন্নতি দেখে আনন্দ দেখে খুশি হওয়া আনন্দ পাওয়া একধরণের পারিবারিক শিক্ষা , যা সবার মধ্যে থাকে না।

17/09/2022

আজ আমার জন্মদিন:
জীবন থেকে আরো একটি বছর হারিয়ে গেলো, ৪৯ বছরে পাড়া দিলাম, মৃত্যুর আরেকটু কাছে চলে এলাম। মানুষ কি করে জন্মদিনে উৎসব করে এটা আমি বুঝি না বরং উচিত নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করা। আর মৃত্যুর আগ পর্যন্ত নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা যেন হেটে হেটে কবরে যেতে পারি।
স্বাস্থ্যকর খাবার, রোজা বা Fasting, নিয়মিত ব্যায়াম বা কায়িকশ্রম করা, আগে ঘুমাতে যাওয়া ভোরে ওঠা এবং মোট ৭/৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করা, মানসিক প্রশান্তির চর্চা করা, প্রকৃতির সাথে সম্পর্ক রাখা জীবনাচরণে প্রাকৃতিক নিয়ম মেনে চলা, ব্যাস এতটুকুই আপনাকে সুস্থ রাখতে যথেষ্ট , চলুন চেষ্টা করে দেখি।

13/09/2022

সবকিছুই থেকে যাবে ভাইয়েরা, আমরাই একেকজন একেক সময়ে চলে যাবো !

প্রিয় স‍্যার রহিমাহুল্লাহ ❤

29/08/2022

🔴 বই নিয়ে কিছু মজার তথ্য —

▪️১.হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরীতে ৪ খানা বই আছে যা মানুষের চামড়া দিয়ে বাঁধাই করা।

▪️২.মাথা পিছু বই পাঠের দিকে শীর্ষে হলো আইসল্যান্ড।

▪️৩.বইপড়া মানুষের অ্যালজাইমার রোগে আক্রান্ত হবার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

▪️৪.ব্রাজিলের কারাগারে প্রতি একটি বই পাঠের জন্য ৪ দিনের সাজা মাফ হয়।

▪️৫.ভার্জিনিয়া উলফ তাঁর সব বই দাঁড়িয়ে লিখেছিলেন।

▪️৬.সবচেয়ে চুরি হয় যে বইটি, সেটা হলো বাইবেল।

▪️৭.রুজভেল্ট প্রতিদিন গড়ে ১ টি বই পড়তেন।

▪️৮.শুধুমাত্র দাবা খেলার উপরই ২০০০০+ বই আছে।

▪️৯.ভিক্টর হুগোর লা মিজারেবল বইয়ে একটি বাক্য আছে যেখানে ৮২৩টি শব্দ।

▪️১০.হারি (Hurry), এডিকশন (Addiction) এসব শব্দ শেক্সপিয়ারের আবিস্কার।

▪️১১.নিউইয়র্ক পাবলিক লাইব্রেরীর সব বই একসাথে লাইন করে রাখলে ৮ মাইল লম্বা হবে।

▪️১২.লেভ তলস্টয়ের বিশাল উপন্যাস ওয়ার এন্ড পিসের পান্ডুলিপি তাঁর স্ত্রী হাতে লিখে ৭ বার কপি করেছিলেন।

▪️১৩.নোয়াহ ওয়েবস্টার তাঁর প্রথম ডিকশনারী লিখতে সময় নিয়েছিলেন মাত্র ৩৬ বছর।

▪️১৪.আর 'বঙ্গীয় শব্দকোষ' নামক অভিধানটি তৈরি করতে হরিচরণ বন্দ্যোপাধ্যায়ের কতদিন লেগেছিল? প্রায় গোটা জীবন। সেইসঙ্গে ছিল প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই।

( সংগ্রহ)

29/08/2022

প্রভুর কাছে চিঠি:
মহরম আলি, অতিরিক্ত পুলিশ সুপার

একজন গরীব লোক প্রতিদিন প্রভুর উদ্দ্যেশ্যে একটা করে চিঠি লিখতো আর বেলুনে বেধে আকাশে উড়িয়ে দিতো। চিঠিতে লিখতো
‘হে প্রভু’ আমি খুব অভাবে আছি, আমাকে এক লক্ষ টাকা দাও। টাকাগুলো দিয়ে ব্যবসা করে লাভ করবো। তারপর তোমার টাকা তোমার পথে ব্যয় করে ঋণ শোধ করে দিবো।

লোকটির বাড়ি ছিলো স্থানীয় থানার পাশেই।
চিঠিসহ বেলুন গুলো প্রতিদিন উড়ে গিয়ে পড়তো থানার মধ্যে। থানার পুলিশরা প্রতিদিন লোকটির চিঠি খুব মনোযোগ দিয়ে পড়তো আর নিজেদের মধ্যে আলোচনা করতো।
তারা ভাবতো লোকটার মনে হয় টাকাটার খুব প্রয়োজন।

তাই বিষয়টি ওসি সাহেবকে জানালো। ওসি সাহেবও বিষয়টিকে গুরুত্ব দিয়েছেন এবং নিজে কিছু টাকা দিলেন। আর থানার সকল পুলিশ সদস্যকে বললেন সাধ্যমতো নগদ কিছু সহযোগিতা করতে। তখন থানার সকল পুলিশ সদস্য মিলে টাকা তুলতে লাগলো।

খুব চেষ্টা করে থানার সবাই মিলে পঞ্চাশ হাজার টাকা যোগাড় করে, সুন্দর একটা খামের মধ্যে করে টাকাগুলো সহ একজন পুলিশকে পাঠানো হলো লোকটার বাড়িতে। তারপর পুলিশ সদস্য লোকটাকে পঞ্চাশ হাজার টাকার প্যাকেটটি দিয়ে বললো– আপনার ডাকে মহান সৃষ্টিকর্তা খুশি হয়ে আপনার জন্য এই টাকা পাঠিয়েছে।

লোকটি টাকাগুলো পেয়ে অনেক খুশি হয়ে গেলেন। খুশিতে পুলিশ সদস্য কে লোকটি ধন্যবাদ দিতেও ভুলে গেলেন। কোন রকম পুলিশকে বিদায় দিয়ে ঘরের দরজা বন্ধ করে টাকা গুলো গুনতে লাগলো। গুনে দেখলো মাত্র পঞ্চাশ হাজার টাকা। কিছুতেই কিছু বিশ্বাস করতে পারলো না, মহান প্রভু এভাবে অর্ধেক টাকা দিতে পারে। মনের দুঃখে পরের দিন লোকটা আবার একটা চিঠি লিখে বেলুনসহ উড়িয়ে দিল।

এই চিঠি টিও প্রতিদিনের ন্যায় থানার মধ্যে এসে পড়লো। এদিকে চিঠি পেয়ে সবাই খুব আগ্রহ নিয়ে চিঠিটি পড়ার জন্য ভিড় করলো। পুলিশ সদস্যরা স্বাভাবিকভাবে আশা করছে অবশ্যই লোকটি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছে।

কিন্তু চিঠি পড়ে সবাই আশাহত হলো। চিঠিতে লেখা ছিল- প্রভু তুমি জেনে শুনে এতো বড় ভুল কেমনে করলে?

টাকাটা যখন দিলেই, পুলিশের মাধ্যমে কেন দিলে? শালারা অর্ধেক টাকা মেরে দিয়ে বাকি অর্ধেক টাকা আমাকে দিয়েছে।😪

করোনাকালে দেশ এবং দেশের মানুষের জন্য এত পুলিশ জীবন দিয়েছে, হাজার হাজার পুলিশ করোনা আক্রান্ত হয়েছে।

তার প্রশংসা কেউ না করলেও, অল্প একটু ত্রুটি পেলে পুলিশের দোষ নিয়ে হাত পাকানো অভ্যাস নেই এমন লোক পাওয়া বিরল।
পুলিশের সেবার মান পরিবর্তন করার সাথে সাথে আমাদের মানসিকতা পরিবর্তন করাটাও অতীব জরুরী।

লেখক, মোঃ মহরম আলী মাসুদ,
অতিরিক্ত পুলিশ সুপার।

27/08/2022
27/08/2022

❝কবর যত পুরাতন হবে জিয়ারত ততো কমিয়ে দিবে প্রিয়জনরা..!
❝আর তুমি রবকে আপন না করে❟
মানুষ আর দুনিয়াকে আপন করলে..!❞ 🖤

❝বোকা নফস❞

26/08/2022

যে সমস্ত মানুষ অন্যকে অপমান করে আনন্দ পায় তাদের IQ লেভেল কম হয়।

26/08/2022

সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক স্ত্রী না রেখে,
মাত্র একজন স্ত্রী দিয়ে সংসারের যাবতীয় কাজ করানো,
নারী নির্যাতনের শামিল 🤔

18/08/2022
13/08/2022

‘শেষ’ মানেই শেষ নয়। কিছু ‘শেষ’ বিপুল সম্ভাবনাময়। একটি বীজ পঁচে-গলে নিঃশেষ হওয়ার পরই কিন্তু সবুজের জোয়ার আসে, নতুন করে পৃথিবী সাজে।

12/08/2022

আপনার এইজন্য খুব কষ্ট যে আপনার কথাগুলো কেউ শুনছে না । চোখ দিয়ে নেমে আসা অশ্রুগুলোর কেউ মূল্যায়ন করছে না । তবে আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই , আপনার আকুতি মাখা কথাগুলো কেউ না শুনলেও , চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রুগুলো কেউ না
বুঝলেও তা সপ্ত আসমান ভেদ করে আরসে আযীমে ঠিকই পৌঁছে যায় ।

দুনিয়ার মানুষ কেউ না শুনলেও তিনি আপনাকে শুনেন ।
কেউ না বুঝলেও তিনি আপনাকে বোঝেন ।
কেও ভালো না বাসলেও তিনি আপনাকে ঠিকই ভালোবাসেন ।
আপনি আসমান পর্যন্ত গোনাহর পাহাড় করেও যদি আপনার রবের কাছে অনুতপ্ত হৃদয় চোখের জলে একবার বলতে পারেন, হে আমার রব আমি আমার উপর জুলুম করে ফেলেছি । আপনি আমাকে ক্ষমা করে দিন ।
ওয়াল্লাহি , তিনি অবশ্যই আপনার গোনাহগুলো মাফ করতে একমুহূর্তেও দ্বিধাবোধ করবেন না ।
এমন রবের কাছে এরপরেও কি ওই গাফিল হৃদয় ফিরে আসার প্রয়োজন বোধ করে না ??

আল্লাহ সুবহানাহু তা'আলা বলেন ,

🌸وَا لَّذِيْنَ اِذَا فَعَلُوْا فَا حِشَةً اَوْ ظَلَمُوْۤا اَنْفُسَهُمْ ذَكَرُوا اللّٰهَ فَا سْتَغْفَرُوْا لِذُنُوْبِهِمْ ۗ وَمَنْ يَّغْفِرُ الذُّنُوْبَ اِلَّا اللّٰهُ ۗ وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ🌸

"যারা কোন পাপ কাজ করে ফেললে কিংবা নিজেদের প্রতি যুলম করলে আল্লাহকে স্মরণ করে এবং নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে এবং আল্লাহ ব্যতীত গুনাহসমূহের ক্ষমাকারী কেই বা আছে এবং তারা জেনে শুনে নিজেদের (পাপ) কাজের পুনরাবৃত্তি করে না।"

🌸اُولٰٓئِكَ جَزَآ ؤُهُمْ مَّغْفِرَةٌ مِّنْ رَّبِّهِمْ وَ جَنّٰتٌ تَجْرِيْ مِنْ تَحْتِهَا الْاَ نْهٰرُ خٰلِدِيْنَ فِيْهَا ۗ وَنِعْمَ اَجْرُ الْعٰمِلِيْنَ ۗ 🌸

"এরাই তারা যাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের পক্ষ হতে ক্ষমা এবং এমন এক জান্নাত যার নিম্নে ঝর্ণাধারা প্রবাহিত, তারা তার স্থায়ী অধিবাসী এবং সৎকর্মশীলদের পুরস্কার কতই না উত্তম!"

[আল ইমরান: আয়াত ১৩৫,১৩৬]

09/08/2022

পুরুষ মাত্রই প্রতিষ্ঠিত হতে হবে!
রিক্ত-শূন্য নারীকে ভালোবাসার লোকের অভাব হয় না
কিন্তু ভেংগে পড়া পুরুষের দিকে কেউ ফিরেও তাকায় না!

09/08/2022

একটা ভালো দিন পাওয়ার জন্য তোমাকে অনেকগুলো খারাপ দিনের সাথে লড়াই করতে হবে!
'' অবশ্যই তুমি পাবে,যা তোমার থেকে চলে গেছে তার চেয়েও উত্তম কিছু''

[ সূরা আনফালঃ-৭০]

08/08/2022

পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী!
যে নিজের ভোগ বিলাস ত্যাগ করে সবাইকে করেছিলো খুশি!!

Address

Bijni
783393

Telephone

9954297028

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sk Habibul posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sk Habibul:

Videos

Share


Other Digital creator in Bijni

Show All