Manas Bangla

Manas Bangla Historical Travel Vlogger.
(2)

19/12/2024

টিকইল গ্রামের আলপনা বাড়ি- যে বাড়ির দেয়ালে আঁকা আশ্চর্য সব আলপনা।

#টিকইল #আলপনা_গ্রাম #আলপনা

15/12/2024

তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের জীবন কাহিনী || বাংলাদেশ ভ্রমণ-পর্বঃ ১৯

#বাংলাদেশ #ভারত #ইতিহাস

একটার পর একটা দিন পেরিয়ে যাচ্ছে। ক্রমশ যেন মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে চলেছি। একটাই জীবন, মৃত্যুর পর কি হবে সেটা ভা...
12/12/2024

একটার পর একটা দিন পেরিয়ে যাচ্ছে। ক্রমশ যেন মৃত্যুর দিকে একটু একটু করে এগিয়ে চলেছি। একটাই জীবন, মৃত্যুর পর কি হবে সেটা ভাবিনা। বেঁচে থাকতে অনেক কিছু দিয়ে যাওয়ার ইচ্ছে ছিল ভবিষ্যৎ প্রজন্মের জন্য। সুর্যোদয় থেকে সুর্যাস্ত পেটের দায়ে অফিস ছোটাছুটির মাঝে একটু একটু করে স্বপ্ন গুলো যেন হারিয়ে যাচ্ছে ক্রমশ: এটাকে বেঁচে থাকা বলে না। এভাবে বাঁচতেও চাইনা। ইচ্ছে করে পরিযায়ী পাখির মতো ক্যামেরা হাতে পারি দিয়ে দিই দেশ থেকে দেশান্তরে। পারছি আর কই! পেট বড়ো বালাই! তবে এবার একটা কঠিন সিদ্ধান্ত, একটা সাহসী পদক্ষেপ নিতেই হবে। হয়তো দেখা হবে অন্য ভাবে অন্য পরিচয়ে।
#মানসবাংলা

 #নবাবী_আমলের_যানবাহন :নবাবী আমলের ইতিহাসে মুর্শিদাবাদের বেশকিছু যানবাহনের উল্লেখ পাওয়া যায়, যেমন সিরাজ পলাশি থেকে ফির...
12/12/2024

#নবাবী_আমলের_যানবাহন :
নবাবী আমলের ইতিহাসে মুর্শিদাবাদের বেশকিছু যানবাহনের উল্লেখ পাওয়া যায়, যেমন সিরাজ পলাশি থেকে ফিরেছিলেন উটের পিঠে চড়ে। উট ছিল নবাব ও অভিজাতদের অন্যতম বাহন, তা বোঝা যায়। যুদ্ধে পরাজিত সিরাজ মুর্শিদাবাদ ছেড়ে পালিয়ে ছিলেন বলদে-জোড়া গাড়িতে চড়ে। বলদের গাড়িও বাহন হিসাবে চালু ছিল। ভগবানগোলা থেকে নৌকায় চড়েছিলেন। তখনকার মানুষ নৌযানে দেশ বিদেশ যাতায়াত করত। হাতির পিঠে তাঁর মৃতদেহ নগর পরিক্রমা করা হয়। হাতি ছিল অভিজাতদের অন্যতম বাহন। ওয়াটসের বোরখা পরা মহিলার ছদ্মবেশে পালকি চড়ে মিরজাফরের প্রাসাদে প্রবেশ করার ঘটনা থেকে বোঝা যায় সম্ভ্রান্তঘরের মুসলিম মহিলারা পালকি চড়ে স্থান থেকে স্থানান্তরে যেতেন। সাধারণ মানুষ পায়ে হেঁটেই যাওয়া আসা করতেন বেশী।

#মুর্শিদাবাদ #ইতিহাস #মানসবাংলা

ঐতিহাসিক মুহূর্ত : ১৬ ডিসেম্বর ১৯৭১, পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব...
11/12/2024

ঐতিহাসিক মুহূর্ত : ১৬ ডিসেম্বর ১৯৭১, পাকিস্তানি সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ চুক্তি স্বাক্ষর করছেন ভারতের সেনা জেনারেল জগজিৎ সিং আরোরার কাছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বেশি সংখ্যায় সৈন্যের আত্মসমর্পণের ঘটনা ঘটেছিল একাত্তর সালের এই তারিখে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর প্রায় ৯১,৬৩৪ সদস্য আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। এর ফলে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।
#ভারত #বাংলাদেশ

মীর সাদিক আলী খান বাহাদুর। তবে মীর মিরন নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। ক্লাইভের প্রতিনিধি ওয়াটসনের সঙ্গে গোপন ষড়যন্ত্রে ম...
09/12/2024

মীর সাদিক আলী খান বাহাদুর। তবে মীর মিরন নামেই বেশি পরিচিত ছিলেন তিনি। ক্লাইভের প্রতিনিধি ওয়াটসনের সঙ্গে গোপন ষড়যন্ত্রে মীর জাফরের সর্বক্ষণের সঙ্গী ছিলেন তার পুত্র মিরন। প্রাচীন বাংলার রাজধানী বর্তমান ঝাড়খন্ডের রাজমহলে একটি আমবাগানে আছে নবাব সিরাজউদ্দৌলার হ’ত্যাকারী মীরনের সমাধি। শেষবারের মতো পুত্রের মুখ দেখার সৌভাগ্যও হয়নি মীর জাফরের। বর্তমানে ঝোপ আর জঙ্গলে প্রায় হারাতে বসেছে একসময়ের হবু নবাব মিরনের সমাধি।

#রাজমহল #ইতিহাস #রাজধানী #মানসবাংলা

08/12/2024

পলাশীর যুদ্ধে যে পাঁচটি চরম ভুল করেছিলেন নবাব সিরাজউদ্দৌলা !

#ইতিহাস #মুর্শিদাবাদ #মানসবাংলা

একটি দুষ্প্রাপ্য ছবি: পলাশীর যুদ্ধের পর ক্লাইভ ও মীরজাফরের সাক্ষাৎ।
05/12/2024

একটি দুষ্প্রাপ্য ছবি: পলাশীর যুদ্ধের পর ক্লাইভ ও মীরজাফরের সাক্ষাৎ।

04/12/2024

নবাবী হারেম ও খোজা প্রহরীদের নির্মম কাহিনী!

#মুর্শিদাবাদ #ইতিহাস #মানসবাংলা

নতুন একটা প্রচেষ্টা, ভিডিও আসবে আগামীকাল। চোখ রাখুন মানস বাংলায়।  #মুর্শিদাবাদ  #ইতিহাস
03/12/2024

নতুন একটা প্রচেষ্টা, ভিডিও আসবে আগামীকাল। চোখ রাখুন মানস বাংলায়।
#মুর্শিদাবাদ #ইতিহাস

30/11/2024

বাংলার শেষ নবাব নাজিমের গল্প!

#মুর্শিদাবাদ #ইতিহাস #মানসবাংলা

29/11/2024

ইংরেজদের কাছ থেকে পেনশন পেয়ে কতটা সুখী ছিলেন নবাবরা?
#মুর্শিদাবাদ #ইতিহাস

28/11/2024

লুতফুন্নিসা বেগমের সন্ধানে!

#মুর্শিদাবাদ #ইতিহাস #মানসবাংলা

23/11/2024

নবাব সিরাজউদ্দৌলাকে কি সত্যিই ধরিয়ে দিয়েছিলেন দানশা ফকির?

#নবাব #সিরাজউদ্দৌলা #মুর্শিদাবাদ

23/11/2024

সাতদিন পরে ফিরে এলো ইন্টারনেট। এই কদিন কোন ভিডিও আপলোড করতে পারিনি। মনে হচ্ছিল কোনো নির্জন দ্বীপে নির্বাসিত ছিলাম এতোদিন। বেশ বুঝতে পারলাম বেঁচে থাকার জন্য শুধু অন্ন বস্ত্র বাসস্থানই নয় সাথে ইন্টারনেটটাও ভীষণ জরুরী। নতুন ভিডিও আসবে আজ। চোখ রাখুন মানস বাংলায়।

Bengali Travel Vloggers: আমরা যারা সারা বছর যাঁরা দেশে বিদেশে ঘুরে বেড়াই আজ ছিল তাঁদের একত্রিত হবার দিন। একদিনে সকলকে হ...
17/11/2024

Bengali Travel Vloggers: আমরা যারা সারা বছর যাঁরা দেশে বিদেশে ঘুরে বেড়াই আজ ছিল তাঁদের একত্রিত হবার দিন। একদিনে সকলকে হয়তো একসাথে পাওয়া খুবই মুশকিল তবুও চেষ্টা করা হয়েছিল একটা দিন যেন আমরা সবাই একই ছাদের নীচে আসতে পারি। বাংলার ট্রাভেল ভ্লগারদের বিজয়া সম্মেলনীতে আজ আমরা সবাই একসাথে কিছুটা সময় কাটালাম কলকাতার সল্টলেকের বাবু কালচারে। মুল আয়োজক ছিলো অরূপ, পলাশ আর শিবাজী। সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাই এই ব্যবস্থাপনার জন্য। বেশীরভাগ সময়ই আমাদের সোস্যাল মিডিয়ায় মাধ্যমে যোগাযোগ থাকে সকলের সাথে, সামনাসামনি দেখা বা কথা বলার সুযোগ সেভাবে হয়না। আজ ছিলো সেই দিন। ট্রাভেল ভ্লগিং খুব একটা সহজ কাজ নয় হয়তো তা সবচেয়ে ব্যয়সাপেক্ষ এবং সময়সাপেক্ষ তার সাথে থাকে জীবনের ঝুঁকিও। আপনাদের ভালোবাসা এবং স্বীকৃতি না থাকলে আমরা হয়তো এই জায়গায় কেউ পৌঁছাতেই পারতাম না। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।

মুর্শিদাবাদের নবাব পরিবারের সাথে...
16/11/2024

মুর্শিদাবাদের নবাব পরিবারের সাথে...

এটা কোথায়? দেখি কে বলতে পারে!
15/11/2024

এটা কোথায়? দেখি কে বলতে পারে!

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manas Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Manas Bangla:

Videos

Share

Category