এখন অবধি ভারত সরকার ১১১ নম্বর পাঁচরাহা রেলগেটের জন্য কোন টাকা বরাদ্দ করেনি...
এখনো অব্দি জাস্ট একটা প্রপোজাল আকারে এটি রেল বোর্ডে রয়েছে... প্রপোজাল
মাননীয় সাংসদ আপনি Sanction Letter প্রকাশ করুন দেখি???
যেদিন হবে সেদিন দেখতে পাবো...
কত কিছু দেখলাম আমাদের পাঠান Sahab কে দেখি কি করতে পারে.. বেলডাঙ্গার যেদিন দেখবে কাজ শুরু হবে সেদিন বেলডাঙ্গার মানুষের মুখে হাসি ফিরবে.....
বাংলাদেশ কে দেখে বুঝা উচিত
মুর্শিদাবাদ এই ঘটনা শিবপুর নদী ভাঙন কি ভাবে মানুষ রেহাই পাবে।
মালদহ ব্যাংক ডাকাতি ভিডিও ফুটেজ দেখে কি মনে হয়।
এই ভিডিও টা সবার জন্য অনুরোধ রইল হৃদয় কেঁপে ওঠে তাই সব মানুষ খারাপ না সত্যি দুনিয়াতে ভালো মানুষ আছে বলে দুনিয়া চলছেই। তাই এই 4মিনিটের শর্ট ফিল্মটা দেখার অনুরোধ রইলো❤️❤️👇👇
⚫২০১০ সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করে দিল কলকাতা হাই কোর্ট। অন্যান্য অনগ্রসর শ্রেণি ভুক্তদের সংরক্ষণের সুবিধা দেওয়ার জন্য রাজ্য সরকারের তরফে যে শংসাপত্র দেওয়া হয়, তা-ই হল ওবিসি সার্টিফিকেট। বুধবার কলকাতা হাই কোর্ট জানিয়েছে, এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনও চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। হাই কোর্টের এই নির্দেশের ফলে বাতিল হল প্রায় পাঁচ লক্ষ ওবিসি সার্টিফিকেট। তবে একই সঙ্গে হাই কোর্ট জানিয়েছে, এই সার্টিফিকেট ব্যবহার যাঁরা ইতিমধ্যে সুযোগ পেয়ে গিয়েছেন এই রায়ে তাঁদের উপর প্রভাব পড়বে না।
বুধবার কলকাতা হাই কোর্ট অবশ্য নির্দিষ্ট করে তৃণমূল সরকারের কথা বলেনি। আদালত জানিয়েছে, ২০১০ সালের পরে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করা হবে। ঘটনাচক্রে ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রে
আর মাত্র তিন দিন আছে একটু ভালো করে চিন্তা ভাবনা করে ভোট দিবেন বহিরাগত নয় দেশের ছেলে কাজের মানুষ অধীর চৌধুরী কে এক নাম্বার বুতাম টিপে ভোট দিন। দেশকে বাচান বিজেমুল হাত থেকে তাই সবার কাছে অনুরোধ করছি। তাই দেখতে পারছেন মা বোনদের সব ভোট
স্যর ভাল করে দাঁড়াতে পারছেন না। পা টলছে। তাও স্কুলে যাচ্ছেন। দেখুন সেই ভিডিয়ো। 😜😜😜😜
এতো পড়াশোনা করলাম, PhD করলাম, "144 ধারা" অব্দি বুঝতে পারলাম ...কিন্তু "174 ধারা" টা আজও আমার কাছে অজানাই রয়ে গেলো
রিপাবলিক ডে ২৬ শে জানুয়ারী ২০২৪
বহরমপুর বাইপাস রোডে ড্রাইভার অ্যাসোসিয়েশনের লোক, কেন্দ্র সরকার আইন পাস করায় যে আইন এর জন্য ড্রাইভার বিক্ষোভ বহরমপুর বাইপাস রাস্তায়