10/12/2024
ঘন কুয়াশার ফলে ষ্কুটি ও অটোর সং'ঘর্ষ। দূ'র্ঘটনার পরেই অটো ছেড়ে পা'লালো চালক। ঐ ঘটনায় গু'রুতর আ'হত হয় ষ্কুটিতে থাকা যুবক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ডোমকলের ভাতশালা কলোনী এলাকায়। স্থানীয় সূত্রে খবর, বাড়ি থেকে ডোমকল যাচ্ছিল দক্ষিননগর মাঠপাড়ার যুবক। অপরদিক ডোমকল থেকে যাত্রী নিয়ে অটো যাচ্ছিল বক্সিপুরগামী। ভাতশালা কলোনী আসতেই কুয়াশার জেরে দেখতে না পেয়ে দূ'র্ঘটনা সংঘটিত হয়। দুজনের গাড়ির গতিবেগ ছিল বলে জানাগেছে স্থানীয় সূত্রে। স্থানীয়রা গু'রুতর আ'হত যুবককে হাসপাতালে পাঠায়। অপরদিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসে গাড়ি দুটিকে উ'দ্ধার করে পুলিশ।
©MSD News Bangla