CNB.Entertainment

CNB.Entertainment Through this page we can watch the nature & culture of west Bengal
(3)

02/08/2023

Good evening friends

16/06/2023

Good morning

12/06/2023

Have a good day

28/05/2023

Good night

23/05/2023

, , ,
,

Good evening
19/05/2023

Good evening

16/05/2023

You can get everything in life you want if you will just help enough other people get what they want.” — ...

14/05/2023

Follow this page.
Hindi comedy.

14/05/2023

"Be the change that you wish to see in the world.” ...

29/04/2023

Comedy seen of all the best

29/04/2023

অবশেষে ট্রিগার টেনে নিল প্রকৃতি ! 😔
দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউনকে বিশ্বের প্রথম খরা শহর ঘোষণা করা হয়েছে! তার সরকার 14 এপ্রিল, 2023 এর পরে জল সরবরাহ করতে অক্ষমতার ইঙ্গিত দিয়েছেন। বিশ্বের করুণ যাত্রা শুরু হয়েছে! এমন সময় আমাদেরও আসতে পারে! জল কম ব্যবহার করুন। জলের অপচয় বন্ধ করুন। মনে রাখবেন আমরাও লাতুরে ট্রেনে করে জল পাঠিয়েছিলাম!
ভুলে যাবেন না যে পৃথিবীর জলের মাত্র 2.7% পানযোগ্য!
আপনার এলাকার মানুষদের একথা জানান!
আশেপাশের সব বাঁধে জলস্তর নেমে গেছে এবং ভূগর্ভস্থ জলের স্তরও নেমে গেছে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আপনি সহজেই এই আন্দোলনকে সফল করতে পারেন।
1) প্রতিদিনের গাড়ি ধোয়া এড়িয়ে চলুন;
2) উঠোন জল দিয়ে প্লাবিত করে ধোয়া সীমিত করুন ৷
3) একটানা জলের কল চালানো বন্ধ করুন ৷
4) বিভিন্ন উপায়ে জল সংরক্ষণ করুন ৷
5) বাড়ীতে জল সরবরাহের নলের লিকেজ মেরামত করুন ৷
6) এলাকায় পৌর জল সরবরাহে নলের লিকেজ বন্ধ করার ব্যবস্থা করুন ৷
7) *গাছ লাগান! পরিবেশ রক্ষা করুন*
8) গাছপালায় ঝারি ব্যবহার করে জলদান করুন ৷

আসুন আমরা একসাথে এই ভয়াবহ সংকট মোকাবেলা করি!

উপরের বার্তাটি 5টি গ্রুপে পাঠান... জল সংরক্ষণের মহান বার্তা প্রচারে আপনার কর্তব্য করুন ! আমাদের কারণেই তৃষ্ণার্তদের তৃষ্ণা নিবারণ ইন থেকে রক্ষা পাবে ৷

গাছ লাগান! 🌳
পরিবেশ বাঁচান! 🌴

আসুন পরিবেশ রক্ষায় সামাজিক আন্দোলন এখন থেকেই নতুন উদ্যমে শুরু হোক ৷
আর দেরী নয় ...

সংগৃহীত

23/04/2023

Best comedy seen of 123
#123

Eid mubarak
22/04/2023

Eid mubarak

18/04/2023
15/04/2023

South movie action seen

07/04/2023

Good Morning

05/04/2023

comedy of Aksai kumar Mitha

05/04/2023

দিনের থেকে বেশ আলাদা আলাদা লাগছিল l আকাশ চিরে সূর্য় উঠেছিল ,ঘাসের আগে জলকণা ঠিক যেন মুক্তর প্রতিচ্ছবি মনে হচ্ছিল , সব থেকে মজার জিনিস বাতাসে দারুন একটা গন্ধ ভাসছিল l

ফোনের ঘন্টিটা বেজে উঠলো, অফিসের থেকে ফোন ,ফোনটি তুলে বুঝলাম অফিসে ফিরতে হবে l সকালে প্রাত:রাশ সেরে অফিসের উদ্দেশ্যে রওনা হলাম l অফিসে পৌঁছাতে পৌঁছাতে প্রায় দুপুর হয়ে গেল l অফিসে গিয়ে জানতে পারলাম, আমাকে কলকাতা থেকে দু একদিনের মধ্যে বাইরে পাঠানো হবে এবং বেশকিছুদিন ওখানেই কাটাতে হবেl পরেরদিন জানতে পারলাম , জিরো ভ্যালিতে যেতে হবে। কোম্পানি নাকি ওখানের হাতে তৈরি জিনিসপত্রের উপর কিছু গবেষণা করতে চাই। সেদিন অফিসের প্রধানের সঙ্গে থাকার জায়গার ব্যাপারে আলোচনাটা সেরে নিয়েছিলাম। আমি নিজেই ঠিক করেছিলাম যে দিনকতক ফরেস্ট গেস্ট হিসাবে ওখানের গেস্ট হাউসে থাকব ও তারপর না হয় সুন্দর কোনো এক গ্রামে থাকার ব্যবস্থা করে নেব।

সেদিন ভোর চারটার ট্রেন ধরে জিরো ভ্যালির উদ্দেশ্যে রওয়ানা দিলাম। স্টেশনে নেমে গেস্ট হাউসে পৌঁছাতে প্রায় নটা বেজে গেল। ধীরেন্দ্র বাবু ওই গেষ্ট হাউসের সুপারিটেন্ডেট। উনি স্বাগত জানালেন এবং দেরি না করে খাবার ও থাকার ব্যবস্থা করে , চারিদিকটা ঘুরিয়ে দেখাতে লাগলেন। সেদিন রাতে ধীরেন বাবু আমার জন্য গেস্টহাউসেই ছিলেন।

অনেক গল্প করলাম , পরিবেশ কেমন, এখানের মানুষজন কেমন ও দেখার কি কি জায়গা আছে ইত্যাদি ইত্যাদি । আমাদের কথা বলতে বলতে প্রায় রাত্রি বারোটা বেজে গেল।

রাত্রের ডিনার সেরে বিছানায় গেলাম। সেদিন আমার মনটা বেশ ভাল লাগছিল না। সকাল থেকেই প্রমিলার কথা বেশ মনে পড়ছিল। বিকালে গেস্ট হাউসের উত্তর পশ্চিম কোনের শিউলি ফুলের বাগানে প্রাপ্তবয়স্ক দুজনকে অন্তরঙ্গ অবস্থাই দেখে প্রমিলার অনুপস্থিতি ও কথা না বলতে পাওয়ার অভাবটা খুব গভীরভাবে অন্তর থেকে অনুভব করছিলাম। ঘুম আসছিল না , আনেক কথাই ভাবছিলাম।কি মনে হল ব্যাগ থেকে নোটবুকটা বের করে প্রমিলা দেবিকে একটি পত্র লেখার সিধান্ত নিলাম।

প্রিয়,

প্রমিলা দেবী,

আপনি কেমন আছেন? আশাকরি আপনি ও আপনার মা ভালো আছেন । আপনি দেখা করে চলে যাবার পর আপনার কথা আমি অনেক্ষন ভেবেছিলাম। পরের দিনই আমাকে অফিসের কাজের জন্য রওনা দিতে হয়েছিল কলকাতায়। আপনার সাথে দেখা করা বা কথা বলার সময় হয়ে উঠেনি। আপনার পড়াশুনা ও রিসার্চ করার ব্যাপারটা কতদুর এগুলো তা জানার জন্য আমি বেশ কুতূহলী। আফিস থেকে আমাকে এখন জিরো ভ্যালিতে পাঠানো হয়েছে।জিরো ভ্যালি এখনো ঘুরে দেখা হইনি। ধীরেনবাবু জায়গাটির সমন্ধ্যে অনেক কিছু বলেছেন। খুব সুন্দর জাইগা যা দেখলে নাকি মন জুড়িয়ে যাবে।আমার বাড়ীতে ফিরতে বেশ কয়েকদিন সময় লাগবে। তত দিন হয়ত আপনার সহিত দেখা করিতে পারব না। এরপর বাড়ীতে গিয়ে আপনাদের বাড়ি যাব।

আপনার রিসার্চের জন্য যাবতীয় খরচ খরচার ভার আমি নেব বলে ভেবেছি। আশাকরি আপনি এতে বেশ খুশি হবেন। নদীর খবরটা জানাবেন ,জল কমে নদীর চর বেরিয়েছে কিনা তাও জানাবেন --



জিরো ভ্যালি

১২/০৯/২০০৫ ইতি

রক্তিম সিংহরায়

পত্রটি লিখে লাল খামে ভরলাম ও প্রমিলাদেবীর ঠিকানাটাতে পোস্টের সব ব্যবস্থা করে রাখলাম।

সকালে ধীরেন বাবুর যে কর্মচারিটি আছে তার হাতে একশ টাকার একটি নোট দিয়ে বললাম তুমি এটি পোস্ট করে দিও। লোকটি টাকা পেয়ে খুব খুশি হলো ও হাসতে হাসতে চলে গেল।

বিরেনবাবুকে একটি লিস্ট দিয়ে বললাম, বীরেন বাবু এইসমস্ত জায়গাগুলিতে আমার কাজ আছে।আপনি একটি ভালো জায়গা দেখে আমার থাকার ও কাজ করার সুব্যবস্থা করে দিন । বিরেনবাবু সমস্ত জায়গাগুলি ভালভাবে দেখে ’বোলেং’ এ থাকার কথা বললেন। জাইগাটি নাকি খুব সুন্দর এবং ওখান থেকে আমার কাজের খুব সুবিধা হবে। সেদিন আমি গেস্ট হাউস থেকে বিরেন বাবুর বাড়ীতে উঠেছিলাম। বিরেনবাবুর স্ত্রী খুব আত্মীয়তা পরায়ণ মহিলা ছিলেন)। চন্দনা দেবরায় (বিরেন বাবুর স্ত্রী) যেন মাটির মানুষ। উনি নাকি বাংলাদেশের মেয়ে ছিলেন। বাংলাদেশ থেকে হিন্দুদের যখন বের করে দেওয়া হচ্ছিল তখন চন্দনা ও তার পরিবার চলে আসে জিরো ভ্যালিতে ।

পরেরদিন সকালে আমি বলেঙ্গের উদ্দেশ্যে রওনা হলাম । জিরো ভ্যলি থেকে বোলেং প্রাই ৪২০ কিলোমিটারের মত দূরে । আসামের রাস্তা ধরে যেতে হয়।বাসে যেতে যেতে নূতন জায়গায় যাওয়ার আনান্দটা বেশ অনুভব করতে লাগলাম। বলেঙ্গে পৌঁছাতে আমার প্রায় বিকাল হয়ে গেল। আমি থাকার জায়গা একটা জোগাড় করে নিলাম। ওখানের লোকগুলি খুব ভালো।সেজন্য বোধহয় আমার থাকার জায়গা খুঁজতে কোনো অসুবিধা হলো না। জারবম টুকি নামের এক ভদ্রলোকের সাথে সাক্ষাৎ হয়েছিল। লোকটি বেশ মিশুকে। সেদিন তার বাড়িতেই ছিলাম।লোকটির পারিবারিক সমস্যাগুলি পরিস্থিতির সহিত পরিলক্ষিত হচ্ছিল, তাই ভাবলাম যদি কিছুটা সাহায্য করা যায়।আমি সেদিন ডিনারের সময় টুকি বাবুকে বললাম,

টুকিবাবু আপনার যদি আপত্তি না থাকে তাহলে একটা কথা বলি-

টুকিবাবু একটু ইতস্তত করে বললেন বলুন বাবু বলুন

আমি বললাম, আমার এখানে কাজের জন্য প্রায় দুমাসের মতো থাকতে হবে, যদি আপনারা আমাকে আপনাদের এই ছোট্ট ঘরে একটু আশ্রয় দেন তাহলে খুবই উপকার হয়।

টুকিবাবু একটু ইতস্তত করে ,স্ত্রীর দিকে তাকিয়ে কি বলব না বলব ভেবে বলল , আমরা কি রকম গরীব বুজতেই তো পারছেন । আপনাকে যদি থাকতে দিই তাহলে আমাদের খাওয়া দাওয়া দেবার সমস্যা হবে । তাই যে আপনাকে কি বলব ঠিক করতে পারছি না। আমি পুনরায় বললাম,

আপনাদের কোন চিন্তা নেই আমি তার জন্য আপনাদের টাকা দেবো ও আপনাকেও কাজ দেবো ।

টুকি বাবুর মুখে একটু খুসির আভাস দেখলাম।বেশ ভাল লাগলো। টুকি বাবুর ঘরোয়া অবস্থা খুব একটা ভালো নয়। পাহাড় কেটে চাষবাস আর হ্যান্ডিক্রাফট বানিয়ে যা জোগাড় হয় তাতে তার সংসারটা স্বাচ্ছন্দে না হলেও কোনোরকমে কেটে যায়। সেদিন আর কাজে যাওয়া হলো না। গ্রামটি ঘুরে দেখলাম।বেশ সুন্দর গ্রাম। সামনেই ব্রহ্মপুত্র নদী। পরিবেশ আর মনের মিলনের এক চরম পরিস্থিতির উদ্ভাবন হয়েছে , মনে হবে আর বাড়ি ফিরে আসবো না। নদীর তীর , জলে নেমে আনন্দ, স্নান করা বেশ মজা করলাম সেদিন।সন্ধ্যার আগে বাড়ি ফিরলাম। টিফিন সেরে ডাইরিটা নিয়ে বসলাম।নদীতে যাবার সময় প্রমিলার কথা খুব মনে পড়ছিল। এই সুন্দর পরিবেশে যদি এখানে থাকতো তাহলে প্রমিলার সমস্যার সমাধান না হলেও মনটা বেশ সুন্দর এক আবহাওয়া গড়ে নিত।

চিঠির উত্তর এখনো আসেনি। অসীম আগ্রহে অপেক্ষা করছি চিঠির উত্তরের জন্য। ওই দিন কলম আর ডাইরিটা বেশ, প্রমিলার রূপ আর সামান্য কিছু গুন ও মিষ্টি কথাবার্তার প্রশংসার পঞ্চমুখ হয়ে উঠে ছিল।ডাইরির পাতাটা সবচেয়ে সেরা হয়ে উঠেছিল বর্ননায়। ডাইরিটা লেখা হয়ে যাবার পর , আমার বর্তমান ঠিকানাটা আফিসে একটি ফ্যাক্স করে দিলাম।

চার দিন কাজ প্রায় নানারকম ভাবে কেটে গেল কাজের মধেই। অরুণাচল প্রদেশ যে দ্বিতীয় স্বর্গ তা এখানে না আসলে কেও বুঝতেই পারবে না। আর এখানে মানুষজন , যাদের তুলনায় নেই । কঠোর পরিশ্রমী ও অপূর্ব মেলবন্ধনের মধ্যেই স্বর্গের আনন্দ উপভোগ করে। সেদিন ১৭ রই সেপ্টেম্বর দুপুরের লাঞ্চ করছি , অফিস থেকে ফোন এলো, বিভূতি বাবু ফোনে কথা বললেন , আমার একটি পত্র এসেছে। পত্রটির উপর লেখা আছে,

পত্রটি আমি ব্যাকুল চিত্তে লিখিয়াছি।সঠিক ব্যাক্তি যেন এটি খুলিয়া দেখে। অন্যথায় আমি খুবই কষ্ট পাবো।পত্রটির উত্তর একমাসের মধ্যে দিলেও চলবে।

04/04/2023

Hindi movie comedy seen (Rajpal Yadob) # rajpal comedy

Good morning
04/04/2023

Good morning

Address

Vill Lokepur, P. O :/Basudebkhali
Berhampore
742187

Telephone

+918436441211

Website

Alerts

Be the first to know and let us send you an email when CNB.Entertainment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CNB.Entertainment:

Videos

Share


Other Digital creator in Berhampore

Show All