Máhìr wórld

Máhìr wórld love your self and everything is possible

I've received 13,800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
21/08/2023

I've received 13,800 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

08/08/2023

তনি আপুর মতো বউ পায়নি বলে সবার জলে😂😂

08/08/2023
 #সংসার আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে। যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খি...
30/07/2023

#সংসার
আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেখান সাধারন অসুস্থতার সময় কিংবা পিরিয়ড এর যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।

কোনটা বেশি প্রিয় চা নাকি কাঠগোলাপ 💐
21/07/2023

কোনটা বেশি প্রিয় চা নাকি কাঠগোলাপ 💐

19/07/2023

সব মা বাবার সাথেই এটা হয় 😀

18/07/2023

বাচ্চা হলে জীবন শেষ

এমনভাবে নাচানাচি করতেছে মনে হয় ফুটবল মাঠ 😒😴😔
17/07/2023

এমনভাবে নাচানাচি করতেছে মনে হয় ফুটবল মাঠ 😒😴😔

17/07/2023

এদের কেউ স্কুল এ দিয়ে আয় 🤣

ফুলের প্রতি অনেক ভালোবাসা, যা কখনোই শেষ হবার নয় ♥️🥀🌹💐🌷🪴
17/07/2023

ফুলের প্রতি অনেক ভালোবাসা, যা কখনোই শেষ হবার নয় ♥️🥀🌹💐🌷🪴

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন,...
02/07/2023

যখন কোন কিছু বিনামূল্যে পাওয়া যায়,
বুঝে নিও তার জন্য অনেক বড় মূল্য দিতে হবে।

নোবেল বিজয়ী ডেসমন্ট টু টু একবার বলেছিলেন, 'যখন মিশনারীরা আফ্রিকায় এসেছিল, তখন তাদের বাইবেল ছিল এবং আমাদের জমি ছিল' । তারা বলল, 'আমরা আপনার জন্য দোয়া করতে এসেছি'। আমরা চোখ বন্ধ করেছি, যখন খুললাম তখন আমাদের হাতে বাইবেল ছিল, আর তাদের হাতে আমাদের জমি ছিল ।

একইভাবে যখন সোশ্যাল নেটওয়ার্ক সাইট এলো। তখন তাদের ফেসবুক - হোয়াটসঅ্যাপ ছিল, আর আমাদের ছিল স্বাধীনতা ও গোপনীয়তা।

তারা বলেছিল 'এটা বিনামূল্যে'। আমরা চোখ বন্ধ করেছিলাম এবং যখন খুললাম তখন আমাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ আছে এবং তাদের কাছে আমাদের স্বাধীনতা ও ব্যক্তিগত তথ্য আছে।

যখনই কোন কিছু ফ্রী পাওয়া যায় তখনই তার মূল্য আমাদের স্বাধীনতা দিয়ে দিতে হয়।

"জ্ঞান থেকে শব্দ বোঝা যায়, অভিজ্ঞতা থেকে অর্থ বোঝা যায়"

Collected.

হোক না ভাঙা ঘরসুখের হিসাবটা অতি মূল্যবানযা অর্থ সম্পদে খুঁজে পাওয়া যায় না।
02/07/2023

হোক না ভাঙা ঘর
সুখের হিসাবটা অতি মূল্যবান
যা অর্থ সম্পদে খুঁজে পাওয়া যায় না।

22/02/2023

ছেলেদের কাঁদতে নেই এটা আমরা সব সময় শেখায়, হইতো এটা শেখাতে পারতাম ছেলেদের অন্য কে কাঁদাতে নেই😭stop this domestic violence👊😡👊

এই হচ্ছে মায়েদের জীবন।তবুও অনেক সুখী আমরা😍
08/02/2023

এই হচ্ছে মায়েদের জীবন।
তবুও অনেক সুখী আমরা😍

02/02/2023

অন্ধের মতো ভালবাসার পরেও যার অন্য মানুষের প্রতি ঝোঁক , আর যাইহোক,সেই মানুষ টি কখনো আমার ছিল না💔💔

30/01/2023

আমার বর্তমান অবস্থা👩‍👧🤪🤪

এক বিয়ে বাড়িতে গেছিলাম। আমার পাশে এক ভদ্রলোক আর ওনার বউ বসছেন। ওনাদের দুইজনের মাঝে ওনাদের এক বাচ্চাও বসছে। দেখে বুঝা যাচ...
19/01/2023

এক বিয়ে বাড়িতে গেছিলাম। আমার পাশে এক ভদ্রলোক আর ওনার বউ বসছেন। ওনাদের দুইজনের মাঝে ওনাদের এক বাচ্চাও বসছে। দেখে বুঝা যাচ্ছে তিন চার বছরের সংসার ওনাদের।

টেবিলে খাবার দিলে সবাই খাবার নিলাম। ওই ভদ্রলোকও খাবার নিয়ে খাচ্ছেন আর একটু পরপর বউকে বলছেন, এই বাবুরে একটু মাংস ছিঁড়া দেও!

বউটা খাচ্ছেন আর বাবুরে মাংস দিচ্ছেন।

জামাই আবার একটু পর বললেন, এই বাবুরে একটু মাংস ছিঁড়া দেও!

ভদ্রমহিলা আবার মাংস দিলেন।

অদ্ভুত ভাবে ভদ্রমহিলা নিজে খাবার মুখে দিতে নিলেই ভদ্রলোক টাইমিং করে বলছেন, এই বাবুরে একটু মাংস ছিঁড়া দেও!

একটু পর ভদ্রলোক আবার যখন বললেন, এই বাবুরে একটু মাংস ছিঁড়া দেও, আমার মুখ দিয়া বের হয়ে যেতে নিছিলো, আপনের হাত দুইটা কই ঢুকয়া রাখছেন? এই জিনিসের (বাবু) অর্ধেকতো আপনারও অংশ! নিজেরে সামলে নিয়ে আমার প্লেট থেকে মাংস নিয়ে ছিঁড়ে বাবুকে দিয়ে ভদ্রমহিলাকে বললাম, আপনি একটু পেট ভরে আরাম করে খানতো!

আমার এই কাজে আশেপাশে কে কী ভাবলো আমার কিছু যায় আসে নাই! আমার পাশে আম্মা আর ছোটো ভাই বসা ছিলো! এরা দুইজন আমার কাণ্ড দেখে এমন ভাব করলো যেন এরা আমারে চেনে না! অথচ এদের গাড়ি ভাড়া করে আমি নিয়া গেছি! এই ভদ্রমহিলার পেট থেকে আমি বের হইছি এই জিনিস মনেহয় আজ ভুলে গেছেন!

আমি কাচ্চির নলা হাড্ডি তৃপ্তি নিয়ে চাবায়া গুঢ়া গুঢ়া কইরা উঠছি! ভদ্রলোক এরপর নীরবে খাবার শেষ করলেন।

আমি হাত ধুতে উঠে ভাবতেছিলাম, হুট করে একদিন এই মেয়ে বাসায় গেছে ভার্সিটি থেকে আর বাপ মা এই লোকের ছবি দেখায়া বলছে, এর সাথে তোমার বিয়ে! বলো কবুল!

নাহয় প্রেমিকাই ছিলো, বিয়েতো হয়ে গেছে এখন আর যাবে কই? ভদ্রলোক মনেহয় এমন কোনো প্রেমিক!

কিন্তু প্রেমিকতো এমন হওয়ার কথা না! কিংবা সম্পর্কে কেয়ারিং কেন থাকবে না?

কথা ছিলো এমন হওয়ার, তুমি খাও আমি বাবুকে রাখি বা আমি খাই তুমি বাবুকে রাখো!

গোলাপ, বেলি, দামি নেকলেস লাগে না! ছোট্ট একটু কেয়ার! একটু খোঁজ! বিয়ে বাড়িতে খুঁজে খুঁজে একটা পান এনে বউয়ের হাতে দেওয়া কিংবা জর্দার মিষ্টিটা বরের জন্যে আলাদা করে রেখে দেওয়া কিংবা এই তোমাকে আরেকটু পোলাও দেই? এইটুকু জিজ্ঞাসা এক সমুদ্র ভালোবাসার সমান এই কেন মানুষ বুঝে না?

হ্যা কেয়ার উভয়ের থেকেই আসা লাগবে! নারী এবং পুরুষ, সমানে সমান, তাহলেই না হয় জনম জনমের সংসার!

তা না! এই বাবুরে একটু মাংস ছিঁড়া দেও!😏

13/01/2023

এটা সব মায়ের সাথে হয়🥰

29/12/2022

আমার ছেলে টাও এমন দুষ্ট হয়েছে 😊

29/12/2022

আছে নাকি এমন দুষ্ট আপনার বাড়িতে 🥰🥰

পরিবার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ❤️ আর পরিবারের মধ্যে বাবা মায়ের সম্পর্ক টা আরো বেশি গুরুত্বপূর্ণ । মা বাবার সম্পর্ক য...
23/12/2022

পরিবার অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় ❤️
আর পরিবারের মধ্যে বাবা মায়ের সম্পর্ক টা আরো বেশি গুরুত্বপূর্ণ ।
মা বাবার সম্পর্ক যত ভালো সেই পরিবারের সন্তানরা তত সুস্থ মানসিকতা নিয়ে গড়ে ওঠে।
তাই একটি ভাল পরিবার সন্তানের জন্য অনেক গুরুত্বপূর্ণ ❤️❤❤

12/11/2022

কিউট এর ডিব্বা🥰🥰🥰

14/10/2022

❝এমন পুরুষ হও।
যেনো কোন নারী তোমাকে পেয়ে হাজার বার রবের দরবারে শুকরিয়া আদায় করে!❞ 🖤

-স্বামী হওয়া খুব সহজ!!
-কিন্তু মনের মতো মানুষ হওয়া কি এতো সহজ?

দরজার আড়ালে স্ত্রীর গায়ে হাত তোলা মানুষটাও স্বামী, খাবারে লবণ বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেওয়া মানুষটাও স্বামী, পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটাও কিন্তু স্বামী!!

কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এরা কেউই মনের মানুষ না! এই পৃথিবীতে স্বামীদের কোন অভাব নেই, কিন্তু অভাব হচ্ছে একজন মনের মানুষের!!___💔

আমরা যাঁর সাথে সারাজীবন কাটাবো সে শুধু স্বামী না হয়ে, সেই মানুষটা আমাদের মনের মানুষ হোক।
যার জন্য সবকিছু ছেড়ে তার বুকে মাথা লুকাবো,
সেই মানুষটা আমাদের ভরসার জায়গা হোক, সেই মানুষটা রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো হোক। যে-ই মানুষটার কাছে থাকলে কখনো হারিয়ে যাবার ভয় থাকবেনা, যে-ই মানুষটা কখনো ছেড়ে যাবেনা, সেই মানুষটা আমাদের হোক। সেই মানুষটা শুধু আমাদের জীবনসঙ্গী না, আমাদের প্রাণের সঙ্গীও হোক।💞

-এই পৃথিবীতে সবার একজন সৎ মনের মানুষ হোক!
সেই মানুষটার সাথে শুধু এই জীবন না, জান্নাতেও যেনো একসাথে থাকতে পারে!!🖤🥀

11/09/2022
30/08/2022

Address

Berhampore

Website

Alerts

Be the first to know and let us send you an email when Máhìr wórld posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Máhìr wórld:

Videos

Share


Other Digital creator in Berhampore

Show All